Rimi’s Kitchen Corner

Rimi’s Kitchen Corner Hello Everyone, I am Rimi..
আমায় যারা ফলো করো 👍🏻 আমিও তাদের ফলো করে পাশে থাকি 😊 তাই তোমরাও সবাই সবার পাশে থেকো 🙏🏻🙏🏻 আর ভালোবাসা দিয়ো ❣️❣️❣️

“একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”একটা সময় সে নিজের জন্য সাজত, আয়নায় হাসত, বন্ধুবান্ধ...
18/04/2025

“একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”

একটা সময় সে নিজের জন্য সাজত, আয়নায় হাসত, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিত, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোতে বাঁচত।

আর এখন?

সে সারা দিন একা—চারদিক নিরব, শুধু কান্নার শব্দ,
নিজের কন্ঠ শোনাও যেন ভুলে গেছে।

বাচ্চার খাওয়ানো, ঘুম পাড়ানো, পাম্পার বদলানো…
দিনে ১০ বার ঘর পরিষ্কার করা,
আর নিজের খাওয়া? ঠান্ডা হয়ে যাওয়া ভাত, তাও কখনো কখনো খাওয়ার সময়ও হয় না।

ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে,
সে জেগে থাকে—বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিন্ত হয়।
তার চোখে কালি পড়ে, শরীর ক্লান্ত হয়ে পড়ে,
কিন্তু সে থামে না… এক মুহূর্তের জন্যও না।

কেউ ভাবে, ঘরে থাকে তো, খুব আরামেই আছে—
কিন্তু সেই ঘরটাই কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান।

একটা নতুন মা—ভিতরে ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে শক্ত করে তোলে।
এক ফোঁটা হাসি, একটুখানি স্পর্শেই বেঁচে থাকে।

তাকে কেউ জিজ্ঞেস করে না—“তুই কেমন আছিস?”
কেউ বোঝে না, মা হওয়া মানেই নিজের সমস্ত ভালো লাগাকে সাময়িক বিদায় জানানো।

তবু সে ভালো থাকে—কারণ তার বুকের মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে।
তবু সে লড়াই করে—কারণ তার ভালবাসার নাম “মা”।



এই লেখা শুধু পড়ার জন্য না, বুঝে শেয়ার করার জন্য।
কারণ, একজন নতুন মা-র ভালোবাসা, কষ্ট আর আত্মত্যাগ—সবকিছুই নিঃশব্দে ঘটে যায়।
তাকে একটু ভালোবাসা দিন, একটু প্রশংসা দিন, একটু সাহস দিন।
কারণ, সেই মা-ই একটা ভবিষ্যৎ গড়ে তুলছেন।🙏🏻🙏🏻❤️

❤️❤️
13/04/2025

❤️❤️

হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে... আর  জানবে, মা মানে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত‍্যাগী দেবী নয়, একজন ভ...
10/04/2025

হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে... আর জানবে, মা মানে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত‍্যাগী দেবী নয়, একজন ভালো বন্ধু।

এই একটা কথা খুব দেখি যে - "আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে।" এরপরের জেনারেশন কি দেখবে কে জানে? তবে শুনুন এর পরের জেনারেশন কি কি দেখবেঃ
★। মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায়।
★। বাবা-মা একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতে যায়!
★। মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে।
★। মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, খায়, কেনে, কিনে দেয়, খাওয়ায়, গিফট দেয়।
★। মা নিজের শরীরেরও খেয়াল রাখে।
★। মা over interference সহ্য করেনা।
★। মা সাহসী, মা ঘরে-বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না "আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ", "মেয়েদের মেনে নিতে হয়", "মেয়েদের অ‍্যাডজাস্ট করতে হয়"।
★। মা সারাদিন বাচ্চার পিছনে পিটপিট খিটখিট করেনা, কারণ ঐ বাচ্চা ছাড়া তার আরও লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে PNPC করেনা, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে।
★। মা-কে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করে, তার কথার দাম দেয়।
★। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলে তারা সমস্যার সমাধান করে। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে।
★। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন‍্য সময় বের করে, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে।
★। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে। ইগনোর করেনা।
★। মা এলজিবিটিকিউ সন্তানের পাশে থাকে, তার ভালোবাসাকে মূল্য দেয়।
★৷ মা মেয়ের ১৮ বছর হলেই বিয়ে দিতে উঠে পরে লাগে না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়, সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় । মা কখনো মেয়েকে বলে না "এটা কর, সেটা করিসনা, এভাবে বস, বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি? বলবে মা কিছু শেখায় নি"। ছেলেদের মা কখনো বলে না "ছেলেদের কাঁদতে নেই" বা "সোনার আংটি আবার ব‍্যাঁকা"।
★। মা ছেলে-মেয়েকে বোঝার চেষ্টা করে, ফ্রেন্ডলি হয়, তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয় । তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্খা চাপিয়ে দেয় না।
হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এইসব শিখবে। এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে। আপনারাই কোনোদিন মাকে রান্না ঘর ছাড়া আর কোথাও কল্পনা করেননি, মানুষ বলে ভাবেননি তাই "আহারে নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পাবে না" গোছের ন্যাকা কান্না ছাড়া আর কিছু বলার নেই আপনাদের। জেনে রাখুন, আজকাল মায়েরা জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানে।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Priya Biswas, Madhumita Das, Sribash Das
10/04/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Priya Biswas, Madhumita Das, Sribash Das

Morning Breakfast      fans
05/03/2025

Morning Breakfast fans

Address

Basirhat

Alerts

Be the first to know and let us send you an email when Rimi’s Kitchen Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimi’s Kitchen Corner:

Share