Sarsagun patrika

  • Home
  • Sarsagun patrika

Sarsagun patrika Fortnightly in Santali and Bengali
(1)

14/07/2025

অভিযোগ!!
দুয়ারে সরকারে
হাজার হাজার
ফেক এসটি সার্টিফিকেট প্রদান হয়েছে!!

14/07/2025

শুধু ফেক ধারীদের শাস্তি নয়
ফেক এসটি সার্টিফিকেট প্রদানকারীদেরও শাস্তি চাই

14/07/2025

শুধু শুধু চিল্লাই নাই
ফেক ফেক বলে।
এবার ত দেখাই দিল
ফেক এসটি আছে বলে

আরো আছে। এক এক করে খুঁজে বার করতে !!
14/07/2025

আরো আছে। এক এক করে খুঁজে বার করতে !!

14/07/2025
কালিয়াগঞ্জ বড়াল স্কুল হোস্টেলে আদিবাসী ছাত্রীদের উপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাপী সরেন,কালি...
14/07/2025

কালিয়াগঞ্জ বড়াল স্কুল হোস্টেলে আদিবাসী ছাত্রীদের উপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাপী সরেন,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর:২ জুলাই ২০২৫ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হরলাল বড়াল স্কুলের ছাত্রী হোস্টেলে এক ভয়াবহ ও লজ্জাজনক ঘটনার প্রতিবাদে প্রায় ২৩০ জন ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভদেখান। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে হোস্টেলের ভেতরে ছাত্রীরা শারীরিক, মানসিক ও জাতিগত নিপীড়নের শিকার হয়ে আসছেন।
UFAAO-এর পক্ষ থেকে হোস্টেল পরিদর্শন ও কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে নিচের গুরুতর অভিযোগগুলি উত্থাপন করা হয়েছে:

বাথরুমে তালা লাগিয়ে ছাত্রীদের বাইরে স্নান করানো হচ্ছে, যেখানে CCTV ক্যামেরা বসানো রয়েছে।
উক্ত লাইভ ফুটেজ প্রধান শিক্ষিকা ও কয়েকজন পুরুষ কর্মচারী নিয়মিত দেখছেন বলে অভিযোগ উঠেছে।
পুরুষ কর্মচারীরা রাত পর্যন্ত হোস্টেলে অবস্থান করে ছাত্রীদের উপর শারীরিক নিগ্রহকরছেন।বিশেষ করে আদিবাসী ছাত্রীদের ধর্ম ও জাতি নিয়ে কটূক্তি ও মানসিক হেনস্তা করা হচ্ছে।

UFAAO-এর একটি প্রতিনিধি দল দিলিপ কিস্কু,সরন সরেন ও অধ্যাপক বাপি সরেন সহ অনেকে হোস্টেলটি সরেজমিনে পরিদর্শন করে জানান,

অত্যন্ত ঘনবসতি ও অপর্যাপ্ত শয্যার সংখ্যা,সুরক্ষার উপযুক্ত ব্যবস্থা নেই,নারী স্টাফের অভাব এবং পুরুষ কর্মীদের অযাচিত উপস্থিতি, আদিবাসী ছাত্রীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ।

দাবি জানান হয় ,ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণকরতে হবে, বিশেষ করে Prevention of Atrocities Act, 1989-এর আওতায়।
সংস্থার তরফে দাবি করা হয়,ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিচের পদক্ষেপগুলি অবিলম্বে নিতে হবে:হোস্টেলের বেড সংখ্যা বৃদ্ধি ও ঘরের পরিসর বাড়ানো।চারপাশে সুরক্ষা বেড়া নির্মাণ।নারী নিরাপত্তা কর্মী ও আদিবাসী স্টাফ নিযুক্ত করা।সমস্ত CCTV-এর নিয়ন্ত্রণ শুধুমাত্র মহিলা কর্তৃপক্ষের হাতে রাখতে হবে।

এই ঘটনার সাক্ষ্য ও ছাত্রীদের লিখিত বিবৃতি সংযুক্ত করে থানায় জমা দেওয়া হয়েছে। সংগঠনের তরফে আশা করা হয়েছে, প্রশাসন এই ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপ গ্রহণ করবে।

14/07/2025

হাকো হাকো
রটে রটে।
সান্তাড় সান্তাড়
কেড়ে মেটে।

পাবলিক সার্ভিস কমিশনে ডেপুটেশন আদিবাসীদেরসাগুন সংবাদদাতা কলকাতা:২ জুলাই২০২৫ পাবলিক সার্ভিস কমিশনে প্রতিনিধিমূলক ডেপুটেশন...
14/07/2025

