Berachampa-বেড়াচাঁপা

Berachampa-বেড়াচাঁপা This is the official facebook Page of the Berachampa.🧡
Send Stars to Support Berachampa-বেড়াচাঁপা This town is also famous for business of live stocks.
(1)

Berachampa (Bengali: বেড়াচাঁপা, pronounced as: Be-ra-cha-pa) is a small town on the outskirts of Kolkata, West Bengal, in eastern India. The town is roughly between the towns of Barasat and Basirhat, approximately 34 kilometres (21 miles) from Kolkata. The town is a trade center for goods such as rice, legumes, Jute, sugar cane, potatoes and coconuts. Cotton weaving and Jute Marketing is common i

n Berachampa, along with metalworking. Near Berachampa, there is the ancient archaeological site of Chandraketugarh, circa 300 BC. Many busy roads pass close to or through the town; State Highway 2 (SH2) and the Taki road (which connects Barasat and Basirhat) both pass through Berachampa. Haroa Road (connecting Berachampa and Newtown), Prithiba Road and Baduria Road (connecting Berachampa with Baduria) are other important roads.

অম্বিকানগর আমরা সবাই পূজা কমিটি প্যান্ডেল ও প্রতিমা। ফটো পাঠিয়েছেন -শুভদীপ চন্দ্র।
03/02/2025

অম্বিকানগর আমরা সবাই পূজা কমিটি প্যান্ডেল ও প্রতিমা।
ফটো পাঠিয়েছেন -শুভদীপ চন্দ্র।

সহজ হিসাব। দেখে নিন।
02/02/2025

সহজ হিসাব। দেখে নিন।

বাগদেবীর আরাধনার প্রস্তুতি পর্ব। 😍🌸🏵️কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ (উঃ মাঃ)
01/02/2025

বাগদেবীর আরাধনার প্রস্তুতি পর্ব। 😍🌸🏵️
কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ (উঃ মাঃ)

এতদ্বারা বেডাচাঁপা চৌমাথা সংলগ্ন পৃথিবা রোড, হাড়োয়া রোড এবং টাকী রোড এর সমস্ত দোকান মালিক এবং বাসিন্দাদের জানানো হচ্ছে য...
01/02/2025

এতদ্বারা বেডাচাঁপা চৌমাথা সংলগ্ন পৃথিবা রোড, হাড়োয়া রোড এবং টাকী রোড এর সমস্ত দোকান মালিক এবং বাসিন্দাদের জানানো হচ্ছে যে আগামী 04.02.2025 থেকে 06.02.2025 তারিখে ঐ রাস্তা গুলির মাপজোপ করা হবে।

এমতাবস্থায়, আপনাদের এই সরকারী কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোনো ধরনের আপত্তি থাকলে তার যথাযথ কাগজপত্র/নথি সহ উপস্হাপিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেড়াচাঁপা বাসিন্দাদের সবার কাছে পৌঁছানোর জন্য এই পোস্টটি সবাই প্রচুর প্রচুর শেয়ার করুন।

01/02/2025

কেন্দ্রীয় বাজেটে বার্ষিক "১২ লক্ষ টাকা অবধি" রোজগারে
NO INCOME TAX.
অনেকটা স্বস্তিতে মধ্যবিত্ত।🇮🇳

আর দুদিন পরেই বিদ্যার দেবী মা সরস্বতী পুজো।প্রতিমা নিয়ে বসে আছে বেড়াচাঁপা চৌমাথায় প্রতিমা শিল্পী।
31/01/2025

