Praner Thakur

Praner Thakur You are for the Lord
not for others
You are for the Lord
and so for others

।। *ছেলেরা যখন ঠাকুর-মুখী নয়* ।। _একটি মা বললেন_  -ঠাকুর। আমার একটা দুঃখ যে ছেলেদের মধ্যে কেউ ঠাকুর- মুখী হ'লো না। _শ্রী...
05/12/2025

।। *ছেলেরা যখন ঠাকুর-মুখী নয়* ।।

_একটি মা বললেন_ -ঠাকুর। আমার একটা দুঃখ যে ছেলেদের মধ্যে কেউ ঠাকুর- মুখী হ'লো না।
_শ্রীশ্রীঠাকুর_ -ওর জন্য ভাবিস কেন? তারা তোকে ভালবাসে তো?
_উক্ত মা_ -তা' বাসে।
_শ্রীশ্রীঠাকুর_ -তোকে যদি ভালবাসে, তবে তুই যাকে ভালবাসিস, তাকেও ভালবাসবে | জোর ক'রে ঠাকুর ভজাতে যাস না, তা'তে দূরে সরে যাবে। বরং তোর ব্যবহার যেন এমন হয়, যা'তে তোর খুশীর জন্য যা' করণীয় তা' না ক'রেই পারে না।
আ.প্র. ৪/৭৩

— শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
মাতৃমঙ্গল

#শ্রীশ্রীঠাকুরঃ

🌼  থানকুনি_পাতার_গুনাগুন  🌼■  জ্বর : থানকুনি পাতার রস ১ চামচ ও শিউলি পাতার রস ১ চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সা...
05/12/2025

🌼 থানকুনি_পাতার_গুনাগুন 🌼
■ জ্বর : থানকুনি পাতার রস ১ চামচ ও শিউলি পাতার রস ১ চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে।
■ পেটের পীড়া : অল্প পরিমাণ আমগাছের ছাল, আনারসের কচি পাতা ১টি, কাঁচা হলুদের রস, ৪/৫ টি থানকুনি গাছ শিকড়সহ ভাল করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভাল হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকর।
■ গ্যাস্ট্রিক : আধা কেজি দুধে ১ পোয়া মিশ্রি ও আধা পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে ১ সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভাল হয়।
■ হজম শক্তি বৃদ্ধি : বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুকতা রান্না করে প্রতিদিন ১ মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
■ রক্ত দূষণ রোধে থানকুনি : প্রতিদিন সকালে খালিপেটে ৪ চা চামচ থানকুনি পাতার রস ও ১ চা চামচ মধু/ মিশিয়ে ৭ দিন খেলে রক্ত দূষণ ভাল হয়।
■ বাক স্ফুরনেঃ যে সব বাচচা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সে ক্ষেত্রে ১ চামচ করে ধান কুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে ২০/২৫ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়।
■ খুসখুসে কাশিতে : ২ চামচ থানকুনির রস সামান্য চিনিসহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়। ১ সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে।
■ আমাশয় : প্রতিদিন সকালে ৫/৭ টি থানকুনি পাতা চিবিয়ে ৭ দিন খেলে আমাশয় ভাল হয়। অথবা, থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুই বার খেলে আমাশয় ভাল হয়।
■ পেট ব্যথা : থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভাল হয়।
■ লিভারের সমস্যা : প্রতিদিন সকালে থানকুনির রস ১ চামচ, ৫/৬ ফোঁটা হলুদের রস (বাচ্চাদের লিভারের দোষে) সামান্য চিনি ও মধুসহ ১ মাস খেলে লিভারের সমস্যা ভাল হয়।
■ লাবণ্যতা : যদি মুখ মলিন হয়, লাবণ্যতা কমে যায় তবে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত করলে উপকার পাবেন।
■ দূষিত ক্ষত : মূলসহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে।
■ মুখে ঘা : থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গারগিল করতে হবে।
■ আঘাত : কোথাও থেঁতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন।
■ সাধারণ ক্ষত : থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে।
■ চুল পড়া : অপুষ্টির অভাবে, ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে।
■ পেটের দোষ : মলের সঙ্গে শ্লেষ্ণা গেলে, মল পরিষ্কারভাবে না হলে, পেটে গ্যাস হলে, কোনো কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে ৩-৪ চা চামচ থানকুনি পাতার গরম রস ও সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাবেন।
■ স্মরণশক্তি : মনে না থাকলে আধা কাপ দুধ, ২-৩ তোলা থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে।
■ নাক বন্ধ : ঠাণ্ডায় নাক বন্ধ হলে, সর্দি হলে থানকুনির শিকড় ও ডাঁটার মিহি গুঁড়ার নস্যি নিলে উপকার পাওয়া যায়।

