News Bankura

News Bankura HAR KHABAR APKE SATH APKE HATH

06/10/2025

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিত দেখতে গিয়ে নিগৃহীত বিজেপি সাংসদ ও বিধায়ক, প্রতিবাদের বাঁকুড়াতেও, টায়ার জ্বালিয়ে ও জাতীয় সড়ক অবরোধ করে চললো বিক্ষোভ।

বাঁকুড়া:- উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গ বিজেপির তরফ থেকে গিয়ে হাজির হন মালদার গেরুয়া সাংসদ খনেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাদের ওপর হামলা চালায় একদল দুস্কৃতি। সেই হামলায় সাংসদ এবং বিধায়ক দুজনেই রক্তাক্ত হন।এর প্রতিবাদে পশ্চিমবাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি শিবির। আজ বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাশে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে চললো বিক্ষোভ দেখায়।

04/10/2025

বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে বাঁকুড়া কার্নিভাল 2025।

04/10/2025

বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে বাঁকুড়া কার্নিভাল 2025

03/10/2025

রাস্তা অবরোধ, প্রশাসনের গাফিলতিতে জলবন্দি ভেদুয়াসোল! ক্ষুব্ধ গ্রামবাসীর বিক্ষোভে উত্তাল বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক।
দশমীর দিন থেকে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমায় বৃহস্পতিবার রাতের এবং শুক্রবার সকালের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল গ্রাম।
হঠাৎ বৃষ্টির জেরে একাধিক বাড়িতে জল ঢুকে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝখান দিয়ে যে নিকাশি পাইপ রয়েছে তা অতি ছোট এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন। সামান্য বৃষ্টির জলও সেই সরু পাইপ দিয়ে বের হতে পারে না। ফলে গোটা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে পড়ে। বহুবার বড় কালভার্টের দাবি জানালেও প্রশাসন নড়েচড়ে বসেনি। ফলত, অল্প বৃষ্টিতেই বানভাসি হয়ে পড়ছে গ্রাম।
শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনের গাফিলতির প্রতিবাদে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এসময় বিশেষ করে গ্রামের মহিলারা পুলিশ ও প্রশাসনের কর্মীদের সামনে তীব্র বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয়।

#

03/10/2025

আজ থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সরাসরি LIVE দেখুন।

Nawab Ansari

03/10/2025

আজ সকাল থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে আবার রাতি 8 টাই ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সরাসরি LIVE দেখুন।

03/10/2025

আজ থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সরাসরি LIVE দেখুন।

01/10/2025
01/10/2025

বাঁকুড়া বাংলা নবারুণ সংঘ ১৯ তম পুজো থিম হস্তশিল্পে মা দুর্গা হোগলা পাতা বাবুই দড়ি, তাল পাতা দিয়ে তৈরি।

01/10/2025

বাঁকুড়া শুনুকপাহাড়ী সার্বজনীন, ১৫ তম বর্ষে বারো লক্ষ টাকার বাজেটের এই পুজোর থিম ভাবনা বন্দি পরি। যেভাবে পাখি পশুদের বন্দি করে রাখা হয়, তা থেকে বিরত থাকাতে এমন ধরনের ভাবনা পূজা কমিটির। প্রতিমা এখানে সাবেকি।

゚viralシfypシ゚viralシal

Address

Bankura

Telephone

+917384528476

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bankura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bankura:

Share