Debrupa's dairy

Debrupa's dairy স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা।
ভালো তো শুধু তারাই থাকে, যারা কিনা অভিনয়ে সেরা....!❤❤️‍🩹

“ মন ”এই একটা জিনিসের উপর কারো নিয়ন্ত্রণ থাকে না। মনের চাহিদা পূরণ না হলেই মানুষ হাহাকারে বিভীষিকাময় জীবন পার করে!একটা ব...
24/07/2025

“ মন ”
এই একটা জিনিসের উপর কারো নিয়ন্ত্রণ থাকে না। মনের চাহিদা পূরণ না হলেই মানুষ হাহাকারে বিভীষিকাময় জীবন পার করে!

একটা ব্যাপার খেয়াল করেছেন?
মনের মতো না হলে সেই খাবারে কেউ মুখ লাগায় না। মনের মতো না হলে সেই জামা কেউ গায়ে জড়ায় না, মনের মতো না হলে বন্ধুত্ব জমে না। অথচ দেখুন, মনের মতো না হলেও মানুষ দিব্যি একটা মানুষের সাথে যুগের পর যুগ সংসার করে যায়!

মানুষ সবকিছুকে অস্বীকার করতে পারে। তবে যে স্থান, যে সম্পর্ক, যে জিনিস কিংবা যে মানুষের প্রতি একবার মায়া জন্মায়, তাকে আর অস্বীকার করতে পারে না।

মনের বিরুদ্ধে গিয়ে মানুষ যা করে, ঠিক সেটা নিয়েই আ মৃ ত্যু ভোগে! আর সেই মনের বিরুদ্ধে যাওয়া ভয়ংকর সব সিদ্ধান্তগুলো মানুষকে ভালো থাকতে দেয় না! এই একটা ব্যাপারেই মানুষ সবচেয়ে বড়ো অসহায়! যেখানে নিজের মনের ছিটেফোঁটারও মূল্য সে পায় না।

সম্পর্ক মনের মতো না হলেও মানুষকে দিব্যি সব হজম করতে হয়। যেখানে বাধ্যবাধকতা কিংবা মায়া, বাঁধা দেয় সরে আসতে! পিছু টানে মানুষ হয়ে যায় অসহায়, নিঃস্ব!

দাম্পত্য জীবনে মনের কোনো দাম দেয়া হয় না। এখানে কে কত বেশি স্যাক্রিফাইস করতে জানে, কে কত যন্ত্রণা সহ্য করতে জানে, কে কত সহজে সব মেনে নিতে পারে– শুধুমাত্র সেটাই দেখা হয়.

সমাজে এখনো অনেক পুরুষ মানুষ আছেন যারা স্ত্রীদেরকে বা নারীদেরকে কোন কিছুর যোগ্য মনে করেন না তারা মনে করেন নারী জাতি বা স্...
24/07/2025

সমাজে এখনো অনেক পুরুষ মানুষ আছেন যারা স্ত্রীদেরকে বা নারীদেরকে কোন কিছুর যোগ্য মনে করেন না তারা মনে করেন নারী জাতি বা স্ত্রী জাতি হলো ঘরের কাজকর্ম করার সন্তান প্রতিপালন করার একটি মাধ্যম। দোষটা যে তাদের মানসিক তা নয় তারা বড়ই হয়েছে ঐরকম পরিবেশ থেকে তারা দেখেছে নারী জাতি দুর্বল। আগেকার দিনে কিছুর মহিলা ছিলেন যারা নিজেদেরকে দুস্থ দুর্বল শক্তিহীনা প্রমাণ করে পুরুষদের কাছে নিজের ভালোবাসা আদায় করতেন বা তাদের পরিবারে অনেক লোকজন থাকার ফলে তাদের কোন জায়গা ছিল না তাই তারা নিজেদেরকে দুর্বল প্রমাণ করে। পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেন। সে নারীরা দেখাতে চাইতেন তারা পুরুষদের প্রতি কত নির্ভরশীল। সমাজের কিছু পুরুষ মানুষ থাকে তারা ভাবেন যে ভয় দেখিয়ে নারীকে দমিয়ে রাখা যায়।
কিন্তু সেসব পুরুষরা বোঝেন না যে সব নারী এক হয় না সব নারীর মানসিক জোর এক হয় না ।অনেক নারী নিজের মানসিক দৃঢ়তার দ্বারা সমাজে অনেক ভালো কিছু করে থাকেন।
যে সব পুরুষরা নারীকে ছোট মনে করেন।সেই সব পুরুষ মানুষদের মানসিক সুস্থতা দূরত্ব কামনা করি।🙏

