Madrasah Salafia Ghorarash

  • Home
  • Madrasah Salafia Ghorarash

Madrasah Salafia Ghorarash For the preaching of islam Allah par bhorosa karo Allah tume madad karega
(1)

শাইখ ডক্টর ওবাইদুর রহমান বুখারী হাফেযাহুল্লাহ্ যার অক্লান্ত পরিশ্রম আমাকে মাঝে মাঝে অবাক করে।আমি মাঝে মাঝে বলি ভাই পারে ...
12/08/2025

শাইখ ডক্টর ওবাইদুর রহমান বুখারী হাফেযাহুল্লাহ্ যার অক্লান্ত পরিশ্রম আমাকে মাঝে মাঝে অবাক করে।
আমি মাঝে মাঝে বলি ভাই পারে কিভাবে?
কোনো কাজ করার ক্ষেত্রে আমি কখনও না বলতে শুনিনি।
বারাসাত স্টেট ইউনিভার্সিটির গেষ্ট প্রোফেসর,দাওয়াতী ময়দান সহ সমাজ সেবা মুলক প্রতিটি কাজে অংশগ্রহন সেই সঙ্গে মেহমানদারিতে প্রথম সারিতে থাকেন।
প্রতিটি কাজে যখন পরামর্শ চেয়েছি , সুপরামর্শ দিয়ে আমাকে সহযোগীতা করেছেন।
আজ যখন শুনেছি শাইখ আলিয়া ইউনিভার্সিটিতে সিলেক্টেট হয়েছেন খুব আনন্দিত হয়েছি ।
যে কোনো বিষয়ে ছাত্র,ছাত্রীরা অনেক বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ।
তাঁর বিষয়ে একটি মন্তব্য -
আমি গল্পঃ করি আমি মাদ্রাসা থেকে আগত অনেক ছাত্র, শিক্ষক,প্রফেসর, PhD স্কলারস দেখেছি যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের হুলিয়া পরিবর্তন করেছেন ।চায় সে পাঞ্জাবি থেকে শার্ট হোক ,পায়জামা থেকে প্যান্ট হোক বা দাড়ি থেকে বিনা দাড়ি হোক কিন্তু শাইখ ওবায়েদ ওই পোশাকেই সব জায়গায় মাথা উচু করে দাঁড়িয়ে থেকেছেন।
যদিও প্যান্ট,শার্ট এর বিষয়ে ফতওয়া দেওয়া আমার উদ্দ্যেশ্য নয়।

আমি আমার ও মাদ্রাসা সালাফিয়া পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আল্লাহ শাইখের ইলমে আরো বারাকা দান করুন আমীন এবং দ্বীনের জন্য কবুল করুন আমীন।

08/08/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে
জুম'আর খুতবা

🗣️ খতিব: শাইখ আব্দুল মাতিন আলিয়াবী।
(শিক্ষক - মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস)

বিষয় - দুয়া একটি এবাদত।

🗓️তারিখ:08/08/2025ইং
🕛সময়-১২ টা

🔰স্থান: ঘোড়ারাস জামে মসজিদ ।
স্থান:-ঘোড়ারাস, বসিরহাট(মাটিয়া),উত্তর ২৪ পরগানা, পশ্চিমবঙ্গ,ভারত।
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস

ইসলামের দ্বীতিয় প্রাণকেন্দ্র মদীনা তৈয়বা সেখানে অবস্থিত ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু  ইউনিভার্সিটি "মদীনা ইসলামিক...
04/08/2025

