Bango24Ghanta

Bango24Ghanta Welcome to top-topic, headlines, or any breaking news events, trending or engaging articles.

চন্দ্রযান-৩ এর এলিয়েন খুঁজে পাওয়ার খবর কি সত্যি?ISRO-এর তৃতীয় চন্দ্র মিশন "চন্দ্রযান-3" এর ল্যান্ডার মডিউলের সফল অবতরণ...
30/08/2023

চন্দ্রযান-৩ এর এলিয়েন খুঁজে পাওয়ার খবর কি সত্যি?

ISRO-এর তৃতীয় চন্দ্র মিশন "চন্দ্রযান-3" এর ল্যান্ডার মডিউলের সফল অবতরণের মাধ্যমে, ভারত চাঁদে পৌঁছেছে ! এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশও হয়ে উঠেছে। এই নিয়ে এখন গোটা বিশ্বের চোখ শুধু ভারতের মিশন চন্দ্রযান-3 উপরে।

এর মধ্যেই অনেক আজগুবি খবর হয়তো আপনাদের চোখেও পড়ে থাকবে যেমন "চন্দ্রযান-3 এলিয়েন খুঁজে পেয়েছে" বা "চন্দ্রযান-3 এর রত্নভাণ্ডারের খোঁজ" ইত্যাদি এইরকম অনেক কিছু। সত্যি বলতে কি চন্দ্রযান-3 কিন্তু এইসবের জন্য চাঁদের দক্ষিণ মেরুতে যায়নি।

চন্দ্রযান 3 সম্পর্কে প্রধান কিছু অনুসন্ধান:-

১. এই মিশনটি ISRO-এর নেতৃত্বে ভারত কর্তৃক গৃহীত একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ। যেটি আমরা অনেক আগেও নিয়েছিলাম কিন্তু সফল হতে না পারায় সারা বিশ্বজুড়ে ছি ছি রব পড়ে গিয়েছিলো। এখন আমরা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশও হয়ে উঠেছে এটা একজন ভারতীয় হিসেবে গর্বের।

২. এই মিশনটি ISRO-এর নেতৃত্বে মূলত দুইটি অনুসন্ধানের ভাগ একটি হলো তাপমাত্রা এবং অন্যটি হলো অক্সিজেন সহ বিভিন্ন উপাদানের উপস্থিতি।

৩. ISRO এখনো পর্যন্ত দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্টে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম, ক্রোমিয়াম, সালফার এবং সিলিকনের উপস্থিতি নিশ্চিত করেছে।

[caption id="attachment_543" align="aligncenter" width="490"] LIBS instrument is developed at the Laboratory for Electro-Optics Systems (LEOS)/ISRO[/caption]

৪. চন্দ্রের তাপমাত্রা চন্দ্রযান 3 চাঁদের মাটির তাপমাত্রা পরিমাপ করেছে এবং কিছু বিস্ময়কর ফলাফল পেয়েছে যা এর আগে কেউ ভাবতেও পারেনি। তাপমাত্রা মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

৫. এছাড়াও সবথেকে বড়ো খবর, প্রজ্ঞান রোভার চন্দ্র পৃষ্ঠের উপর পরীক্ষা নিরীক্ষা করে হাইড্রোজেন এর খোঁজ পেয়েছে যেটি এখনো পর্যন্ত এক যুগান্তকারী খোঁজ ISRO এর কথা মতো।

Chandrayaan-3 Mission:

In-situ scientific experiments continue .....

Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

— ISRO () August 29, 2023

চন্দ্রযান 3, 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করেছিল। তারপর থেকেই , প্রজ্ঞান রোভার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে । ইসরো প্রধান এস সোমনাথ এর ব্যাখ্যা অনুযায়ী কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফট-ল্যান্ড করেনি। দক্ষিণ মেরু, সূর্য দ্বারা কম আলোকিত এবং মানুষের থাকার উপযুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলেই এই সিদ্ধান্ত ।

প্রজ্ঞান রোভার আজ সকালে বিক্রম ল্যান্ডারের একটি ছবি ক্লিক করেছে।

'মিশনের চিত্র' রোভার (NavCam) জাহাজে নেভিগেশন ক্যামেরা দ্বারা নেওয়া হয়েছিল।

চন্দ্রযান-৩ মিশনের জন্য নেভিক্যামগুলি ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) দ্বারা তৈরি করা হয়েছে

Chandrayaan-3 Mission:

Smile, please📸!