বন্দে পুরুষোত্তমম্ 🙏
বন্দে পুরুষোত্তমম্ 🙏
বন্দে পুরুষোত্তমম্ 🙏

🙏জয় গুরু🙏🌻🌻স্বামীতে নারায়ণের আবির্ভাব🌻🌻 যে- সংসারে     স্ত্রী স্বামীকে           আত্মসেবামুখী করে,                   সে...
05/12/2025

🙏জয় গুরু🙏
🌻🌻স্বামীতে নারায়ণের আবির্ভাব🌻🌻

যে- সংসারে
স্ত্রী স্বামীকে
আত্মসেবামুখী করে,
সে মৃত্যুর সহযাত্রী ;-

আর, যে স্ত্রী স্বামীকে
আদর্শে অনুপ্রাণিত করিয়া
বিশ্বসেবায় তৎপর করিয়া তোলে,
তাহার স্বামীতে-
নারায়ণের আবির্ভাব হয়।।

(শ্রীশ্রী'ঠাকুর,নারীর নীতি,১৪৩ নং বাণী)
🙏জয় গুরু🙏
🙏🌼বন্ধে পুরুষোত্তম🌼🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

দয়াময়
05/12/2025

দয়াময়

.                           তুমি আছো আর আমি আছি.. “আমাদের সব সময় মনে রাখতে হবে—যা'কিছু দিয়ে সাজানো 'আমি', সে সব 'তুমি'...
05/12/2025

. তুমি আছো আর আমি আছি..
“আমাদের সব সময় মনে রাখতে হবে—যা'কিছু দিয়ে সাজানো 'আমি', সে সব 'তুমি'—'আমার' ব'লে কিছু থাকতে পারে না। এই ভাব নিয়ে যখন মুক্ত হ'তে পারব, তখনই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধে সার্থক হব আমরা। লোকে আমাতে মুগ্ধ হ'তে পারে, পিছনে দৌড়াতে পারে। কিন্তু সেই মুগ্ধতাকে সঠিক দিকে চালনা ক'রে দিতে হয়, যে, তুমি যাও ঠাকুরের পানে; তুমি ভালবাসতে শেখো ‘তাঁকে'; তাঁকে ভাল না বাসলে সবকিছু ব্যর্থ।”
—পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব
৩২৯তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন

.                   "মাতৃভক্তি অটুট যত                    সেই ছেলেই হয় কৃতী তত"।         মেদিনীপুরের এক সন্তানের মাতৃভক...
05/12/2025

