
07/10/2024
আমাদের ছাতনা সুপার স্পেশালিস্ট হসপিটাল আগে যে তুলনায় সাধারণ মানুষ চিকিৎসা পেত সেই তুলনায় এখন আর চিকিৎসা পরিষেবা পায়নি🙏❤️
🙏❤️আমার বাড়ি ছতানা ব্লক এর অন্তর গত আমরা ব্লাড ও বিভিন্ন ক্ষেত্রে যায় ছতনা সুপার স্পেশালিস্ট হসপিটাল এ তখন বিভিন্ন রুগী এবং আমি এই এই কারণ গুলো উপলব্ধি করেছি তাই এই ফেসবুক এর মাধ্যমে তুলে ধরলাম।
কারণ -:
1। আগামীকাল এক রুগী মারা গেছে ওন কল ডাক্তার নাই বলে তাহেল ভাবুন আপনারা কি অবস্থা চলছে।
2।ডাক্তার বলে দিয়েছে ব্লাড লাগবে, রিকুয়েনেসেন দিয়েছে ব্লাড ব্যাংক থেকে ব্লাড ও এনেছে কিন্তু ওন কল ডাক্তার না থাকার কারণে ব্লাড টা রুগীকে চালাতে পারেনি,কারণ mo চালাবে কার ভরসায় যদি কোনো রিয়েকসেন হয় তখন।
3।আমাদের হসপিটাল এর প্রশাসনিক ঠিক মতো দিনের পর দিন থাকছে না।
4। একটা রুগী কে ওন কল ডাক্তার রুগী কে ভর্তি করে দিয়ে চলে যাচ্ছে কিন্তু ওন কল ডাক্তার না থাকার জন্য রুগী চিকিৎসা পাচ্ছে না।
5। এই যে আমাদের ছাতনা সুপার স্পেশালিস্ট হসপিটাল এ স্নক বাইট থেকে ও ডায়রিয়া আরম্ভ করে যে রুগী গুলো আবজার ভেসন থাকে ,ওন কল ডাক্তার না থাকার কারনে না পারছে ছুটি নিয়ে বাড়ি যেতে না পাচ্ছে সেই দিনে চিকিৎসা।
🙏আপনারা যে ভরসায় চিকিৎসা করাতে আসছেন কিন্তু তারা সেই ভরসা বিশ্বাস ফিরে যাচ্ছে না🙏❤️
🙏🙏একটাই অনুরোধ ছাতনা ও তার আছে পাশে গ্রামের কাছে আপনার একটু ফোকাস রাখুন 🙏
আমি এই পোস্ট এর মাধ্যমে DM ও আইন প্রশাসনিক এত দৃষ্টি আকর্ষণ করছি ❤️🙏