02/09/2025
এই shared পোস্টে সমালোচনা যারা করছে, তাঁরা কি driving করেন? করলেও হয়তো traffic rules জানেন না। এই রাজ্যের 90% লোক জানেনা। আমার চোখে দেখা কলকাতার লোকেরা বিদেশে 20-30 বার টেস্টে ফেল করে তবে লাইসেন্স পায়। কেন বলছি সেটা এবার পড়ে দেখুন।
প্রথমতঃ এই ফুটেজ থেকে আর্মি ট্রাকের indicator দেখা যাচ্ছে না। গেলেও, ওই আর্মি ট্রাকের ড্রাইভার এর কোনো অধিকার নেই রোড junction এর উপরে left লেন থেকে indicator দিয়ে ডান দিকে টার্ন করার। ওর উচিৎ ছিল রাইট লেনে থাকা, টার্ন করার বেশ 30m আগে থেকে indicator দেওয়া।
দ্বিতীয় কথা, ডান বাম যে কোনও দিকে indicator দেওয়ার আগে আয়নায় দেখতে হয় পিছনের গাড়ির অবস্থান। indicator দিয়েই তৎক্ষণাৎ ঘুরে গেলে এই হয়। 3 ইঞ্চির জন্যে বড় দুর্ঘটনা বেঁচে গেলো। একে সেফটি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে Near Miss, যার থেকে লোকের শিক্ষা নেওয়া উচিৎ। যারা KP র সমালোচনা করছেন এই ব্যাপারে, উপরোক্ত বিষয়গুলো সম্বন্ধে তাদের কোনও ধারণাই নেই।
আপনাদের ও বলছি, এই রাজ্যের traffic কনস্টেবলদের বেশীর ভাগই কিন্তু ট্রাফিক rules জানলেও, বোঝে না। ওদের hand signal ভুল হওয়ার কারণে আমরা খাই ফাইন। পার্ক সার্কাস মোড়ে আমার হয়েছিল এমনই।
https://www.facebook.com/share/v/14H8AydyApS/