
19/09/2025
কিডনির সমস্যায় মুরগির বাচ্চার সাস্থ্য ও বৃদ্ধির উপর প্রভাব বিস্তার করে। মুরগির রক্তপ্রবাহে যখন ইউরিক এসিডের মাত্রা বৃদ্ধি পায় ও কিডনি শরীর থেকে অতিরিক্ত ইউরিক এসিড অপসারণ করতে অক্ষম হয় তখন ইউরিক এসিড রক্ত ও কিডনিতে দুষিত পদার্থ হিসাবে জমা হবার সাথে সাথে মুরগির খাদ্য থেকে পুষ্টির শোষণ হ্রাস পায় যা মুরগির সাস্থ্য ও বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করে😌🐔🐔।