শুকতারা

শুকতারা স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা।
ভালো তো শুধু তারাই থাকে, যারা কিনা অভিনয়ে সেরা....!❤❤️‍🩹

আজকাল এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে আমাদের সংসারগুলোতে। ঘরে আলো জ্বলে, টিভি চলে, কিন্তু মনখারাপের একটা পর্দা যেন সর্বদা টা...
15/12/2025

আজকাল এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে আমাদের সংসারগুলোতে। ঘরে আলো জ্বলে, টিভি চলে, কিন্তু মনখারাপের একটা পর্দা যেন সর্বদা টাঙানো থাকে। কারণটা ছোট—একটা স্মার্টফোন। কিন্তু তার প্রভাব ভয়ংকর।

একসময় সন্ধে নামলেই স্ত্রী জানালার পাশে দাঁড়িয়ে থাকত—দেখবে, কবে তার স্বামী ফিরবে। চায়ের কাপে প্রথম চুমুকটা ভাগ করে নিত দু’জনে। এখন সেই অপেক্ষা মিলিয়ে গেছে ফোনের আলোয়। কারও আঙুল ব্যস্ত স্ক্রিনে, কারও চোখ ঘুরে বেড়ায় ভার্চুয়াল জগতে।

স্বামী অফিস থেকে ফিরেও ফোনের মধ্যে ডুবে থাকে। ছোট্ট ছেলেটা পাশেই বসে বই খুলে, কিন্তু বাবা তাকায় না। মেয়েটা নতুন গল্প বলতে চায়, কিন্তু উত্তর আসে না—কারণ বাবার মন তখন রিল বা গ্রুপচ্যাটে। অন্যদিকে স্ত্রীরাও এখন ব্যস্ত—কখনও অনলাইন শপিংয়ে, কখনও বন্ধুর ইনবক্সে, কখনও অচেনা কারও সঙ্গে আলাপে।

এইভাবেই দূরত্ব তৈরি হয়—চুপিচুপি, অদৃশ্যভাবে। একসময় যাদের কথা ফুরোতো না, এখন তাদের মধ্যে কথা খুঁজে পেতেও কষ্ট হয়। একে অপরের চোখে তাকিয়ে যে স্নেহ, যে মমতা একসময় জেগে থাকত, সেটাই যেন হারিয়ে যাচ্ছে এই মোবাইলের নীল আলোয়।

অনেক সংসার ভেঙে যাচ্ছে, শুধু এজন্য যে মানুষ বাস্তব ভালোবাসার বদলে ভার্চুয়াল মনোযোগ খুঁজে নিচ্ছে। কেউ কারও সময় দিচ্ছে না, যত্ন দিচ্ছে না। সন্তানরাও তা দেখছে—তারা শিখছে, ভালোবাসার মানে আর একসঙ্গে থাকা নয়, বরং কে কতটা ব্যস্ত নিজের স্ক্রিনে।

আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু প্রতিদিন একটু একটু করে হারাচ্ছি আমাদের সম্পর্কের উষ্ণতা। ফোনে যত স্মার্ট হচ্ছি, হৃদয়ে ততই ঠান্ডা হয়ে যাচ্ছি।

সময় এসেছে একটু থামার। একসঙ্গে বসে গল্প বলার, সন্তানকে জড়িয়ে ধরার, এক কাপ চা ভাগ করে নেওয়ার। কারণ সম্পর্ক টিকিয়ে রাখে প্রযুক্তি নয়—টিকিয়ে রাখে মন, যত্ন আর উপস্থিতি।






 #শুভ_সকাল আরেকবার জলের আয়নায় রাখো মুখতোমার বুকে বিশাল ঢেউয়েরা আসক,,,,,,!তারপর ভেঙ্গে যাক মুখের আদল,জলের আয়না জুড়ে অচে...
11/12/2025

#শুভ_সকাল

আরেকবার জলের আয়নায় রাখো মুখ
তোমার বুকে বিশাল ঢেউয়েরা আসক,,,,,,!
তারপর ভেঙ্গে যাক মুখের আদল,
জলের আয়না জুড়ে অচেনা মুখ ভাসুক।।

