Bangla Bharat Sambad

Bangla Bharat Sambad শুধুমাত্র জনতার কাছে দায়বদ্ধ !! Committed just for public !!

14/08/2022

দামোদর নদীতে নৌকা উল্টিয়ে দুই যুবকের মৃত্যু

03/07/2022

আউসগ্রাম ধর্ষণকাণ্ডে তিন যুবককে গ্রেফতার করলো আউসগ্রাম থানার পুলিশ,অভিযুক্ত ওই তিন যুবককে আজ বর্ধমান জেলা আদালতে তোলা হয়/

প্রতিনিধি:- শেখ আব্বাস

02/07/2022

ড্রাগন গাছ চাষ করে রোজগারের পথ দেখাচ্ছেন এক যুবক
প্রতিনিধি-শেখ আব্বাস আলী

01/07/2022

রথ আসলেই মন খারাপ কিন্তু থেমে নেই জগন্নাথ
প্রতিনিধি - শেখ আব্বাস আলী

06/06/2022

১০০ দিনের বকেয়া টাকা দিচ্ছে না এর প্রতিবাদে মিছিল

ব্যুরো রিপোর্ট :  ফের অসুস্থ হয়ে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ফলে ফের তাঁকে হাসপাতা...
12/05/2022

ব্যুরো রিপোর্ট : ফের অসুস্থ হয়ে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ফলে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এবার এসএসকেএম নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে অনুব্রতকে। জানা গিয়েছে, বুধবার রাতে ফের বুকে ব্যথা অনুভব করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। রাতে চিকিৎসকদের সঙ্গে তাঁর কথা হয়। চিকিৎসকরাই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই মতোই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর হৃদযন্ত্রে ব্লক আছে কি না, শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। আর কী কী সমস্যার ফের ভুগছেন তৃণমূল নেতা, খতিয়ে দেখা হচ্ছে তাও। জরুরি সমস্ত পরীক্ষা করানো হবে তাঁর, হাসপাতাল সূত্রে এমনই খবর। প্রসঙ্গত, সম্প্রতি সিবিআই তাঁকে বারবার সমন করলেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁকে রক্ষাকবচ দেয়নি আদালত। এরপর সিবিআই-এর ডাক অনুসারে নিজাম প্যালেসে যাওয়ার দিন সকালেই ফের এসএসকেএম ভর্তি হন অনুব্রত।

ব্যুরো রিপোর্ট :  বাঁকুড়ায় প্রকাশ্য মঞ্চ থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি। বুধবার ‘ভয় মুক্ত ...
11/05/2022

ব্যুরো রিপোর্ট : বাঁকুড়ায় প্রকাশ্য মঞ্চ থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি। বুধবার ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিতর্কিত নিদান দিলেন তিনি। সরাসরি তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল’ দেওয়ার কথা বলে মহা বিতর্কে পড়লেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেন, ''আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম দাঁড়িয়েছে কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না। আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা। পেট্রল কেউ খায় না। কিন্তু আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। এখন তৃণমূল নেতাদের ধরে তাদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন আপনারা। দেখুন, কেমন দৌড় দেবে।''

ব্যুরো রিপোর্ট:  বাবুল সুপ্রিয় ভোট-জয়ের ২৫ দিন পর শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। বিধায়ক হিসেবে শপথ নিয়েই তিনি তাৎপর্যপূর্ণ ম...
11/05/2022

ব্যুরো রিপোর্ট: বাবুল সুপ্রিয় ভোট-জয়ের ২৫ দিন পর শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। বিধায়ক হিসেবে শপথ নিয়েই তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন, অর্জুনের দৃষ্টি ছিল পাখির চোখেই। তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাবুল সুপ্রিয় বুঝিয়ে দিলেন তাঁর লক্ষ্যও অর্জুনের মতো স্থির। বাংলার জন্য কাজ করাই তাঁর এক এবং একমাত্র লক্ষ্য। বাবুল সুপ্রিয় এদিন জানিয়ে দেন, কুৎসার রাজনীতি করে জেতা যায় না। তা প্রমাণ হয়ে গিয়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের আসনে বিধায়ক নির্বাচিত হয়েছি। সবাইকে গুরুত্ব দিয়েছি, অলিতি-গলিতে গিয়েছি। বিধায়ক হয়েও সবাইকে সমান চোখে দেখব। আমি আবারও একবার স্পষ্ট করে দিতে চাই, যিনি ভোট দিয়েছেন আমি তাঁরও বিধায়ক, যিনি আমাকে হারানোর জন্য কুৎসা করেছেন, আমি তাঁরও বিধায়ক।