"লেখাটা দারুণ লেগেছে। পড়লে আপনার ও আশাকরি ভালো লাগবে।💯জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম...
23/07/2025

"লেখাটা দারুণ লেগেছে। পড়লে আপনার ও আশাকরি ভালো লাগবে।💯
জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে।"......
"এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবেই, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা। লাইফ আপনার—চয়েস ও ডিসিশন ও আপনার।".....
"নেগেটিভিটি যেখানেই দেখবেন, সেখান থেকেই নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।"....

"খারাপ লাগলেও এটা সত্যি যে আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার। তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচাবেন।"........
"আপনার রেসপন্সই আপনার শক্তি।

যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন।"......

"একটা ভালো বই পড়ুন। প্রিয়জনের সাথে সময় কাটান। ঘর সাজান। রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন, সিনেমা দেখুন, গান শুনুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন।"নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন। পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন। তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন, এবং দরকার হলে ঝেড়ে ফেলুন।

"সবশেষে, মনে রাখবেন, জীবন অনেক সুন্দর। পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।"সব কথার উত্তর দিতে নেই, সবকিছুর প্রতিক্রিয়া ও দিতে নেই। নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।"

কথার আঘাতে ভেঙে পড়লে, আপনি কখন গড়বেন নিজেকে?মানুষ আপনাকে কথায় আঘাত করবে—এটাই স্বাভাবিক।পরিবারে কেউ খোঁটা দেবে, বন্ধুরাও ...
23/07/2025

কথার আঘাতে ভেঙে পড়লে, আপনি কখন গড়বেন নিজেকে?

মানুষ আপনাকে কথায় আঘাত করবে—এটাই স্বাভাবিক।
পরিবারে কেউ খোঁটা দেবে, বন্ধুরাও কথা শুনাবে।
এই সবের পরও ধৈর্য ধরতে হবে।

শুনে খারাপ লাগবে, কষ্ট হবে—তবুও আপনাকে নিজেকে সামলে নিতে হবে।
কারণ, যে যত বেশি ধৈর্য ধরে, সে তত বেশি শক্ত হয়।

জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে কবে পারবেন?

পরিস্থিতি ভালো হোক বা খারাপ—নিজেকে শক্ত রাখতে শিখুন।
ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াই জিততে পারবেন না।
চলার পথে কাঁটা থাকবেই।
কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনও "রাস্তা"ই না।

তাই যতই কষ্ট হোক, ভেঙে না পড়ে নিজেকে গড়ুন।
কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

আমাদের সকলের জীবন সমান নয় আমরা আমাদের চারিদিকে তাকালেই সেটা বুঝতে পারি। ..কেউ কাজ না করে ধন সম্পদ ভোগ করছে। ..আবার কেউ ...
23/07/2025

আমাদের সকলের জীবন সমান নয় আমরা আমাদের চারিদিকে তাকালেই সেটা বুঝতে পারি। ..

কেউ কাজ না করে ধন সম্পদ ভোগ করছে। ..
আবার কেউ দিন রাত কঠোর পরিশ্রম করেও দুবেলা পেট ভরে খেতে পায় না। ..
দেখবেন কোন মানুষের অনেক অর্থ আছে কিন্তু রোগের কারণে সে খেতে পারে না।..
আবার খাবার থাকলেও পারিবারিক জীবনে সে সুখী নয় অথবা বিবাহিত জীবন সুখের নয়।..
ধনী পিতা-মাতার সন্তান হওয়ার শর্তেও কেউ কেউ সুখী হয় না। ..
দামি দামি ওষুধ ও ভালো ডাক্তার থাকা সত্ত্বেও কোন কোন রোগীর মৃত্যু হয়।
ধরুন বড় নৌকায় করে কোথাও যাওয়া হচ্ছে নৌকাটা খুব ভালো সুন্দর নতুন । কিন্তু তা সত্ত্বেও মানুষ জলে ডুবে মারা যায়।