আরেকবার আমার চোখে রাখো চোখ
হৃদয় জুড়ে আসুক ভালোবাসার অসুখ,,,,,!
তারপর নিশাচর হয়ে থাক অসুখী মানুষ,
রাতের জানালা জুড়ে কষ্ট পাক এক যন্ত্রণা বুক।

সমুদ্রের ঢেউয়ে ভেসে আসুক ঝিনুক
ভালোবাসার প্রতারণায় নিজেকে চিনুক,,,,,!
তারপর সব বেদনায় দিক জীবন ভেঙ্গে,
যদি পারে নিজের জন্য কিছু মুক্তো কিনুক।।
#বন্ধু #শুকতারারকথা

একটা মানুষ জীবনে তিনবার প্রেমে পড়ে…সে না চাইতেও প্রেম তার জীবনে আসে।প্রথম প্রেমঃ  প্রথম প্রেম সবচেয়ে নিঃস্বার্থ, নিঃস্পা...
08/12/2025

একটা মানুষ জীবনে তিনবার প্রেমে পড়ে…
সে না চাইতেও প্রেম তার জীবনে আসে।

প্রথম প্রেমঃ
প্রথম প্রেম সবচেয়ে নিঃস্বার্থ, নিঃস্পাপ চাওয়া।
এ প্রেমে কারণ থাকে না, তবু হৃদয় হারিয়ে যায়।
বৃদ্ধ বয়সে সেই স্মৃতিগুলো মনে দোলা দিলেও—
তখন বুঝতে পারবেন, সেটা হয়তো প্রেম ছিল না…
শুধু সুন্দর এক অনুভূতি।

দ্বিতীয় প্রেমঃ
দ্বিতীয় প্রেম আমাদের শেখায়—
বিশ্বাসঘাতকতা, টক্সিসিটি, কষ্ট, নাটক, অপব্যবহার।
এটা অনেকটা "কর্মা টাইপ" সম্পর্ক।
এই প্রেমে ভাললাগা ধীরে ধীরে মন্দ লাগায় বদলে যায়।
কিন্তু…
এ প্রেমেই আমরা শিখি—
নিজের মূল্যবোধ,
কি চাই আর কি চাই না,
ভাল আর খারাপের পার্থক্য।

তৃতীয় প্রেমঃ
এটা হঠাৎ করেই আসে…
আপনি না চাইতেও ভালোবেসে ফেলেন।
তাকে যত্ন করতে ইচ্ছে হয়,
তার কথায় নিজেকে হারিয়ে ফেলেন।
সে ক্রাশ না হলেও, তার চোখে হারিয়ে যান প্রতিদিন।
তার ইমপারফেকশনেই খুঁজে পান পারফেকশন।
তার কাছে কিছুই লুকাতে পারেন না।
তাকে নিয়ে জীবন কাটানোর ইচ্ছে জাগে।
মনে হয়—
সে আপনার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে।
তার জন্যই বেঁচে থাকাটা সুন্দর লাগে।

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পরআমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি—অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি,অথবা নিজেদের ভেঙে ...
08/12/2025

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর
আমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি—
অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি,
অথবা নিজেদের ভেঙে পড়তে দিই।

কিন্তু সবচেয়ে মূল্যবান তৃতীয় পথটি হলো—
নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা।

এই পরিবর্তন কোনো রাগের প্রতিফলন নয়,
এটা প্রতিশোধও নয়—
এটা নিজের অস্তিত্ব পুনর্গঠনের এক নীরব প্রক্রিয়া।

যখন কেউ আপনাকে কষ্ট দেয়, প্রতারণা করে,
অথবা নিজের স্বার্থে ব্যবহার করে—
তখন তার উপর প্রতিশোধ নেওয়াটা খুব স্বাভাবিক মনে হয়।
কিন্তু সেটাই কি সত্যিকারের জয়?
না।

সত্যিকারের জয় তখনই আসে,
যখন আপনি সেই মানুষটিকে চিনে ফেলার পর
নিজেকে আগের থেকে আরও শক্ত করেন,
আরও পরিণত করেন,
আরও সচেতন হন।

