Banglar Somoy

Banglar Somoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banglar Somoy, News & Media Website, “Elite Tower”, 199, B. T. Road, Dunlop, 1st Floor, Room No/3, Kolkata/, Baranagar.

মাদ্রাসার আলিম ও ফাজিলের ছাত্রীদের হাতে মার্কশিট প্রদান, উপস্থিত পঞ্চায়েত প্রধান।নিউজ ডেস্ক  : উলাসি মাদ্রাসা কক্ষে আলি...
22/05/2023

মাদ্রাসার আলিম ও ফাজিলের ছাত্রীদের হাতে মার্কশিট প্রদান, উপস্থিত পঞ্চায়েত প্রধান।

নিউজ ডেস্ক : উলাসি মাদ্রাসা কক্ষে আলিম ও ফাজিলের উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে সোমবার মার্কসিট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লকের রামনগর-বড়চুপড়িয়া ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান জুলফিকার আলী ধাবক সহ উলাসি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাকি বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। এদিন কৃতিদের উদেশ্যে জুলফিকার আলী ধাবক বলেন,উলাসি মাদ্রাসা বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে ভালো রেজাল্টে করে আসছে । প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন, এই মাদ্রাসা থেকে অতীতে পশ্চিমবঙ্গের মধ্যে আলিমে প্রথম , ষষ্ঠ , এবং নবম,স্থান অধিকার করেছিল । এদিন তিনি সমস্ত কৃতিদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে জানান, তোমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং এই সমাজের বুকে মানুষের হয়ে কাজ করবে। প্রসঙ্গত এই মাদ্রাসা থেকে পাশ করে বহু ছেলে মেয়ে ,মাস্টার , ব্যারিস্টার, ডাক্তার হয়ে সমাজের হয়ে কাজ করে চলেছে। এদিন তিনি ছাত্র-ছাত্রীদের আরো ভালো করে পড়াশুনার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখার আবেদন জানান।

কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচেই জয় পেল মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র মিলনী।নিউজ ডেস্ক : কলকাতা ফুটবল লিগের ৫ ম ডিভিশ...
19/05/2023

কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচেই জয় পেল মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র মিলনী।

নিউজ ডেস্ক : কলকাতা ফুটবল লিগের ৫ ম ডিভিশন বি গ্ৰুপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশা মতো জয় পেল মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র মিলনী। শুক্রবার টাউন মাঠে আয়োজিত এই খেলায় প্রতিপক্ষ মিলন চক্র কে ১-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র মিলনী। খেলার শেষ লগ্নে সংযোজিত সময়ের ৯২ মিনিটে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করে সজল দাস। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন আই এফ এ সভাপতি অজিত বন্দোপাধ্যায়,সচিব অনির্বাণ দত্ত,সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস,সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশীষ সরকার,রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম এবং প্রাক্তন ফুটবলার রহিম নবি ও অশোক চন্দ।

মাধ্যমিকে রাজ্যে দশম স্থানে কৃষ্ণনগর হোলি ফ্যামিলির তৌষালী ঘোষ।নিউজ ডেস্ক : এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩শ...
19/05/2023

মাধ্যমিকে রাজ্যে দশম স্থানে কৃষ্ণনগর হোলি ফ্যামিলির তৌষালী ঘোষ।

নিউজ ডেস্ক : এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ঠা মার্চ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৮৭৭৫। যা এই বছর বেশ খানিকটা কমে ৬,৯৮, ৬২৮ তে এসে দাঁড়ায়। ১৯ শে মে শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে মাধ্যমিকের ফলাফল। এবছর নদিয়া জেলার ফলাফল আশানুরূপ হয়নি । নদিয়া জেলায় প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এই বছর নদিয়া জেলা থেকে এবার মাধ্যমিকে প্রথম দশের মধ্যে স্থানাধিকারীর সংখ্যা মাত্র একজন।
নদিয়া জেলায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে দশম স্থান অধিকার করেছে কৃষ্ণনগর গড়াইপাড়া আমিনবাজারের বাসিন্দা কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের ছাত্রী তোষালি ঘোষ। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৩ ফলাফল ঘোষণা হওয়ার পর সে জানায়, " খুব ভালো লাগছে,তবে এতটা ফলাফল প্রাপ্ত হবে আশা করিনি। তবে আর একটু পেলে খুশি হতাম।" আগামী দিনে মহাকাশ বিষয়ক সম্পর্কে পড়াশোনা করতে চাই বলে আমাদের জানায় তৌষালি।
এবছর রাজ্যে ফলাফলের নিরিখে সম্মানজনক অবস্থায় নেই নদিয়া।
প্রকাশিত তথ্য অনুযায়ী ১৬ জেলা থেকে ১০৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে টপ টেনে।
যার মধ্যে কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের তৌশালী ঘোষ ৬৮৩ নাম্বার পেয়ে ৩৪ জনের মিলিত দশম স্থান অধিকার করেছে। এটাই জেলার সর্বোচ্চ নাম্বার।

