অচেনা অজানা বাঁকুড়া

অচেনা অজানা বাঁকুড়া Explore the world 🌏
Tours and travels with Jeet Malakar

আজ ৯ জুলাই সারা রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা আদালতের সাধারণ কর্মচারীরা আজকের নির্ধারিত ধর্মঘট সফল  ভাবে পালন করলো। নিম্...
09/07/2025

আজ ৯ জুলাই সারা রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা আদালতের সাধারণ কর্মচারীরা আজকের নির্ধারিত ধর্মঘট সফল ভাবে পালন করলো।
নিম্নে বাঁকুড়া জেলা আদালতের আজকের ধর্মঘটের চিত্র।
💪

09/07/2025

সমস্ত কর্মী সংগঠনের ডাকে, কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন দাবী পূরণের উদ্দেশ্যে ৯ই জুলাই ধর্মঘট সফলভাবে পালিত হলো। ধর্মঘটে সামিল হয়েছিলেন বাঁকুড়া জেলা আদালতে সমস্ত কর্মীবৃন্দ।।

অচেনা অজানা বাঁকুড়া Achena Ajana Bankura ( অচেনা অজানা বাঁকুড়া ) 📸 and Explore # 🏃🏍

অচেনা অজানা বাঁকুড়া Achena Ajana Bankura ( অচেনা অজানা বাঁকুড়া ) 📸 and Explore # 🏃🏍

30/06/2025

জীবনে প্রথম দেখলাম কেউ সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা করছে যে সে আসলে শু-য়ো-রে-র বাচ্চা নয়! 🙄🥺

22/06/2025
Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Bikram Ghosh
22/06/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Bikram Ghosh

ক্রিকেটার বা সিনেমা আর্টিস্ট নাহলে বাদই দিলাম। নূন্যতমপক্ষে ইউটিউবার বা টিকটক পারফর্মার হলেও এই মৃত্যুতে কতো মানুষ চোখের...
22/06/2025

ক্রিকেটার বা সিনেমা আর্টিস্ট নাহলে বাদই দিলাম। নূন্যতমপক্ষে ইউটিউবার বা টিকটক পারফর্মার হলেও এই মৃত্যুতে কতো মানুষ চোখের জলে ভাসিয়ে দিতো---এই মৃত্যুগুলো আসলেই একটা জাতিকে আত্মপরীক্ষা ও আত্মপরিচয়ের মুখোমুখি দাঁড় করায়, আর সে কতোটা সাংস্কৃতিগতভাবে দারিদ্র্য তা সকলের অগোচরেই তাকে বা অন্যদের বুঝিয়ে দেয়। কী নিদারুণ নিঃসঙ্গতা! নিঃশব্দেই চলে গেলেন! শ্রদ্ধা প্রফুল্ল রায় এর প্রতি। ছবিতে গড়িয়া শ্মশানে শেষ যাত্রায় সাহিত্যিক।

14/06/2025

আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইক আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় ৭১০০ কিলোমিটার । প্রতি ঘন্টায় জ্বালানি খরচ হয় ৫৫০০ থেকে ৬ হাজার লিটার। ফ্লাইট টাইম নয় ঘন্টা থেকে সাড়ে ৯ ঘণ্টা যা নির্ভর করে বাতাস গতিপথ এবং আরো অন্যান্য বিষয়ের উপরে ।

এটা সর্বোচ্চ ২৫৪ টন ওজন নিয়ে উঠতে পারে এবং সর্বোচ্চ জ্বালানি নিতে পারে ১ লক্ষ ২৬ হাজার লিটার।

* বিমানটি দুপুর ১:৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সমস্যার সম্মুখীন হয়।
• এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়।
• উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
• বিমানটি আহমেদাবাদের মেঘানি নগর এলাকার একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়।
• Onboard ছিল ২৪২ জন—২৩০ যাত্রী ও ১২ জন ক্রু, যাদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন বলে আশঙ্কা।
• বিধ্বস্তের ফলে ভবনগুলোতে আগুন ধরে যায় এবং আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।
• বিমানটি প্রায় ১১ বছর পুরোনো এবং ২০১৪ সালে এয়ার ইন্ডিয়ায় যুক্ত হয়েছিল।
• দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্তে প্রযুক্তিগত ত্রুটি ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
• এটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ইতিহাসে প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।

এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে 23 ব্যবহার করেছিল।
• এটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমমুখী একটি রানওয়ে, যা প্রায়শই আন্তর্জাতিক ডিপারচার ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়।
******সম্ভাব্য দুর্ঘটনার কারণ (তদন্তাধীন):
১)প্রযুক্তিগত ত্রুটি:
বিমানের ইঞ্জিন বা ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ত্রুটি দেখা দিতে পারে। এয়ারক্রাফটটি সম্প্রতি মেইনটেন্যান্স বা রিফার্বিশন পেয়েছিল বলে জানা গেছে।
২)ইনস্ট্যান্ট পাওয়ার লস বা স্টল:
উড্ডয়নের সময় একটি বা একাধিক ইঞ্জিনে thrust কমে যেতে পারে, ফলে বিমান স্টল করে নিচে পড়ে।
৩)ম্যানুয়াল কন্ট্রোল ইস্যু:
ককপিটে কোনো কনফিগারেশন ভুল বা হিউম্যান ফ্যাক্টর (যেমন: flap/gear সমস্যা, speed misjudgment) ঘটতে পারে।
৪)বার্ড হিট বা এক্সটার্নাল অবজেক্ট:
রানওয়ের কাছাকাছি বড় পাখির সাথে সংঘর্ষ ইঞ্জিন ফেলিউর ঘটাতে পারে — যদিও এখনো এটি নিশ্চিত নয়।
৫)জ্বালানি লিক বা আগুন:
দুর্ঘটনার পরে তীব্র আগুন দেখা গেছে, ফলে জ্বালানি ব্যবস্থায় লিক বা বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই মুহূর্তে DGCA ও AAIB যৌথভাবে ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করছে। সুনির্দিষ্ট কারণ জানতে কিছুদিন সময় লাগবে।