ইসলামের দ্বীতিয় প্রাণকেন্দ্র মদীনা তৈয়বা সেখানে অবস্থিত ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ইউনিভার্সিটি "মদীনা ইসলামিক ইউনিভার্সিটি" আজকে দ্বিতীয় বারের মতো অত্র ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ।
যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে ঘুরে দেখা বা কথা বলার জন্য পরিচিত ব্যাক্তিত্ব /ব্যাক্তিত্ব সম্পূর্ণ কেউ সঙ্গী হলে সব জায়গায় কথা বলা বা দেখার কোনও খামতি থাকে না। আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া এবং সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার সৌভাগ্য হয়েছে যার মাধ্যমে তিনি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব শাইখ (ডক্টর) আব্দুর রহমান বিন লুৎফুল্ হক মাদানী হাফেযহুল্লাহ।
ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি স্বতন্ত্র আল্লামা নাসিরউদ্দিন আলবানী, সালেহ বিন হুমাইদ দানকৃত লাইব্রেরী সহ সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ।
অন্যদিকে আমাদের সবার প্রিয় , বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস মদীনা ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে মুয়াদেলা সম্পূর্ণ হয়েছে। শাইখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফেযাহুল্লাহ্ পূর্ব থেকে এমাদাতুল কবুল ওয়াত তাসজিল অফিসের সাবেক মুদির এবং বর্তমান প্রধান কর্মকর্তা ডক্টর রাবেহ আব্দুল্লাহ আল আওফী হাফেযাহুল্লাহ্ যার সময়ে সালাফিয়ার মুয়াদালা হয়েছিল তাঁর সঙ্গে বৈঠকের সুযোগ করে দেন।
নির্ধারিত সময়ের আগেই আমরা অফিসের সামনে পৌঁছে যায় এবং বিস্তারিত আলোচনা হয়।
তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেন এবং আব্দুর রহমান আল আদিল মাদানীর প্রতি তার অগাধ ভালোবাসা এবং আন্তরিকতা আমরা হাড়ে হাড়ে অনুভব করেছি এক পর্যায়ে তিনি বলেন আব্দুর রহমান আমার ছেলে। আলহামদুলিল্লাহ্ মনে খুব তৃপ্তি হলো এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আশ্বস্ত করলেন। যে কোনো সুবিধা, অসুবিধা আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে আলোচনা করতে বললেন আমরা অত্যন্ত আনন্দিত হলাম।
এদিকে আব্দুর রহমান বিন লুতফুল হক মাদানীর ব্যক্তিত্ব তাদের কাছে তার প্রভাব অনুভব করে যাচ্ছিলাম ,আমার টিমের উপস্থিতিতে আব্দুর রহমান ভাই মাদ্রাসা প্লাস এলাকা, এক্টিভিটিস স্পষ্ট করে তুলে ধরেন আলহামদুলিল্লাহ।
অতঃপর বর্তমান রাইস ডক্টর আইমানের সঙ্গে মাদ্রাসার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ।তিনি আমাদের অনেক পরামর্শ দেন,যেগুলো পরামর্শ আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগী হবে ইনশা আল্লাহ।
দীর্ঘ্য সময় অতিবাহিত করে আমরা শাইখের সঙ্গে ফিরে আসি অন্যান্য বিষয় নিয়ে,ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শাইখের সঙ্গে অনেক আলোচনা হয় মসজিদে নববিতে।
পরবর্তীতে আমাদের প্রিয় বন্ধুবর শাইখ হাসানুজ্জামান মাদানী (মালদা)শাইখের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করি।
আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা শিশু ,আর্থিক অনটন সব মিলিয়ে টেনে উঠতে পারছি না ।যে কারণে বার বার হোঁচট খাচ্ছি।
মাশায়েখদের ক্ষমার দৃষ্টিতে দেখার, ভুল ত্রুটি সংশোধন করে আমাদের উৎসাহ দেওয়ার, সঙ্গে থাকার এবং দুয়া করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ মাদ্রাসা সালাফিয়াকে কবুল করুন আমীন এবং সঙ্গী সাথী সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণে কবুল করুন আমীন।

01/08/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে
জুম'আর খুতবা

🗣️ খতিব: শাইখ জিয়াউর রহমান সালাফী।
(শিক্ষক - মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস)

বিষয় - জীবন বড়ই স্বার্থপর।

🗓️তারিখ:01/08/2025ইং
🕛সময়-১২ টা

🔰স্থান: ঘোড়ারাস জামে মসজিদ ।
স্থান:-ঘোড়ারাস, বসিরহাট(মাটিয়া),উত্তর ২৪ পরগানা, পশ্চিমবঙ্গ,ভারত।
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেটি নির্ভেজাল কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে পরিচালিত হয়ে থ...
29/07/2025

