16/11/2023
🥀🥰, ইসলামিক স্বামী-স্ত্রীর গল্প 🥰🌺
স্ত্রী— ওই শোনো,,!!
স্বামী- - হুম বলো,,!!
স্ত্রী— ওই শোনো না,, !!
স্বামী— হুম শুনছি তো বলো,,!!
স্ত্রী— একটা জিনিস চাইবো দিবা,,!!
স্বামী— আচ্ছা/ আগে শুনি, তারপর বলো,, !!
স্ত্রী— আমাকে একটা হিজাব কিনে দিবা,, !!
স্বামী— কি/ তোমাকে না ওই দিন একটা হিজাব কিনে দিলাম,, !!
স্ত্রী— হুম দিয়েছো তো? আর একটা লাগবে,, !!
স্বামী- পারবো না আমি,, !!
স্ত্রী— যাও তোমার সাথে আমার কোনো কথা নেই। মানুষ স্বামীর কাছে কত কিছু চায়, আমিতো শুধু একটা হিজাবই চেয়েছি,,!!
স্বামী— আচ্ছা! তাহলে যে ঐ দিন শাড়ী, বোরকা, চুরি এতোকিছু কিনে দিলাম''' সেগুলো কি,, !!
স্ত্রী— জানি নাহ্,,!!
স্বামী- - রাগ করছো/ আচ্ছা যাও আর একটা হিজাব কিনে দিবো,,!!
স্ত্রী— হাসি😊 দিয়ে বললো আমার আরো কিছু লাগবে,,!!
স্বামী— আচ্ছা/ আমার বউটার আর কি কি লাগবে শুনি,,!!
স্ত্রী— আমার একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ লাগবে,,!!
স্বামী— নতুন কোরআন শরীফ আর নতুন জায়নামাজ দিয়ে কি করবে শুনি?,,!!
স্ত্রী— জায়নামাযে বসে কোরআন শরীফ আর নামাজ পড়ে আমি তোমার জন্য দোয়া করবো। যেনো আমরা মৃত্যুর পর জান্নাতে একসাথে থাকতে পারি,,!!
স্বামী— হাসি😊 দিয়ে বললো/ আচ্ছা আমি আজকেই নিয়ে আসবো,,!!
স্ত্রী— হুম। আর তুমি ও আমার জন্য দোয়া করবে,, !!
স্বামী— ইনশাআল্লাহ,, !!
কিন্তু আফসোস এই জুগে এমন মেয়ে আছে কেমন মেয়ে ওই আমার ওয়েস্টার্ন পোশাক লাগবে!!
আমার ফোন লাগবে আমার ফোনে আনলিমিটেড ইন্টারনেট লাগবে আমার টাকা লাগবে!!
এখনকার জুগে কইটা মেয়ে জায়নামাজে বসে দিনদার নামাজী ছেলে চায়...???
চায় সব হ্যান্ডসাম টাকা ওয়ালা ছেলে!!
হে আমার প্রিয়তমা তার পরে ও আমি আমার এমন স্বপ্নের মত রানী চায় তোমার অপেক্ষায় আছি প্ৰিয়
আল্লাহ হাফেজ