নামাজী বন্ধু

নামাজী বন্ধু Im Ajgar Ali Mondal

16/11/2023

🥀🥰, ইসলামিক স্বামী-স্ত্রীর গল্প 🥰🌺

স্ত্রী— ওই শোনো,,!!

স্বামী- - হুম বলো,,!!

স্ত্রী— ওই শোনো না,, !!

স্বামী— হুম শুনছি তো বলো,,!!

স্ত্রী— একটা জিনিস চাইবো দিবা,,!!

স্বামী— আচ্ছা/ আগে শুনি, তারপর বলো,, !!

স্ত্রী— আমাকে একটা হিজাব কিনে দিবা,, !!

স্বামী— কি/ তোমাকে না ওই দিন একটা হিজাব কিনে দিলাম,, !!

স্ত্রী— হুম দিয়েছো তো? আর একটা লাগবে,, !!

স্বামী- পারবো না আমি,, !!

স্ত্রী— যাও তোমার সাথে আমার কোনো কথা নেই। মানুষ স্বামীর কাছে কত কিছু চায়, আমিতো শুধু একটা হিজাবই চেয়েছি,,!!

স্বামী— আচ্ছা! তাহলে যে ঐ দিন শাড়ী, বোরকা, চুরি এতোকিছু কিনে দিলাম''' সেগুলো কি,, !!

স্ত্রী— জানি নাহ্,,!!

স্বামী- - রাগ করছো/ আচ্ছা যাও আর একটা হিজাব কিনে দিবো,,!!

স্ত্রী— হাসি😊 দিয়ে বললো আমার আরো কিছু লাগবে,,!!

স্বামী— আচ্ছা/ আমার বউটার আর কি কি লাগবে শুনি,,!!

স্ত্রী— আমার একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ লাগবে,,!!

স্বামী— নতুন কোরআন শরীফ আর নতুন জায়নামাজ দিয়ে কি করবে শুনি?,,!!

স্ত্রী— জায়নামাযে বসে কোরআন শরীফ আর নামাজ পড়ে আমি তোমার জন্য দোয়া করবো। যেনো আমরা মৃত্যুর পর জান্নাতে একসাথে থাকতে পারি,,!!

স্বামী— হাসি😊 দিয়ে বললো/ আচ্ছা আমি আজকেই নিয়ে আসবো,,!!

স্ত্রী— হুম। আর তুমি ও আমার জন্য দোয়া করবে,, !!

স্বামী— ইনশাআল্লাহ,, !!

কিন্তু আফসোস এই জুগে এমন মেয়ে আছে কেমন মেয়ে ওই আমার ওয়েস্টার্ন পোশাক লাগবে!!

আমার ফোন লাগবে আমার ফোনে আনলিমিটেড ইন্টারনেট লাগবে আমার টাকা লাগবে!!

এখনকার জুগে কইটা মেয়ে জায়নামাজে বসে দিনদার নামাজী ছেলে চায়...???

চায় সব হ্যান্ডসাম টাকা ওয়ালা ছেলে!!

হে আমার প্রিয়তমা তার পরে ও আমি আমার এমন স্বপ্নের মত রানী চায় তোমার অপেক্ষায় আছি প্ৰিয়
আল্লাহ হাফেজ

26/10/2023

স্ত্রী স্বামীকে দ্বীনদার বানাতে পারেঃ

নারীর আরও একটি অবহেলা হলো, তারা স্বামীকে জাহান্নামের আগুনে থেকে রক্ষার চেষ্টা করে না। পুরুষ কি হালাল পথে উপার্জন করছে না হারাম পথে, সুদ নিচ্ছে কি না, এগুলোর প্রতি তারা মোটেও লক্ষ রাখে না ।

স্বামীকে বোঝান। বলুন, ‘হারাম পথে উপার্জন করবেন না, হালাল পথে যা উপার্জন হবে, তাতেই আমি জীবনযাপন করব।'

স্বামী নামায না পড়লে অনেক নারী কিছুই বলে না। অথচ নিজের স্বার্থ উদ্ধারের জন্য যত কাকুতি-মিনতি, মান-অভিমান দরকার সবই তারা করে।

স্ত্রী যদি স্বামীকে দ্বীনদার বানাতে চায়, তা কঠিন কোনো বিষয় নয়। কিন্তু শর্ত হলো নিজে দ্বীনদার হওয়া, নামায-রোযার পাবন্দি করা ।

Address

Basirhat
Basirhat
743437

Website

Alerts

Be the first to know and let us send you an email when নামাজী বন্ধু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share