
24/07/2025
“ মন ”
এই একটা জিনিসের উপর কারো নিয়ন্ত্রণ থাকে না। মনের চাহিদা পূরণ না হলেই মানুষ হাহাকারে বিভীষিকাময় জীবন পার করে!
একটা ব্যাপার খেয়াল করেছেন?
মনের মতো না হলে সেই খাবারে কেউ মুখ লাগায় না। মনের মতো না হলে সেই জামা কেউ গায়ে জড়ায় না, মনের মতো না হলে বন্ধুত্ব জমে না। অথচ দেখুন, মনের মতো না হলেও মানুষ দিব্যি একটা মানুষের সাথে যুগের পর যুগ সংসার করে যায়!
মানুষ সবকিছুকে অস্বীকার করতে পারে। তবে যে স্থান, যে সম্পর্ক, যে জিনিস কিংবা যে মানুষের প্রতি একবার মায়া জন্মায়, তাকে আর অস্বীকার করতে পারে না।
মনের বিরুদ্ধে গিয়ে মানুষ যা করে, ঠিক সেটা নিয়েই আ মৃ ত্যু ভোগে! আর সেই মনের বিরুদ্ধে যাওয়া ভয়ংকর সব সিদ্ধান্তগুলো মানুষকে ভালো থাকতে দেয় না! এই একটা ব্যাপারেই মানুষ সবচেয়ে বড়ো অসহায়! যেখানে নিজের মনের ছিটেফোঁটারও মূল্য সে পায় না।
সম্পর্ক মনের মতো না হলেও মানুষকে দিব্যি সব হজম করতে হয়। যেখানে বাধ্যবাধকতা কিংবা মায়া, বাঁধা দেয় সরে আসতে! পিছু টানে মানুষ হয়ে যায় অসহায়, নিঃস্ব!
দাম্পত্য জীবনে মনের কোনো দাম দেয়া হয় না। এখানে কে কত বেশি স্যাক্রিফাইস করতে জানে, কে কত যন্ত্রণা সহ্য করতে জানে, কে কত সহজে সব মেনে নিতে পারে– শুধুমাত্র সেটাই দেখা হয়.