Shahidul Islam0.2

Shahidul Islam0.2 ""सच्चाई ओर ईमानदारी से""
""बढ़ कर कोई धन नही। 🫡🫡

"আকাশ কালো... মেঘে ঢাকা এক সকালের গল্প…গাঁয়ের পথ, ভেজা ঘাস, আর বাতাসে সেই মাটির গন্ধ...শহরের কোলাহল ভুলে একটুখানি শান্তি...
30/06/2025

"আকাশ কালো... মেঘে ঢাকা এক সকালের গল্প…

গাঁয়ের পথ, ভেজা ঘাস, আর বাতাসে সেই মাটির গন্ধ...

শহরের কোলাহল ভুলে একটুখানি শান্তির খোঁজে এলাম এখানে...

ছোটবেলার মতো আবারও মনে হল —

জীবনটা যদি এমনই ধীর, নির্জন আর সরল হতো...

এই ছবিটা শুধু একটা দৃশ্য না,

এটা একটা অনুভূতি…

একটা ফেলে আসা সময়ের ডাক…"

السلام عليكم ورحمة الله وبركاته(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু)সুপ্রিয় দর্শক, শ্রোতা ও অতিথিবৃন্দ —আপ...
06/06/2025

السلام عليكم ورحمة الله وبركاته
(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু)

সুপ্রিয় দর্শক, শ্রোতা ও অতিথিবৃন্দ —
আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম ঈদ মোবারক!

আজ আমরা জড়ো হয়েছি এক পবিত্র, ত্যাগ ও ভ্রাতৃত্বের মহান উৎসব ঈদ-উল-আযহা উদযাপনের উদ্দেশ্যে।

এই দিনটি শুধু আনন্দ বা উৎসবের নয় — এটি আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য।

> "ইব্রাহিম (আঃ) এর দৃঢ় বিশ্বাস,
ছেলের প্রাণেও ছিলো সেই আলোর আভাস।
বলেছিলেন বাবা, তুমি করো পালন,
আল্লাহর হুকুমে নেই কোনো আপত্তি মন।"

ঈদ-উল-আযহার শিক্ষা হলো—
আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনেও থাকতে হবে আত্মত্যাগের মানসিকতা।
আজ আমরা কোরবানির মাধ্যমে শুধু পশু নয়, আমাদের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায় প্রবৃত্তিকেও কোরবানি দেই।

চলুন আজকের দিনে— প্রেম, ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হই।

সবাইকে আবারো জানাই—
ঈদ মোবারক! ঈদ মোবারক!

আসুন, এই ঈদের আনন্দ ভাগ করে নেই সবার মাঝে—
ধনী-গরিব, আত্মীয়-পরিচিত—সবার সঙ্গে।

আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন।
আমাদের ঈমানকে দৃঢ় করুন।
আর আমাদের সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করুন। আমিন।

والسلام عليكم ورحمة الله وبركاته
ঈদ মোবারক!
.2

06/06/2025
 #ইসলাম কী বলে  েরত না দেওয়া  #সম্পর্কে:1. ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করা অন্যায়: রাসূলুল্লাহ (সাঃ) বলেন:> "যে ব্যক্তি ...
02/06/2025

#ইসলাম কী বলে েরত না দেওয়া #সম্পর্কে:

1. ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করা অন্যায়: রাসূলুল্লাহ (সাঃ) বলেন:

> "যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধের ইচ্ছা রাখে, আল্লাহ তার পক্ষে তা আদায় করে দেন। আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং তা নষ্ট করার (পরিশোধ না করার) ইচ্ছা রাখে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।"
— সহীহ বুখারী, হাদীস: ২৩৮৭

2. ঋণ নিয়ে মৃত্যুবরণ করলে তার কঠিন অবস্থা হবে: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:

> "ঋণগ্রস্ত শহীদের আত্মাও জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়।"
— সুনান আন-নাসাঈ, হাদীস: ৩৯৮৭

3. বাকি রাখা প্রতারণা হয়, যদি ইচ্ছাকৃত হয়:

> "ধনীর পক্ষে ঋণ ফেরত না দেওয়া একটি জুলুম (অবিচার)।"
— সহীহ বুখারী ও মুসলিম

যদি কেউ সত্যিই অসহায় ও গরিব হয়ে পড়ে এবং ঋণ শোধ করতে না পারে, তবে আল্লাহ তা'আলা দয়ালু এবং তিনি তার জন্য ক্ষমা রাখেন। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ ফেরত না দেয় বা ইচ্ছাকৃতভাবে বাকি রাখে, তবে তা একটি মারাত্মক গুনাহ।

সৎ নিয়তে ঋণ নেওয়া এবং চেষ্টা করে শোধ করা ইসলামে প্রশংসনীয়, আর প্রতারণার উদ্দেশ্যে ঋণ নেওয়া বা ইচ্ছাকৃতভাবে না ফেরানো হারাম।