আর দুদিন পরেই বিদ্যার দেবী মা সরস্বতী পুজো।

প্রতিমা নিয়ে বসে আছে বেড়াচাঁপা চৌমাথায় প্রতিমা শিল্পী।

31/01/2025
30/01/2025

তিন হাজার বছরের পুরাতন ইতিহাস দেগঙ্গায়

সে প্রায় আজ থেকে আড়াই থেকে তিন হাজার বছর আগের গল্প। নদীর তীরে গড়ে উঠেছিল এক বর্ধিষ্ণু শহর। মগধ সাম্রাজ্যের ধ্বংসের পর গোটা ভারত জুড়ে ছোট ছোট জনপদ তৈরি হয়েছিল। খুব সম্ভবত চন্দ্রেকেতুগড়ও তেমনই একটা জনপদ। জায়গার নাম দেগঙ্গা। হতে পারে এটি দ্বীপগঙ্গা বা দীর্ঘগঙ্গার অপভ্রংশ। চন্দ্রকেতুগড় আগে পরিচিত ছিল বন্দর নগরী নামে। যদিও এ স্থান থেকে নদী বিদায় নিয়েছে বহুকাল আগেই। রয়ে গিয়েছে অজস্র স্মৃতি চিহ্ন।

©Calcutta News Live

ক্যাপ্টেন অনুজ নাইয়ার, মহাবীর চক্রঅসাধারণ, ধন্যবাদ ভারতীয় রেল। নতুন AJJ WAG-9 HC 38944 উৎসর্গ করা হয়েছে ১৯৯৯ এর কার্গ...
28/01/2025

ক্যাপ্টেন অনুজ নাইয়ার, মহাবীর চক্র

অসাধারণ, ধন্যবাদ ভারতীয় রেল। নতুন AJJ WAG-9 HC 38944 উৎসর্গ করা হয়েছে ১৯৯৯ এর কার্গিল যুদ্ধে দেশের জন্য জীবন বলিদান দেওয়া ক্যাপ্টেন অনুজ নাইয়ার এর নামে। দুর্দান্ত উদ্যোগ। সেনা অফিসার ও তার পরিচয় দেশের মানুষের সামনে, আসল হিরোদের নাম সবার চোখের সামনে আনার এক দারুণ উদ্যোগ।
ফিল্মের নায়ক আর ক্রিকেট খেলোয়াড়দের বাইরে বেরিয়ে দেশের সেনাদের বীরগাথা, মানুষের চোখের সামনে আনার সময় এসেছে।
দারুন উদ্যোগ, Electric Loco Shed, Arakkonam
দেশবাসী জানুক আমাদের সেনাদের কথা...

ইতিহাস বইয়ে তাদের বীরত্বের কাহিনী পড়ানো হোক।
জয় হিন্দ, বন্দেমাতরম...💪

©Manab Guha

A flight from Delhi to Prayagraj is more expensive than Delhi to London on the occasion of Mahakumbh.With no control ove...
28/01/2025

A flight from Delhi to Prayagraj is more expensive than Delhi to London on the occasion of Mahakumbh.

With no control over rising airfares, tickets from Delhi to the Prayagraj Maha Kumbh have reached ₹31,606, outpricing destinations like London and Maldives.

This price hike is due to the huge number of pilgrims heading to the event, which has caused a massive spike in demand. The DGCA is stepping in to add more flights, but fares are still pretty high.

বাংলায় একটি প্রবাদবাক্য আছে "কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই বোন খুঁজে পাওয়া"..এবার কুম্ভমেলায় 27হাজার CCTV ক্যামেরা আ...
28/01/2025

বাংলায় একটি প্রবাদবাক্য আছে "কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই বোন খুঁজে পাওয়া"..
এবার কুম্ভমেলায় 27হাজার CCTV ক্যামেরা আছে AI টেকনোলজি পাওয়ার্ড, কেউ হারিয়ে গেলে খুঁজতে 5মিনিট ও লাগবে না, সব কিছু রিয়েল টাইম মনিটরিং হচ্ছে।
কুম্ভমেলায় সরকারি তরফে খরচ হয়েছে 15হাজার কোটি, যার মধ্য 12হাজার কোটির ইনফ্রাস্ট্রাকচার পার্মানেন্ট (এরমধ্য পার্মানেন্ট স্টেহাউস এবং রোড ওয়েজ ও আছে)।
সরকারি ইনকাম হতে চলেছে 2-3লক্ষ কোটি, বেশী ও হতে পারে কারণ কুম্ভমেলার পুন্যার্থীদের একটা বড় অংশ রামমন্দির দর্শনে অযোধ্যাও যাচ্ছে।
এটা শুধু উত্তরপ্রদেশের অর্থনীতির উন্নয়নতো বটেই দেশের GDP কেও 1% এর উপরে বুস্ট করবে। হার্ভার্ডের চারজন প্রফেসর নিজেরা উপস্থিত থেকে রেকর্ড করছে সব কিছু, হার্ভার্ডে স্কুল অফ ইকোনমিক্সে পড়ানো হবে এই বিজনেস মডেল।

