শুকতারা

শুকতারা স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা।
ভালো তো শুধু তারাই থাকে, যারা কিনা অভিনয়ে সেরা....!❤❤️‍🩹

দুদিনের আলাপে কাউকে পুরোপুরি না জেনে তার সাথে শারীরিক ভাবে মিলিত হয়েছেন? আই মিন সে,ক্স করেছেন? একটা মানুষকে না জেনেশুনে ...
16/10/2025

দুদিনের আলাপে কাউকে পুরোপুরি না জেনে তার সাথে শারীরিক ভাবে মিলিত হয়েছেন? আই মিন সে,ক্স করেছেন? একটা মানুষকে না জেনেশুনে তার সাথে খুব ঘনিষ্ট হয়েছেন? সাতপাঁচ না ভেবে কারোর সাথে কয়েক মুহূর্তের জন্য জড়িয়ে পড়েছেন?
প্রায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এমন কেউ না কেউ আসে, যার কথা বলার ধরণ, হাসি, হাঁটাচলার স্টাইল, ব্যবহার, ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে...
আমরা খুব কম সময়ের মধ্যেই মানুষটার ভেতর এমনভাবেই ডুবে যাই, যে আমরা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে, বাস্তব জীবনটাকে, বাস্তব পরিস্থিতিটাকে, সবকিছুকে অস্বীকার করে সেই মানুষটার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চাই, হাতে হাত ধরে ইশারায় বলতে চাই,
"একটা দিন শুধু তোর আর আমার নামে লেখা থাক প্লিজ'"
এতটাই সেই মানুষটার সাথে ঘনিষ্ঠ হয়ে যাই জাস্ট দুদিনের আলাপে যে নিজের সমস্ত আবেগ, নিজের সমস্ত ফিলিংসের উপর আর কোনো কন্ট্রোল থাকে না....
মনে হয়, এই মানুষটা শুধু আমার একার হলেও পারতো, মনে হয় যেন এই মানুষটার সাথে সংসার না হোক, জমিয়ে প্রেম করাটা খুব দরকার, তাতে আমাদের জীবনটা স্বার্থক হবে....
কাছে না যাওয়া পর্যন্ত মানুষটার সাথে একবেলা কথা না বললে বুকের ভেতরটা যেন আনচান করে, অথচ মানুষটার সাথে কোনো ভবিষ্যৎ নেই....
মানুষটার সাথে কোনোদিন কোনো সামাজিক বন্ধন তৈরি হতে পারে না জেনেও আমরা মানুষটাকে ছুঁতে চাই, কয়েক মুহুর্তের জন্য হলেও আমাদের খুব দামি খুব গোপন কিছু স্মৃতি তৈরি করতে চাই....
আমরা নগ্ন হতে চাই মানুষটার কাছে, শারীরিক ভাবে ও মানসিক ভাবে। কোত্থেকে যেন একটা চূড়ান্ত বিশ্বাস কাজ করে, যে আর যাই হোক এই মানুষটা আমাদের ঠকাবে না...
