Samaibangla

Samaibangla জঙ্গলমহলের পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম

22/01/2024

অযোধ্যায় রামলালর মূর্তি স্থাপন নিয়ে তৃণমূল নেতা সুজয় বন্দোপাধ্যায়ের বক্তব্য

26/06/2023

পুরুলিয়া - জাঁকজমকপূর্ণ ভোট প্রচারে করলেন পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি তথা এবারের জেলাপরিষদের ঐ একই আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জি।
পুঞ্চা ব্লকের জেলা পরিষদের ২৮ নম্বর আসনের প্রার্থী সুজয় ব্যানার্জি এদিন ঐ এলাকার সমস্ত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে বৃহৎ মিছিল করে নির্বাচনী প্রচার শুরু করলেন। সকাল দশটা থেকে হাজার দুই কর্মী সমর্থকে নিয়ে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করে প্রচার করলেন বাগদা স্কুল মোড় থেকে নরেন্দ্রপুর গ্রাম পর্যন্ত । এলাকার মানষ তাঁকে কাছে পেয়ে আপ্লুত। সাধারণ মানুষ ফুল ছড়িয়ে অভিবাদন জানালেন প্রবীন নেতাকে।
বিগত পাঁচ বছরে ১০০ শতাংশ উন্নয়নের কাজ সম্পূর্ন না হওয়ার আক্ষেপ থেকেই প্রচার করছেন প্রবীণ এই রাজনীতিবিদ সুজয় বন্দোপাধ্যায়। একই সঙ্গে আগামী দিনে নতুন কিছুর ভাবনার বাস্তবায়ন করার কথা জানালেন তিনি।

26/06/2023

পুরুলিয়া - কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু পুরুলিয়ায়। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, তাই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সোমবার পুরুলিয়া একদা মাওবাদী আধুষিত আরসা থানার বিভিন্ন গ্রামে রাজ্যে পুলিশে কে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখা যায়।
পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় নতুন করে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় নি। তবে জঙ্গলমহলের মাওবাদী মোকাবেলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শুরু হয় টহলদারি।

22/06/2023

ঝালদা দু'নম্বর ব্লকে নির্বাচনী প্রচারে জোয়ার আনলেন বামফ্রন্ট।

21/06/2023

পুরুলিয়া - নির্দল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারের ময়দানে আদিবাসী কুড়মি সমাজ।
বুধবার প্রকাশ্যে শাসকবিরোধী স্লোগান তুলে, রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্তরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী ৬ জন নির্দল প্রার্থীর সমর্থনে পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি সহ একাধিক গ্রামে ভোট প্রচার করেন আদিবাসী কুড়মি সমাজ। উল্লেখ্য এদিন প্রচারের প্রথম সারিতে রাখেন পুরুলিয়া 2 নম্বর ব্লকের ডুমুরডি সংসদে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতোকে, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জয়ী প্রার্থী রঘুনাথ মাহাতোকে সাথে নিয়ে মিছিল গোটা গ্রাম পরিক্রমা করে। কুড়মিদের শাসক বিরোধী আন্দোলনের জেরে পুরুলিয়া দু নম্বর ব্লকের ডুমুরডি সংসদে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। নির্দল প্রার্থীদের সাথে থেকে নির্দল প্রার্থীদের সমর্থনে কুড়মি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রচার শুরু করেছেন কুড়মি সমাজ। অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। কুড়মি অধ্যুষিত এলাকায় তৃণমূল অনেকটাই দুর্বল তা এদিন পুরুলিয়া ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি স্বীকার করে নেয়।

20/06/2023

মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঝাড়গ্রাম জেলার জামবনী থানার চিলকীগড় কনকদূর্গা মন্দির চত্বর এলাকায়। চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়, তদন্তে পুলিশ।

19/06/2023

পুরুলিয়া - জেলা পরিষদ আসনে মোটা টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন খোদ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথোরিয়া। সোমবার এমনই অভিযোগ করে তৃনমূল দল ছেড়ে কুড়মী সমাজের আন্দোলনের যোগ দিলেন দুই মহিলা নেত্রী।
দলে নাম ঘোষনা হয়েও জেলা পরিষদের প্রার্থী হতে না পেরে টিকিট বিক্রির অভিযোগ এনে তৃণমূল দলের পদ ছাড়লেন ঝালদা ১ নম্বর ব্লক তৃনমুল কংগ্রেস মহিলা সভানেত্রী অসীমা মাহাত ও ঝালদা ২ নম্বর ব্লকের সভানেত্রী নিরুপা মাহাতো। যদিও ইতিমধ্যেই তাঁরা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন পুরুলিয়া জেলা আদিবাসী কুড়মি সমাজের মূল দপ্তরে এসে জাতিসত্তার দাবিতে কুড়মি সমাজের মূলখুঁটি মূলমানতা অজিত প্রসাদ মাহাতোর হাত ধরে সামাজিক আন্দোলনে যোগ দিলেন এই দুই মহিলা নেত্রী।
অন্যদিকে দুজনেই তাঁরা জেলা পরিষদের দুই আসনে নমিনেশন করেছেন তাই তারা দুজনেই নির্দল প্রার্থী হিসেবে সমাজের জন্য লড়াই করবেন বলে জানান ।
যদিও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথোরিয়া টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
তবে এই যোগ দানের ফলে যে চরম অসস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল তা বলার অপেক্ষা রাখে না বলে মনে করছেন রাজনৈতিক মহল।

