Cute girl

Cute girl ‘সঙ্গ যদি স্বস্তি না দেয়,
সঙ্গীহীন থাকাই শ্রেয়!’❤️‍🩹🥀

সবাই পেজটি ফলো করবেন💖

14/08/2025

HAPPY INDEPENDENCE DAY 🇮🇳🕊

06/02/2025

Har larki pe fida hone wala mard nahi hota 💔😢 🙏

Azizen
Cute girl
Follow karo guys

26/04/2024

আপনি আপনার বাড়ির কততম ছোটো শয়তান..।

20/04/2024

স্বামী : আলমারি থেকে ফাইলটা নিয়ে এস তো।
স্ত্রী : এখানে কোনো ফাইল দেখছি না।
স্বামী : তুমি অন্ধ, অলস, একটা কাজও ঠিক মতো করতে পারো না। আমি জানতাম তুমি পাবে না, তাই আমি আগেই ফাইলটা নিয়ে এসেছি।

Cute girl
Simran Sahajad Gazi

18/04/2024

স্বর্ণ-রৌপ্যভার,
নারীর অঙ্গ-পরশ লভিয়া হ’য়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে’
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে!
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান্‌।
কোন্‌ রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

✍️ কাজী নজরুল ইসলাম

12/02/2024

দেখা না হোক তবুও
স্বপ্ন ছুঁয়ে থেকো
কথা না হোক তবুও
হৃদয় জুড়ে থেকো..!.❤️

থাকো যদি বাতাসে
মিশিয়ে নেবো নিঃশ্বাসে...
তুমি ভালো নাই বা বাসলে
আমি তো বাসি,
এই বিশ্বাসটুকু রেখো..!!
✨❤️

গুছিয়ে গল্প বলা যায়.......         অনুভূতি না।
11/02/2024

গুছিয়ে গল্প বলা যায়.......

অনুভূতি না।

রেলগাড়ী আর কখনোই দেখা হয় না তাদের...🥲আহা! পথের পাঁচালী 🖤
11/02/2024

রেলগাড়ী আর কখনোই দেখা হয় না তাদের...🥲

আহা! পথের পাঁচালী 🖤

06/02/2024

𝐇𝐞𝐥𝐥𝐨,
সবাইকে পেজে স্বাগতম. পেজটি আবার নতুন করে আজ থেকে Active হচ্ছে, সুতারাং আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন❤.
কাল থেকে পেজে নতুন পোস্ট আসবে সবাই একটু Support করবেন💖. আমরা ভিডিও র পাশাপাশি পেজে এবার থেকে নতুন নতুন গল্প ও পোস্ট করবো.
---- 𝐂𝐮𝐭𝐞 𝐆𝐢𝐫𝐥 𝐏𝐚𝐠𝐞 ⭐

Do you like the page?Follow now.
04/05/2022

Do you like the page?
Follow now.

Address

Katiahat
Basirhat
743427

Telephone

+918918430903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cute girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cute girl:

Share

Category