মানুষটাকে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার পর, খোলা পিঠে দশ আঙুলের আঁচড় কাটার পর, গোটা শরীরে হাত বোলানোর পর আমরা কেঁদে ফেলি। স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরতে হবে ভেবে কেঁদে ফেলি, মানুষটাকে এবার ছাড়তে হবে ভেবে কেঁদে ফেলি....
খুব খুব ঘনিষ্ঠ হওয়ার পর আমরা উঠে বসে হাতে হাত রেখে বলি "বোধহয় খুব ভুল কাজ করলাম, কিন্তু যা কিছু আমাদের মধ্যে হয়েছে, তার মতো পবিত্র আর কিছু হয় না।
এই স্মৃতিটুকু, এই একে অপরকে ছোঁয়ার মুহূর্তটুকুই আমাদেরকে সারাজীবনের মতো বেঁধে রাখবে যতই যোগাযোগ নিভে যাক না কেন! আমাদের এটাই হয়তো শেষ দেখা, তবুও আমরা একে অপরের ভেতরে থেকে যাবো যেভাবে ডিমের ভেতর রাখা থাকে নরম কুসুম"....
আদতে মানুষটার সাথে আমরা থাকতে চাই না, কিন্তু জীবনের একটা সন্ধে বেলা কিংবা একটা গোটা দিন সেই মানুষটার কাছে আজীবনের মতো জমা রাখতে চাই....
কোনো এক গ্রীষ্মের দুপুরে হড়হড় করে বৃষ্টি নামলে যাতে মানুষটার কথা হুট করেই মনে পড়ে যায়, একবার কথা বলতে ইচ্ছে হয়, জিগ্যেস করতে ইচ্ছে হয় "কেমন আছো?".....
কোনো এক রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে গেলেই মানুষটার কথা মনে করে যেন চোখের কোনে হালকা চিকচিকে জল জমে....
কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে যদি তার ডাকনাম ধরে কেউ ডাকে, যাতে আমরা থমকে যেতে পারি, পেছনে ঘুরে তাকিয়ে মানুষটাকে খুঁজতে পারি তন্নতন্ন করে, অথচ জানি মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব না....
ফিরে পেলেও আগলে রেখে দেওয়া আর সম্ভব না...
কোনটা ঠিক, কোনটা ভুল, এতকিছু বিচার করে কোনোদিন জীবন চলেনি, জীবন তো আর পাতায় পাতায় সূত্র মেলানো কোনো অঙ্ক নয়, ভুল হয়ে যায় বারবার....
কিছু ভুল আমরা ইচ্ছে করেই করি, একটা মুহূর্ত সৃষ্টি করার জন্য আমরা কিছু ভুল করি, তারপর গোটা জীবন সেই ভুলটাকে খুব গোপনে লুকিয়ে বাঁচিয়ে বয়ে নিয়ে বেড়াই আমৃত্যুকাল পর্যন্ত....
গভীর সম্পর্ক সবার সাথে তৈরি করতে নেই,
আমার কথার কারো মনে যদি আঘাত লেগে থাকে প্লিজ এড়িয়ে যেও 🙏