আপনার নরম জায়গাগুলোকে রক্ষা করতে শিখেন,
বিশ্বাস দেওয়ার আগে একটু থামতে শিখেন,
আর নিজের মূল্য বুঝে
নিজেকে এমনভাবে গড়ে তোলেন
যে আপনাকে আর কেউ সহজে ভাঙতে না পারে।

এটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ব্যয়বহুল প্রতিশোধ—
কারণ এতে আপনি কাউকে হারান না,
বরং নিজেকেই জিতিয়ে আনেন।

আপনার পরিবর্তন তখন একজনের জন্য নয়,
আপনার পুরো জীবনকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য।
যে আপনাকে অবমূল্যায়ন করেছে,
সে হয়তো একদিন বুঝবেও না
আপনি কতটা বদলে গেছেন।
কিন্তু আপনি জানবেন—
এই পরিবর্তনটিই ছিল আপনার সত্যিকারের মুক্তি।

নিজেকে বদলে ফেলা—
এটাই মানুষের ওপর প্রতিশোধ নয়,
নিজের প্রতি নেওয়া সর্বোচ্চ সম্মান। ❤️
~ শুকতারা~~

#বন্ধু

সম্পর্ক টিকে থাকে বড় বড় কথা, প্রতিশ্রুতি বা আবেগী বক্তব্যে নয়। অনেক সময় কথার জোরে মানুষ সাময়িকভাবে কাছে আসলেও, সম্মানের ...
06/12/2025

সম্পর্ক টিকে থাকে বড় বড় কথা, প্রতিশ্রুতি বা আবেগী বক্তব্যে নয়। অনেক সময় কথার জোরে মানুষ সাময়িকভাবে কাছে আসলেও, সম্মানের অভাবে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। প্রকৃত সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান—একে অপরের অনুভূতি, মতামত, সীমারেখা ও ব্যক্তিসত্তাকে মূল্য দেওয়া। যেখানে একজন আরেকজনকে ছোট করে না, আঘাত করে না, জোর করে বদলাতে চায় না—সেখানে সম্পর্ক আপনাআপনি শক্ত হয়। কথার চাকচিক্য সময়ের সাথে ম্লান হয়ে যায়, কিন্তু সম্মানের গভীরতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে এবং বিশ্বাসের একটি নিরাপদ জায়গা তৈরি করে 🙂❤️

🌿 বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যেখানে রক্তের নয়—মনের টানই আসল শক্তি।
✨ সত্যিকারের বন্ধু সেই, যে সুখে নয়—কঠিন সময়ে হাত ধরে পাশে থাকে।

"যদি তোমার কোন সমালোচক না থাকে, তাহলে বুঝে নিও,
সম্ভবত তোমার কোন সফলতা নেই"।

★প্রতিযোগিতা যখন নিজের সাথে।অনুসরণ করি অনেককেই তবে অনুকরণ করিনা কাউকেই।
আমার আইডল আমি নিজেই।ধৈর্য্য এবং সাহস আমার একান্ত সঙ্গী।অনুশোচনা অনুতাপ নেই। আফসোস আছে, আফসোস হয় সেই সব মানুষদের প্রতি-যাঁরা ঠকায়,বিশ্বাসঘাতকতা করে,হিংসে করে।শরীরের পবিত্রতায় ওজু। মনের পবিত্রায় কি?আয়নায় নয় আত্মায় সৌন্দর্য খুঁজি।

★যে খুব ভালোবাসে, সে কখনো ঠকাতে পারে না। পৃথিবীর সব সত্যি বদলে গেলেও, এ সত্যি কখনো বদলাবে না।

★মানুষের ভেতরেই সবচেয়ে গভীর অরণ্য লুকিয়ে থাকে। বাইরের পথ হারালে কেউ হাত ধরে, কিন্তু ভেতরের পথ হারালে নিজেকেই নিজের মুখোমুখি দাঁড়াতে হয়।

জীবন কখনো শিখিয়ে দেয় না কিভাবে জিততে হয়, জীবন শুধু শিখিয়ে দেয় কিভাবে ভেঙে পড়ে আবার দাঁড়াতে হয়, আর নিজের ভিতরের অরণ্য পেরিয়ে নিজেকেই নতুন করে খুঁজে নিতে হয়।

