Basirhat In Watch

Basirhat In Watch 'Basirhat In Watch' Popular Page of Basirhat Subdivision. For Business enquiries :
Email - [email protected]
(1)

পেজটির মুখ্য এবং প্রধান উদ্দেশ্য হল বসিরহাট বাসীর বসিরহাটের খবর জানান দেওয়া..বিভিন্ন ঘটনাবলির সাথে ও মজার তথ্য ও পরিবেশন করা।

For Business enquiries :
Email - [email protected]

বিঃদ্রঃ - কপিরাইট সংক্রান্ত কোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন।

গত কয়েক দিন আগে হিঙ্গলগঞ্জের দুলদুলি খেয়াঘাটে  নৌকায় একটি বাইক তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা রায়মঙ্গল নদী...
20/07/2025

গত কয়েক দিন আগে হিঙ্গলগঞ্জের দুলদুলি খেয়াঘাটে নৌকায় একটি বাইক তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা রায়মঙ্গল নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাইকটি নদীর গভীরে তলিয়ে যায়।

ঘটনার পর নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলে সম্প্রতি পাওয়া যায় এক বছর আগে একই জায়গায় পড়ে যাওয়া একটি স্কুটি। কিন্তু বর্তমান দুর্ঘটনায় নদীতে পড়ে যাওয়া বাইকটি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
#বসিরহাট

বসিরহাট সংগ্রামপুর জাগ্রত কালী মায়ের মন্দির 💖   #বসিরহাট
19/07/2025

বসিরহাট সংগ্রামপুর জাগ্রত কালী মায়ের মন্দির 💖
#বসিরহাট

যেখানেই থাকিনা কেন আসল শান্তি তো নিজের বাড়ি ফিরেই 😌 কি বলেন সবাই....💖   #বসিরহাট
19/07/2025

যেখানেই থাকিনা কেন আসল শান্তি তো নিজের বাড়ি ফিরেই 😌 কি বলেন সবাই....💖
#বসিরহাট

ধামাখালির হোটেল থেকে ১০ কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে এক হোটেল থেকে উদ্ধা...
19/07/2025

ধামাখালির হোটেল থেকে ১০ কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে এক হোটেল থেকে উদ্ধার হল ১০ কোটিরও বেশি মূল্যের জাল নোট। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটি একসময় এলাকায় 'ত্রাস' বলে পরিচিত শেখ শাহজাহানের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে কিছু আসল টাকাও রয়েছে বলে অনুমান, যার ফলে মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
#বসিরহাট

19/07/2025

সন্দেশখালি থানার ধামাখালীর রয়াল গেস্টহাউস থেকে বিপুল জাল নোট উদ্ধারে গ্রেফতার ২
#বসিরহাট

চাঁপাপুকুর ❎ পুকুর ✅    #বসিরহাট
18/07/2025

চাঁপাপুকুর ❎ পুকুর ✅
#বসিরহাট

বসিরহাট মানে 💖   #বসিরহাট
18/07/2025

বসিরহাট মানে 💖
#বসিরহাট

ভ্যাবলা হল্ট রেলওয়ে স্টেশন বারাসাত–হাসনাবাদ শাখার অন্তর্গত পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত একটি লোকাল হল্ট স্টেশন।এই স্টে...
18/07/2025

ভ্যাবলা হল্ট রেলওয়ে স্টেশন বারাসাত–হাসনাবাদ শাখার অন্তর্গত পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত একটি লোকাল হল্ট স্টেশন।

এই স্টেশনটি বসিরহাট শহরের কাছাকাছি অবস্থিত এবং স্থানীয় মানুষদের জন্য এক অত্যন্ত প্রয়োজনীয় যাতায়াত মাধ্যম। আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই স্টেশন ব্যবহার করে থাকেন।

যদিও স্টেশনের নাম “হল্ট”, বাস্তবে এখানে সব লোকাল ট্রেনই থামে। শিয়ালদহ থেকে হাসনাবাদগামী এবং হাসনাবাদ থেকে শিয়ালদহগামী প্রতিটি ট্রেন এই স্টেশনে যাত্রা বিরতি দেয়, তাই প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করে থাকেন।
#বসিরহাট

আমার বসিরহাট 💖   #বসিরহাট
18/07/2025

আমার বসিরহাট 💖
#বসিরহাট

সালটা ২০২৩। বসিরহাট কলেজের নবীন বরণ উৎসবের দিনটিতে প্রান্তিক ময়দান যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল। বলিউডের জনপ্রিয় গায়ক ...
18/07/2025

সালটা ২০২৩। বসিরহাট কলেজের নবীন বরণ উৎসবের দিনটিতে প্রান্তিক ময়দান যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং-এর উপস্থিতিতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।
চারদিক থেকে মানুষের ঢল নেমেছিল — ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তনী এবং সাধারণ মানুষ সবাই ভরে দিয়েছিল ময়দান। আনন্দ, উচ্ছ্বাস আর গানের সুরে দিনটি হয়ে ওঠে সত্যিই স্মরণীয়।

— কে কে গিয়েছিলে সেই দিন জানাও 😌

#বসিরহাট

বসিরহাট ও বারাসত স্টেশনের মধ্যে একটি নতুন ট্রেনজোড়া পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে আগামী ২১শে জুলাই ২০২৫, সোমবার থেকে।ট...
17/07/2025

বসিরহাট ও বারাসত স্টেশনের মধ্যে একটি নতুন ট্রেনজোড়া পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে আগামী ২১শে জুলাই ২০২৫, সোমবার থেকে।

ট্রেন চলাচলের সময়সূচি (পরীক্ষামূলক ভিত্তিতে):

আপ ট্রেন (বারাসত → বসিরহাট):
বারাসত থেকে ছাড়বে: সকাল ৬:২৫
বসিরহাটে পৌঁছাবে: সকাল ৭:২৫

ডাউন ট্রেন (বসিরহাট → বারাসত):
বসিরহাট থেকে ছাড়বে: সকাল ৭:৩৫
বারাসতে পৌঁছাবে: সকাল ৮:৩৭

এই নতুন ট্রেনজোড়া বারাসত ও বসিরহাটের মধ্যে প্রাতঃকালীন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। যাত্রীদের প্রতি অনুরোধ, তাঁরা যেন এই পরিষেবার সদ্ব্যবহার করেন এবং তাঁদের মূল্যবান মতামত প্রদান করে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন, যাতে ভবিষ্যতে এই ট্রেন চলাচল স্থায়ীভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
#বসিরহাট

17/07/2025

বসিরহাটবাসীর জন্য সুখবর!
প্রতীক্ষার পর অবশেষে বসিরহাটবাসীদের জন্য একটি বড়ো স্বস্তির খবর। খুব শিগগিরই সকালে একটি আপ ও একটি ডাউন — মোট এক জোড়া বসিরহাট লোকাল ট্রেন চালু হতে চলেছে।
#বসিরহাট

Address

Basirhat

Alerts

Be the first to know and let us send you an email when Basirhat In Watch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basirhat In Watch:

Share