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

— ISRO () August 30, 2023

চন্দ্রযান-৩ মিশনের জন্য নেভিক্যামগুলি ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) দ্বারা তৈরি করা হয়েছে

গ্যাসের দাম ২০০ থেকে ৪০০ টাকা কম হলো !২০০-৪০০ গ্যাসের দাম অনেকটাই কমেছে, কোথায় কত গ্যাসের দাম আসুন জেনেনেওয়া যাকরাখি উৎস...
30/08/2023

গ্যাসের দাম ২০০ থেকে ৪০০ টাকা কম হলো !

২০০-৪০০ গ্যাসের দাম অনেকটাই কমেছে, কোথায় কত গ্যাসের দাম আসুন জেনেনেওয়া যাক

রাখি উৎসবের এই পুন্য দিনে এর থেকে ভালো খবর আর কী হতে পারে, হটাৎ করে এতটাই যে কমহবে গ্যাসের দাম কে জানতো। মঙ্গলবার রাত থেকেই এই দাম কার্যকর হয়ে গেছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

| "...The prices of the LPG gas cylinders for domestic use have been brought down by Rs 200 per cylinder, for each and every user. At the same time, 75 lakhs new gas connections will be given under the 'Pradhan Mantri Ujjwala Yojana'...'Pradhan Mantri Ujjwala Yojana'… pic.twitter.com/2dJoUQv86c

— ANI () August 29, 2023

কার্যত মোদী কেবিনেট ডিসিশনের মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রাখি উৎসবের এই দিনে দেশের মা বোনেদের এর থেকে ভালো খবর আর কি হতে পারে। ঘোষণা অনুসারে ২০০ টাকা কমেছে সাধারণ ভাবে ব্যাবহত গ্যাসের দাম এবং ৪০০ টাকা কমেছে উজ্জলা প্রকল্পের মধ্যে রয়েছেন।

এই মুহুর্তে পশ্চিমবঙ্গের কিছু জায়গার সাধারণ প্রকল্পের ১৪ কেজি গ্যাসের দাম নিচে দেওয়া হলো:

গতকাল (মঙ্গলবার) থেকেই এই দাম ধার্য করা হয়েছে:

City

14.2 kg LPG Price in August 2023

14.2 kg LPG Price in August 2023 (Rs = -200/-)

Kolkata

1,129.00

929.00

Jhargram

1121.50

921.50

Paschim Bardhaman

1142.50

942.50

Purba Bardhaman

1142.50

942.50

Kalimpong

1258.50

1,058.50

Alipurduar

1156.60

956.60

Paschim Medinipur

1122.00

922.00

Uttar Dinajpur

1201.50

1,001.50

South 24 Parganas

1137.50

937.50

Purulia

1158.00

958.00

North 24 Parganas

1129.00

929.00

Nadia

1129.50

929.50

Murshidabad

1147.00

947.00

Purba Medinipur

1105.00

905.00

Malda

1200.00

1,000.00

Jalpaiguri

1156.50

956.50

Howrah

1130.50

930.50

Hooghly

1132.00

932.00

Darjeeling

1156.00

956.00

Dakshin Dinajpur

1201.50

1,001.50

Cooch Bihar

1156.50

956.50

Birbhum

1160.50

960.50

Bankura

1141.50

941.50

 

অন্যদিকে উজ্জলা গ্যাস যোজনার (Ujjwala Gas Yojana 2023) মাধ্যমে এই পরিষেবা ফ্রি তে দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। প্রায় এই সুবিধা আমাদের ৭৫ লক্ষ মা বোনেরা পাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। এজন্যে একটাকাও দিতে হবে না। পাইপ, ওভেন এবং সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, সারা বিশ্বে গ্যাসের দাম বাড়লেও ভারতে এর প্রভাব অনেক কম।

২০০-৪০০ গ্যাসের দাম অনেকটাই কমেছে, কোথায় কত গ্যাসের দাম আসুন জেনেনেওয়া যাক

সোনার ছেলের গলায় সোনার পদক : নীরজের বর্শা এবার ইতিহাস গড়লো
28/08/2023

সোনার ছেলের গলায় সোনার পদক : নীরজের বর্শা এবার ইতিহাস গড়লো

"সোনার ছেলে" নীরজ চোপড়া তার প্রথম থ্রো দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনের ফাইনালের .....

