06/10/2025
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিত দেখতে গিয়ে নিগৃহীত বিজেপি সাংসদ ও বিধায়ক, প্রতিবাদের বাঁকুড়াতেও, টায়ার জ্বালিয়ে ও জাতীয় সড়ক অবরোধ করে চললো বিক্ষোভ।
বাঁকুড়া:- উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গ বিজেপির তরফ থেকে গিয়ে হাজির হন মালদার গেরুয়া সাংসদ খনেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাদের ওপর হামলা চালায় একদল দুস্কৃতি। সেই হামলায় সাংসদ এবং বিধায়ক দুজনেই রক্তাক্ত হন।এর প্রতিবাদে পশ্চিমবাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি শিবির। আজ বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাশে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে চললো বিক্ষোভ দেখায়।