30/11/2022
ব্রাজিলে FIFA আয়োজিত গৃহহীন দের বিশ্বকাপে ভারতের হয়ে অংশ নিয়েছিলো মধ্যমগ্রামের যুবক,মঙ্গলবার তার অনুভূতির কথা জানালেন।কেমন আছে অরিন্দম? কে এই অরিন্দম? চলছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২, এই সময়ে অরিন্দম এর সাথে কি কোন প্রাসঙ্গিকতা আছে ? আমরা পৌছে গিয়েছিলাম মধ্যমগ্রামে অরিন্দম ঘোষাল এর সাথে দেখা করতে।একসময় FIFA আয়োজিত গৃহহীনদের (Homeless World Cup)বিশ্বকাপ ফুটবলে ভারতের হয়ে তিনকাঠির দায়িত্ব সামলেছিলো পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রামের অরিন্দম ঘোষাল। বাংলা থেকে একমাত্র ফুটবলার সুযোগ পেয়েছিলো ভারতের হয়ে গোলরক্ষকের ভূমিকা পালন করার। অরিন্দম ই ছিলো ফাস্ট গোলকিপার, আরও দুই গোলকিপার ছিলো ভারতবর্ষের অন্য রাজ্য থেকে। সালটা ২০১০, খেলা হয়েছিলো ফুটবলের স্বপ্নের দেশ সূদুর ব্রাজিলে।পেলে র দেশে ,নানান দেশের খেলোয়ার দের পায়ে দ্রুত গতিতে ছুটে আসা বল সামলেছিলো অরিন্দম।কেটে গেছে ১২ টি বছর, আজ সবটাই অতীত, সেই সময় যে মানুষটা পাশে দাঁড়িয়েছিলো অভিভাবকের মত, আজও সেই মানুষটার জন্যই অরিন্দমের রুজিরোজগার। যাকে অরিন্দম এর কথায় দেবতা বললে কম হবে না। তিনি আর কেও নয় মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অরিন্দম পায়নি কোন চাকরি, তাই রথীন ঘোষের সহযোগিতা মধ্যমগ্রামে একটি অটো রূটে অটো বের করে অরিন্দম, যা বর্তমানে তার অন্যতম রোজগার, তার সাথে ফুটবল চালিয়ে যাচ্ছে, যা ফুটবলের ভাষায় বলে খেপ।খেপ খেলে চলেছে আজও। ইস্টবেঙ্গল জুনিয়ার,এফসিআই, রাজস্থান এর মত দলে খেলেছে একসময় অরিন্দম,তবে এরই মধ্যে অরিন্দম এর জীবনে নেমে আসে কালো দিন।খেলতে গিয়ে গুরুতর চোট পায় পা এ। ডান পায়ের মালায়চাকি তিন টুকরো হয়ে যায়। তারপর সেই পা অপারেশন হয়,মাঠে আবারও ফিরে আসে,তবে আগের থেকে মানসিক শক্তি অনেকটাই কমেছে।