28/08/2023
27/08/2023
27/08/2023

Neeraj Chopra ♥️🇮🇳🔥 . Olympics 🥇 World Athletics Championships 🥇 Commonwealth Games 🥇 Asian Games 🥇 Asian Championships 🥇 South Asian Games 🥇 Diamond League 🥇 World Junior Championships 🥇 💙💙💙

সোনার ছেলের গলায় সোনার পদক : নীরজের বর্শা এবার ইতিহাস গড়লো, আমাদের সোনার ছেলের বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক।Neera...
27/08/2023

সোনার ছেলের গলায় সোনার পদক : নীরজের বর্শা এবার ইতিহাস গড়লো, আমাদের সোনার ছেলের বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক।

Neeraj Chopra is the GOAT 🇮🇳

First Indian to win a Gold Medal in the World Athletics Championships....!!!!!!pic.twitter.com/SyE0TtzDsX

— Johns. () August 27, 2023

সোনার ছেলের গলায় সোনার পদক। গোটা ভারত অপেক্ষা করেছিল আরও একটি সোনা জয়ের। সেটাই করে দেখালেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন নীরজ।

সাধারণত নীরজ নিজের প্রথম থ্রোতেই সব থেকে দূরে জ্যাভলিন ছোড়েন।

Neeraj Chopra is the GOAT 🇮🇳

First Indian to win a Gold Medal in the World Athletics Championships....!!!!!!pic.twitter.com/SyE0TtzDsX

— Johns. () August 27, 2023

"সোনার ছেলে" নীরজ চোপড়া তার প্রথম থ্রো দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেনিয়েছেন। নীরজ চোপড়া শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে কোয়ালিফাইং রাউন্ডের গ্রুপ A-তে শীর্ষে থাকার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে পৌঁছেছে। সেই থ্রোয়ের কারণে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন তিনি। কিন্তু ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েই চিত্‍কার করে ওঠেন নীরজ। নিজেই বুঝতে পারছিলেন যে, থ্রো ভাল হয়েছে। প্রথম তিনটি থ্রোয়ের পরে এক নম্বরেই ছিলেন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার।

জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা আরও তিনটি করে থ্রো করার সুযোগ পান। মোট ছ’টি থ্রোয়ের পরেও নীরজকে টপকাতে পারলেন না কেউ।

২০২১ সালের ৭ অগস্ট দিনটি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ভুলতে পারবেন না শুধু মাত্র নীরজের জন্য। অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন ভারতের সোনার ছেলে। এক সময় শুধু মাত্র ওজন কমানোর লক্ষ্য নিয়ে যে নীরজকে খেলার মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনিই এখন গোটা ভারতের চোখের মণি।

ছোট থেকে নীরজের এক এবং একমাত্র দুর্বলতা ছিল খাবার। যে কোনও খাবার দেখলেই হামলে পড়তেন তিনি। পছন্দ ছিল তাজা ক্রিম এবং চুরমা (রুটি, ঘি এবং চিনি দিয়ে বানানো এক ধরনের পঞ্জাবি পদ)। খাবারের প্রতি নীরজের এই টানে ইন্ধন দিতেন তাঁর ঠাকুমা। সুযোগ পেলেই নাতিকে চুরমা বানিয়ে খাওয়াতেন। ঠাকুমার প্রশ্রয় পেয়ে অতি অল্প বয়সেই নাদুস-নুদুস গোলগাল চেহারার হয়ে পড়েছিলেন নীরজ। ১২ বছরে তাঁর ওজন দাঁড়ায় ৯০ কেজির বেশি। ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন ওবেসিটির দিকে।

বাধ্য হয়ে তাঁর ওজন কমানোর লক্ষ্যে বাবা-মা জোর করে মাঠে পাঠাতে থাকেন। হরিয়ানার পানিপথ জেলার খান্দরা গ্রামে জন্ম নীরজের। বাড়ির পাশেই শিবাজি স্টেডিয়ামে রোজ সকালে জগিং করতে যেতেন তিনি। সেখানেই পরিচয় হয় প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জয় চৌধুরির সঙ্গে। জয়ের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত নীরজ জানতেনই না জ্যাভলিন কী জিনিস। একদিন খেলাচ্ছলেই তাঁকে জ্যাভলিন ছুড়তে বলেছিলেন জয়। প্রথম প্রচেষ্টাতেই প্রায় ৪০ মিটার দূরে ছুড়েছিলেন নীরজ। প্রথম বার দেখেই জয় বুঝেছিলেন নীরজের ওজন বেশি থাকলেও শরীরের নমনীয়তা রয়েছে।

