14/07/2025
কালিয়াগঞ্জ বড়াল স্কুল হোস্টেলে আদিবাসী ছাত্রীদের উপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বাপী সরেন,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর:২ জুলাই ২০২৫ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হরলাল বড়াল স্কুলের ছাত্রী হোস্টেলে এক ভয়াবহ ও লজ্জাজনক ঘটনার প্রতিবাদে প্রায় ২৩০ জন ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভদেখান। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে হোস্টেলের ভেতরে ছাত্রীরা শারীরিক, মানসিক ও জাতিগত নিপীড়নের শিকার হয়ে আসছেন।
UFAAO-এর পক্ষ থেকে হোস্টেল পরিদর্শন ও কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে নিচের গুরুতর অভিযোগগুলি উত্থাপন করা হয়েছে:
বাথরুমে তালা লাগিয়ে ছাত্রীদের বাইরে স্নান করানো হচ্ছে, যেখানে CCTV ক্যামেরা বসানো রয়েছে।
উক্ত লাইভ ফুটেজ প্রধান শিক্ষিকা ও কয়েকজন পুরুষ কর্মচারী নিয়মিত দেখছেন বলে অভিযোগ উঠেছে।
পুরুষ কর্মচারীরা রাত পর্যন্ত হোস্টেলে অবস্থান করে ছাত্রীদের উপর শারীরিক নিগ্রহকরছেন।বিশেষ করে আদিবাসী ছাত্রীদের ধর্ম ও জাতি নিয়ে কটূক্তি ও মানসিক হেনস্তা করা হচ্ছে।
UFAAO-এর একটি প্রতিনিধি দল দিলিপ কিস্কু,সরন সরেন ও অধ্যাপক বাপি সরেন সহ অনেকে হোস্টেলটি সরেজমিনে পরিদর্শন করে জানান,
অত্যন্ত ঘনবসতি ও অপর্যাপ্ত শয্যার সংখ্যা,সুরক্ষার উপযুক্ত ব্যবস্থা নেই,নারী স্টাফের অভাব এবং পুরুষ কর্মীদের অযাচিত উপস্থিতি, আদিবাসী ছাত্রীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ।
দাবি জানান হয় ,ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণকরতে হবে, বিশেষ করে Prevention of Atrocities Act, 1989-এর আওতায়।
সংস্থার তরফে দাবি করা হয়,ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিচের পদক্ষেপগুলি অবিলম্বে নিতে হবে:হোস্টেলের বেড সংখ্যা বৃদ্ধি ও ঘরের পরিসর বাড়ানো।চারপাশে সুরক্ষা বেড়া নির্মাণ।নারী নিরাপত্তা কর্মী ও আদিবাসী স্টাফ নিযুক্ত করা।সমস্ত CCTV-এর নিয়ন্ত্রণ শুধুমাত্র মহিলা কর্তৃপক্ষের হাতে রাখতে হবে।
এই ঘটনার সাক্ষ্য ও ছাত্রীদের লিখিত বিবৃতি সংযুক্ত করে থানায় জমা দেওয়া হয়েছে। সংগঠনের তরফে আশা করা হয়েছে, প্রশাসন এই ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপ গ্রহণ করবে।