. "মাতৃভক্তি অটুট যত
সেই ছেলেই হয় কৃতী তত"।
মেদিনীপুরের এক সন্তানের মাতৃভক্তির কাহিনী। ছোটবেলা থেকেই ভীষণ-ভীষণ মাতৃভক্ত। "মা" বলতেই অজ্ঞান। বাড়ীতে যতক্ষণ থাকে উঠতে বসতে 'মা' 'মা' 'মা' ---- কারণে-অকারণে, শয়নে-স্বপনে, দিনে-রাতে, আদরে-আহ্লাদে, রাগে-অনুরাগে মা ছাড়া এক মুহূর্ত চলে না তার। সমস্ত কর্ম ও প্রেরণাস্থল হলেন মা।
এই মাতৃভক্তি ছেলেটি তখন কলেজের ছাত্র। ভর্তি হয়েছে রিপন কলেজে (বর্তমানে কোলকাতার সুরেন্দ্রনাথ কলেজ)। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। রাত জেগে পড়তে পড়তে মায়ের বিছানাতেই একদিন ঘুমিয়ে পড়লো। হঠাৎ মাঝরাতে 'মা মা' শব্দে চিৎকার করে উঠলো সে। চিৎকারে তো মায়ের ঘুম ভেঙে গেল। মা বলতে লাগলেন 'খোকা, এই তো আমি।' কিন্তু চিৎকার আর বন্ধ হয় না। মা উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন; 'মায়ের কোলে শুয়ে "মা মা" বলে অমন চেঁচাচ্ছিস কেন রে' ? ছেলে তখন তখন কিছুটা প্রশমিত হয়েছে। মাকে সে উত্তর দিল; 'আমি অন্য মাকে ডাকছি, তোমাকে নয়।' মা জিজ্ঞেস করলেন; 'তোর অন্য মা'টি আবার কে ?' ছেলে উত্তর দিল; 'আমার বন্দিনী দেশ-মা'।
এবার ছেলে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল; 'মা, আমি যদি আমার এই বন্দিনী দেশ-মা'কে মুক্ত করার ব্রত নিই, তাহলে তুমি আমার বাধা দেবে না তো' ? মায়ের চোখে তখন আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। মা উত্তর দিলেন; 'দেশ-মা আমারও মা, তোরও মা, আমাদের সকলের মা। তুই দেশ-মাকে মুক্ত করার ব্রত নিবি----- এর থেকে আনন্দ আর কি বা আছে তোর গর্ভধারিণীর!' ছেলে মা-কে অধীর আবেগে প্রণাম করল। মা প্রাণভরে আশীর্বাদ করলেন ছেলেকে। এই মাতৃভক্ত সন্তান আর কেউ নন------- বীরেন্দ্রনাথ শাসমল।
মেদিনীপুরের কাঁথি মহকুমার চণ্ডীভেটী গ্রামের জমিদার পরিবার----- শাসমল পরিবারের সন্তান। ইংরেজরা তাঁকে 'ব্লাক বুল অব বেঙ্গল' নামে চিহ্নিত করেছিল। আমরা তাঁকে চিনি 'দেশপ্রাণ শাসমল ' নামে। প্রথম জীবনের মাতৃভক্তির পথ বেয়ে তিনি হয়ে উঠেছিলেন স্বদেশ প্রেমিক---- ভারতমাতার একনিষ্ঠ সন্তান 'দেশপ্রাণ শাসমল'।
শিশুশিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হ'ল মাতৃস্নেহ।
'সাগরের তল আছে পার আছে তার
অতল অপার মাতৃস্নেহ পরাবার।"

প্রসঙ্গঃ শিশুশিক্ষা
ড. অরুণকুমার শাসমল
---------------------------------
তথ্যসূত্রঃ - আলোচনা # অগ্রহায়ণ * ১৪২৪
Ashok Sarkar
North 24 Pargana
West Bengal

"দীক্ষা নিয়ে 'জয়গুরু' দিলেই সে আমার গুরুভাই হয়ে গেলো, তা না। যার কাছে গেলে আমার গুরুর কথা মনে ওঠে সে আমার গুরুভাই। 'জ...
04/12/2025

"দীক্ষা নিয়ে 'জয়গুরু' দিলেই সে আমার গুরুভাই হয়ে গেলো, তা না। যার কাছে গেলে আমার গুরুর কথা মনে ওঠে সে আমার গুরুভাই।
'জয়গুরু' দেবে আর যত দুই নম্বর ধান্ধা নিয়ে চলবে, তোমার 'জয়গুরুর উত্তর আমি কেন দেব!"
[ #পূজ্যপাদআচার্য্যদেব]
#বাণী ゚viralシfypシ゚viralシal

সৎসঙ্গীদের কিভাবে চলতে হয়, জানেন কী?সৎসঙ্গীদের চলতে হয়, "রাজহংস "মত করে।                শুনে খুব আশ্চর্য হলেন!একটা বিষয় ...
04/12/2025

সৎসঙ্গীদের কিভাবে চলতে হয়, জানেন কী?
সৎসঙ্গীদের চলতে হয়, "রাজহংস "মত করে।
শুনে খুব আশ্চর্য হলেন!
একটা বিষয় পরীক্ষা করে দেখবেন, রাজ
হংস (রাজহাঁস) কে যখন দুধ ও জল
এক পাত্রে মিশিয়ে দেওয়া হয় তখন খেয়াল
করবেন সেই রাজ হাঁসটি মূল দুধটুকু খেয়ে
নিয়ে কিন্তু জল টুকু অবশিষ্ট রাখবে।
#ঠিক সেই রকম আমাদের প্রানের ঠাকুর বলেছেন,

"ভালো যদি কুড়াতে যাও
মন্দও এসে জুটবে,
ভালো যা তা কুড়িয়ে নিও
মন্দ নিলে ঠকবে। "

___শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

(অনুশ্রুতি-৫ ; নীতি -১৩)🙏🙏

গুরুদ্রাতা বললেন-ঠাকুর, আমি বড় ব্যস্ত থাকি। আমি ইষ্টভৃতি করি, কিন্তু সময়মত তা' কিছুতেই পাঠাতে পারি না।   #শ্রীশ্রীঠাকুর-...
03/12/2025

