জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস

  • Home
  • India
  • Bankura
  • জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস

জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস Online Bengali News Potral in Jangalmahal

23/09/2025

প্রতি বছরের মতো এই বছরেও সকলের নজর এবার সেরার সেরা পশ্চিমবঙ্গের সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব। এবারে পহেলগামের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এক বিশেষ থিম নিয়েছে। অশুভ শক্তির বিনাশ, আতঙ্কের অন্ধকার থেকে আলো খোঁজা এবং মানবতার জয়গানই এর মূল ভাবনা।
সমাজকে সচেতন করা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই থিমের মণ্ডপ নির্মিত হয়েছে, যা দর্শনার্থীদের সামনে মানবিকতার এক গভীর বার্তা পৌঁছে দেবে।
কলকাতার এই পুজো কে ঘিরে যত বিতর্ক।

10/09/2025

দীর্ঘদিন বেহাল রাস্তা সারাই হয়নি - তাই জনগণের তাড়া খেয়ে আমার পাড়া আমার সমাধান থেকে ছুটে পালাচ্ছেন বিডিও ও প্রধান।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ঘটনা।

সচেতন থাকুন, সাবধানে থাকুন। আতঙ্কিত হবেন না।
29/08/2025

সচেতন থাকুন, সাবধানে থাকুন। আতঙ্কিত হবেন না।

শালবনীতে বাঁদরের আক্রমণে আহত ৩০ জনের বেশি, গুরুতর আহত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি কয়েকজন বিগত ১০ দিনের বেশি শালবনী এবং...
21/08/2025

শালবনীতে বাঁদরের আক্রমণে আহত ৩০ জনের বেশি, গুরুতর আহত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি কয়েকজন
বিগত ১০ দিনের বেশি শালবনী এবং পার্শ্ববর্তী চকতারিণী এবং তিলাখুলা গ্রামে হঠাৎই আগত একটি বাঁদরের আক্রমণের আতঙ্কিত এলাকার মানুষ, মহিলা শিশুসহ প্রায় ৩০ জনের বেশি মানুষ আহত কয়েকজনের আঘাত এতটাই গুরুতর তাদের কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, শেষ পাঁচ দিন চেষ্টা করেও বাঁদরটিকে কাবু করতে পারেনি বনদপ্তর, অনেক চেষ্টা করেও আজকে রাত্রে পর্যন্ত বাঁদরটিকে কোনভাবেই জালে ধরতে পারেনি, মানুষের বাড়িতে রান্নাঘরে বা যেকোন জায়গায় যেকোন সময় অতর্কিতে ঢুকে আক্রমণ শানাচ্ছে এই বাঁদরটি, এমনকি রাস্তায় পথচারীদের ওপরেও আক্রমণ করে আহত করেছে বেশ কয়েকজনকে। বিভিন্ন জায়গায় ফলের টোপ দিয়ে, জাল ফেলে কোনোমতেই কাবু করা যাচ্ছেনা তাকে, এলাকার মানুষ বুঝে উঠতে পারছেননা হঠাৎ করেই এই বাঁদরের আবির্ভাব কোথা থেকে হোলো, অনেকে আবার বলছেন কোন এলাকা থেকে হয়তো কোন ব্যক্তি বাঁদরটিকে শালবনী স্টেশনের পাশে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, এবং তারপর থেকেই এই এলাকা জুড়ে তার তাণ্ডব ক্রমবর্ধমান, একদিকে আতঙ্ক এবং অন্যদিকে বনদপ্তরের প্রতি ক্ষোভও দেখাচ্ছেন স্থানীয় মানুষেরা, ছোট ছোট ছাত্র-ছাত্রীরা স্কুলে টিউশনে এবং এলাকার মহিলা বৃদ্ধরা মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়াক এ যেতেও ভয় পাচ্ছেন, অনেকে বাঁদরের আতঙ্কে বাড়ির দরজা-জানলা খুলে রাখতেও ভয় করছেন, এই অবস্থায় বনদপ্তরের থেকে জানা গেছে আগামীকাল বাঁদরটিকে কাবু করার জন্য আবারো জোরদার অভিযান চালানো হবে।