কখনও কি ভেবেছেন যে মানুষটা আপনার পাশে আছে… সে  আপনার জীবনসঙ্গী নাকি সোলমেট?অনেকের কাছেই এটা একটা প্রহেলিকা, জীবন কেটে যা...
05/12/2025

কখনও কি ভেবেছেন যে মানুষটা আপনার পাশে আছে… সে আপনার জীবনসঙ্গী নাকি সোলমেট?
অনেকের কাছেই এটা একটা প্রহেলিকা, জীবন কেটে যায় উত্তর মেলাতে মেলাতে। তবে প্রাচীন সাধক আর আধ্যাত্মিকতার আয়না দিয়ে দেখলে কিছুটা ধারণা পাওয়া যায়।

জীবনসঙ্গী হচ্ছে সেই মানুষ,

যার সঙ্গে আপনি সকাল-সন্ধ্যার বাস্তব জীবনটা ভাগ করে নেন।দায়িত্ব, হাসি-কান্না, সংসার, সমাজ —সব মিলিয়ে জীবনটা এক যাত্রা, যেখানে দুজন মিলে বাঁচার নামই জীবনসঙ্গীতা। জীবনসঙ্গী হতে পারেন ভালোবাসার মানুষ, আবার কখনও কেবল একজন সহযাত্রীও।এখানে সম্পর্কের মূলভিত্তি: বিশ্বাস, বোঝাপড়া, সহনশীলতা ও প্রতিশ্রুতি।
এটি বাস্তবভিত্তিক — জীবনের রুটিন, অর্থনীতি, সমাজ, দায়িত্ব— সব এখানে জড়িত।জীবনসঙ্গীকে আমরা বেছে নেই মন, যুক্তি ও সময়ের সমন্বয়ে।

কিন্তু সোলমেট?

সোলমেট হলো সেই আত্মা, যাকে মনে হয় — “এই মানুষটা আমারই অংশ।” এখানে শারীরিক রসায়ন থাকে না, কথিত প্রেম থাকেনা। সোলমেট হলো অভিন্ন লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অংশীদার।
এখানে যুক্তি নয়, অনুভূতি কথা বলে। সময়, দূরত্ব, সমাজ — কিছুই বাধা হয় না।আপনার চিন্তা, কম্পন, ভয়, আনন্দ — সবকিছুতে এক অদ্ভুত সিঙ্ক থাকে।
সোলমেট আপনার আত্মার আয়না, সে আপনার জীবনে থাকতে আসে না, আসে শুধু বদলে দিতে, শেখাতে।

জীবনসঙ্গী আপনাকে নিরাপদ রাখে, কিন্তু সোলমেট চ্যালেঞ্জ নিতে শেখায়। ভেতরের গভীর ‘আপনি’-কে চিনিয়ে দেয়।
জীবনসঙ্গী আপনাকে স্থিরতা দেয়, আর সোলমেট আপনাকে লক্ষ্যে এগিয়ে দেয়।

সবাই সোলমেট পায় না, আর সবাই সোলমেটের সঙ্গে থাকতেও পারে না।কারণ সোলমেটের মূল কাজ আপনাকে শেখানো, বদলে দেওয়া…তারপর চলে যাওয়া।

অতএব, যে মানুষটা রয়ে গেছে আপনার পাশে,যে আপনার প্রতিদিনের যুদ্ধটায় হাত ধরছে—সে জীবনসঙ্গী।
আর যে আপনার বিবেক হিসেবে মানবিক পূর্ণতা দিচ্ছে, সেই সোলমেট।

আসলে সোলমেটের ক্যানভাস অনেক বড়। মুশকিল হলো যুগযুগ ধরে কিছু শিল্প-সাহিত্যে সোলমেটকে নিখুঁতভাবে প্রেমিক/প্রেমিকার ন্যারেটিভে বর্ণনা করা হয়েছে। বিভ্রান্তি কাটুক গবেষণার মধ্যে দিয়ে।

অভিমান নিয়ে দূরত্ব চাইনি তো।আমি চেয়েছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করো—কেন হুট করে আমি কথা বলা বন্ধ করে দিলাম। কেন হৃদয়ে অসীম...
04/12/2025