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
28/01/2025

The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

অনেকেই যাচ্ছেন বাকিদের যাবার ইচ্ছে আছে l খুব দরকারি কিছু ইনফরমেশন জেনে নিন l শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন l কুম...
26/01/2025

অনেকেই যাচ্ছেন বাকিদের যাবার ইচ্ছে আছে l খুব দরকারি কিছু ইনফরমেশন জেনে নিন l শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন l

কুম্ভ নিয়ে প্রাসঙ্গিক কথাগুলো চটপট বলে নেওয়া ভালো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

১. এ বছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপরে আপনার কুম্ভ দর্শনের অনেকটাই নির্ভর করছে। কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারণ করবে আপনি কত নম্বর সেক্টরে আছেন তার উপর। থাকবার টেন্ট প্রচুর আছে ঠিকই তবে সবগুলোতে চাইলেই আপনি থাকতে পারবেন না। প্রাইভেট টেন্টগুলোর (যেখানে একটু ভালো খাওয়াদাওয়া আপনি আশা করতে পারেন এবং রাত্রে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে মাথা নিজেকে বাঁচাতে পারেন) মাথাপিছু প্যাকেজ এখন প্রচন্ড বেশি। অবশ্য শুধুমাত্র প্রাইভেট টেন্ট নয়, UP Tourism যে টেন্ট গুলোতে থাকতে দিচ্ছে সেখানকার প্যাকেজও আকাশছোঁয়া বলা যায়। এছাড়া সস্তার যে টেন্ট গুলো আছে, সেখানে ভালো পরিষেবা পাওয়ার কোনো আশা না রাখাই ভালো। (মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে reels দেখে কুম্ভকে মাপতে যাবেন না। তাহলেই ফাঁপরে পড়বেন।) তাহলে, নিজের পকেট বুঝে পা বাড়াবেন। টাকা বাঁচাতে চাইলে uncomfortable পরিস্থিতির জন্য মানসিক ভাবে তৈরী থাকবেন।

২. কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর উপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয়। সঙ্গম, অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে, সেটা এবছর ১, ২ এবং ৩ নম্বর পিপার ব্রিজের কাছে পড়েছে। এই পিপার ব্রিজ গুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্য, কিছু থাকে ফেরার জন্য এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারী আধিকারিকদের যাওয়া আসার জন্য। তবে এমনটা ভাববেন না আপনি যত নম্বর সেক্টরে থাকবেন তত নম্বর ব্রিজ সামনে পাবেন। সেক্টর নম্বর এবং ব্রিজ নম্বর দুটো কিন্তু এক নয়।

৩. শাহী স্নানের অন্তত দুইদিন আগে ওখানে পৌঁছে যাওয়া দরকার। যারা ভাবছেন শাহী স্নানের আগের দিন যাবেন, তারা এখনও ভুল ভাবছেন কারণ শাহী স্নানের আগের দুইদিন ধরে ওখানে মূল রাস্তায় no entry থাকবে। কোনো গাড়ি চলাচল হবে না। পুলিশ সিম্পলি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবে "প্যায়দল চলকে যাও!" এই পায়ে হাঁটার পরিমাণ ৭, ৮ এমনকি ১০ কিলোমিটার ও হতে পারে। নির্ভর করছে ঠিক কোন পয়েন্টে আপনার গাড়ি ব্যারিকেডের মুখে পড়ছে তার উপর। তাই শাহী স্নানের তারিখ দেখে অন্তত দুইদিন আগে প্রয়াগরাজে প্রবেশ করুন।

