27/03/2023
গঙ্গাসাগরে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
গতকাল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত মিশন রোডে অটো দুর্ঘটনায় পাঁচ বছরের সৌমিলি জানা মারা গিয়েছিল। আজ সৌমিলির ছবি ব্যানার নিয়ে মিছিল করেন এলাকার মানুষ ও তার স্কুলের অভিভাবক অভিভাবিকা। এলাকার লোকের অভিযোগ অটোচালকের জন্য মারা যায় সৌমিলি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মা। আজ সৌমিলির স্কুলের অভিভাবিকা অভিভাবক ও এলাকার বাসিন্দারা সাগর বিডিও অফিসের সামনে রুদ্রনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অটোচালকের গ্রেপ্তারের দাবিতে। একই সঙ্গে আন্দোলনকারীদের অভিযোগ লাইসেন্স বিহীন বেআইনি অটো টোটো চালানো বন্ধ করতে হবে। গঙ্গাসাগর থানার পক্ষ থেকে বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা টঙ্গী ওঠে বিক্ষোভকারীদের। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কোন লিখিত প্রতিশ্রুতি না পান ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন এলাকার মানুষ। তবে গঙ্গাসাগরে একের পর এক বিভিন্ন রকম ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। স্থানীয় মানুষের প্রশ্ন ঘাতক ওই অটো চালকটিকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তবে কি এর পিছনে কোন রাজনৈতিক দলের মদত রয়েছে যার জন্যই কি ওই অটোচালককে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না পুলিশ সেই বিষয় নিয়েও কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গঙ্গাসাগরের প্রশাসনকে। এর আগেও অনেকবার দেখা গেছে গঙ্গাসাগরে পুন্যার্তদের কাছ থেকে বেশি বেশি ভাড়া আদায় করা হয় যার জেরে নাজেহাল হতে হয় গঙ্গাসাগর পুনে যাত্রীদের। এ বিষয়ে বহুবার প্রশাসনের দৃষ্টিগোচর হলেও বারবারই নিশ্চুপ থেকে যে প্রশাসন। এখানেও ঘটনা পশ্চিমবাংলায় এখন বর্তমানে প্রায়সই ঘটছে দুটো গাড়ি প্রেসার অনেক সময় একটি গাড়ি দুর্ঘটনা গ্রস্ত হচ্ছে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। আবার বহু ক্ষেত্রে দেখা গেছে বেআইনিভাবে বিভিন্ন অটোচালকদের লাইসেন্স শেষ হয়ে যাওয়ার পরে ও বহাল তবিয়তে রাস্তায় গাড়ি নিয়ে যাত্রী পারাপার করেন। তবে সর্বোপরি বলা যায় গঙ্গাসাগরে এই দুর্ঘটনায় সঠিক তদন্ত না হওয়ায় সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা দিনে দিনে হারিয়ে যাচ্ছে।