26/01/2025
অনেকেই যাচ্ছেন বাকিদের যাবার ইচ্ছে আছে l খুব দরকারি কিছু ইনফরমেশন জেনে নিন l শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন l
কুম্ভ নিয়ে প্রাসঙ্গিক কথাগুলো চটপট বলে নেওয়া ভালো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
১. এ বছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপরে আপনার কুম্ভ দর্শনের অনেকটাই নির্ভর করছে। কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারণ করবে আপনি কত নম্বর সেক্টরে আছেন তার উপর। থাকবার টেন্ট প্রচুর আছে ঠিকই তবে সবগুলোতে চাইলেই আপনি থাকতে পারবেন না। প্রাইভেট টেন্টগুলোর (যেখানে একটু ভালো খাওয়াদাওয়া আপনি আশা করতে পারেন এবং রাত্রে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে মাথা নিজেকে বাঁচাতে পারেন) মাথাপিছু প্যাকেজ এখন প্রচন্ড বেশি। অবশ্য শুধুমাত্র প্রাইভেট টেন্ট নয়, UP Tourism যে টেন্ট গুলোতে থাকতে দিচ্ছে সেখানকার প্যাকেজও আকাশছোঁয়া বলা যায়। এছাড়া সস্তার যে টেন্ট গুলো আছে, সেখানে ভালো পরিষেবা পাওয়ার কোনো আশা না রাখাই ভালো। (মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে reels দেখে কুম্ভকে মাপতে যাবেন না। তাহলেই ফাঁপরে পড়বেন।) তাহলে, নিজের পকেট বুঝে পা বাড়াবেন। টাকা বাঁচাতে চাইলে uncomfortable পরিস্থিতির জন্য মানসিক ভাবে তৈরী থাকবেন।
২. কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর উপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয়। সঙ্গম, অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে, সেটা এবছর ১, ২ এবং ৩ নম্বর পিপার ব্রিজের কাছে পড়েছে। এই পিপার ব্রিজ গুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্য, কিছু থাকে ফেরার জন্য এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারী আধিকারিকদের যাওয়া আসার জন্য। তবে এমনটা ভাববেন না আপনি যত নম্বর সেক্টরে থাকবেন তত নম্বর ব্রিজ সামনে পাবেন। সেক্টর নম্বর এবং ব্রিজ নম্বর দুটো কিন্তু এক নয়।
৩. শাহী স্নানের অন্তত দুইদিন আগে ওখানে পৌঁছে যাওয়া দরকার। যারা ভাবছেন শাহী স্নানের আগের দিন যাবেন, তারা এখনও ভুল ভাবছেন কারণ শাহী স্নানের আগের দুইদিন ধরে ওখানে মূল রাস্তায় no entry থাকবে। কোনো গাড়ি চলাচল হবে না। পুলিশ সিম্পলি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবে "প্যায়দল চলকে যাও!" এই পায়ে হাঁটার পরিমাণ ৭, ৮ এমনকি ১০ কিলোমিটার ও হতে পারে। নির্ভর করছে ঠিক কোন পয়েন্টে আপনার গাড়ি ব্যারিকেডের মুখে পড়ছে তার উপর। তাই শাহী স্নানের তারিখ দেখে অন্তত দুইদিন আগে প্রয়াগরাজে প্রবেশ করুন।
৪. এখানকার পুলিশের ভিড় নিয়ন্ত্রণের একমাত্র রাস্তাই হল সবকটা বড় রাস্তাগুলোতে no entry বোর্ড বসিয়ে দেওয়া। এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না। কারণ এর কোনো ব্যাখ্যা নেই। এখানকার মানুষজন এই সিস্টেমের সাথে অভ্যস্ত। মুশকিলে পড়বেন আপনি যেহেতু এরকম উদ্ভট no entry ব্যবস্থার সাথে আপনি পরিচিত নন। যে কোনও সময়, যে কোনও মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং luggage নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতেই পারে - এটা আগে থেকেই মাথায় রাখবেন। তাহলে অন্তত মেন্টাল শক পাবেন না।
৫. Prayagraj Chheoki বলে একটা স্টেশন আছে। ওখান থেকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ। Auto বা Toto ও সহজেই পাওয়া যায়।
৬. অবশেষে বলি, হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব। হাঁটতে আপনাকে হবেই। এটা দীঘা, পুরী কিংবা আয়েশ করে ঘুরতে যাওয়ার কোন ডেস্টিনেশন নয়। কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরৎ আপনাকে করতেই হবে। তবে মাথা ঠাণ্ডা রেখে, সাথে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এবং কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে নিতে পারলে মুশকিল অনেকটাই আসান।