গুরুদ্রাতা বললেন-ঠাকুর, আমি বড় ব্যস্ত থাকি। আমি ইষ্টভৃতি করি, কিন্তু সময়মত তা' কিছুতেই পাঠাতে পারি না।

#শ্রীশ্রীঠাকুর-ব্যস্ত থাকা সার্থক হ'য়ে ওঠে ইষ্টভৃতি বিধিমাফিক পাঠানোর মধ্য দিয়ে। ভোরে উঠে শৌচাদি ক'রে নিলে, তারপর ইষ্টভৃতি করলে। তা' আবার ৩০ দিন অন্তর নিয়মমত পাঠালে। তবেই ইষ্টভৃতি সিদ্ধ হ'ল।
প্রফুল্ল দাসদা-আমরা অনেকেই বিহিতভাবে একটা জিনিষকে observe-ই( লক্ষ্যই) ক'রতে পারি না।

#শ্রীশ্রীঠাকুর-ক'রতে-ক'রতে হয়। Right observation-এর (বিহিত পর্যাবেক্ষণের) ভিতর দিয়ে ভাবাবেগ আসে। তার থেকে conception-9 (বোধও) ঠিকমত আসে। সংশ্লেষণ এবং বিশ্লেষণ এসবও ঐ পর্যাবেক্ষণের উপরেই দাঁড়িয়ে করতে হয়। Observation (পর্যাবেক্ষণ) যত fine (নিখুঁত) हर conception-ও (বোধও) তত clear (পরিষ্কার) হবে। তবে নিষ্ঠা না থাকলে ভাব ও কর্ম্মের সংগতি এবং একসূত্রসংহতি নষ্ট হয়ে যায়। সব এলোমেলো হ'য়ে যায়। তাই সমস্ত ধর্ম্মের spine-ই (মেরুদণ্ডই) একটা-আর সেটা হ'ল নিষ্ঠা। ধর্ম্মের মধ্যে কোন তফাৎ নাই। সবারই আসল জিনিষটা এক, অর্থাৎ বাঁচা ও বাড়া। সেইজন্য একজন মুসলমান বা খ্রিস্টান সম্ভরুর কাছ থেকেও দীক্ষা নিতে পারা যায়। কারণ, তাঁরা ঐতিহ্য, কুলাচার ইত্যাদিকেই বাড়িয়ে তোলেন, বৈশিষ্ট্যকে আরো উদ্বর্জিত ও সুসমঞ্জস ক'রে দিয়ে থাকেন। কিন্তু যারা এই ঐতিহ্য ও কুলাচারকে নষ্ট ক'রে বা ভেঙ্গে ফেলে দিতে চায় তারা ১৮শুরু নয়। তারা অবিশ্বাস্য। তাদের মধ্যে গোলমালের ব্যাপার রয়ে গেছে বলেই বুঝতে হয়। তাই আমি বৈশিষ্ট্যপালী আপুরয়মাণ সদ্গুরুর কথা ব'লে থাকি।

#শ্রীশ্রীঠাকুর-অন্তরে নিষ্ঠা রেখো। অন্তর বিনায়ন যখন হয়, নিষ্ঠা যখন গাঢ় হয় তখন হঠাৎ ক'রে দর্শন হ'য়ে যায়।

সালটি-সৎপথে থাকলে একটা কাজ সহজে হয় না। অসৎপথে থাকলে সহজে অনেক জিনিষ পাওয়া যায়।

#শ্রীশ্রীঠাকুর-সৎপথে থাকলে আপনিই পাওয়া যায়। আর সেই পাওয়াই পাওয়া। আর তাতেই আনন্দ বেশী হয়। অসৎ পথে অনেক কায়দা-কানুন কারে একটা জিনিষ আয়ত্তে আনার চেষ্টা করা হয়। সৎপথে থাকার অভ্যাসটা করা কষ্টজনক কিন্তু আনন্দ আছে।

প্রতুলদীপ্তি প্রথম খন্ড / পৃ; ১৩৩-১৩৫
০৭/১১/১৯৬১ ইং

 #আগুনের উপর গিয়ে বসলে আগুন আমাকে পোড়াবেই; তা'র ধর্মই ওই। তাহলে, আগুনে গিয়ে প'ড়ে তারপর যদি বলি, 'কই ঠাকুর? তুমি তো আ...
03/12/2025

