Bikshan বীক্ষণ

Bikshan বীক্ষণ বীক্ষণ : উত্তর ২৪ পরগণার ছাত্র-যুবদের ?

ধ্বংস- রবীন্দ্রনাথ ঠাকুর দিদি, তোমাকে একটা হালের খবর বলি।— প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তাঁর ছোটাে বাসাটি। বাড়ির কর...
09/05/2025

ধ্বংস
- রবীন্দ্রনাথ ঠাকুর

দিদি, তোমাকে একটা হালের খবর বলি।—

প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তাঁর ছোটাে বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের শোঁপ্যা। তাঁর সারা জীবনের শখ ছিল গাছপালার জোড় মিলিয়ে, রেণু মিলিয়ে, তাদের চেহারা, তাদের রঙ, তাদের স্বাদ বদল ক’রে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। তাতে কম সময় লাগত না। এক-একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। এ কাজে যেমন ছিল তাঁর আনন্দ তেমনি ছিল তাঁর ধৈর্য। বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন। লাল হত নীল, সাদা হত আলতার রঙ, আঁটি যেত উড়ে, খোসা যেত খসে। যেটা ফলতে লাগে ছ মাস তার মেয়াদ কমে হত দু মাস। ছিলেন গরিব, ব্যাবসাতে সুবিধা করতে পারতেন না। যে করত তাঁর হাতের কাজের তারিফ তাকে দামী মাল অমনি দিতেন বিলিয়ে। যার মতলব ছিল দাম ফাঁকি দিতে সে এসে বলত, কী ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে, চার দিক থেকে লোক আসছে দেখতে, একেবারে তাক লেগে যাচ্ছে।

তিনি দাম চাইতে ভুলে যেতেন।

তাঁর জীবনের খুব বড়ো শখ ছিল তাঁর মেয়েটি। তার নাম ছিল ক্যামিল। সে ছিল তাঁর দিনরাত্রের আনন্দ, তাঁর কাজকর্মের সঙ্গিনী। তাকে তিনি তাঁর বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। ঠিকমত বুদ্ধি করে কলমের জোড় লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না। বাগানে সে মালী রাখতে দেয় নি। সে নিজে হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়োতে, বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এ ছাড়া রেঁধেবেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তাঁর হয়ে চিঠির জবাব দেওয়া— সব কাজের ভার নিয়েছিল নিজে। চেস্ট্নাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধূমাখা। ওদের বাগানের ছায়ায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত। ওরা জবাবে বলত, অনেক দামের আমাদের এই বাসা, রাজার মণিমানিক দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে, আর- কোথাও এ পাওয়া যাবে না।

যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত; কানে কানে জিগ্গেস করত, শুভদিন আসবে কবে। ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত; বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না।

জর্মানির সঙ্গে যুদ্ধ বাধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম, পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে, কিছু ভয় কোরে না বাবা। আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাচিয়ে রাখব।

মেয়েটি তখন হলদে রজনীগন্ধ তৈরি করে তোলবার পরখ করছিল। বাপ বলেছিলেন, হবে না; মেয়ে বলেছিল, হবে। তার কথা যদি খাটে তা হলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাঁকে অবাক করে দেবে, এই ছিল তার পণ।

ইতিমধ্যে জ্যাক এসেছিল দু দিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে, পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা। নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে, সেইদিন সকালেই গোলা এসে পড়েছিল ফুলবাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণসুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু, ক্যামিল ছিল না বেঁচে।

সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে। একে বলে কালের উন্নতি।

সভ্যতার কত যে জোর, আর-এক দেশে আর-একবার তার পরীক্ষা হয়েছে। তার প্রমাণ রয়ে গেছে ধূলার মধ্যে, আর-কোথাও নয়। সে চীনদেশে। তাকে লড়তে হয়েছিল বড়ো বড়ো দুই সভ্য জাতের সঙ্গে। পিকিন শহরে ছিল আশ্চর্য এক রাজবাড়ি। তার মধ্যে ছিল বহুকালের জড়ো-করা মন-মাতানে শিল্পের কাজ। মানুষের হাতের তেমন গুণপনা আর-কখনো হয় নি, হবে না। যুদ্ধে চীনের হার হল; হার হবার কথা, কেননা মার-জখমের কারদানিতে সভ্যতার অদ্ভূত বাহাদুরি। কিন্তু, হায় রে আশ্চর্য শিল্প, অনেক কালের গুণীদের ধ্যানের ধন, সভ্যতার অল্পকালের আঁচড়ে কামড়ে ছিঁড়েমিড়ে গেল কোথায়। পিকিনে একদিন গিয়েছিলুম বেড়াতে, নিজের চোখে দেখে এসেছি। বেশি কিছু বলতে মন যায় না।

#বীক্ষণ

ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো #বীক্ষণ
09/05/2025

ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো
#বীক্ষণ

আজ বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ্যাসাগর বইমেলার চতুর্থ দিনে *বীক্ষণ* এর স্টল।
01/03/2025

আজ বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ্যাসাগর বইমেলার চতুর্থ দিনে *বীক্ষণ* এর স্টল।

বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় প্রকাশিত হল বীক্ষণ এর নতুন সংখ্যা। মেলার গে...
01/03/2025

বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় প্রকাশিত হল বীক্ষণ এর নতুন সংখ্যা। মেলার গেট দিয়ে ঢুকে বাদিকে ১১ নং স্টল বীক্ষণ এর। নতুন সংখ্যার বিনিময় মূল্য ২০/-‌। সকলেই আসুন এবং সংগ্রহ করুন আপনাদের প্রিয় বীক্ষণ এর নবতম সংখ্যা।




#বীক্ষণ

বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় দ্বিতীয় দিন ২৭ ফেব্রুয়ারি,২০২৫ বৃহস্পতিবা...
27/02/2025

বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় দ্বিতীয় দিন ২৭ ফেব্রুয়ারি,২০২৫ বৃহস্পতিবার। মেলার গেট দিয়ে ঢুকে বাদিকে ১১ নং স্টল বীক্ষণ এর। নতুন সংখ্যার বিনিময় মূল্য ২০/-‌। সকলেই আসুন এবং সংগ্রহ করুন আপনাদের প্রিয় বীক্ষণ এর নবতম সংখ্যা।


বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় প্রথম দিনে ২৬ ফেব্রুয়ারি,২০২৫ বুধবার প্রকা...
27/02/2025

বসিরহাট টাউনহল-ময়দানে আয়োজিত বসিরহাট লিটল ম্যাগাজিন ও বিদ‍্যাসাগর বইমেলায় প্রথম দিনে ২৬ ফেব্রুয়ারি,২০২৫ বুধবার প্রকাশিত হল বীক্ষণ এর নবতম সংখ্যা। মেলার গেট দিয়ে ঢুকে বাদিকে ১১ নং স্টল বীক্ষণ এর। নতুন সংখ্যার বিনিময় মূল্য ২০/-‌। সকলেই আসুন এবং সংগ্রহ করুন আপনাদের প্রিয় বীক্ষণ এর নবতম সংখ্যা।


09/05/2023

ৈশাখ
#বীক্ষণ

Address

Barasat

Alerts

Be the first to know and let us send you an email when Bikshan বীক্ষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bikshan বীক্ষণ:

Share

Category