অভিমান নিয়ে দূরত্ব চাইনি তো।
আমি চেয়েছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করো—কেন হুট করে আমি কথা বলা বন্ধ করে দিলাম। কেন হৃদয়ে অসীম তৃষ্ণা নিয়েও আমার কথারা ক্লান্ত হলো! জিজ্ঞেস করো, কি নিয়ে আমি কষ্ট পাই।

তুমি জানতে চাওনি, তুমি বুঝতে চাওনি কত ব্যথায় মানুষ নীরব হয়ে যায়। কত অপমানে মানুষ নিজেকে দূরে সরিয়ে নেয়!

অভিমানে আমি দূরত্ব চাইনি!
আমি চেয়েছি, আমায় একটু বুঝতে শিখো। সামান্য একটু গুরুত্ব দাও, অন্য আট-দশটা মানুষের মতোই আমাকে জীবনে রেখো না—তাদের মতো করে দেখো না।

কিন্তু কি আশ্চর্য, দেখো!
সবাই তোমার কাছে গুরুত্ব পেলেও আমার অভিমান পড়ে রইলো তোমার পায়ের কাছেই। অবহেলা—অনাদরে, তুমি অভিমান তাকিয়ে দেখলেই না!

আমি চেয়েছিলাম, তুমি আমাকে বলো—“ ঠিক কি করলে মন শান্ত হবে তোমার? তুমি বুঝিয়ে দাও, বলে দাও। তোমায় ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়, আমি ভালো থাকতে পারি না! প্লিজ রাগ করো না, পাখি। ভালোবাসি খুব। ”

তুমি বলোনি।
অভিমানের পারদ ছুঁয়ে তুমি আমার কাছে আসোনি। অভিমানের দেয়াল টপকাতে পারোনি তুমি। তুমি বুঝিয়েছো, পৃথিবীতে গাছের মূল্য থাকলেও, আগাছার কোনো দামই নেই।

অভিমানে আমি দূরত্ব চাইনি।
শুধু চেয়েছি তুমি বুঝতে শিখো। ঠিক কি করলে আমি কষ্ট পাই, কি করলে নিজেকে ছোট মনে হয়। আমি বুঝতে চেয়েছি, তোমার জীবনে আমার অভিমান, কষ্টের চাইতেও অমূল্য কিছু আছে কিনা।

অভিমানে দূরত্ব চাইনি। অথচ দেখো, অভিমানেই অনুভূতির ক্ষয় হয়! শেষমেশ আমার অভিমান তোমার কাছে গুরুত্ব না পেলেও, আমার কাছে শিক্ষা হয়ে গেল। তুমি দূরত্বই চেয়েছিলে, আমি শুধু অভিমানে সম্মতি দিয়ে সরে এসেছি।

 #কি_কি_করবেন_না ❌❌❌অসভ্য হবার কোনো বয়স হয় না, কোনো জেন্ডার হয় না।। আজকের দিনে অসভ্য হয়েও নিজেকে কুল ভাবাটা খুব টেন্...
03/12/2025

#কি_কি_করবেন_না ❌❌❌
অসভ্য হবার কোনো বয়স হয় না, কোনো জেন্ডার হয় না।।
আজকের দিনে অসভ্য হয়েও নিজেকে কুল ভাবাটা খুব টেন্ডিং।। 😉
তাই কিছু কিছু মানুষ কে কিছু জিনিস শিখতে হবে: যেমন

❌ কারোর বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়ে, তাদের সামনেই তাদের খাবারের সমালোচনা করবেন না।। ভালো না হলেও ভালো বলুন, নয় তো চুপ থাকুন।। কেউ রান্না করে খাওয়ালেও এপ্রিশিয়েট করুন, কারণ তিনি অনেক খেটে রান্না করেছেন।। এটা ভদ্রতা।। 🙏

❌ ছোট বাচ্চার সাথে দেখা হলেই, তার রেজাল্ট নিয়ে খোঁটা দিয়ে একটা কঠিন অংক জিজ্ঞেস করে, তাকে বিপাকে ফেলে,নিজের পাণ্ডিত্যের পরিচয় দেবেন না।। কে বলতে পারে, ভবিষ্যতে ওই বাচ্চাটির মাসিক স্যালারি, আপনার সন্তানের বার্ষিক আয়ের সমান হতে পারে।। 😂