18/06/2023

পুরুলিয়া ঃ- অবশেষে সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়া জেলা পরিষদের ৪৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে বাধ্য হলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথোরিয়া।
পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ ই জুন। ৪৫ আসনের পুরুলিয়া জেলা পরষদে তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা করেন মোট ৭৩ জন। জেলা পরিষদে প্রার্থী না হতে পেরে দলের অনেক তাবড় নেতা-নেত্রীরা ক্ষোভে নির্দলীয়ভাবে মনোনয়ন পত্র জমা করেন। যার থেকে পরিস্কার হয়ে যায় যে প্রার্থী না হতে পারার ক্ষোভ একেবারে চুড়ান্ত পর্যায়ে, এবং তৈরি হয় দলের মধ্যে বৃহৎ ফাটল ও গোষ্টিদন্ধের। সেটা অনুভব করেই রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে তড়িঘড়ি নির্দেশ দেন তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার। এবং তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা তারা যেন তাদের সিদ্ধান্ত পুন: বিবেচনা করেন ও তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। দল তাদের পাশে থাকবে, পরবর্তী সময়ে তাদের অন্যান্য দায়িত্ব দেওয়া হবে। অন্যথায় দল তাদের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন।

16/06/2023

পুরুলিয়া - ঘোষণা মতো কুটুম কুটমালী ভাইয়াতি জিয়াও কর্মসূচি শুরু করলেন আদিবাসী কুড়মী সমাজ।
কুড়মী সমাজের মূল নেতা অজিত মাহাতোর নেতৃত্বে শুক্রবার রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর বাড়িতে যান পাঁচশত কুড়মী সমাজের মানুষ। এদিন তারা ফল ও মিষ্টি নিয়ে যায় শান্তিরাম মাহাতোর পুরুলিয়া শহরের বাড়িতে। তবে শান্তিবাবু বাড়িতে না থাকায় কুড়মী সমাজকে ফিরে আসতে হয়। কুড়মী নেতা অজিত মাহাতো জানান আগে থেকে তার বাড়িতে আসার খবর দেওয়া হয়েছিল,তা স্বত্তেও তিনি কেন দেখা করলেন না, এবং আজকের দিনেই তাঁকে কেনো কোলকাতায় যেতে হলো, বিষয়টি নিয়ে তাদের কাছে ধোঁয়াসা।
এরপরই এদিন এই একই কর্মসূচিতে জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর পুরুলিয়া শহরের বাড়িতে যান আদিবাসী কুড়মী সমাজের মানুষজন। তাঁকেও আগে থেকে জানানো হয়েছিল যে, কুড়মীরা তার বাড়িতে কুটমালী ভাইয়াতি জিয়াও কর্মসূচি নিয়ে যাবে দেখা করতে। সেই মতো নরহরি মাহাতো অপেক্ষা করছিলেন কুটমালী সম্মাননা জানানোর জন্য। কুড়মী সমাজের মানুষ তাঁর বাড়িতে পৌঁছাতেই সকলকে হলুদজলে পা ধুইয়ে বাড়িতে বসিয়ে আপ্পায়ন করেন, ফল ও মিষ্টি খাওয়ানোর পর্ব চলার পর, দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়।
এদিন কুড়মী নেতা অজিত মাহাতো জানান জেলায় আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কুড়মী সমাজের মানুষ আছেন তাদের প্রত্যেকের বাড়িতে এভাবেই তারা যাবেন এটা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি।

15/06/2023

ঝাড়গ্রাম - রক্তের ঘাটতি পূরণে এবার সিআরপিএফ জোয়ানেরা। দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে মাওবাদী মোকাবিলায় নিয়োজিত থাকা ১৬৯ ব্যাটেলিয়নের সিআরপিএফ জোয়ানেদের রক্তদান শিবির । বুধবার বেলপাহাড়ি থানার নেগুড়িয়া ১৬৯ ব্যাটেলিয়নের মূখ্য কার্যালয়ে ৪০ জন সিআরপিএফ জোয়ান রক্তদান করেন। এদিন গোপীবল্লবপুর সুপারস্পেশালিটি হাসপাতালের সহায়তায় রক্তদান শিবিরেের কাজ সম্পন্ন হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ১৬৯ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অফিসার সঞ্জয় শর্মা ও সহকারী কমান্ডেন্ট সুভাষ চন্দ্র ঘোষ।

Address

Jhilimili
Bankura
JHILIMILI

Alerts

Be the first to know and let us send you an email when Samaibangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samaibangla:

Share