Basirhat In Watch

Basirhat In Watch 'Basirhat In Watch' Popular Page of Basirhat Subdivision. For Business enquiries :
Email - [email protected]
(4)

পেজটির মুখ্য এবং প্রধান উদ্দেশ্য হল বসিরহাট বাসীর বসিরহাটের খবর জানান দেওয়া..বিভিন্ন ঘটনাবলির সাথে ও মজার তথ্য ও পরিবেশন করা।

For Business enquiries :
Email - [email protected]

বিঃদ্রঃ - কপিরাইট সংক্রান্ত কোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন।

29/11/2025

রাতের ভ্যাবলা রেলগেট 🚂
#বসিরহাট

পুলিশ সুপারের (এসপি) গাড়ির ধাক্কায় দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাটে। একটি যাত্রীবোঝাই অটোর সঙ্গে এসপি-র গাড়...
29/11/2025

পুলিশ সুপারের (এসপি) গাড়ির ধাক্কায় দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাটে। একটি যাত্রীবোঝাই অটোর সঙ্গে এসপি-র গাড়ির সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ তোলেন যে, ওই ভিআইপি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসপি সাহেবের গাড়িটি বেপরোয়াভাবে এসে অটোতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর চালকের কাছে গেলে তার মুখ থেকে মদের তীব্র গন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন জনতা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ ঘাতক গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার আইসি (IC) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। উপস্থিত এক স্থানীয় প্রতিনিধি জানান, পুলিশের আশ্বাসে এবং স্থানীয়দের তৎপরতায় আহত ৭ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সামনে।
#বসিরহাট

Taki Maldives Resort ⛵😍    #বসিরহাট    #টাকি  #টাকী
29/11/2025

Taki Maldives Resort ⛵😍
#বসিরহাট #টাকি #টাকী

সাইক্লোন বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে ভারত, ১২ টন জরুরি সাহায্য নিয়ে কলম্বোয় আকাশপথে পৌঁছল  বায়ুসেনা   #বসিরহাট             ...
29/11/2025

সাইক্লোন বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে ভারত, ১২ টন জরুরি সাহায্য নিয়ে কলম্বোয় আকাশপথে পৌঁছল বায়ুসেনা
#বসিরহাট

29/11/2025

মিশরের ইতিহাস সম্পর্কে জানতে হলে আসতে হবে বসিরহাটের ঘোষ বাড়িতে🗿
#বসিরহাট

“মিশরের আসল পিরামিডের সেই রহস্যময় আবহ,এবার বসিরহাটের ঘোষবাড়িতেই! ✨🏛️ঘরের আঙিনায় দাঁড়িয়ে উঠেছে মিশরের আদলে তৈরি একদম...
28/11/2025

“মিশরের আসল পিরামিডের সেই রহস্যময় আবহ,
এবার বসিরহাটের ঘোষবাড়িতেই! ✨🏛️

ঘরের আঙিনায় দাঁড়িয়ে উঠেছে মিশরের আদলে তৈরি একদম মিনি পিরামিড—
দেখে সবাই অবাক, যেন চোখের সামনে আসল গিজার পিরামিডেরই চমক!
#বসিরহাট

হাকিমপুর হাই স্কুলে BSF-এর 143 ব্যাটালিয়নের অধীনস্থ BSFAHTU-এর উদ্যোগে মানবপাচার, বাল্যবিবাহ, শিক্ষা, সোশ্যাল মিডিয়ার ...
28/11/2025

হাকিমপুর হাই স্কুলে BSF-এর 143 ব্যাটালিয়নের অধীনস্থ BSFAHTU-এর উদ্যোগে মানবপাচার, বাল্যবিবাহ, শিক্ষা, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ভালো–খারাপ স্পর্শ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্রমবর্ধমান অপব্যবহার সম্পর্কে একটি বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন। BSF কর্মকর্তারা বিভিন্ন উদাহরণ ও উপস্থাপনার মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন এবং ঝুঁকি এড়ানোর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আয়োজকদের মতে, সীমান্ত এলাকায় মানবপাচার ও বাল্যবিবাহ এখনো উদ্বেগজনক সমস্যা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতা কার্যক্রম তরুণ প্রজন্মকে সঠিক তথ্য দিয়ে শক্তিশালী ভূমিকা রাখতে সাহায্য করবে।
#বসিরহাট

আমাদের টাকীর গর্ব, বীর সন্তান শহীদ রাকেশ দাস —যিনি কার্গিল যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং মাতৃভূমির জন্য ন...
28/11/2025

আমাদের টাকীর গর্ব, বীর সন্তান শহীদ রাকেশ দাস —
যিনি কার্গিল যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং মাতৃভূমির জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন —
আজ তাঁর প্রতি রইল আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম 💖🙏

এই সব রিয়েল হিরোদের কথা সমাজের বুকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই অনুরোধ 💖

জয় হিন্দ 🇮🇳
#বসিরহাট

গতকাল রাতে টাকি রোডে রাতেr অন্ধকারে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে পড়ে গন্ধ গোকুল বা সড়েল জখম এই প্রাণীর উদ্ধার ঘ...
28/11/2025

গতকাল রাতে টাকি রোডে রাতেr অন্ধকারে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়ে পড়ে গন্ধ গোকুল বা সড়েল জখম এই প্রাণীর উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
#বসিরহাট

বসিরহাট মানে… শব্দের ভাঁজে ভাঁজে এক শহরের গল্প💖✨“বসিরহাট মানে… আর কী কী হতে পারে জানাও”   #বসিরহাট
27/11/2025

বসিরহাট মানে… শব্দের ভাঁজে ভাঁজে এক শহরের গল্প💖✨
“বসিরহাট মানে… আর কী কী হতে পারে জানাও”
#বসিরহাট

রাতের হাসনাবাদ স্টেশন…কম ভিড়, বেশি অনুভূতি  🚂💙কার কার হোম স্টেশন— হাসনাবাদ?   #বসিরহাট
27/11/2025

রাতের হাসনাবাদ স্টেশন…
কম ভিড়, বেশি অনুভূতি 🚂💙
কার কার হোম স্টেশন— হাসনাবাদ?
#বসিরহাট

আজ বসিরহাট টাউনহলে 'বাংলার ভোট রক্ষা শিবির' ও বিশেষ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস।   #বসিরহাট         ...
27/11/2025

আজ বসিরহাট টাউনহলে 'বাংলার ভোট রক্ষা শিবির' ও বিশেষ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস।
#বসিরহাট

Address

Basirhat
Basirhat

Alerts

Be the first to know and let us send you an email when Basirhat In Watch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basirhat In Watch:

Share