03/12/2025
স্বামীর প্রতি স্ত্রী ও স্ত্রীর প্রতি স্বামীর করণীয়
⚪
তোমরা স্বামী-স্ত্রী ঈশ্বর-অনুধ্যায়িতা নিয়ে
ইষ্টার্থপরায়ণ হও,
ঐ ইষ্টানুগ প্রবর্ত্তনায়
পরস্পর একত্বানুধ্যায়ী হ'য়ে ওঠ,
পরস্পর পরস্পরের স্বার্থ হ'য়ে ওঠ ---
সর্ব্বতোমুখী শ্রেয়ানুধ্যায়িতা নিয়ে ;
স্বামী! তোমার বৈশিষ্ট্যানুপাতিক
এবং সাধ্য ও সামর্থ্য-মতন হৃদ্য আচরণে সত্তাপোষণী ও সম্বর্দ্ধনী সন্দীপনায়
স্ত্রীর প্রতি করণীয় যা' -- কর;
স্ত্রী! তুমি তোমার বৈশিষ্ট্যানুগ অনুবর্ত্তনায়
স্বামী-অনুচর্য্যী হ'য়ে
স্বামীর স্বার্থ, সম্বর্দ্ধনা, সুস্থি
ও সত্তাপোষণে যা'-যা' করণীয়,
সাধ্যমতন সর্ব্বতোভাবে
তা' ক'রতে ত্রুটি ক'রো না,
বুঝে রেখো--ঐ স্বামীই তোমার স্বার্থ,
ঐ স্বামীই তোমার সম্বর্দ্ধনা,
ঐ স্বামীই তোমার পরমতীর্থ ;
পুরুষ যদি স্ত্রীকে নিয়ত অবজ্ঞা করে,
অবহেলা করে,
দুর্ব্বাক্য ও দুর্ব্ব্যহারে
তা'র কষ্টের কারণ হ'য়ে ওঠে, ---
তা' কিন্তু সংসারকে বিপত্তির দিকেই
পরিচালিত ক'রে থাকে,
যে-সংসারে স্ত্রী অনাদৃত,
অযথা লাঞ্ছিত, উপদ্রুত,
স্বামীর সহ্য, ধৈর্য্য, অধ্যবসায়
ও সহানুভূতি-হীনতা
বা উচ্ছৃঙ্খল স্বৈরাচারের দরুন অবজ্ঞাত ---
সে-সংসারে সমৃদ্ধি
হতভম্ব হ'য়েই চ'লতে থাকে,
জ্ঞান, বোধিসঙ্গত পরিবীক্ষণী দর্শন,
আলোচন, চিহ্নীকরণ, শিল্পাঙ্কন
স্তিমিত হ'য়েই চ'লতে থাকে,
তাই, লক্ষ্মীও অর্ন্তধান হ'তে থাকেন সেখান থেকে, তৎসঞ্জাত সন্তান-সন্ততিও
আয়ু, বল, বীর্য্য, বোধি ও বিভায়
প্রভবান্বিত হ'য়ে উঠতে পারবে না,
তা'দের মস্তিষ্কের চারিত্রানুলেখা
বিকৃত হ'য়ে চ'লতে থাকে,
ফলে, আচার, ব্যবহার, বোধি
বিকৃত হ'য়ে চলে,
এমনি ক'রেই সসন্ততি সংসার
বিভ্রান্ত ব্যতিক্রমে বিকৃত হ'য়ে
আত্মবিলোপের পথেই এগিয়ে চলে ;
তাই, পুরুষ তা'র
আভিজাত্য-প্রবুদ্ধ বৈশিষ্ট্যানুপাতিক
হৃদ্য স্নেহল সম্ভ্রমে
সঙ্গতি ও অবস্থানুপাতিক
স্ত্রীর ভরণ-পোষণে যেন স্বতঃ হ'য়েই চলে ;
নারীও তেমনি
তা'র সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে
বিনীত সহনশীল ধৈর্য্য ও অধ্যবসায়ে
স্বামীকে উপচয়ে সমৃদ্ধ ক'রে
সুষ্ঠু সন্দীপনায়
একানুধ্যায়ী ক্লেশসুখপ্রিয়তার আত্মপ্রসাদ নিয়ে তদনুচর্য্যাপরায়ণা হ'য়ে
পালন, পোষণ ও পূরণ-অভিদীপনায়
নিজেকে সর্ব্বতোভাবে নিয়োগ করে যেন চলে --- একটা একাত্ম-অনুপ্রেরণী তৎপরতা নিয়ে ---
পুরুষের মনোবৃত্ত্যনুসারিণী হ'য়ে ---
আলোচনায়, মন্ত্রণায়
কর্মানুপ্রেরণী একতাৎপর্য্যানুধ্যায়িতায় ;
স্মরণ যেন থাকে ---
স্বামী সংসারের বিধায়ক,
আর, স্ত্রী সংসারের বিনায়িকা ---
অভ্যুদয়ী অনুবর্ত্তন সলীল রেখে
বিবর্ত্তনের পথযাত্রী তোমরা,
তোমরা উভয়েই উভয়ের সত্ত্বে সত্ত্ববান ;
আর, পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে,
মনে রেখো, প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্ত্রীর
একসত্তানুগ সাত্ত্বিক অনুচারী হ'য়ে
স্বামী-সত্তারই আপূরণী-অনুধ্যায়ী,
যেখানে সপত্নীগণ
পরস্পর পরস্পরের স্বার্থ ও সম্বর্দ্ধনায়
দ্রোহ ও দ্বেষ-পরায়ণা,
সেখানেই বুঝতে হবে
স্বামী-স্বার্থ তা'দের স্বার্থ নয়কো,
বরং ব্যক্তিগত প্রবৃত্তি ও প্রয়োজন-অনুধ্যায়িতাই
তা'দের নিয়ামক ;
যদি শ্রেয়ই চাও,
ঐ স্বামী-সত্তার আপূরণী হ'য়ে
পরস্পরের অনুপোষক হ'য়ে
ঐ স্বামী-সত্তাকেই সমৃদ্ধ ক'রে তোল,
তবেই ঐ সম্বর্দ্ধনা
সর্ব্বতোভাবে শুভানুগ হ'য়ে উঠবে,
নয়তো, বিপর্যয়ী ব্যতিক্রম
নাজেহাল ক'রে তুলবেই কি তুলবে ।।
⚪
------শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
(সমাজ সন্দীপনা, ১৬৫ )