এখান থেকে আমরা বুঝতে পারছি।আমরা নিজেরা যতই সফল হওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য চেষ্টা করি না কেন পরমেশ্বর ভগবান যদি কৃপা না করেন আমরা কখনোই সফল বা সুখী হতে পারব না।🙏🙏

শুভ সকাল মিষ্টি বন্ধুরা 💐🙏🏽💐 ।রইলো শুভ দিনের শুভেচ্ছা ও ভালোবাসা 🌹❤️🌹 !আর রইলো এক দেশ ,এক জাতি ও একতার এক মিষ্টি আলিঙ্গন...
21/07/2025

শুভ সকাল মিষ্টি বন্ধুরা 💐🙏🏽💐 ।
রইলো শুভ দিনের শুভেচ্ছা ও ভালোবাসা 🌹❤️🌹 !
আর রইলো এক দেশ ,এক জাতি ও একতার এক মিষ্টি আলিঙ্গন🫂🫂🫂 !
শুরু হোক একে অপর কে সহযোগিতা করে এক সাথে বেঁচে থাকার এক প্রয়াস🤝🤝🤝 !
বন্ধুত্ব হোক চিরস্থায়ী !
ভালোবাসা হোক বিশ্বাসের প্রতীক !
সম্পর্ক হোক আন্তরিকতাপূর্ণ !
ভালো থেকো সব্বাইকে নিয়ে !
আমিও রইলাম তোমার সাথেই সর্বদা ,সর্বক্ষণ ,সব পরিস্থিতে ॥
দেখা হবে ,কথা হবে ,হবে হৃদয়ের মেলবন্ধন 💞💞💞 !

বিশ্বাস করো কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি,,,,যদি খারাপ কিছু হয়ে থাকে তবে সেটা আমার ভাগ্যে। যার উপরে কারো নিয়ন্ত্রণ থা...
20/07/2025

বিশ্বাস করো কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি,,,,
যদি খারাপ কিছু হয়ে থাকে তবে সেটা আমার ভাগ্যে।
যার উপরে কারো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক তেমনি তোমার জীবনে আমার অনুপস্থিতি সেটাও স্বাভাবিক তাই না ?😊😊

শুভ সকাল ❤️❤️

🌿একটু সহনীয় হোন একটু নমনীয় হোনএকটু হাসি মুখেকথা বলুন। এতেআপনার ক্ষতি হবে না। বরং পৃথীবিটাআরো সুন্দর হবে.....!!!✅😊     ...
19/07/2025

🌿একটু সহনীয় হোন
একটু নমনীয় হোন
একটু হাসি মুখে
কথা বলুন। এতে
আপনার ক্ষতি
হবে না। বরং পৃথীবিটা
আরো সুন্দর হবে.....!!!✅😊
।।শুভ সন্ধ্যা।।

❤️❤️একটি শিক্ষামূলক পোস্ট ❤️❤️স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। ...
19/07/2025

❤️❤️একটি শিক্ষামূলক পোস্ট ❤️❤️

স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। স্বামীর যত্ন নিন, তার পরিবারের যত্ন নিন। স্বামীর পরিবারের যত্ন করলে যদি স্বামীর মন পাওয়া যায়, তবে তা-ই করুন। এতে অভিযোগ করবেন না। স্বামী কোনো দোষ করলে, ক্ষমা করে দিন। নিজের চাহিদা সীমিত রাখুন। তার নিকট কিছু চাইবেন না। স্বামী যতই অন্যায় করুক, তবুও তাকে কিছু বলবেন না।

মনে রাখবেন, অভিযোগ করে কাউকে বদলানো যায় না। তাই মেনে নিন, মানিয়ে নিন। সবসময় মুখ তুলে, জবাব দিয়ে কিছু বদলানো যায় না।

