Bongo Iccha puron

Bongo Iccha puron বঙ্গ ইচ্ছা পূরণ

---মায়ের মৃত্যু টা হলে খুব ভালো হতো নাইম!---ঠিক বলেছিস হাসিব? কারন এই ভাবে চিকিৎসা করতে করতে আমরা ফকির হবো। হাসিব : শোন ...
26/02/2024

---মায়ের মৃত্যু টা হলে খুব ভালো হতো নাইম!

---ঠিক বলেছিস হাসিব? কারন এই ভাবে চিকিৎসা করতে করতে আমরা ফকির হবো।

হাসিব : শোন মাকে ৪/৫ টা ঘুমের ওষুধ এক সাথে খাওয়াবো। এতে মৃত্যু ও হতে পারে।

নাইম : ঠিক আছে তাই করবো আজ রাতে?

---দুই ভাইয়ের কথাটি শেষ হতে না হতেই সেখানে ওদের মা উপস্থিত হয়।

হাসিব : মা তুমি এখানে বুজলাম না।

মা : আমার রুমে ভালো লাগতে ছিলো না তাই তোদের রুমে একটু আসলাম। কিন্তু এসেই যা শুনলাম?

হাসিব : হ‍্যা যা শুনেছো সব সত্যি শুনেছো। তোমার কারনে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তুমি ম'রতে পারো না।

মা : শোন তার আগে তোদের একটি গল্প শুনাই। তার পরে না হয় আমি চলে যাবো এখানে থেকে।

নাইম : ঠিক আছে যা বলার তারা তারি বলো।

মা : আচ্ছা শোন তবে। আজ থেকে ২৬ বছর আগে তোদের দুজনের জন্ম হয় এক সঙ্গে। তোদের যখন বয়স ৫/৬ মাস হয় তখন হঠাৎ করেই একদিন তোর বাবা একজন মহিলাকে বিয়ে করে কাউকে না জানিয়ে। এর পরে আমাদের অনেক ঝগরা হয়। এক পর্যায় তোর বাবা আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পরে খুব কষ্টে আমার দিন কাটতে লাগলো। এরে মাঝে আবার তোরা দুই ভাই ১৬/১৭ দিন পর পর অসুস্থ হয়ে পরিশ। তখন ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগতো কিন্তু কেউ দিতো না। এক সময় ভাবলাম এত কষ্টে থাকার বদল নিজের জীবনটা নিজেই শেষ করে দেই। কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে সব ভূলে যেতাম। ভাবতাম আমি মারা গেলে আমার সন্তানের কি হবে। কে দেখাশুনা করবে। এই ভাবে দিন যেতে লাগলো একটিন হঠাৎ তোদের দুজনের ভিশন জ্বর আসে। কিন্তু আমার কাছে তখন কোন টাকা ছিলো না। কী করবো বুজতেছিলাম না। এমন সময় তোর বাবা কাছে চলে যাই। গিয়ে কিছু টাকা চাই যেনো তোদের চিকিৎসা করাতে পারি। জানিস তোদের বাবা কি বলেছিলো। বলছিলো পতিতালয়ে গিয়ে নিজের দেহ বিক্রি করে যেনো তোদের চিকিৎসা করি।

---এর পরে কোন উপায় না পেয়ে আমি সেই খারপ কাজ করতে বাধ‍্য হই শুধুমাত্র তোদের চিকিৎসার জন্যে। ছোট থাকায় দুই ভাই ঝগরা করতি আমাকে নিয়ে। হাসিব বলতো মা আমার নাইম বলতো না মা আমার। এই নিয়ে তোদের দুই ভায়ের সব সময় ঝগরা লেগেই থাকতো।

---মায়ের মুখে এই সব কথা শুনে হাসিবের ও নাইমের চোখে অঝরে পানি পরতে থাকে।

মা : এই পাগলেরা কান্না করতেছিস কেনো।

হাসিব : মা আমাকে প্লিজ মাপ করে দাও। আমরা খুব বর একটি ভূল করতে যাচ্ছিলাম।

নাইম : হুমম মা আমাদের মাপ করে দাও। আমরা ভূল করে ফেলেছি।

হাসিব : আর কখনো এমন ভূল করবো না।

মা : আমার পাগল ছেলে। হুমম মাপ করে দিয়েছি। এখন ত একটু হাস তোরা। তদের হাসি মুখটা না দেখলে যে আমার ভালো লাগে না বাবা?

"সত্যি মা তুমি অসীম ❤ তোমার কোন তুলনা হয়না?

#গল্পি কাল্পনিক বাস্তবে কেউ ভাবিয়েন না। তবে আমাদের সামাজে অনেক এমন হচ্ছে।

#অনু_গল্প: ( #মা )

কাহিনী ও লেখা : #মি_হাসিব

গল্পটি ভালো লাগলে অবশ্যই ফলো বাটনে একটা টুকা দিয়ে যাবেন 👉 Siam Ahmedd

ফিলিস্তিনে বিনামূল্য জান্নাতের টিকেট বিক্রি হচ্ছে!🙂ইশ! যদি আমি ও পেতাম 💙✨
13/10/2023

ফিলিস্তিনে বিনামূল্য জান্নাতের টিকেট বিক্রি হচ্ছে!🙂

ইশ! যদি আমি ও পেতাম 💙✨

26/08/2023

❤️❤️❤️

21/07/2023
04/07/2023

perhaps the most beautiful Mora in green village in Basirhat.






একটা মেয়ে ফেসবুকে 'পোস্ট করেছিল।বাবা মায়ের দায়িত্ব                         যদি মেয়েদেরদেওয়া হয় তাহলে              ...
10/06/2023

একটা মেয়ে ফেসবুকে 'পোস্ট করেছিল।

বাবা মায়ের দায়িত্ব
যদি মেয়েদের
দেওয়া হয় তাহলে
পৃথিবীতে
কোনো বাবা মা
বৃদ্ধাশ্রমে থাকবে না।
তা দেখে একটি ছেলে
কমেন্ট করেছিল -
সব মেয়েরা যদি তার
শশুর শাশুড়ি কে
নিজের বাবা মা
ভাবতো
তাহলে পৃথিবীতে
বৃদ্ধাশ্রম থাকতো না।✌️🥀💯
এই খানে কার কথা বেশি সঠিক? ছেলেটার নাকি মেয়েটার?

Today is best photo...🤲❤️🥀......
17/05/2023

Today is best photo...🤲❤️🥀......

 #আজ বড়ুয়ার মোড়ে কিছু যুবক এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচাতে সাধারণ পথচলতি মানুষের হাতে  ঠান্ডা লেবুর সরবত তুলে দেয় এবং ...
16/05/2023

#আজ বড়ুয়ার মোড়ে কিছু যুবক এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচাতে সাধারণ পথচলতি মানুষের হাতে ঠান্ডা লেবুর সরবত তুলে দেয় এবং নিজ নিজ এলাকায় এমন মহৎ কাজের জন্য এগিয়ে আসতে অনুরোধ জানাই।আপনারা এগিয়ে চলুন🙏
আমাদের পেজের তরফ থেকে আপনাদের ধন্যবাদ 💐

16/05/2023

❤️❤️❤️❤️

ছোট মাথায় যখন অনেক বোঝা 🥲
14/05/2023

ছোট মাথায় যখন অনেক বোঝা 🥲

Address

Basirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Iccha puron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bongo Iccha puron:

Share

Category