****ক্যাপ্টেন সুমীত সভরাওয়াল
• তিনি ‘লাইন ট্রেনিং ক্যাপ্টেন’ (LTC), অর্থাৎ নতুন বা অপারেটিং ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন।
• মোট ফ্লাইট অভিজ্ঞতা: প্রায় ৮,২০০ ঘণ্টা — দীর্ঘমহাদেশ ও আন্তর্জাতিক রুটে বহু অভিজ্ঞতার প্রমাণ।

***ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর
• সিনিয়র ক্যাপ্টেনের সঙ্গে ছিলেন সহকারী হিসেবে।
• তার মোট ফ্লাইট সময়কাল: প্রায় ১,১০০ ঘণ্টা — আন্তর্জাতিক ট্রেনিং এবং অভ্যন্তরীণ ফ্লাইটে কাজ করেছেন .

এই দুই পাইলট কাট্নীন পরিস্থিতিতে MAYDAY ডিস্ট্রেস কল দিয়েছেন — ক্যাপ্টেন সভরাওয়াল তার ইমার্জেন্সি সঙ্কেত ATC-তে পাঠান . তবে ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে সঙ্কেতের পর আর ফেরৎ যোগাযোগ সম্ভব হয়নি।

আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা এই দুর্ঘটনায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি মেনে নেওয়া অত্যন্ত কঠিন, এবং এই দুঃসময়ে আমাদের হৃদয় আপনাদের সাথে আছে। নিহত সকলের আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে আপনারা যেন শক্তি পান, এই প্রার্থনাই করি।

বিষ্ণুপুর জেলা হাসপাতালের চিকিৎসক মহাশয়দের OPD সময়সূচি।সংগ্রহীত
14/06/2025

বিষ্ণুপুর জেলা হাসপাতালের চিকিৎসক মহাশয়দের OPD সময়সূচি।

সংগ্রহীত

প্রিজন ভ্যানগুলো এখন শুধু টি'চার তুলতে কাজে লাগে! কোনও এক যুগে  ওতে চোর ডাকাত তোলা হতো।
03/06/2025

প্রিজন ভ্যানগুলো এখন শুধু টি'চার তুলতে কাজে লাগে!
কোনও এক যুগে ওতে চোর ডাকাত তোলা হতো।

সাংবাদিক সুদীপ সেনের অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। মৃত্যুকালে অকৃতদার সুদীপের বয়স হয়েছিল মাত্র ৫২ বৎসর। অত্যধিক সুগা...
03/06/2025

সাংবাদিক সুদীপ সেনের অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। মৃত্যুকালে অকৃতদার সুদীপের বয়স হয়েছিল মাত্র ৫২ বৎসর। অত্যধিক সুগার এবং হার্টের সমস্যায় ভোগার কারণে এরকম অসময়ে চলে গেল সে। তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

সংগ্রহীত পোস্ট।

নদীয়ার বাদকুল্লার অনির্বান বিশ্বাস এবং তার বন্ধুরা স্কেটিং করতে ভালোবাসে। তাই তারা ঠিক করে যে তারা দক্ষিনেশ্বর টু দিঘা য...
26/05/2025

নদীয়ার বাদকুল্লার অনির্বান বিশ্বাস এবং তার বন্ধুরা স্কেটিং করতে ভালোবাসে। তাই তারা ঠিক করে যে তারা দক্ষিনেশ্বর টু দিঘা যাবে স্কেটিং করেই। আজ্ঞে হ্যাঁ! স্কেটিং করেই!

মনের জোর আর অনুশীলন এবং অভিজ্ঞতাকে কাজে লাগাই তারা বেরিয়ে পরে সেই উদ্দেশ্যে। মাথায় হেলমেট এবং সারা শরীরে সেফটি গিয়ার্ লাগিয়ে তারা পারি দেয় প্রায় ২০০ কিঃমিঃ রাস্তা। প্রথমে নদীয়া থেকে দক্ষিনেশ্বর তারপর সেখান থেকে দিঘা।

তাদের এই যাত্রায় তারা বহু মানুষের সমর্থন এবং সাহায্যও পেয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেমন এগিয়ে আসে বট বাবাও।

অনির্বান বিশ্বাস টিম লাফালাফিকে জানায় যে আস্তে আস্তে অনেকেই স্কেটিং করা ভুলে যাচ্ছে তাই তারা এই ধরণের উদ্যোগ নিয়েছে যাতে তাদের দেখে নতুন প্রজন্ম আরও এগিয়ে আসে এবং এই স্কেটিং করা যাতে ফের নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিতে পারে, সেই চেষ্টাই তারা চালাচ্ছে।

সব শেষে এটাও জানায় যে তাদের সাথে যোগ না দিলেও নিজেরাই যেন নিজেদের মতন উদ্যোগ নেওয়া শুরু করে সঠিক সেফটি গিয়ার কিনে।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when অচেনা অজানা বাঁকুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অচেনা অজানা বাঁকুড়া:

Share