
06/04/2025
✨🩺হেপাটাইটিস A-এর ঘরোয়া চিকিৎসা ও যত্ন:🩺✨
১) 🛌 সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে ।
২) 🥤 পর্যাপ্ত জল ও ওআরএস খেতে হবে
৩) 🍚 হালকা খাবার যেমন ভাত, খিচুড়ি, ডাল খাওয়া ভালো ।
৪) 🫖 আদা চা বা তুলসী পাতার জল খেতে পারেন ।
৫) 🥭 ফলমূল ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার (লেবু, আমলকি) খাওয়া উপকারী ।
৬) 🧂 বেশি তেল-মশলা খাবার ও বাইরের খাবার বন্ধ করতে হবে ।
✨🩺হেপাটাইটিস B ও C-এর ঘরোয়া যত্ন:🩺✨
১) 🛏️ অতিরিক্ত পরিশ্রম বন্ধ করে বিশ্রামে থাকা ।
২) 🥗 পুষ্টিকর খাবার খেতে হবে (সবজি, ডাল, ফলমূল)
৩) 🚫 অ্যালকোহল, ধূমপান সম্পূর্ণ নিষেধ ।
4) 🥛 ঘরে তৈরি দই বা মধু খাওয়া উপকারী হতে পারে ।
5) 🍵 হালকা হালকা গরম জল পান করুন ।
6) 🧄 রসুন ও হলুদ অল্প পরিমাণে খাবারে ব্যবহার করুন ।
বিঃ দ্রঃ -
এই তথ্য শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে। হেপাটাইটিস B ও C জটিল রোগ – উপসর্গ থাকুক বা না থাকুক, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।
পেজটি ফলো করুন
আরও স্বাস্থ্য সচেতনতা মূলক পোস্ট পেতে স্বাস্থ্যGyan পেজের সাথেই থাকুন।
#হেপাটাইটিস
#লিভার_সচেতনতা
#ঘরোয়াচিকিৎসা
#স্বাস্থ্যপরামর্শ
#স্বাস্থgyan
#বাংলা_স্বাস্থ্য_টিপস
#ডাক্তারের_পরামর্শ_নিন