৪. এখানকার পুলিশের ভিড় নিয়ন্ত্রণের একমাত্র রাস্তাই হল সবকটা বড় রাস্তাগুলোতে no entry বোর্ড বসিয়ে দেওয়া। এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না। কারণ এর কোনো ব্যাখ্যা নেই। এখানকার মানুষজন এই সিস্টেমের সাথে অভ্যস্ত। মুশকিলে পড়বেন আপনি যেহেতু এরকম উদ্ভট no entry ব্যবস্থার সাথে আপনি পরিচিত নন। যে কোনও সময়, যে কোনও মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং luggage নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতেই পারে - এটা আগে থেকেই মাথায় রাখবেন। তাহলে অন্তত মেন্টাল শক পাবেন না।

৫. Prayagraj Chheoki বলে একটা স্টেশন আছে। ওখান থেকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ। Auto বা Toto ও সহজেই পাওয়া যায়।

৬. অবশেষে বলি, হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব। হাঁটতে আপনাকে হবেই। এটা দীঘা, পুরী কিংবা আয়েশ করে ঘুরতে যাওয়ার কোন ডেস্টিনেশন নয়। কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরৎ আপনাকে করতেই হবে। তবে মাথা ঠাণ্ডা রেখে, সাথে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এবং কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে নিতে পারলে মুশকিল অনেকটাই আসান।

সল্টলেক, পশ্চিমবঙ্গ ১৯৬০ লবণহ্রদ (সল্টলেক)। তখন গঙ্গা থেকে ড্রেজিং করে পলি এনে ভরাট করা হচ্ছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জল...
26/01/2025

সল্টলেক, পশ্চিমবঙ্গ ১৯৬০

লবণহ্রদ (সল্টলেক)। তখন গঙ্গা থেকে ড্রেজিং করে পলি এনে ভরাট করা হচ্ছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। ষাটের দশকের ছবি।

কয়েক বছর পর এখানেই গড়ে উঠবে আধুনিক সল্টলেক সিটি, প্রাথমিকভাবে যার নাম ছিল 'নিউ ক্যালকাটা'।

নোট - সল্টলেক তৈরি হবার সময় (১৯৬৫) থেকে লোক মুখে "নতুন কলকাতা" বা 'নিউ ক্যালকাটা বলা হতো। আসলে এই অঞ্চলের বেশীর ভাগ ছিল রাজারহাট আর গোপালপুরের জমি আর জলা জায়গা বা ভেড়ি । এর পর শহর তৈরি হবার, জন্য জমি বিক্রি শুরু হবার পর নাম হয় লবন হ্রদ নগরী না সল্ট লেক। পরবর্তী কালে বিধান রায়ের সম্মানার্থে বিধান নগর করা হয়। যদিও সল্ট লেক নাম টি এখনও অনেকেই ব্যবহার করেন।

ছবি সৌজন্য: দেশকাল

পশ্চিমবঙ্গ থেকে এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম।▪️পদ্মশ্রী পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের শ্রী কার্তিক মহারাজ🙏▪️পদ্মশ্...
26/01/2025

পশ্চিমবঙ্গ থেকে এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম।

▪️পদ্মশ্রী পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের শ্রী কার্তিক মহারাজ🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন গায়ক শ্রী অরিজিৎ সিং🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন অভিনেত্রী-শিল্পী শ্রীমতি মমতা শঙ্কর🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন পন্ডিত শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন ঢাক শিল্পী শ্রী গোকূল দাস🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী পবন গোয়েঙ্কা🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী নগেন্দ্রনাথ রায়🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সজ্জন ভজঙ্কা🙏
▪️পদ্মশ্রী পাচ্ছেন সমাজসেবী শ্রী বিনায়ক লোহানী🙏

টানা 5 দিন বন্ধ রেল পরিষেবা!! আজ 23/01/25, বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ - ডানকুনি শাখার রেল স...
25/01/2025

টানা 5 দিন বন্ধ রেল পরিষেবা!!
আজ 23/01/25, বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ - ডানকুনি শাখার রেল সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ বালি ব্রিজ!!
পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে থাকা পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পরিবর্তন করে নতুন গার্ডার বসাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে!