ব্যুরো রিপোর্ট :  বুধবার ব্যারাকপুরে ভিন্ন ছবি। ধর্মীয় মিছিলে একইসঙ্গে হাঁটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং ...
11/05/2022

ব্যুরো রিপোর্ট : বুধবার ব্যারাকপুরে ভিন্ন ছবি। ধর্মীয় মিছিলে একইসঙ্গে হাঁটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ স্যোম। দুই জনের তরফে যদিও দাবি করা হচ্ছে এই যোগাযোগ নেহাতই ঘটনাচক্রে। তবুও এই দাবী মানতে নারাজ রাজনৈতিক মহল। তৃণমূল বিধায়কের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অর্জুন সিংয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু জল্পনা।
কাঁকিনাড়ায় উদ্বোধন হচ্ছে ‘শ্রী শ্রী ফক্কড়নাথ শিব মন্দির’। বুধবার সেই মন্দির কর্তৃপক্ষের তরফে আয়োজিত কলসযাত্রায় একসঙ্গে দেখা গেল অর্জুন সিংকে। পাশে হাঁটলেন স্যোমনাথ সোম। সোমনাথের সঙ্গে গঙ্গার ঘাটে পুজো দেন অর্জুন পুত্র এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

ব্যুরো রিপোর্ট :   রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরষ্কার দেওয়ার প্রতিবাদে এবার আকাদেমির দেওয়া অন...
11/05/2022

ব্যুরো রিপোর্ট : রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরষ্কার দেওয়ার প্রতিবাদে এবার আকাদেমির দেওয়া অন্নদাশঙ্কর পুরষ্কার ফিরিয়ে দিলেন লেখিকা তথা গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন লেখক অনাদিরঞ্জন বিশ্বাস। বাংলা সাহিত্যের এহেন অপমানে তাঁরা বিরক্ত এই কারণ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন দুই সাহিত্যিক।
মুসলিমদের বিয়ের গান এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে একাধিক গবেষণা পত্র রয়েছে রত্না দেবীর। লিখেছেন অজস্র প্রবন্ধ এবং গল্প। এখনও অবধি মোট ৩০ টি পুরষ্কার পেয়েছেন তিনি। তার মধ্যে থেকে ২০১৯ সালে পাওয়া অন্নদাশঙ্কর পুরষ্কার ফিরিয়ে দিলেও ২০০৯ সালে পাওয়া আকাদেমি পুরষ্কার ফেরাচ্ছেন না তিনি।

এই পুরষ্কার ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের লেখাগুলিকে সাহিত্য পদবাচ্য বলেই মনে করি না। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা কী ভাবে এটা নিলেন, তাতে আমি বিস্মিত। সাহিত্য সাধনার বিষয়।’ তবে ২০০৯ সালের পুরষ্কারটি ফিরিয়ে না দেওয়ার প্রসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, ‘আমার এই সিদ্ধান্ত কোনও ভাবেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

অন্যদিকে পদত্যাগ করেছেন সাহিত্যিক অনাদিরঞ্জন বিশ্বাসও। তিনি এই প্রসঙ্গে বিবৃতি জারি করে বলেন, ‘ছোটবেলা থেকে রবীন্দ্রনাথকে বুকের মাঝে রেখেছি। তাঁর কবিতা আমার কাছে দুর্মূল্য। সেই কবির জন্মদিনে যদি এমন পুরস্কার দেওয়া হয় কবিরাত নাম করে, তা হলে তা সামগ্রিক ভাবে কবিতাকেই অসম্মান করে। তারই প্রতিবাদে আমি সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি। এতে রাজনীতির কোনও যোগ নেই। আমি বেশ কিছু দিন ধরে দেখছি, বাংলা সাহিত্য কেমন ভাবে যেন রাজনীতির কবলে পড়ে গিয়েছে। কিন্তু আমার সিদ্ধান্ত সম্পুর্ণ আমার নিজের।’

