Gramer khobor গ্রামের খবর

Gramer khobor গ্রামের খবর গ্রাম বাংলার সব খবর দেখতে Page টি Follow করুন।

৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন,  জানালেন ইলেকশন কমিশন । "আই এস এফ" কর্মীরা তৈরী হও পঞ্চায়েতে জোর লড়াই হবে ।✊✊✊
09/06/2023

৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, জানালেন ইলেকশন কমিশন ।
"আই এস এফ" কর্মীরা তৈরী হও পঞ্চায়েতে জোর লড়াই হবে ।✊✊✊

   #হোক_কথাপ্রথম দিকে ভাষা আসছিলো না, ভেবেছিলাম কিচ্ছু লিখবো না। মানুষের মৃত্যু দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্...
04/06/2023

#হোক_কথা
প্রথম দিকে ভাষা আসছিলো না, ভেবেছিলাম কিচ্ছু লিখবো না। মানুষের মৃত্যু দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু পরিস্থিতি কলম ধরতে বাধ্য করায়।
শতকের সব থেকে বড়ো ট্রেন দুর্ঘটনা, ৩০০ এরও বেশি মানুষ মৃত। হয়তো এদিকে ওদিকে কাটা পড়ে বা চাপা পড়ে আছে কেও কেও। যাদের খবর এখনো আসেনি।
রেল ঘোষণা করেছে উদ্ধারকাজ আপাতত শেষ।
কিন্তু কাঁদাছোড়াছুড়ি চলছেই।
রাজ্যের মুখ্যমন্ত্রীর গেছেন, প্রধানমন্ত্রী এসেছেন,রেলমন্ত্রী এসেছেন, আরও অনেকে আসবেন, আচ্ছা একটা সোজা কথা আমাকে বলুন তো ওনারা কি কেও এসে দয়া করছেন??? নাকি এটা ওনাদের কাজ?ওনাদের দায়িত্ব না এটা?
কিন্তু সোশ্যাল মিডিয়া খুলে দেখুন স্তাবকরা শুরু করে দিয়েছে স্তুতি, জয়মাল্য পরিয়ে দিচ্ছে যে যার রাজনেতার গলায়। এর এদিকে শ্রেষ্ঠত্ব প্রমান করার ভীড়ে ৩ বছরের লাভলি, ৩৫ এর বিবেক কিমবা ৬৩ বছরের রহিমচাচারা একে একে বেওয়ারিশ এর তালিকাতে চলে যাচ্ছে।

দায় কার এটার জন্য কমিশন হবে, খুঁজে বের করা হবে আসল কারণ, সমাধান সুত্র বেরিয়ে আসবে, ক্ষতিপূরণ পাওয়া যাবে, সব হবে সব,
কিন্তু যে মানুষ গুলো চলে গেলো, যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগে তার বাবাকে হারালো, সে মেয়েটা আশায় বুক বেধেঁছিলো সংসারের, যে মা টা বসেছিলো ছেলের জন্য, তাদের এই অনুভূতি, এই আবেগ গুলোর ক্ষতিপূরণ কোন রাজনীতি দিয়ে দেবেন বলতে পারেন?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, আগামী ২ জুলাই রবিবার, ঠিক সন্ধ্যা ৬ ঘটিকা হইতে সারারাত্রি ব্যাপি হতে চলেছে নূতন গ্রাম নাইট ...
03/06/2023

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, আগামী ২ জুলাই রবিবার, ঠিক সন্ধ্যা ৬ ঘটিকা হইতে সারারাত্রি ব্যাপি হতে চলেছে নূতন গ্রাম নাইট ফুটবল ধামাকা নূতন গ্রাম এ্যপোলো ক্লাব

নূতনগ্রাম মাদ্রাসার ছাত্র স্বরুপ বাউরি পশ্চিমবঙ্গে মাদ্রাসার মাধ্যমিকে প্রথম ১০ জনের মধ্যে স্থান দখল করে নিয়েছে।আর sc ক...
03/06/2023

নূতনগ্রাম মাদ্রাসার ছাত্র স্বরুপ বাউরি পশ্চিমবঙ্গে মাদ্রাসার মাধ্যমিকে প্রথম ১০ জনের মধ্যে স্থান দখল করে নিয়েছে।আর sc ক্যাটাগরিতে ষষ্ঠ।রাজ্য সরকার দিচ্ছে পুরস্কার।

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gramer khobor গ্রামের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share