তার মন পাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে সম্পূর্ণ মন দখল করে নিয়ে তার বাড়ি-ঘর, জায়গা-জমি সব নিজের নামে করে নিন। তারপর ব্যাটাকে উচিত শিক্ষা দিন 😘😘

💖 অনেক মানুষ আলাদা হয়ে যায় না, কারণ আলাদা হওয়ার খরচটাও শুধু টাকার নয় ভেঙে পড়া আত্মার, প্রশ্নের মুখে পড়া অস্তিত্বের।কারণট...
18/07/2025

💖 অনেক মানুষ আলাদা হয়ে যায় না, কারণ আলাদা হওয়ার খরচটাও শুধু টাকার নয় ভেঙে পড়া আত্মার, প্রশ্নের মুখে পড়া অস্তিত্বের।

কারণটা কখনো আইন-কানুন, কখনো সন্তানের ভবিষ্যৎ, কখনো বা সমাজের কটাক্ষ কিন্তু ফলাফল প্রায় একই: "থাকা"র মধ্যেও এক ধরণের "না-থাকা"।

🔸 কেউ ডিভোর্স দিতে চায় না, কারণ আদালত, আইনজীবী, খোরপোষ সবই শুধুই অর্থনৈতিক ঝামেলা নয়, মানসিক ক্লান্তির আরেক নাম।
🔸 কেউ মুখ বুজে থাকেন শুধুই সন্তানের চোখের দিকে তাকিয়ে, ভাবেন এই ছোট্ট মুখগুলো কিভাবে মেনে নেবে যে ‘মা-বাবা একসাথে নেই’?
🔸 কেউ জানেন, আলাদা হলেই সন্তান মানুষ করতে হবে একা আর এই "একলা" শব্দটাই যথেষ্ট ভয় ধরানোর জন্য।

তবে এখানে শেষ নয়…

🔹 কেউ কেউ থাকেন, কারণ সেই মানুষটা হয়তো ভালোবাসে না, কিন্তু ঠকায়ও না। টিকে থাকার এই ছোট্ট আশ্বাসটুকুই তাদের কাছে যথেষ্ট।
🔹 আবার কেউ থাকেন শুধুই সুবিধার জন্য স্বাধীনতা, টাকা, নিরাপত্তা… হয়তো ভালোবাসা নেই, তবুও বাকি জিনিসগুলো তো আছে।
🔹 কেউ থাকে শুধুই সমাজের ভয় থেকে “লোকে কি বলবে?” এই ভয়ই যেন তাদের জীবনটা চালায়।

🌀 কিন্তু সবচেয়ে কষ্টের সত্য?
অনেকেই শুধু অভ্যেসের জন্য একসাথে থাকে।
ভালোবাসা কবে হারিয়ে গেছে, তার হিসাব মেলেনা।
দুজন মানুষ পাশাপাশি থেকেও হয়ে যান ‘অচেনা’।

তবে এর মাঝে আরও একটি নতুন দিকও আজকাল চোখে পড়ে
🔸 অনেকেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন নিজের মানসিক সুস্থতার কথা ভেবে।
🔸 নিজেকে ভালোবাসাটাকেও গুরুত্ব দিচ্ছেন, আর এটাও শিখছেন ভাঙা মানেই শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ।
🔸 থাকা আর টিকে থাকা এই দুইয়ের মাঝে পার্থক্য বুঝে ফেলছেন অনেকেই।

তবুও একটা প্রশ্ন থেকে যায়…

এই সংসারগুলোয় আসলেই কি ভালোবাসা আছে?
না কি এগুলো শুধু দায়িত্ব, সুবিধা, আর সমাজের চোখে বাঁচার কৌশল?

মানুষ ভাঙতে চায় না এই সত্যটাই সবচেয়ে তীব্র।
তাই তো অনেকেই বেঁচে থাকে শুধুই মানিয়ে নিয়ে।
আর আমরা একে বলি জীবন।

16/07/2025

নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার। সরল হয়ে ঠকে যাও তবুও স্বা"র্থপর হয়ে যেও না।

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debrupa's dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share