খেলাধুলার মান উন্নয়ন সহ ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের পদযাত্রা।বার্তা পরিবেশক...
14/05/2023

খেলাধুলার মান উন্নয়ন সহ ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের পদযাত্রা।

বার্তা পরিবেশক,বগুলা: খেলাধুলার মান উন্নয়ন সহ ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে বাংলার ক্রীড়া পরিমন্ডলে আলোড়ন সৃষ্টিকারী মতুয়া ফুটবল ফাউন্ডেশন এবং বগুলা কে টি এফ এ -র যৌথ উদ্যোগে পথ পরিক্রমা।রবিবার রানাঘাট -কৃষ্ণনগর ৯ নং রাজ্য সড়কের বগুলা নোনাগঞ্জ মোড় থেকে কে টি এফ,এ-র জিম প্রাকটিস মাঠ পর্যন্ত এক ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিনের শোভাযাত্রায় মতুয়া ফুটবল ফাউন্ডেশন ও কে টি এফ এ-র খেলোয়াড়, কর্মকর্তা সহ মতুয়া অনুগামী ক্রীড়া প্রেমীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের ‌সচেতনশীল নাগরিক বৃন্দ অংশ নেন। এই শোভাযাত্রা শেষে কে টি এফ এ-র জিম প্রাকটিস মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা সহ কর্মসূচির পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মতুয়া ফুটবল ফাউন্ডেশন আয়োজিত এদিনের এই বিশেষ কর্মসূচি এলাকার ক্রীড়া প্রেমী জনতা সহ সর্বসাধারণের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দেয়।

ফুটবল ও ক্যারাটের দুই  কৃতির উপস্থিতি বগুলা কলেজ মাঠে। বার্তা পরিবেশক,বগুলা : মতুয়া ফুটবল ফাউন্ডেশনের কর্নধার সহ  প্রতি...
13/05/2023

ফুটবল ও ক্যারাটের দুই কৃতির উপস্থিতি বগুলা কলেজ মাঠে।

বার্তা পরিবেশক,বগুলা : মতুয়া ফুটবল ফাউন্ডেশনের কর্নধার সহ প্রতিষ্ঠানের খেলোয়াড় দের সঙ্গে আলাপচারিতায় বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠের অনুশীলন কেন্দ্রে হাজির অনূর্ধ ১৪ জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ান বগুলার অদিতি ঘোষ। শনিবার বিকেলে নিজের বাবা কে নিয়ে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে গৌতম ঠাকুরের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে সটাং উপস্থিত অদিতি। অদিতি কে দেখেই গৌতম বাবু কাছে ডেকে নিয়ে মাঠে অনুশীলন রত সকল খেলোয়াড় সহ সংগঠনের অন্যন্য কর্মকর্তা দের
ডেকে অদিতির সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামীতে আরও সাফল্যের দাবি প্রত্যাশা রেখে শুভেচ্ছা বিনিময় সর্ব শেষ করেন। বগুলা কলেজ মাঠের এদিনের বিকেলের বড় প্রাপ্তি ছিল আই এফ এ এবং বাংলা নাটকের হাত ধরে অনূর্ধ কুড়ি বিভাগে সুদূর স্পেনের একটি ক্লাবে ফুটবল ট্রায়ালে অংশগ্রহণকারী বগুলা কে টি এফ এ এবং মতুয়া ফুটবল ফাউন্ডেশনের কৃতি খেলোয়াড় বিশাল সূত্রধরের উপস্থিতি সহ শুভেচ্ছা বিনিময় পর্ব। সব মিলিয়ে ক্ষনিকের জন্য বেশ উপভোগ্য হয়ে ওঠে শনিবারের বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠের বৈকালিক আবহ। প্রসঙ্গত অদিতির বাবা সুফল ঘোষ মতুয়া ফুটবল ফাউন্ডেশন এর কৃতি ফুটবলার বিশাল সূত্রধর কে একটি জার্সি উপহার দেন।

12/05/2023

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পালিত আন্তর্জাতিক নার্স দিবস

11/05/2023

রানাঘাটে ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে গন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হলো।

11/05/2023

সোস্যাল মিডিয়ায় আর্তনাদ! সম্বল হীন দুঃস্থ অসহায় পরিবারের সাহায্যার্থে পাশে দাঁড়ালেন বিধায়ক

