SimPrit Creation

SimPrit Creation একদিন সব ঠিক হবে ,শুধু সময়ের অপেক্ষা🥰🥰

22/11/2025

সকলের প্রিয় দিল দা কী বললো ভিডিওতে দেখ

“ডিভোর্স কেন বাড়ছে?” – ৯ মাসের বাস্তব গবেষণার ফলাফলগত ৯ মাসে ২৪৫ জন ডিভোর্স প্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে —...
20/11/2025

“ডিভোর্স কেন বাড়ছে?” – ৯ মাসের বাস্তব গবেষণার ফলাফল

গত ৯ মাসে ২৪৫ জন ডিভোর্স প্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে — উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া: কেন ভাঙছে সম্পর্ক?

📊 গবেষণার ফলাফল:
৭২% ডিভোর্স হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% ডিভোর্স এর মূল কারণ পরকীয়া।

🔸 ১০% ডিভোর্স ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।
👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% ডিভোর্স এর কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

ডিভোর্স এর পর অনুশোচনা:
৯২% নারী ও পুরুষই ডিভোর্স এর পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা —
“সিদ্ধান্তটা ভুল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”

ডিভোর্স এর পর নারীদের অবস্থা:
৮৯% তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না।
৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে।
৭% নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থাঃ
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে।
১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

আরও বিস্ময়ের বিষয় হলো —
৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে,
অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী।
অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার ডিভোর্স দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

সবচেয়ে অবাক করা তথ্য হলো —
> দ্বিতীয়বার ডিভোর্স দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের ডিভোর্সপ্রাপ্ত নারী!
কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে।

শেষ কথা
ডিভোর্স শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয়,
এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি,
একটি শিশুর ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।





সংগৃহীত


জয় মা মনসা ,ধন্যবাদ মা আমার ইচ্ছে টা পূরণ করার জন্য, তুমি এভাবেই মাথায় হাত রেখো মা ,খুব তাড়াতাড়ি তোমার কাছে যাবার ইচ...
19/11/2025

জয় মা মনসা ,ধন্যবাদ মা আমার ইচ্ছে টা পূরণ করার জন্য, তুমি এভাবেই মাথায় হাত রেখো মা ,খুব তাড়াতাড়ি তোমার কাছে যাবার ইচ্ছে রইল 🙏🙏 মায়ের নাম নিয়ে আজকের রাতটা শেষ হোক ,জয় মা মনসা

আমার ছোটবেলা থেকে বড়বেলা, কোন ছবিতে ভালো লাগছে বলো
19/11/2025

আমার ছোটবেলা থেকে বড়বেলা, কোন ছবিতে ভালো লাগছে বলো

Big thanks to Bappa  Susunia Hill, Kanchan Das, Tanusri Mandal, Shiuli Mandal, Mrityunjoy Patar, Sukumar Rana, Rahul Rah...
19/11/2025

Big thanks to Bappa Susunia Hill, Kanchan Das, Tanusri Mandal, Shiuli Mandal, Mrityunjoy Patar, Sukumar Rana, Rahul Rahul, Shashthi Mal Mal

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

19/11/2025

বর্তমান সময়ে সবচেয়ে বেশি কষ্টের প্রফেশন হল টিউশন মাস্টার। সারামাস খেটে মাসের শেষে 200/300 টাকা,তাও সবাই সেই টাকা দেয় না। দিলেও সময় মতো দেয় না। আর কষ্টের বললাম সেটা শারীরিক এর থেকে বেশি মানসিক।
কারণ অনেকেই মাস্টারের শারীরিক কষ্টকে কষ্ট বলে মনেই করে না 😅 ভাবে ওই তো বসে বসে পড়ানো আর কি কষ্ট!
একজন ভালো ছাত্র/ছাত্রীই ভবিষ্যতে মাস্টারের পেশাটি বেছে নিতে পারে।
এই শিক্ষক/শিক্ষিকা বা মাস্টার সবাই হতে পারে না,খুব কম মানুষই মাস্টার হয়। আবার ভালো মাস্টার তো খুঁজেই পাওয়া যায় না।

তবু তাদের কদর এখন এই যুগে কেউ করে না।কোনো এক যুগে করত।
অনেকে মাস্টার হবার জন্য ছোট থেকে অনেক পড়াশোনা করেছে। এমনকি বর্তমানে শিক্ষকতার দামী দামী ট্রেনিং BED,DLED এর মতো ডিগ্রিও করে বসে আছে লাখ লাখ টাকা খরচা করে।
কিন্তু পরিস্থিতির চাপে তারা কেউই লক্ষ্যে পৌঁছতে পারে নি,আর সেই আশাও নেই।
তাই তাদের শিক্ষকতা ধর্ম বজায় রাখতে কিন্তু টিউশনি শুরু করেছে ।
মানে,তারা চাইলেও অন্য প্রফেশনে যেতে পারে না। তারা অঙ্গীকার করেছে তারা মাস্টার হবে।
মাস্টার পদ টার যে সম্মান সেই সম্মান এর লোভে বেশিরভাগ মানুষ এই পদ টা বেছে নেয়। কিন্তু হায়!!
মাস্টারের যে সম্মান ছিল,
এখন আর সে কোথায়!!

"মাস্টার" এর এখন সম্মান তো দূর অসম্মান টাই বেশি। তবু অনেকে এই পদে যুক্ত। আর পেশা হিসেবে এই পদ ??
সারা মাস পড়িয়ে ওই ব্যাচে 200/300 টাকা। সেটাও সময় মতো দেওয়া তো দূর,অনেকে আবার দেয়ই না। আবার 12 মাস পড়ানোর টাকা লাস্টে হয় 8 মাস ।
যত কিপ্টামি, দারিদ্রতা আসে টিউশনি মাস্টারের মাইনের বেলায়।
অনেকের সত্যি করেই সমস্যা থাকে,তাদের অনেক টিউশনি মাস্টার ছাড় দিয়ে দেয়।
কিন্তু টিউশনি মাস্টারদের কি আমরা কখনও এক্সট্রা মাইনে দিই??
তবুও টিউশনি মাস্টার দের নাম নেই।
কলমে : Disa Mandal
ভালো লাগলে মন ভরে শেয়ার


শুভ দুপুর
15/11/2025

শুভ দুপুর

14/11/2025

দেড়বছরের পাপান সোনা সব দেখাচ্ছে দেখ

14/11/2025

শিশু দিবসের শুভেচ্ছা

Good morning 🙏 🌄
13/11/2025

Good morning 🙏 🌄

Good Evening 🤗🤗
12/11/2025

Good Evening 🤗🤗

Address

Susunia
Bankura
722182

Alerts

Be the first to know and let us send you an email when SimPrit Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SimPrit Creation:

Share