31/12/2024
সময় কে ধরা যায় না ঠিকই
কিন্তু কখনও কখনও
সময় ও থমকে দাড়াঁয়
মানুষের শোকের সামনে,
আবার সে চলতে শুরু করে
নিজের পথে আপন খেয়ালে,
আর ভুলিয়ে দেয় সব শোক,
তাই সময়য়ের থেকে বড়
বন্ধু আর কেউ নেই ।।