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেটি নির্ভেজাল কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ।
বিভিন্ন সময়ে সঠিক আক্বীদা, মানহাজের প্রখ্যাত উলামা, মাশায়েখ গণের উপস্থিতির মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করার চেষ্টা করে থাকি।
এছাড়াও কখনো কখনো ভাষা শিক্ষা ও আরবী সাহিত্য সংস্কৃতি চর্চায় বিভিন্ন আরবী সাহিত্য পণ্ডিত নিয়ে আসার চেষ্টা করে থাকি। বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ, টিচার্স ট্রেনিং, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একদল যোগ্য শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সর্বদা ছাত্র, ছাত্রীদের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত। শরীয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য নির্ভেজাল কুরআন ও হাদীসের আলোকে জীবন যাপন এবং সঠিক আক্বীদা পোষণ ও সঠিক মানহাযের পথ অবলম্বন। বিভিন্ন ভাষা শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে কখনো কখনো সাময়িক পরিকল্পনা রূপায়ণ। তবে শরীয়ত বিকৃত করে নয়।
এক্ষেত্রে ভূল বুঝার কোনো অবকাশ নেই। আমরা সাধ্য মতো নিজ ক্ষমতা অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি , আপনারা আমাদের এবং মাদ্রাসা সালাফিয়ার জন্য অন্তর থেকে দুয়া করবেন।আল্লাহ আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণে কবুল করুন আমীন।
গত কয়েক দিন আগে শাইখ হাশিম আল মাদানী এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এক মাত্র মাদানী আলেম শাইখ আহসানউল্লাহ মাদানী ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
আমি আমার অবর্তমানে মাশায়েখ গণের স্বালাফিয়ার প্রতি অগাধ ভালোবাসার টানে সেখানে উপস্থিত হওয়া এবং সহকর্মী শিক্ষক দের অক্লান্ত ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে যে কোন কাজ সুষ্ঠ ভাবে আনজাম দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দুয়া করছি আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করুন আমীন।

24/07/2025

আপনারা দেখছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস থেকে ছাত্রদের উদ্দেশ্য উপদেশ মূলক প্রোগ্রাম-২০২৫

20/07/2025

আপনারা দেখছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের মহিলা বিভাগের দ্বিতীয় তলের ছাদ ঢালাই এর কাজ চলমান

আপনাদের আমানতের বাস্তবায়ন আলহামদুলিল্লাহ
7200 স্কোয়ার ফিট ছাদ ঢালায়।

🔴 অনুদান, প্রেরণের জন্য:
State Bank of India(Kholapota Branch)
Madrasah Salafiah Ghoraras A/c No-34887045597 IFSC-SBIN0012381

Number 9734841795

সার্বিক যোগাযোগ- 9734841795 (আব্দুল হামিদ ফাইজী)

18/07/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে নদিয়া থেকে
দাওয়াতী প্রোগ্রাম ২০২৫

আয়োজনে-মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস।

তারিখ :- 18/07/2025 রোজ- শুক্রবার।

স্থান:-খামারাটি, বামনপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ,ভারত।
Madrasah Salafia Ghorarash
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস


আপনারা দেখছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের পরিচালনায় মাসিক দাওয়াতী প্রোগ্রাম স্থান খামারাটি,বামনপাড়া,নদিয়া, উত্তর ২৪ পরগনা

18/07/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে
জুম'আর খুতবা

🗣️ খতিব: শাইখ আব্দুল হামিদ ফাইজী।
(ডাইরেক্টর - মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস)

বিষয় - হজ্জ ও উমরাহ।

🗓️তারিখ:18/07/2025ইং
🕛সময়-১২ টা

🔰স্থান: ঘোড়ারাস জামে মসজিদ ।
স্থান:-ঘোড়ারাস, বসিরহাট(মাটিয়া),উত্তর ২৪ পরগানা, পশ্চিমবঙ্গ,ভারত।
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস

17/07/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে কুল্লিয়া সুমাইয়া (রাঃ) লিল বানাত থেকে
দাওয়াতী প্রোগ্রাম ২০২৫

আয়োজনে-মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস।

তারিখ :- 17/07/2025 রোজ- বৃহস্পতিবার।

স্থান:-ঘোড়ারাস, জাফরপুর, মাটিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ,ভারত।
Madrasah Salafia Ghorarash
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস

16/07/2025

🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে ঘোড়ারাস বেলতলা ওয়ক্তিয়া মসজিদ থেকে
দাওয়াতী প্রোগ্রাম ২০২৫

আয়োজনে-মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস।

তারিখ :- 16/07/2025 রোজ- বুধবার।

স্থান:-ঘোড়ারাস, জাফরপুর, মাটিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ,ভারত।
Madrasah Salafia Ghorarash
#মাদ্রাসা_সালাফিয়া_ঘোড়ারাস

Address


Alerts

Be the first to know and let us send you an email when Madrasah Salafia Ghorarash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madrasah Salafia Ghorarash:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share