.2

 #মায়ের_মতো_একজন 🐄🌟💫সকাল ৫টা।সূর্য তখনো পুরোপুরি উঠেনি।চারপাশে নিস্তব্ধতা, কুয়াশার চাদর জড়ানো মাঠ।এই নিস্তব্ধতা ভাঙে ...
30/05/2025

#মায়ের_মতো_একজন 🐄🌟💫
সকাল ৫টা।
সূর্য তখনো পুরোপুরি উঠেনি।
চারপাশে নিস্তব্ধতা, কুয়াশার চাদর জড়ানো মাঠ।
এই নিস্তব্ধতা ভাঙে এক নারীর হাসিমাখা মুখ আর দুধ দোয়ানোর শব্দে।

নাম শ্যামলী দিদা — বয়স ৭৫।
তবুও ভোরবেলা নিজের হাতে গরুকে দুধ দুধোন, হাঁড়ি ভরে শহরে পাঠান, আর হাসিমুখে বলেন —
“এইটা আমার কাজ না, এইটা আমার আনন্দ।”

স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে,
সন্তানরা শহরে বড় হয়েছে, কেউ আর গ্রামে ফিরেও তাকায় না।
তবু এই মাটির ঘর, এই গরু, এই ক্ষেত… সবই তার কাছে পরিবারের মতো।

এই গরুটাও যেন তার নিজের মেয়ে —
প্রতিদিন গল্প বলেন তাকে, মাথায় হাত বুলিয়ে দেন,
আর বলেন, “তুই ভালো থাকলেই আমি বাঁচি মা।”

যে মায়েরা শহরের আলোয় হারিয়ে যান,
তাদের কেউ খুঁজে না।
কিন্তু কিছু মা — এই শ্যামলী দিদার মতো —
প্রতি ভোরে একটা প্রেরণার গল্প হয়ে ওঠেন,
যাদের হাসি আর ঘামের ফোঁটা মিলেই গড়ে উঠে প্রকৃত আসামদেশ।

"মা মানেই শুধু জন্মদাত্রী না…
মা মানে — ত্যাগ, ভালোবাসা, আর অদম্য শক্তি।"
.2

“এই মাটির গন্ধে ঘামের যে রং, তাতে লুকিয়ে আছে এক টুকরো আসামদেশ!”যখন শহরের বিল্ডিং ছুঁয়ে আকাশ দেখি,গ্রামের একটা ক্ষেতে ত...
30/05/2025

“এই মাটির গন্ধে ঘামের যে রং, তাতে লুকিয়ে আছে এক টুকরো আসামদেশ!”

যখন শহরের বিল্ডিং ছুঁয়ে আকাশ দেখি,
গ্রামের একটা ক্ষেতে তখন সূর্য ডোবে নিঃশব্দে।

এখানে আলোর সাথে যুদ্ধ করে মানুষ,
ভোর থেকে সন্ধ্যা—হাল টানা, ধান কাটা, ঘামে ভেজা জীবন।
কিন্তু মুখে নেই অভিযোগ, আছে শুধু একটুকরো শান্তি।

এই চাষা মানুষেরাই আমাদের আসল বীর।
তাদের হাতে তৈরি হয় তোমার প্লেটের ভাত,
তাদের কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে একটা জাতি।

শহরে যত আলোই জ্বলুক না কেন,
আসামের প্রাণটা এখনো এই ক্ষেতের মাঝে,
এই গরুর গাড়ির চাকায়, এই মাটির ঘামের ঘ্রাণে।

🙏
শ্রদ্ধা হোক এই সব মানুষদের প্রতি,
যাদের জীবন সোজা—কিন্তু অবদান অমূল্য।

#আসামেরমাটি #কৃষকেরসম্মান .2

30/05/2025

"স্বপ্ন সবাই দেখে, কিন্তু লক্ষ্য ঠিক করে কজন?"
স্বপ্ন দেখা সহজ,
কিন্তু সেটার পেছনে রাত জেগে পরিশ্রম করা—এটাই আসল সাহস।
তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না দেখায়,
তবে সেটা যথেষ্ট বড় না।

29/05/2025

লক্ষ্য ছাড়া জীবন মানে পাখি ছাড়া আকাশ। আপনি যদি জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে দেরি হলেও আপনি ঠিক সেখানে পৌঁছাতে পারবেন। কিন্তু যদি লক্ষ্য না থাকে, তাহলে আপনি প্রতিদিন ঘুরে ফিরে একই জায়গায় আটকে থাকবেন। 🌟💫🌠


.2

Address

Riyan Enterprises, Lachanga, Kalgachia
Barpeta
781319

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul Islam0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahidul Islam0.2:

Share