পাবলিক সার্ভিস কমিশনে ডেপুটেশন আদিবাসীদের

সাগুন সংবাদদাতা কলকাতা:২ জুলাই২০২৫ পাবলিক সার্ভিস কমিশনে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। বাহাত্তর জন সন্দেহজনক আদিবাসী যারা কিনা ২০২২ সাল থেকে বিভিন্ন সময়ে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে এসটি কোটাতে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে এ যাবৎ যতগুলো অভিযোগ পত্র দাখিল করা হয়েছে তার তদারকির জন্য এ দিনের ডেপুটেশন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালে স্টেট বি সি ডব্লিউ ডিপার্টমেন্টে রেকমন্ডেড সন্দেহজনক নন্ ট্রাইবদের বিরুদ্ধে যথাযথ তদন্তের জন্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে চিঠি করা হলেও এখন কমিশন কেন তা করতে নারাজ সেটা স্পষ্ট হয়নি। পাবলিক সার্ভিস কমিশনের সেক্রেটারি ওনার সময়ের দামের কথা জানিয়ে অ-আদিবাসীদের এসটি কোটাতে রেকমেন্ডেশনের ইস্যুতে বিশেষ কোনো রকম আলোচনা করতে চাননি। এই নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে চূড়ান্ত ক্ষোভ দেখা গেছে। অতি শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে বড়সড়ো আন্দোলন করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ববর্গরা।

বাঁকুড়া মেডিক্যাল কলেজে ফেক এসটি শংসাপত্র নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ কল্যাণ সমিতির সাগুন সংবাদদাতা, বাঁকুড়াঃ‌ ২৪ জুন২...
14/07/2025

বাঁকুড়া মেডিক্যাল কলেজে ফেক এসটি শংসাপত্র নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ কল্যাণ সমিতির

সাগুন সংবাদদাতা, বাঁকুড়াঃ‌ ২৪ জুন২০২৫ তারিখ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে বিভিন্ন আদিবাসী সংগঠনের সহযোগিতায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিকট ফেক এসটি শংসাপত্র নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ সহ যথাযথ আইনি পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিল। এদিন প্রায় দু হাজারের মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাঁকুড়া সম্মিলনী কলেজ মাঠে জমায়েতের মাধ্যমে মিছিল করে দমকল মোড় হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটির বিল্ডিং এর সামনে এসে জমায়েত করে । পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে গত ৩ জুন ২০২৫ জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তর থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে ডাক্তারি পাঠরতা ছাত্রী জুহি কোলের সার্টিফিকেট বাতিল সহ যথাযথ আইনি পদক্ষেপের কথা বলা থাকলেও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও এই দিন আদিবাসীদের ডেপুটেশনের পরে পরেই কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং সংশ্লিষ্ট ছাত্রীকে শোকজ লেটার ধরানো হয়। বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন "২০২১ সালে ছাত্রীটি এসটি কোটাতে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিল এবং তার এসটি সার্টিফিকেটটি জলপাইগুড়ি সদর মহকুমা শাসক বাতিল করেছেন। বিষয়টি কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।" জুহি কোলে নাম্নী ছাত্রীটির এসটি সার্টিফিকেট বাতিল হওয়া সত্বেও এখনো কেন কলেজ কর্তৃপক্ষ ছাত্রীটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃ বর্গরা। কলেজ কর্তৃপক্ষ আগামী ২৬ জুলাই ২০২৫ এর মধ্যে ছাত্রীরটিকে কলেজ থেকে বহিষ্কার সহ যথাযথ আইনি পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার ৩য় দ্বি-বার্ষিক জেলা সম্মেলন ও ক্যারিয়ার গাইড কর্মশালা সম্পন্ন হল পুরুলিয়া শহরেসাগ...
14/07/2025

কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার ৩য় দ্বি-বার্ষিক জেলা সম্মেলন ও ক্যারিয়ার গাইড কর্মশালা সম্পন্ন হল পুরুলিয়া শহরে

সাগুন সংবাদদাতা, পুরুলিয়া:৬ জুলাই ২০২৫ পুরুলিয়া শহরের হোটেল ওয়েসিসে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার ৩য় দ্বি-বার্ষিক জেলা সম্মেলন ও ক্যারিয়ার গাইড কর্মশালা সম্পন্ন হল। এদিন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আদিবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমিতির সদস্যরা এই দিন আলোচনাতে অংশগ্রহণ করেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ আদিবাসী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিনের জেলা সম্মেলনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন। এদিনের জেলা সম্মেলন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইড কর্মশালাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিভিন্ন দপ্তরের সফল আদিবাসী গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়। ক্যারিয়ার গাইড কর্মশালাতে বক্তব্য রাখেন জয়েন বিডিও শিবানী মুর্মু, আইআইটি খড়্গপুরের ইঞ্জিনিয়ার ফকির টুডু, পুনচার মেডিকেল অফিসার ডাক্তার কালিসেন মুর্মু, কলকাতা হাইকোর্টের উকিল প্রদীপ সরেন, এডিও রতন মুর্মু, লালপুর কলেজের অধ্যাপক ডঃ শশীকান্ত মুর্মু, পুনচার বিপিএইচসি'র নার্স অঞ্জনা মুর্মু, ইনকাম ট্যাক্স অফিসার রামনাথ মান্ডি, বিজনেস পারশন অম্বুজ মুদি, শিক্ষক সুপেন হেমব্রম সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন বালক রাম সরেন এবং রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু। ৩য় দ্বিবার্ষিক জেলা সম্মেলনে নতুন জেলা এবং যুব কমিটি গঠন করা হয়। নবগঠিত জেলা কমিটির সভাপতি সতন কুমার সরেন, সম্পাদক গণেশচন্দ্র মাহালী এবং কোষাধ্যক্ষ কল্যাণ হেমব্রম পুনরায় মনোনীত হয়েছেন। পুরুলিয়া জেলা যুব কমিটির সভাপতি কুনামি বাস্কে, সম্পাদক কৃত্তিবাস মাহালি ও কোষাধ্যক্ষ বীরবল হেমব্রম মনোনীত হয়েছেন। অনুষ্ঠানের মাঝে বিভিন্ন সময়ে সংগীত পরিবেশনা করেছিলেন নরহরি হেমব্রম, (অনড়হে) সুরেন্দ্রনাথ মান্ডি এবং কল্পনা মাহালী, আশালতা মাহালী ও জয়ন্তী মান্ডি।