Men be like : ঐ ছেলেটা তোমাকে যেভাবে কষ্ট দিয়েছিলো সেটা তুমি ডিজার্ভ করো না, তুমি আসলে কিভাবে কষ্ট পাওয়া ডিজার্ভ করো আম...
14/10/2025

Men be like : ঐ ছেলেটা তোমাকে যেভাবে কষ্ট দিয়েছিলো সেটা তুমি ডিজার্ভ করো না, তুমি আসলে কিভাবে কষ্ট পাওয়া ডিজার্ভ করো আমি দেখাচ্ছি, wait it's my turn now 😌❤️

যতো দিন যাচ্ছে বুঝতে পারছি ভালো বন্ধু কেউ নেই।ওই যে প্রাণ দিয়ে ভালবাসা,দামাল হাওয়ার মতো বুকে জাপটে ধরা,একে অন্যের জন্য ম...
13/10/2025

যতো দিন যাচ্ছে বুঝতে পারছি ভালো বন্ধু কেউ নেই।
ওই যে প্রাণ দিয়ে ভালবাসা,
দামাল হাওয়ার মতো বুকে জাপটে ধরা,
একে অন্যের জন্য মন আনচান,
সর্বোপরি এক আকাশ বন্ধুত্বের দাবী এই সবের জন্য একজন ভালো বন্ধুর প্রয়োজন।
যার মুখের হাসি সব দুঃখ ভুলিয়ে দেয়।
যে বলবে'কেউ না থাকুক তোমার সাথে, জানবে আমি আছি।'
পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা অন্ধকার কোণেও মানুষ একলা থাকে না শুধু ওর জন্য।
সেই বন্ধু হবে এক আকাশ খুশির নাম।
আমাদের বুকের দুঃখ কষ্ট ঠেলে বের করে যে ঝোড়ো বাতাসের মত হাসি উপহার দিতে পারে,
আমাদের প্রত্যেকের জীবনে একজন বন্ধুর প্রয়োজন ছিলো,
কিন্তু ওই মানুষ তো পৃথিবীতে কোনদিনই পাওয়া যায় না 😊
শুধু ভাগ্যের জোরে তাকে ফিরিয়ে আনা তার সাথে থাকা তাকে পুরোপুরি চিনে উঠতে পারা তাকে জানতে পারা। কোন কিছুই আর এই জনমে হয়ে উঠল না 🫶
তাই রাতের আঁধারেও আমি যখন ঘন কালোয় ডুবে যাই, তখন মনে পড়ে।
আবার যদি জন্মানোর সুযোগ হয়, তোমায় যেন বন্ধু হিসাবে পাই।❤️❤️

একটি বিকেল শেষ হল যেইএকটি তারা উঠল জ্বলেহয়ত তোমার জানলা খোলাসেই তারাটাই দেখবে বলে ।তোমার চোখের আলোকবর্ষকরবে যখন গান রচন...
11/10/2025

একটি বিকেল শেষ হল যেই
একটি তারা উঠল জ্বলে
হয়ত তোমার জানলা খোলা
সেই তারাটাই দেখবে বলে ।
তোমার চোখের আলোকবর্ষ
করবে যখন গান রচনা,
তখন তোমার রাত্রি ছুঁতে
আমার গানের কাঙালপনা ।

09/10/2025
09/10/2025
কিছু মেয়ে থাকে, যাদের চোখে সংসারের স্বপ্নটা খুব সুন্দর। তারা ভাবে— ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, থাকবে মায়া আর যত্নের ছো...
09/10/2025

কিছু মেয়ে থাকে, যাদের চোখে সংসারের স্বপ্নটা খুব সুন্দর। তারা ভাবে— ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, থাকবে মায়া আর যত্নের ছোঁয়া। তারা ভাবে, সংসার মানেই দু’জন মানুষের একসাথে চলার গল্প। কিন্তু বাস্তবের গল্পটা অনেক সময় এতটা মায়াবী হয় না।

সেই মেয়েগুলো একসময় বুঝতে শেখে— সংসার সুন্দর করতে চাওয়া মেয়েকেই বেশি সহ্য করতে হয়, বেশি চুপ থাকতে হয়, বেশি কাঁদতে হয়। প্রতিটি তুচ্ছ বিষয়ে অপমান গিলে নিতে হয়, অসম্মান মেনে নিতে হয়, যেন কিছুই হয়নি। কারণ, তারা ভাঙতে চায় না, বাঁচাতে চায়। কিন্তু বাঁচাতে গিয়েই তারা একসময় নিজের ভেতরটা মে*রে ফেলে।

সমাজ বলে, মেয়েরা সহনশীল হয়। কিন্তু কেউ বলে না, সহ্য করতে করতে তার হৃদয়টা কেমন ভেঙে চুরমার হয়ে যায়। কেউ বোঝে না, যে মেয়েটি হাসছে, সে হয়তো প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে ম|রা যাচ্ছে।

আসলে, মেয়েরা সংসার ভাঙে না, বরং নিজের স্বপ্নগুলো ভেঙে দেয়— শুধু সংসারটা যেন টিকে থাকে। তবু শেষমেশ একটাই প্রশ্ন রয়ে যায়— “সুন্দর করে সংসার করবো” ভেবে যাত্রা শুরু করা মেয়েগুলো কেন সারাজীবন অপমান আর অসম্মানই সুন্দর করে গুছিয়ে নিতে শেখে?

লেখা- ®©

08/10/2025
02/10/2025
02/10/2025
02/10/2025
02/10/2025

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুকতারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share