TV10 বাংলা

TV10 বাংলা Editor

28/07/2025
25/07/2025

পশ্চিম মেদিনীপুরের ঘটনা

⚠️ সহানুভূতির ভিডিও দেখে সাহায্য? সাবধান! স্কুল নয়, ঢুকছে ইউটিউবারের একাউন্টে!🎥 পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে জিলি...
21/07/2025

⚠️ সহানুভূতির ভিডিও দেখে সাহায্য? সাবধান! স্কুল নয়, ঢুকছে ইউটিউবারের একাউন্টে!

🎥 পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে জিলিংসেরেং গ্রামের এক কোণে এক দিদিমণির স্কুল ভাইরাল হয় এক ইউটিউবারের ভিডিওর মাধ্যমে।
ভিডিও দেখে অনেকে অনুদান পাঠিয়েছেন, সহানুভূতি দেখিয়েছেন—কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই টাকা কি সত্যিই স্কুলে পৌঁছেছে?

📌 মালতী মুর্মু নিজেই বলেছেন:
👉 “ভিডিওতে যা বলেছি, সব ওই ইউটিউবারের কথামতো বলেছি।”
👉 “আমি সম্মানী পেতাম কি না জানতামই না।”
👉 “শরীর খারাপ ছিল, তাই স্বামী হয়তো বলেনি।”

📢 যেহেতু ভিডিওতে সরাসরি মালতী বলেছিলেন:
🔹 “আমি বিনামূল্যে পড়াই।”
🔹 “আমার কোলে ২ মাসের সন্তান ছিল।”
🔹 “৯৮টি ঘরের শিশুরা পড়ে এখানে।”
🔹 “স্বামী প্রথমে বাধা দিয়েছিল, পরে পাশে দাঁড়িয়েছে।”

কিন্তু এরপর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নতুন তথ্য সামনে এসেছে।

---

🏫 সরকারি স্কুলের বেহাল দশা

ছাদ খসে পড়া, বৃষ্টির জল ডেস্কে চুইয়ে পড়ে

বিদ্যুৎ সংযোগ নেই

দুর্গন্ধযুক্ত চাল, মিড-ডে মিল অখাদ্য

শৌচাগারে জল নেই, সাপ ঘোরে

হাজিরা: ১১ জন (সোমবার সকাল ১১টা ৫ মিনিটে স্কুল খোলে)

---

🏠 মালতীর স্কুলের বাস্তব চিত্র

সরকারি স্কুল থেকে ১ কিমি দূরে

পড়ুয়া সংখ্যা ৪৫, গড় হাজিরা ৩৫–৪০

ইউনিফর্ম, ব্যাগ, মিড-ডে মিলের ব্যবস্থা

সরকারি স্কুলছুটদের অনেকেই এখানে পড়ছে

---

🧑‍🌾 স্বামী বাঙ্কা মুর্মুর বক্তব্য:

✅ "আমরা ওই ভিডিওতে যা বলেছি সব ওই ইউটিউবারের কথায় বলেছি।"
✅ “কৃতজ্ঞতা স্বীকার না করাটা আমার ভুল ছিল।”
✅ “পুলিশসহ অনেকেই সাহায্য করেছেন।”
✅ “সাহায্য যথেষ্ট না হলেও চালিয়ে গেছি।”

---

👨‍💼 সাহায্যকারী সংস্থার তথ্য (শোভন মুখার্জি):

২০২৪ সাল থেকে সহায়তা শুরু

দেওয়াল নির্মাণে ₹১২,০০০

মিড-ডে মিলের জন্য প্রতি মাসে ₹৫,০০০

শিক্ষক বাঙ্কার জন্য ₹২,৫০০ সম্মানী

রাঁধুনির জন্য ₹৬০০, পরে বাড়িয়ে ₹৭০০

মালতীর পাঠদান বিষয়ে:

> “আমরা কখনও মালতীকে পড়াতে দেখিনি।”
“আমরা জানতাম বাঙ্কাই শিক্ষক।”
“কৃতজ্ঞতা প্রকাশ না করায় দুঃখ পেয়েছি, তবে প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।”

---

🚫 ইউটিউবারের নামে সহানুভূতি তোলার বিপদ!

📢 পত্রিকায় একেবারে স্পষ্টভাবে লেখা হয়েছে —
👉 “যদি সাহায্য করতে চান, নিজে গিয়ে সাহায্য করুন।
ইউটিউবারের ভিডিও দেখে পাঠানো টাকা স্কুলের একাউন্টে নয়,
ওই ইউটিউবারের ব্যক্তিগত একাউন্টে ঢোকে।”

🎥 "ভিড় জমেছে ইউটিউবারদের। শিক্ষার নামে চলছে ভিউ আর তহবিল তোলার দৌড়।"

---

🧾 আমাদের পেজের অবস্থান:

বর্তমানে সংবাদপত্রে যে তথ্যগুলো প্রকাশ পেয়েছে, তার আলোকে এই সংশোধিত ক্যাপশন শেয়ার করছি,
যাতে পুরো সত্য সবার কাছে পৌঁছায়।

---

📌 পাঠক হিসেবে আপনার কাছে আমাদের অনুরোধ:
✅ সাহায্য করতে চান? নিজে গিয়ে করুন
❌ ইউটিউবারদের একাউন্টে নয়!

---

📸 প্রতিবেদন: সুমিত বিশ্বাস

📷 ছবি: অমিতলাল সিংদেও

🗞️ (পত্রিকার নাম প্রিন্ট সংস্করণে উল্লেখ নেই)

---

10/04/2025

জ্বলছে মুর্শিদাবাদ 🔥 🔥

08/04/2025

Shameless

18/09/2024

তাহলে কি সর্ষের মধ্যেই ভূত???

27/08/2024

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতা

27/08/2024

নাবালিকা ধর্ষণ মালদায়🥲🥲🥲

27/08/2024

ডুয়ার্সের বানারহাটের ঘটনা

Address

Bankura
722207

Website

Alerts

Be the first to know and let us send you an email when TV10 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share