Praner Thakur

Praner Thakur You are for the Lord
not for others
You are for the Lord
and so for others

18/05/2025
29/04/2025

DP WORK Activities Sagar dwip
The area adjacent to the Ganges River from the launch on the way to Sagar Island

28/04/2025

প্রভাতী নাম সংকীর্ত্তন
সৎসঙ্গ মন্দির কাকদ্বীপ ২৮-০৪-২০২৫

27/04/2025

নদী বক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
নাম সংকীর্তন ও সৎসঙ্গ ২৭/এপ্রিল ২০২৫ রবিবার
পাথর প্রতিমা সংলগ্ন নদী

*ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনকে ব'লে চল- 'ঠাকুর তুমিই সব, তোমায় ভালোবাসি ব'লেই এই সবক...
25/04/2025

*ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনকে ব'লে চল- 'ঠাকুর তুমিই সব, তোমায় ভালোবাসি ব'লেই এই সবকিছুকে আমি ভালোবাসি।' দেখবে এই সংসারটাই কেমন করে 'দায়' থেকে মুক্ত হয়ে লক্ষ্যপুরণের আনন্দে নেচে উঠছে।*

*~পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেব।*

🙏
20/04/2025

🙏

*তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাক্টিস করা, সেরকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে; আর ভাববে জীবনটা ...
19/04/2025

*তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাক্টিস করা,
সেরকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে,
নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে;
আর ভাববে জীবনটা তোমার পজেটিভ হবে!
তুমি তোমার কামনা, তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছ। কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি? কতবার দিনের মধ্যে-
'ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ' এই কথা ভেবেছ? ৮৬৪০০ সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছ, কখনও ভেবে দেখেছি আমরা!
শুধু তো এটা করব, ওটা করব, এর জন্য এটা করব,
ওর জন্য ওটা, এইসব ছবিগুলোই আসে।
ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে?"

*—পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব।।*
(আলোচনা,পৌষ,১৪৩০/জানুয়ারি,)

শ্রীশ্রীঠাকুরর ইঙ্গিত গুলো বুঝতে হয় ঠাকুর কখনও ছবি থেকে বিগ্রহ থেকে হেঁটে হেঁটে এসে তোমাকে আমাকে বলবেন না এই তোর এটা হব...
18/04/2025

শ্রীশ্রীঠাকুরর ইঙ্গিত গুলো বুঝতে হয় ঠাকুর কখনও ছবি থেকে বিগ্রহ থেকে হেঁটে হেঁটে এসে তোমাকে আমাকে বলবেন না এই তোর এটা হবে,সেটা হবে। তিনি বার্তা পাঠান কোনা কোন ভাবে, কারুর মারফতে।

আমার মাথায় একটা চুট পাওয়ার দাগ দেখছো না। আমার এক্সিডেন্ট হয়েছিল। ঐ দিন ঠাকুর বিভিন্ন ভাবে আমাকে ইঙ্গিত দিয়েছেন যাতে আমি না যাই আমি বোঝেও এমন একটা গুরুত্বপূর্ণ বলে গেলাম আর কি অবস্থা।
পরবর্তী তে বুঝতে পারলাম যতই গুরুত্বপূর্ণ হোক আমার ঠাকুরের ইঙ্গিত বুঝেও- যাওয়া টা একেবারেই উচিত হয় নি।
আমাদের এরকম হয় অনেক সময় বোধে আসে না কি করব তারজন্য সাধনা , তাঁর সাথে যুক্ততা, তাঁকে ভালোবাসা, তাঁকে আমার মধ্যে ধারন করা সম্পূর্ণ ভাবে সমর্পিত হতে হবে। তবেই আমার চেতন আর অবচেতন মন টের পেয়ে যাবে কি হতে চলেছে আমার সাথে। ভালো ইঙ্গিত ও আসে এটাও ধরতে হয়। তাঁকে নিয়ে চলতে চলতে বোধ জাগ্রত হতেই হবে তবেই তো আমি ঠাকুরের হতে পারলাম তাই না?

‌~পরমপূজ্যপাদ শ্রীশ্রীঅবিন দাদা ত্রিপুরা পরিক্রমা ২০২৫
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄

01/04/2025

#খড়িগোদা_সৎসঙ্গ ৯ই ফেব্রুয়ারি রবিবার ২০২৫

Address

South 24 Parganas
Baruipur
743363

Alerts

Be the first to know and let us send you an email when Praner Thakur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Praner Thakur:

Share