16/03/2017
প্রশ্ন ১ : বিহারের দুঃখ কাকে বলা হয় ?
উত্তর : কোশি নদীকে
প্রশ্ন ২ : সেন্ট্রাল আগমার্ক ল্যাবরেটরি কোথায় ?
উত্তর : নাগপুর
প্রশ্ন ৩ : বিশ্বে সবথেকে বেশি রাবার উৎপন্ন হয় কোন দেশে ?
উত্তর : থাইল্যান্ড
প্রশ্ন ৪ : পণ্ডিত ভীম সেন যোশির হাতে কত সালে ভারতরত্ন তুলে দেওয়া হয় ?
উত্তর : ২০০৯
প্রশ্ন ৫ : ভোপাল গ্যাস ট্র্যাজেডির (১৯৮৪) জন্য দায়ি কোন গ্যাস ?
উত্তর : টক্সিক মিথাইল আইসোসায়ানেট (MIC)
প্রশ্ন ৬ : রাষ্ট্রসংঘ কত সালে গঠিত হয় ?
উত্তর : ২৪ অক্টোবর, ১৯৪৫
প্রশ্ন ৭ : বিশ্বের প্রথম এরোপ্লেনের আবিষ্কর্তা হিসেবে কাদের ধরা হয় ?
উত্তর : রাইট ভ্রাতৃদ্বয়কে। অরভিল রাইট ও উইলবার রাইট
প্রশ্ন ৮ : ভারতের মোট আয়তন কত ?
উত্তর : ৩.২৮৭ মিলিয়ন বর্গ কিলোমিটার
প্রশ্ন ৯ : সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় ?
উত্তর : হায়দরাবাদ
প্রশ্ন ১০ : অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান কে ?
উত্তর : ডক্টর শেখর বসু
প্রশ্ন ১১ : লর্ড ম্যাকাউলের নাম কোন সংস্কারের সঙ্গে যুক্ত ?
উত্তর : শিক্ষা
প্রশ্ন ১২ : ২০২০ সালের সামার অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর : টোকিও, জাপান
প্রশ্ন ১৩ : রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেট মিশিয়ে দেওয়া হয়েছে ২০১৭ সাল থেকে। কত সালে এই দুটিকে আলাদা করা হয়েছিল ?
উত্তর : ১৯২৪
প্রশ্ন ১৪ : চিনের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
উত্তর : লিউ ইয়াং
প্রশ্ন ১৫ : কুত্রালিসওয়ারেন, ভারতের একজন ক্রীড়াবিদ। কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত তাঁর নাম ?
উত্তর : সাঁতার
প্রশ্ন ১৬ : গীত শেঠি কেন পরিচিত ?
উত্তর : ইনি খ্যাতনামা বিলিয়ার্ডস ও স্নুকার প্লেয়ার
প্রশ্ন ১৭ : গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। কোন দেশে ?
উত্তর : প্যারিস, ফ্রান্স
প্রশ্ন ১৮ : খাজুরাহো মন্দির কোথায় ?
উত্তর : মধ্যপ্রদেশে
প্রশ্ন ১৯ : দেশের প্রথম টেলিভিশন স্টেশন কোথায় স্থাপিত হয় ?
উত্তর : দিল্লি
প্রশ্ন ২০ : দ্রোণাচার্য সম্মান কাদের দেওয়া হয় ?
উত্তর : ক্রীড়াক্ষেত্রের কোচদের