#আগুনের উপর গিয়ে বসলে আগুন আমাকে পোড়াবেই; তা'র ধর্মই ওই। তাহলে, আগুনে গিয়ে প'ড়ে তারপর যদি বলি, 'কই ঠাকুর? তুমি তো আমাকে রক্ষা করলে না!'—এটা হবে? তাহলে, বিধি- অনুযায়ী চলতে হবে, তবেই বিধাতার আশীর্বাদ পাওয়া যাবে। হৃদয় খুলে দিতে হবে ঈশ্বরের দরবারে। হৃদয় না খুললে সে-মানুষ ঈশ্বরের নয়। অনেক কাজ বাকি প'ড়ে আছে। রবীন্দ্রনাথের গান আছে—
'তুমি যত ভার দিয়েছ,
সে-ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি,
সকলই হয়েছে বোঝা।'
আমাদের জীবনটাও এরকম। এই যে দীক্ষাপত্রের কার্যক্রম, এটা 'তোমার' কাজ ছিল; আমরা সময়মত করি নি— বোঝা বানিয়ে তুলেছি মানুষের থেকে দূরে চ'লে গিয়ে। এই যে ভুল করেছি, সেটা এখন সবাই মিলে মিটিয়ে নিয়ে এগিয়ে চলব।আপনারা সবসময় আনন্দে থাকবেন, হাসতে থাকবেন— আপদ-বিপদ সব নিজেই কেটে যাবে। আমরা বলি 'ভদ্রলোক'। ঠাকুর বললেন, 'ভদ্র' শব্দটা এসেছে 'ভন্দ্‌' ধাতু থেকে, যার অর্থ—আমোদ, প্রীতি, কল্যাণ ।' আমার ঠাকুর নিছক 'ভদ্রলোক'— সব অবস্থাতেই আনন্দে থাকেন, আনন্দে রাখেন। আমাদেরও তা'ই কাজ। সবাই ভাল থাকবেন।

~পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেব
৩২৯ তম সর্বভারতীয় ঋত্বিক্ সম্মেলন

#পরমপূজ্যপাদ #সৎসঙ্গ ゚

স্বামীর প্রতি স্ত্রী ও স্ত্রীর প্রতি স্বামীর করণীয় ⚪তোমরা স্বামী-স্ত্রী ঈশ্বর-অনুধ্যায়িতা নিয়ে          ইষ্টার্থপরায়ণ হ...
03/12/2025