10/05/2023

বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্যারাটে চ্যাম্পিয়ান অদিতি কে সংবর্ধনা

বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্যারাটে চ্যাম্পিয়ান অদিতি কে সংবর্ধনা।বার্তা পরিবেশক,বগুলা : সীমান্তবর্তী গঞ্জশ...
10/05/2023

বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্যারাটে চ্যাম্পিয়ান অদিতি কে সংবর্ধনা।

বার্তা পরিবেশক,বগুলা : সীমান্তবর্তী গঞ্জশহর জনবহুল বগুলার ১ নং নাগরিকের হাত থেকে নিজের জন্ম সপ্তাহে সংবর্ধিত হল জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ান বগুলার অদিতি ঘোষ। ১০ ই মে ব্রতচারী আন্দোলনের স্রষ্ঠা গুরুজী গুরুসদয় দত্তের জন্মদিনে বগুলা মধ্য পাড়ার ঘোষ পরিবারে বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় থেকে আচমকা ফোন আসে আজ ই দুপুর ১২ টায় অদিতিকে আসতে হবে বগুলা ২ নং পঞ্চায়েত কার্যালয়ে।খবর পেয়ে তৎক্ষণাৎ অদিতি তার বাবা সুফল বাবুকে সঙ্গে নিয়ে বগুলা পঞ্চায়েত কার্যালয়ে পৌছাতেই ইলাহি কান্ড। বগুলার কৃতি অদিতি কে সংবর্ধনা জানাতে প্রস্তুত বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত প্রধান অর্থাৎ বগুলার ১ নং নাগরিক শ্রীমতি রত্না ঢালি, পঞ্চায়েত কক্ষে অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং সদস্যা সহ পঞ্চায়েতের সহ কর্মীদের উপস্থিতিতে পঞ্চায়েতের পক্ষ থেকে বাজার থেকে কেক আনিয়ে অদিতিকে দিয়ে সেই কেক কেটে অদিতির জন্ম উৎসব পালন সহ পঞ্চায়েতের পক্ষ থেকে অদিতি কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধিত হয়ে আপ্লুত অদিতি।

09/05/2023

শান্তিপুরে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী

জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ান বগুলার অদিতি ঘোষের জন্মদিনে বাড়িতে যেন চাঁদের হাট।বার্তা পরিবেশক,বগুলা : জাতীয় স্তর...
06/05/2023

জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ান বগুলার অদিতি ঘোষের জন্মদিনে বাড়িতে যেন চাঁদের হাট।

বার্তা পরিবেশক,বগুলা : জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ান বগুলার অদিতি ঘোষের ১৪ তম জন্মদিনে বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল।৬ ই মে নদিয়া জেলার ডেভলপমেন্ট ব্লক হাঁসখালির অন্তর্গত বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার বগুলা মধ্য পাড়ায় নিজেদের বাড়িতে হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি মুনমুন বিশ্বাস, বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত প্রধান শ্রীমতি রত্না ঢালি, রামনগর-বড়চুপড়িয়া২ গ্ৰাম পঞ্চায়েত প্রধান জুলফিকার আলী ধাবকের পাশাপাশি এলাকার একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন সহ স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধারের পাশাপাশি প্রতিনিধিদের উজ্জ্বল উপস্থিতিতে দুপুর ৩ কে ১০ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় । উপস্থিত অতিথি বর্গ সহ পাড়া প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বাবা ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী সুফল ঘোষ, রত্নগর্ভা মা আগমনী ঘোষ,দিদি অনন্যা ঘোষ সহ দাদু তাপস মিত্র ও দিদা শ্রীমতি দুলু মিত্র বগুলা তথা হাঁসখালি ব্লকের গর্ব অদিতি ঘোষ কে বুকে নেটে নিয়ে আশির্বাদ প্রদানের পাশাপাশি ভবিষ্যতের প্রতিটি মূহুর্তের জন্য সাফল্য কামনা করেন। এছাড়াও অদিতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন সন্ধ্যায় ঘোষ পরিবারে উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলা নেটবল এ্যাসোসিয়েশনের সম্পাদক তথা ময়ুরহাট পল্লী উন্নয়ন সমিতি ও গ্ৰামীন পাঠাগারের সম্পাদক কার্তিক চন্দ্র বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনভূমির কর্নধার দিলীপ সরকার ও নিপা সরকার এবং সংগীত শিল্পী রতন কুন্ডু।

Address

“Elite Tower”, 199, B. T. Road, Dunlop, 1st Floor, Room No/3, Kolkata/
Baranagar
700108

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Somoy:

Share