Chameli S PAGE

Chameli S PAGE HOUSE WIFE
(2)

সকাল হয়ে গেছে .. বসে না থেকে কাজে বেরিয়ে পড়ো ❤️💚
16/09/2025

সকাল হয়ে গেছে ..
বসে না থেকে কাজে বেরিয়ে পড়ো ❤️💚

ঘুমিয়ে পড়ো...রাত হয়েছে .......
15/09/2025

ঘুমিয়ে পড়ো...
রাত হয়েছে .......

সন্ধ্যায় অন্ধকারে হারিয়ে গেছি 🖤খুঁজে পাওয়া যাচ্ছে ❓
15/09/2025

সন্ধ্যায় অন্ধকারে হারিয়ে গেছি 🖤
খুঁজে পাওয়া যাচ্ছে ❓

নিজেদের ব্যক্তিগত চাহিদাগুলো পূরণ করতে করতে আমরা এমনই আত্মমগ্ন হয়ে যাই যে, সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি আমাদের যে ...
15/09/2025

নিজেদের ব্যক্তিগত চাহিদাগুলো পূরণ করতে করতে আমরা এমনই আত্মমগ্ন হয়ে যাই যে, সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি আমাদের যে কোন দায় আছে, সে অনুভূতিটুকু আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। এই সমাজে আমরা একা নই, কেবল আমাদের পরিবার নয়; এর বাইরে এমন শত-সহস্র মানুষ রয়েছে, যারা আমাদের অজান্তে আমাদের জীবনে অজস্র অবদান রেখে যাচ্ছে। যাদেরকে আমরা চিনি না। যাদের দায় আমরা কখনই শোধ করতে পারি না। কিন্তু এই মানুষগুলোর অসীলাতেই আমরা খারাপ সময় পেরিয়ে সুন্দর দিনগুলো অতিক্রম করছি। কখনও কি ভেবেছি, এই মানুষগুলো প্রতি আমাদের দায়টা মেটানো উচিৎ? একজন সচেতন ও হৃদয়বান মানুষ হিসাবে তাদের প্রতি কোন কর্তব্য-করণীয় থাকা প্রয়োজন? ভেবেছি কি এই সমাজ, এই দেশের প্রতি আমাদের একটা দায়বোধ থাকা আবশ্যক?
দুর্গা পুজোর আগে নতুন জামাকাপড় বা শাড়ি পাওয়ার আনন্দ সমাজের প্রতিটি মানুষেরই প্রাপ্য। বস্ত্র বিতরণের মাধ্যমে এই আনন্দ সমাজের দুঃস্থদের কাছে পৌঁছে দিয়ে তাদের উৎসবের আনন্দে নিজেদের সামিল করলাম।
14th Sept, 2025 রবিবার আমাদের ছোট্ট প্রয়াস নিয়ে আমরা উখরাদিহি পৌঁছে গেছি , পুজোর আগে কিছু নতুন বস্ত্র ।
উখরাডিহি বাঁকুড়া জেলার একটি ক্ষুদ্র গ্রাম, যা ছাতনা সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে অবস্থিত। এই গ্রামটি ছাতনা ব্লকের অন্তর্ভুক্ত এবং জেলার অন্যান্য ক্ষুদ্র গ্রামের মতো, এটিও স্থানীয় কৃষি ও গ্রামীণ জীবনযাত্রার একটি অংশ ।
আমরা আমাদের প্রয়াস নিয়ে আরো অন্যান্য গ্রামে পৌঁছে যাব , শুধু আপনাদের ভালোবাসা চাই।
সকলেই খুব মজা করেছি ।

🥀🥀সুপ্রভাত! আজকের দিনটি যেন তোমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ সুখী জীবনই সের...
15/09/2025

🥀🥀সুপ্রভাত! আজকের দিনটি যেন তোমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ সুখী জীবনই সেরা জীবন। 🕊️🌴🪴🪴🪴🪴🪴

🌹🌹শুভ রাত্রি 🌹🌹
14/09/2025

🌹🌹শুভ রাত্রি 🌹🌹

রবিবারের দুপুর 🥰
14/09/2025

রবিবারের দুপুর 🥰

🥀🥀আমি জানি না আমার জীবনে সেই দিন কবে আসবে, কিন্তু প্রতিটা ব্যর্থতা আমাকে বলে যায়; “তুমি অপেক্ষা করো, সাফল্য আসছে।”🦋🍁🦋🍁🦋🍁...
14/09/2025

🥀🥀আমি জানি না আমার জীবনে সেই দিন কবে আসবে, কিন্তু প্রতিটা ব্যর্থতা আমাকে বলে যায়; “তুমি অপেক্ষা করো, সাফল্য আসছে।”
🦋🍁🦋🍁🦋🍁🦋🍁🦋🍁🦋🍁🦋🍁

13/09/2025

Dhoka mila kabhi 🤫

🥀🥀সন্ধ্যার নরম আলোয় মনে জাগে হারিয়ে যাওয়া গল্পগুলো 🥰🥰শুভ সন্ধ্যা 🦋
13/09/2025

🥀🥀সন্ধ্যার নরম আলোয় মনে জাগে হারিয়ে যাওয়া গল্পগুলো 🥰🥰

শুভ সন্ধ্যা 🦋

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Chameli S PAGE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share