স্বামীর প্রতি স্ত্রী ও স্ত্রীর প্রতি স্বামীর করণীয়


তোমরা স্বামী-স্ত্রী ঈশ্বর-অনুধ্যায়িতা নিয়ে
ইষ্টার্থপরায়ণ হও,
ঐ ইষ্টানুগ প্রবর্ত্তনায়
পরস্পর একত্বানুধ্যায়ী হ'য়ে ওঠ,
পরস্পর পরস্পরের স্বার্থ হ'য়ে ওঠ ---
সর্ব্বতোমুখী শ্রেয়ানুধ্যায়িতা নিয়ে ;
স্বামী! তোমার বৈশিষ্ট্যানুপাতিক
এবং সাধ্য ও সামর্থ্য-মতন হৃদ্য আচরণে সত্তাপোষণী ও সম্বর্দ্ধনী সন্দীপনায়
স্ত্রীর প্রতি করণীয় যা' -- কর;
স্ত্রী! তুমি তোমার বৈশিষ্ট্যানুগ অনুবর্ত্তনায়
স্বামী-অনুচর্য্যী হ'য়ে
স্বামীর স্বার্থ, সম্বর্দ্ধনা, সুস্থি
ও সত্তাপোষণে যা'-যা' করণীয়,
সাধ্যমতন সর্ব্বতোভাবে
তা' ক'রতে ত্রুটি ক'রো না,
বুঝে রেখো--ঐ স্বামীই তোমার স্বার্থ,
ঐ স্বামীই তোমার সম্বর্দ্ধনা,
ঐ স্বামীই তোমার পরমতীর্থ ;
পুরুষ যদি স্ত্রীকে নিয়ত অবজ্ঞা করে,
অবহেলা করে,
দুর্ব্বাক্য ও দুর্ব্ব্যহারে
তা'র কষ্টের কারণ হ'য়ে ওঠে, ---
তা' কিন্তু সংসারকে বিপত্তির দিকেই
পরিচালিত ক'রে থাকে,
যে-সংসারে স্ত্রী অনাদৃত,
অযথা লাঞ্ছিত, উপদ্রুত,
স্বামীর সহ্য, ধৈর্য্য, অধ্যবসায়
ও সহানুভূতি-হীনতা
বা উচ্ছৃঙ্খল স্বৈরাচারের দরুন অবজ্ঞাত ---
সে-সংসারে সমৃদ্ধি
হতভম্ব হ'য়েই চ'লতে থাকে,
জ্ঞান, বোধিসঙ্গত পরিবীক্ষণী দর্শন,
আলোচন, চিহ্নীকরণ, শিল্পাঙ্কন
স্তিমিত হ'য়েই চ'লতে থাকে,
তাই, লক্ষ্মীও অর্ন্তধান হ'তে থাকেন সেখান থেকে, তৎসঞ্জাত সন্তান-সন্ততিও
আয়ু, বল, বীর্য্য, বোধি ও বিভায়
প্রভবান্বিত হ'য়ে উঠতে পারবে না,
তা'দের মস্তিষ্কের চারিত্রানুলেখা
বিকৃত হ'য়ে চ'লতে থাকে,
ফলে, আচার, ব্যবহার, বোধি
বিকৃত হ'য়ে চলে,
এমনি ক'রেই সসন্ততি সংসার
বিভ্রান্ত ব্যতিক্রমে বিকৃত হ'য়ে
আত্মবিলোপের পথেই এগিয়ে চলে ;
তাই, পুরুষ তা'র
আভিজাত্য-প্রবুদ্ধ বৈশিষ্ট্যানুপাতিক
হৃদ্য স্নেহল সম্ভ্রমে
সঙ্গতি ও অবস্থানুপাতিক
স্ত্রীর ভরণ-পোষণে যেন স্বতঃ হ'য়েই চলে ;
নারীও তেমনি
তা'র সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে
বিনীত সহনশীল ধৈর্য্য ও অধ্যবসায়ে
স্বামীকে উপচয়ে সমৃদ্ধ ক'রে
সুষ্ঠু সন্দীপনায়
একানুধ্যায়ী ক্লেশসুখপ্রিয়তার আত্মপ্রসাদ নিয়ে তদনুচর্য্যাপরায়ণা হ'য়ে
পালন, পোষণ ও পূরণ-অভিদীপনায়
নিজেকে সর্ব্বতোভাবে নিয়োগ করে যেন চলে --- একটা একাত্ম-অনুপ্রেরণী তৎপরতা নিয়ে ---
পুরুষের মনোবৃত্ত্যনুসারিণী হ'য়ে ---
আলোচনায়, মন্ত্রণায়
কর্মানুপ্রেরণী একতাৎপর্য্যানুধ্যায়িতায় ;
স্মরণ যেন থাকে ---
স্বামী সংসারের বিধায়ক,
আর, স্ত্রী সংসারের বিনায়িকা ---
অভ্যুদয়ী অনুবর্ত্তন সলীল রেখে
বিবর্ত্তনের পথযাত্রী তোমরা,
তোমরা উভয়েই উভয়ের সত্ত্বে সত্ত্ববান ;
আর, পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে,
মনে রেখো, প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্ত্রীর
একসত্তানুগ সাত্ত্বিক অনুচারী হ'য়ে
স্বামী-সত্তারই আপূরণী-অনুধ্যায়ী,
যেখানে সপত্নীগণ
পরস্পর পরস্পরের স্বার্থ ও সম্বর্দ্ধনায়
দ্রোহ ও দ্বেষ-পরায়ণা,
সেখানেই বুঝতে হবে
স্বামী-স্বার্থ তা'দের স্বার্থ নয়কো,
বরং ব্যক্তিগত প্রবৃত্তি ও প্রয়োজন-অনুধ্যায়িতাই
তা'দের নিয়ামক ;
যদি শ্রেয়ই চাও,
ঐ স্বামী-সত্তার আপূরণী হ'য়ে
পরস্পরের অনুপোষক হ'য়ে
ঐ স্বামী-সত্তাকেই সমৃদ্ধ ক'রে তোল,
তবেই ঐ সম্বর্দ্ধনা
সর্ব্বতোভাবে শুভানুগ হ'য়ে উঠবে,
নয়তো, বিপর্যয়ী ব্যতিক্রম
নাজেহাল ক'রে তুলবেই কি তুলবে ।।

------শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
(সমাজ সন্দীপনা, ১৬৫ )

Address

South 24 Parganas
Baruipur
743363

Alerts

Be the first to know and let us send you an email when Praner Thakur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Praner Thakur:

Share