
30/01/2025
২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে। এরপরে নির্বাচন-পূর্ববর্তী পরিস্থিতিতে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে রাজ্য সরকারকে।
ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এদিকে রাজ্যের বাজেটেও নজর থাকবে ভোটমুখী বিভিন্ন প্রকল্পের উপর।
নতুন প্রকল্পের সম্ভাবনা
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন।
পাশাপাশি রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি জনমুখী প্রকল্পে আরও কিছু নতুন সংযোজন বা সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে। ভোটের আগে রাজ্যবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।