ব্যুরো রিপোর্ট :  অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অশনি পরিণত হচ্ছে সাধারণ ঘূর্ণিঝড়ে। দক্ষিন আন্দামান সাগর এলাকায় তৈরি ঘূর্ণা...
11/05/2022

ব্যুরো রিপোর্ট : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অশনি পরিণত হচ্ছে সাধারণ ঘূর্ণিঝড়ে। দক্ষিন আন্দামান সাগর এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত অশনি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে রবিবার বিকেল পাঁচটা নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর আছড়ে পড়ার আগেই ক্রমশ শক্তিক্ষয়ের ফলে কমছে অশনির গতিবেগ। ভূভাগে সরাসরি ল্যাণ্ডফল করবে না অশনি এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বদলে উপকূলের খুব কাছ দিয়েই সমান্তরাল ভাবে বয়ে যাবে সেটি। অশনির প্রভাব সরাসরি বাংলায় পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর প্রভাবেই ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।


আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৮%
বাতাস : ১৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৮%

আজকের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামী ১৩ মে অবধি বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। বুধবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ পুরী এবং গোপালপুর থেকে দূরে সরছে অশনি। ওড়িশা থেকে দূরে সরলেও উপকূল ধরেই এগোচ্ছে সাইক্লোনটি। আপতত পুরী থেকে ৫৩০ কিমি এবং বিশাখাপত্তনম থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। এরপর তার গতিপথ কোন দিকে হতে পারে, সেদিকে নজর রাখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ১১ মে এর আগে অতিপ্রবল ঘূর্ণিঝড় ছিল অশনি। ১১ মে অতিপ্রবল থেকে ঘূর্ণিঝড়ে এবং ১২ মে সকালে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

ব্যুরো রিপোর্ট :  ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি'। গতি বেড়েছে ঘূর্ণিঝড়ের। দিঘা উপকূল সহ মন্দারমণি, তাজপুর, বকখালিতে ...
10/05/2022

ব্যুরো রিপোর্ট : ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি'। গতি বেড়েছে ঘূর্ণিঝড়ের। দিঘা উপকূল সহ মন্দারমণি, তাজপুর, বকখালিতে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। বাবুঘাটেও শুরু হয়ে গিয়েছে মাইকিং। অন্যদিকে, ইতিমধ্যেই কুলতুলিতে ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্যগুড়িয়ায় ঠাকুরণ নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, ২০২০ সালে আমফানের সময় বাঁধ ভেঙেছিল এই জায়গাতেই। সেইসময় গ্রামবাসীরাই বাঁধ মেরামতির কাজ করে। এরপর ২০২১ সালে ইয়াসের প্রভাবেও ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। ইয়াসের পর সরকারিভাবে কাজ শুরু হয়। সেইকাজ এখনও চলছে। তবে কাজ সেইভাবে না এগানোয়, বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

'অশনি' সতর্কতায় আজ থেকে শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সমুদ্রতীরবর্তী সমস্ত রকম বিনোদনমূলক খেলা ও কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 'অশনি' প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গে। পূর্বাভাস বলছে, কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৭.৮ মিলিমিটার।

শেষ উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের খুব কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় 'অশনি'। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ২৬০ কিলোমিটার দূরে। পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে এখন 'অশনি'। দুপুরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর তীব্রতা অনেকটাই কমে আসবে। আজ রাতেই বাঁক নেবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম অভিমুখ থেকে উত্তর-উত্তরপূর্ব অভিমুখ হবে ঘূর্ণিঝড়ের। বৃহস্পতিবারের মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে বাংলাদেশ উপকূল। 'অশনি'র প্রভাবে স্থলভাগে ঝড়ের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তবে প্রবল বৃষ্টি হবে। মূলত অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা থাকছে।

Address

Barasat

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Bharat Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share