22/05/2023
মাদ্রাসার আলিম ও ফাজিলের ছাত্রীদের হাতে মার্কশিট প্রদান, উপস্থিত পঞ্চায়েত প্রধান।
নিউজ ডেস্ক : উলাসি মাদ্রাসা কক্ষে আলিম ও ফাজিলের উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে সোমবার মার্কসিট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লকের রামনগর-বড়চুপড়িয়া ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান জুলফিকার আলী ধাবক সহ উলাসি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাকি বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। এদিন কৃতিদের উদেশ্যে জুলফিকার আলী ধাবক বলেন,উলাসি মাদ্রাসা বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে ভালো রেজাল্টে করে আসছে । প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন, এই মাদ্রাসা থেকে অতীতে পশ্চিমবঙ্গের মধ্যে আলিমে প্রথম , ষষ্ঠ , এবং নবম,স্থান অধিকার করেছিল । এদিন তিনি সমস্ত কৃতিদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে জানান, তোমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং এই সমাজের বুকে মানুষের হয়ে কাজ করবে। প্রসঙ্গত এই মাদ্রাসা থেকে পাশ করে বহু ছেলে মেয়ে ,মাস্টার , ব্যারিস্টার, ডাক্তার হয়ে সমাজের হয়ে কাজ করে চলেছে। এদিন তিনি ছাত্র-ছাত্রীদের আরো ভালো করে পড়াশুনার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখার আবেদন জানান।