Barasat আমার বারাসাত

Barasat আমার বারাসাত 👋 Hello, everyone! I'm excited to be a part of this Facebook group.

Barasat আমার বারাসাত Kali Puja 2024K.N.C  : Rajasthan Umaid Bhawan Palace
20/10/2024

Barasat আমার বারাসাত
Kali Puja 2024
K.N.C : Rajasthan Umaid Bhawan Palace

20/08/2024

বারাসাতের স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবী নাট্য শিল্পী সকলের পরিচিত ঋষি ভট্টাচার্যের নিজের কন্ঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা উলঙ্গ রাজা আবৃত্তি উপস্থাপনা করবেন ।

14/08/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ ব...
13/07/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS




https://www.facebook.com/share/p/m6CmFi5u7Pkj1J1M/?mibextid=2JQ9oc
11/02/2024

https://www.facebook.com/share/p/m6CmFi5u7Pkj1J1M/?mibextid=2JQ9oc

ভর্তি চলছে ভর্তি চলছে
সরস্বতী শিল্পায়ন অংকন এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে যে সমস্ত জায়গায় সেখানকার ঠিকানা বিস্তারিত দেয়া হলো ।

নতুন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা : দত্তপুকুর : মন্দিরতলা যুবক সংঘ ক্লাব( নাটা পোল এর কাছে)
বীরা :

জয়পুল :

বিরাটি : 1 নম্বর স্টেশনের কাছেই ।
প্রতিটি অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীদের কাছে একান্ত আবেদন তোমাদের পরিচিত আত্মীয়-স্বজন এই সমস্ত জায়গায় থাকলে অবশ্যই তাদের নতুন প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে জানিও ।
এছাড়া খুব তাড়াতাড়ি আমাদের এক্সিবিশন এবং অন্যান্য প্রক্রিয়া যার মাধ্যমে স্বনির্ভর হওয়া যায় সেই প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি ।
সকল অভিভাবক অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ সকলে সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ।




#দত্তপুকুর

Address

Barasat

Telephone

+919830408010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barasat আমার বারাসাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share