এরপর থেকেই ধীরে ধীরে জ্যাভলিন নীরজের জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে। তাঁর ওজনও ক্রমশ কমতে থাকে। চণ্ডীগড়ের ডিএভি কলেজে পড়াকালীন নিজের খেলাধুলোকে শীর্ষস্তরে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন নীরজ। অংশগ্রহণ করতে শুরু করেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ততদিনে নীরজ হয়ে উঠেছেন সুঠামদেহী। পেটানো চেহারা দেখলে মেলানো যাবে না ছোটবেলার সঙ্গে।

২০১৪-য় দক্ষিণ এশীয় গেমসে ৮২.২৩ মিটার ছুড়ে জাতীয় রেকর্ড স্পর্শ করেন। তখন সেই রেকর্ডকে কেউ পাত্তা দেননি। তবে নীরজ নজর কেড়ে নেন সে বছরই পোলান্ডের বিডগজে অনুষ্ঠিত হওয়া আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায়। ৮৬.৪৮ মিটার ছুড়ে জিতে নেন সোনা। তৈরি করেন বিশ্ব জুনিয়র রেকর্ড। এর আগে এই প্রতিযোগিতায় কোনও ভারতীয় পদক জেতেননি।

পরের বছর এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার ছুড়ে সোনা জেতেন নীরজ। ২০১৮ কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার ছুড়ে সোনা জেতেন। কমনওয়েলথ গেমসের অভিষেকেই পদক পেয়েছিলেন তিনি। সে বছরই দোহা ডায়মন্ড লিগে ৮৭.৪৩ মিটার ছুড়ে নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে দেন। ৮৮.০৬ মিটার ছুড়ে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি।

এর পর করোনা অতিমারি প্রকোপে বন্ধ ছিল খেলা। অলিম্পিক্সে নেমেই সোনার পদক জিতেছিলেন নীরজ। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর প্রতিযোগিতায় নেমেছেন এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখিয়েছে তাঁকে। বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম সোনাও এল নীরজের হাত ধরেই। গত বছর এই প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন তিনি।

"সোনার ছেলে" নীরজ চোপড়া তার প্রথম থ্রো দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনের ফাইনালের .....

ICSI CS ফলাফল 2023 লাইভ: CS Executive ফলাফল icsi.edu এ ঘোষণা করা হয়েছেICSI CS Executive and Professional Result 2023 লা...
25/08/2023

ICSI CS ফলাফল 2023 লাইভ: CS Executive ফলাফল icsi.edu এ ঘোষণা করা হয়েছে

ICSI CS Executive and Professional Result 2023 লাইভ আপডেট: ফলাফল, টপার এবং পাসের শতাংশ.

ICSI Examination Result June 2023 - AVAILABLE NOW

ICSI CS Executive and Professional Result 2023 লাইভ আপডেট: The Institute of Company Secretaries of India ICSI CS ফলাফল 2023 25 আগস্ট, 2023-এ ঘোষণা করেছে। এক্সিকিউটিভ এবং প্রফেশনাল ফলাফল বের হয়েছে এবং প্রার্থীরা ICSI-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন ICSI.edu

প্রফেশনাল কোর্সের ফলাফল চেক করার সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হল।

ICSI CS ফলাফল 2023 লাইভ: CS Executive ফলাফল icsi.edu-এ, সরাসরি লিঙ্ক এখানে

সিএস এক্সিকিউটিভ ফলাফল: 10 টপারের তালিকা

র‍্যাঙ্ক 1: ভূমিকা সিং

র‍্যাঙ্ক 2: সালোনি ভাবিন খান্ত

র‍্যাঙ্ক 3: রোহান দিনেশ পাঞ্জওয়ানি

র‍্যাঙ্ক 4: আনুশ পদ্মকর শেঠি

র‍্যাঙ্ক 5: মায়াঙ্ক লোধা

র‍্যাঙ্ক 6: সাহিল প্যাটেল

র‍্যাঙ্ক 7: কে বালাসুব্রমানিয়ান

র‍্যাঙ্ক 8: অসমি কৈলাশ অগ্রবাল

র‍্যাঙ্ক 9: কুনাল

র‍্যাঙ্ক 10: আশলেশা শৈলেশকুমার প্রজাপতি

 

ICSI CS Executive and Professional Result 2023 লাইভ আপডেট: The Institute of Company Secretaries of India ICSI CS ফলাফল 2023 25 আগস্ট, 2023-এ ঘোষণা করেছে।

25/08/2023

প্রাক্তন WWE চ্যাম্পিয়ন Bray Wyatt 36 বছর বয়সে মারা গেলেন।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Bango24Ghanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bango24Ghanta:

Share