এই ছেলেটি আজ সকাল থেকে বুলানপুর বাসস্ট্যান্ডে আছে। মুখে কোন কথা বলতে পারছেনা বাড়ি কোথায় বা নাম কি।যদি কারো পরিচিত হয়ে...
16/08/2025

এই ছেলেটি আজ সকাল থেকে বুলানপুর বাসস্ট্যান্ডে আছে। মুখে কোন কথা বলতে পারছেনা বাড়ি কোথায় বা
নাম কি।যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে তার বাড়িতে একটুখানি কষ্ট করে খবর টা দিয়ে দিবেন।
ছেলে টি আপাতত বুলানপুর আছে।
খাবার দেওয়া হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করবেন।
9732725972
7384793802

16/08/2025

খেলার মাঠে "'দাদাগিরি'"
মেদিনীপুর শহরের চার্চ স্কুল মাঠের ঘটনা
টুর্নামেন্ট চলাকালীন মাঠে ঢুকে রেফারিকে লাথি
প্রথমে গোল নিয়ে গন্ডগোল, তার সঙ্গে লাথি বিতর্ক
সব মিলিয়ে মেদিনীপুরের মাঠে ধুন্ধুমার কান্ড!
ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মূল অভিযুক্ত
রাজা খান সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ
ধৃতদের দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়া নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে...তবে শ্রাবণ মাসে মহিলাদের হ...
29/07/2025

শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়া নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে...তবে শ্রাবণ মাসে মহিলাদের হাতে সবুজ কাঁচের চুড়ি পড়ার কোনো শাস্ত্রীয়, জ্যোতিষীও যৌক্তিকতা নেই। এটা একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার মাত্র…

26/07/2025

চন্দ্রকোনারোডে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

20/07/2025

তৃণমূলের মিছিলেই স্বয়ং মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান উঠল – "বাংলার সম্প্রীতি নষ্ট করছো কেন, জবাব চাই!" নেটিজেনরা হেসে খুন! কেউ বলছেন, "একেই বলে 'নতুন তৃণমূল'!" আবার কেউ ভাবছেন, "নেতাদের মাথা খারাপ নাকি?" এই ঘটনায় শাসকদলের অস্বস্তি বাড়লেও, বাংলার রাজনীতিতে বিনোদন কিন্তু তুঙ্গে! শুক্রবার একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল চলছিল,তার মাঝেই পটাশপুরে ঘটে এই অদ্ভূত কাণ্ড।

19/07/2025

বনদপ্তরের সহযোগিতায় মা ও সন্তানের হৃদয়ছোঁয়া পুনর্মিলন ❤️❤️

18/07/2025

তিন বন্ধু আর নেই, পাড়ি দিয়েছে না ফেরার দেশে।
এখনো হয়তো বিশ্বাস করে উঠতে পারছেনা , তাই ভারাক্রান্ত মনে এখনো ঘুরে চলেছে ওরা.....

আজ জঙ্গলমহলের শোকাবহ দিন 🥲ট্রেনের ধাক্কায় দুই শাবক সহ তিন টি হাতির মর্মান্তিক মৃত্যু.. ঘটনাটি ঘটেছে আমাদের ঝাড়গ্রাম জে...
18/07/2025

আজ জঙ্গলমহলের শোকাবহ দিন 🥲

ট্রেনের ধাক্কায় দুই শাবক সহ তিন টি হাতির মর্মান্তিক মৃত্যু.. ঘটনাটি ঘটেছে আমাদের ঝাড়গ্রাম জেলার বাঁশতলা সংলগ্ন রেললাইনে....

এই ঘটনার ফলে গোটা জঙ্গলমহলে শোকের ছায়া নেমে এসেছে....

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস:

Share