১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ! গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক সেতু! রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল (বুধবার) মধ্যরাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বালি ব্রিজ যার ফল স্বরূপ আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত প্রায় একশো ঘণ্টা সড়ক যোগাযোগের পাশাপাশি শিয়ালদহ–ডানকুনি শাখায় ট্রেন চলাচলও বন্ধ থাকবে!

একই সাথে রেল সূত্রে জানানো হয়েছে এই কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল! এছাড়াও বাতিল হবে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও!!

ℹ️ বাতিল এক্সপ্রেস গুলি নিম্নরূপ:-

· শিয়ালদহ - সিউড়ি এক্সপ্রেস ❌
· কলকাতা - দারভাঙ্গা মৈথিলী এক্সপ্রেস ❌
· কলকাতা - বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ❌
· কলকাতা - পাটনা গরীবরথ এক্সপ্রেস ❌
· ডিব্রুগড় - কলকাতা এক্সপ্রেস ❌
· শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস ❌
· শিয়ালদহ - আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ❌
· কলকাতা - হলদিবাড়ি এক্সপ্রেস ❌

এ ছাড়া এই কিছুদিন বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেন নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট করে দেওয়া হয়েছে!

যেমন :
· জম্মু তাই এক্সপ্রেস : কামারকুন্ডুর পরিবর্তে নৈহাটিতে থামবে ✅
· বিকানের দুরন্ত : নৈহাটি ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· অনন্যা এক্সপ্রেস : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· আগ্রা ক্যান্ট এক্সপ্রেস : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· নাঙ্গল ড্যাম এক্সপ্রেস : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· শিয়ালদহ রাজধানী : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· পদাতিক এক্সপ্রেস : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· দার্জিলিং মেল : নৈহাটি - ব্যান্ডেল হয়ে ডাইভার্ট ✅
· কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস: কামারকুন্ডুর পরিবর্তে নৈহাটিতে থামবে ✅
· কাঞ্চনকন্যা এক্সপ্রেস : দমদম-নৈহাটি হয়ে ডাইভার্ট ✅

ℹ️ শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে:

· উত্তরবঙ্গ এক্সপ্রেস ✅
· পুরি দুরন্ত এক্সপ্রেস ✅

ℹ️ 26 তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বাতিল থাকছে :-

· নৈহাটি - ব্যান্ডেল লোকাল : 375-21/22/23/24/29/32/35/37/38/40/45/48/55/56/57/58
· শিয়ালদহ - দত্তপুকুর লোকাল : 336-21/28
· শিয়ালদহ - দমদম ক্যান্টনমেন্ট : 334-11/12
· শিয়ালদহ - বর্ধমান লোকাল : 311-51/52
· শিয়ালদহ - বারুইপাড়া লোকাল : 324-11/12/13/14
· শিয়ালদহ - মধ্যমগ্রাম লোকাল : 334-21/22
· শিয়ালদহ - কল্যাণী সীমান্ত লোকাল : 313-17/18/32/33/38/39

Scroll করা থেমে গেলে তুমি খাঁটি বাঙালি ।🧡
23/01/2025

Scroll করা থেমে গেলে তুমি খাঁটি বাঙালি ।🧡

নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮ তম জন্ম শত বার্ষিকীতে পেজের পক্ষ থেকে শত কোটি প্রণাম।🙏
23/01/2025

নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮ তম জন্ম শত বার্ষিকীতে পেজের পক্ষ থেকে শত কোটি প্রণাম।🙏

Address

Berachampa, PO/Debalaya, PS/Deganga, Sub. Division/Barasat, Dist/North 24 Parganas/
Barasat
743424

Alerts

Be the first to know and let us send you an email when Berachampa-বেড়াচাঁপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Berachampa-বেড়াচাঁপা:

Share