আদিবাসী শ্রমিককে দিল্লিতে আটকে রাখার অভিযোগ উঠল দালাল ও ঠিকাদারের বিরুদ্ধে।   রবিন মুরমু। দক্ষিণ দিনাজপুরঃ আদিবাসী শ্রমি...
14/07/2025

আদিবাসী শ্রমিককে দিল্লিতে আটকে রাখার অভিযোগ উঠল দালাল ও ঠিকাদারের বিরুদ্ধে।

রবিন মুরমু। দক্ষিণ দিনাজপুরঃ আদিবাসী শ্রমিককে প্রায় এক বছর ধরে শ্রমের টাকা না দিয়ে দিল্লির এক কারখানায় আটকে রাখার অভিযোগ উঠল শ্রমিক সরবরাহকারী ও ঠিকাদারের বিরুদ্ধে। এমন ঘটনার খবর চাউর হতেই ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারী দালাল ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন আদিবাসী সমাজ সহ এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ইংরাজী ১৩ ই জুলাই ২০২৫ তারিখ রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দিল্লিতে আটকে থাকা আদিবাসী শ্রমিকের স্ত্রী ডুমিলা পাহান জানান যে, গত ২০২৪ সালের আগস্ট মাসে স্বামীকে দুই মাসের জন্য কাজের নাম করে গ্রামেরই প্রতিবেশী এক দালাল ও বালুরঘাট থানা এলাকার চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইল এলাকার এক মহিলা শ্রমিক সরবরাহকারী দালালের মাধ্যমে। হরিয়ানায় শ্রমিকের কাজে নাম করে স্বামীকে নিয়ে যাওয়া হয় । তিনি আরো বলেন যে প্রতিমাসে পরিশ্রমের বাবদ দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে। প্রথমত দুই মাসের কথা বলে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন বর্তমানে এগারো মাস হয়ে গেল কোনরকম পরিশ্রমের টাকা তাকে দেওয়া হচ্ছেনা। স্বাভাবিক কারণে টাকা না পাওয়ার ফলে বাড়িতেও আসতে পারছে না স্বামী। এমনটাই অভিযোগ দালাল ও শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে। তিনি বলেন স্বামীর সাথে ফোনে কথা বলার সময় কেড়ে নেওয়া হয়। অন্যের ফোন দিয়ে কথা বলতে দেওয়া হয় না। কুড়ি দিন আগে স্বামী নিজের বাড়িতে আসার জন্য বাড়ির ধান বিক্রয় করে। একটি পেটিএম নাম্বারের মাধ্যমে পনের শো টাকা করে ৩ দফায় টাকা পাঠানো হলেও সেই টাকা পেয়েও। কোন ভাবেই সেই কারখানার ভেতর থেকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। ডুমিলা পাহান আরো বলেন যে গ্রামের প্রতিবেশী এবং চেঙ্গিসপুর এলাকার যে শ্রমিক সরবরাহকারী দালালের হাত ধরে আমার স্বামী ভিন রাজ্যে গিয়েছিল। তাদের বাড়িতে গিয়ে অনেকবার স্বামীকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ নিবেদন করা হলেও তারা কোন কথাই কর্ণপাত করছেন না বলে অভিযোগ ডুমিলা পাহানের।বারবার এই শ্রমিক সরবরাহকারী গ্রামের প্রতিবেশীর দালালের কাছে স্বামীকে ফিরিয়ে আনার জন্য যাওয়া হলে তিনি বিরক্ত হয়ে শ্মশানে ও হুমকি দিচ্ছেন বলে তিনি জানান। আমরাইল এলাকার দালাল মহিলাটিও হয়ে বার বার যোগাযোগ করার ফলে বিরক্ত বোধ মনে করেন বলে অভিযোগ করেন এই মহিলা। তাই বাধ্য হয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে হিলি থানার আই সি শীর্ষেন্দু দাস জানিয়েছেন যে অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। যাতে এই শ্রমিকটি বাড়ি ফিরে আসতে পারে। সেই বিষয়টিও দেখা হবে। বলে তিনি জানান।

হিলি থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিযোগ পত্র হাতে নিয়ে ডুমিলা পাহান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sarsagun patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarsagun patrika:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share