All Exam Preparations by KDM

All Exam  Preparations  by KDM সবাই যেন ভালো ভাবে পরীক্ষাতে ফলাফল কর?

16/03/2017

প্রশ্ন ১ : বিহারের দুঃখ কাকে বলা হয় ?
উত্তর : কোশি নদীকে

প্রশ্ন ২ : সেন্ট্রাল আগমার্ক ল্যাবরেটরি কোথায় ?
উত্তর : নাগপুর

প্রশ্ন ৩ : বিশ্বে সবথেকে বেশি রাবার উৎপন্ন হয় কোন দেশে ?
উত্তর : থাইল্যান্ড

প্রশ্ন ৪ : পণ্ডিত ভীম সেন যোশির হাতে কত সালে ভারতরত্ন তুলে দেওয়া হয় ?
উত্তর : ২০০৯

প্রশ্ন ৫ : ভোপাল গ্যাস ট্র্যাজেডির (১৯৮৪) জন্য দায়ি কোন গ্যাস ?
উত্তর : টক্সিক মিথাইল আইসোসায়ানেট (MIC)

প্রশ্ন ৬ : রাষ্ট্রসংঘ কত সালে গঠিত হয় ?
উত্তর : ২৪ অক্টোবর, ১৯৪৫

প্রশ্ন ৭ : বিশ্বের প্রথম এরোপ্লেনের আবিষ্কর্তা হিসেবে কাদের ধরা হয় ?
উত্তর : রাইট ভ্রাতৃদ্বয়কে। অরভিল রাইট ও উইলবার রাইট

প্রশ্ন ৮ : ভারতের মোট আয়তন কত ?
উত্তর : ৩.২৮৭ মিলিয়ন বর্গ কিলোমিটার

প্রশ্ন ৯ : সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় ?
উত্তর : হায়দরাবাদ

প্রশ্ন ১০ : অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান কে ?
উত্তর : ডক্টর শেখর বসু

প্রশ্ন ১১ : লর্ড ম্যাকাউলের নাম কোন সংস্কারের সঙ্গে যুক্ত ?
উত্তর : শিক্ষা

প্রশ্ন ১২ : ২০২০ সালের সামার অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর : টোকিও, জাপান

প্রশ্ন ১৩ : রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেট মিশিয়ে দেওয়া হয়েছে ২০১৭ সাল থেকে। কত সালে এই দুটিকে আলাদা করা হয়েছিল ?
উত্তর : ১৯২৪

প্রশ্ন ১৪ : চিনের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
উত্তর : লিউ ইয়াং

প্রশ্ন ১৫ : কুত্রালিসওয়ারেন, ভারতের একজন ক্রীড়াবিদ। কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত তাঁর নাম ?
উত্তর : সাঁতার

প্রশ্ন ১৬ : গীত শেঠি কেন পরিচিত ?
উত্তর : ইনি খ্যাতনামা বিলিয়ার্ডস ও স্নুকার প্লেয়ার

প্রশ্ন ১৭ : গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। কোন দেশে ?
উত্তর : প্যারিস, ফ্রান্স

প্রশ্ন ১৮ : খাজুরাহো মন্দির কোথায় ?
উত্তর : মধ্যপ্রদেশে

প্রশ্ন ১৯ : দেশের প্রথম টেলিভিশন স্টেশন কোথায় স্থাপিত হয় ?
উত্তর : দিল্লি

প্রশ্ন ২০ : দ্রোণাচার্য সম্মান কাদের দেওয়া হয় ?
উত্তর : ক্রীড়াক্ষেত্রের কোচদের

15/03/2017

ভারতে প্রথম-


১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি — প্রতিভা পাটিল।
২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — ইন্দিরা গান্ধী।
৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল — সরোজিনী নাইডু।
৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী — সুচেতা কৃপালিনী।
৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড — রিতা ফারিয়া।
৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স — সুস্মিতা সেন।
৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক — জিনাত আমন।
৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল — লারা দত্ত।
৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড — অদিতি গোয়িত্রিকার।
১০) ভারতের প্রথম মিস আর্থ — নিকোলে ফারিয়া।

১১) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী — মাদার টেরেসা।
১২) ভারতের প্রথম মহিলা স্নাতক — কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
১৩) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) — কামিনী রায়।
১৪) ভারতের প্রথম মহিলা ট্রেন চালক — সুরেখা যাদব।
১৫) ভারতের প্রথম মহিলা আইনজীবী — কর্নেলিয়া সোরাবজী।
১৬) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) — লেয়লা শেঠ।
১৭) ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) — এম. ফতিমা বিবি।
১৮) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু — আরতি সাহা।
১৯) ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী — রাজকুমারী অমৃতা কৌর।
২০) ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) — মীরা কুমার।

২১) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা — বাচেন্দ্রী পাল।
২২) ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) — কোনেরু হাম্পি।
২৩) ভারতের প্রথম মহিলা IAS অফিসার — ঈশা বসন্ত যোশী।
২৪) ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরন বেদী।
২৫) ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট — পি. টি. উষা।
২৬) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী — মমতা ব্যানার্জী।
২৭) ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. — কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
২৮) ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) — হরিতা কৌর দেওল।
২৯) ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা — কমলজিৎ সাঁধু।
৩০) ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) — অসীমা চ্যাটার্জী।

২০১৭ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।
14/03/2017

২০১৭ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।

Address

Bankura
722135

Telephone

9933662081

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Exam Preparations by KDM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Exam Preparations by KDM:

Share

Category