❌ কারোর সাথে প্রথম সাক্ষাতে "তুই কত ফুলে গেছিস", "চুল গুলো কেমন পাতলা হয়ে গেছে", "কেমন কালো হয়ে গেছিস" না বলে জিজ্ঞেস করুন- কেমন আছিস/আছো? এটা কি ম্যানার্স বলে।। ,👏

❌ কে কখন বিয়ে করবে, কে কবে বাচ্চা নেবে, এটি সর্ম্পূণ মানুষটির ব্যক্তিগত বিষয়।। ফুলশয্যার দিন বা কাজ কোনো টা জানাই আপনার এক্তিয়ার এর মধ্যে পড়ে না।। তাই নিজের চরকা টি চক চকে রাখুন।। 😡

❌ পৃথিবীতে সব মেয়ের জীবনের প্রায়োরিটি, লক্ষ্য, আলাদা, তাই কোনো মেয়ে চাকরি, বাচ্চা একসাথে সামলালে, তাকে একটি মেয়ে হয়ে
"আমি তো বাবা, ওই রকম কাজের লোকের কাছে রেখে বাচ্চা মানুষ করতে পারবো না, আমার বাচ্চা, আমায় ছাড়া থাকবেই না" বলে তার এফোর্ট কে ছোট করা বন্ধ করুন।। ❌
আপনি "কেবলমাত্র সন্তান" প্রতিপালন করতে চেয়েছেন, এটা আপনার চয়েস।।
সে সংসার, সন্তান, ঘর, বাড়ি , সন্তানের দায়িত্ব নিতে চেয়েছে, এটা তার চয়েস।। সিম্পল।। 👍

❌ উল্টো দিকে যারা, মা হওয়া টাকে প্রায়োরিটি দিল, তাদের দিনের শেষে একবাটি করুণা ছুঁড়ে দিয়ে বলা - এত পড়াশোনা করলি, গান শিখলি, আঁকা শিখলি, কি হলো এসব করে।। কিসু তেই তো কিসু হলো না।। টাকা গুলো নষ্ট।। এগুলো বলা থেকে বিরত থাকুন।। 👏

❌ বিয়ে না হলেই খুদ আছে, বাচ্চা নিতে দেরি করছে মানেই কোনো দোষ আছে, পাড়ায় ঘুরে ঘুরে, কিংবা ফোন করে এসব ছড়ানো বন্ধ করুন।। আপনি মানুষ, মশা নন।। 😂

❌ অন্যের বাচ্চাকে রোগা, কালো, কম জুরি আখ্যা দিয়ে নিজের সন্তানের ঢাক পেটানো বন্ধ করুন।। ফাঁকা কলসি বাজিয়ে বাজিয়ে লোক কে শোনাতে হয়।। গুণী মানুষ প্রচার ছাড়াই সম্মান পান।। শুধু সময়ের অপেক্ষা।। ❤️

❌ অন্যের মেয়ের পিছনে লাগবেন না, দেখবেন কখন নিজের মেয়ের হওয়া লিক হয়ে গেছে।। ☺️

❌ অন্যের বরের/বউয়ের সাথে শোবেন না, অন্যের হক মারবেন না, উপকারীর উপকার ভুলবেন না, আর অন্যের উন্নতি দেখে নিজে জলবেন না।। 🥰

❌ জেলাসির চরম সীমায় পৌঁছে দয়া করে তুক গুন, ভূত পেত্নী পাঠাবেন না।। এই ভূত যদি উল্টো পথে হাঁটে, কেঁদে কুল কিনারা পাবেন না কিন্তু।। 😂

মোট কথা মানুষ হয়ে মানুষের পাশে থাকুন।।
বাঁশ না দিয়ে, কাঁধ দিন ।। 🫂
যাতে সবাই সবার মত করে ভালো থাকতে পারে
হাতে হাত ধরে হাঁটতে পারে, নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্য।। ❤️

লেখা: ©

29/11/2025
29/11/2025

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুকতারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share