BB News

BB News পক্ষপাতহীন! সবার সাথে, সবার পাশে

🔴 পাকিস্তানের সম্ভাব্য আইসিবিএম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কাযুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থ...
27/06/2025

🔴 পাকিস্তানের সম্ভাব্য আইসিবিএম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, পাকিস্তান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র যদি ভারতের পক্ষ নিয়ে আগাম কোনো হামলা বা হস্তক্ষেপ করে, তা প্রতিহত করতেই ইসলামাবাদ এই উদ্যোগ নিচ্ছে।

তবে উদ্দেশ্য যাই হোক, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তাহলে ওয়াশিংটন তাকে একটি পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে—কারণ, যুক্তরাষ্ট্রের দিকে তাক করে রাখা আইসিবিএমধারী কোনো রাষ্ট্রকে কখনোই বন্ধু হিসেবে দেখা হয় না।

সূত্র: ফরেন অ্যাফেয়ার্স

ইরান জুড়ে বিজয় মিছিল! ইরান ও ই*সরায়েলের মধ্যকার ১২ দিনের র-ক্তক্ষয়ী সংঘাতের অবসানে যু/দ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানজুড়ে...
24/06/2025

ইরান জুড়ে বিজয় মিছিল! ইরান ও ই*সরায়েলের মধ্যকার ১২ দিনের র-ক্তক্ষয়ী সংঘাতের অবসানে যু/দ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানজুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব। যু;দ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সা:মরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস।

যে রকেটটি আজ সকালে "ইস/রাইল"কে বিস্মিত করেছে.. বিয়ার আল-সাবাতে ইরানি মি*সাইল বিপ*র্যস্ত স্থানের দৃশ্য।
20/06/2025

যে রকেটটি আজ সকালে "ইস/রাইল"কে বিস্মিত করেছে.. বিয়ার আল-সাবাতে ইরানি মি*সাইল বিপ*র্যস্ত স্থানের দৃশ্য।

🔴 মোদি সরকারের ১১ বছরের শাসনকে শূন্য নাম্বার দিলেন সিদ্দারামাইয়াকর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভারতের প্রধানমন্ত...
11/06/2025

🔴 মোদি সরকারের ১১ বছরের শাসনকে শূন্য নাম্বার দিলেন সিদ্দারামাইয়া

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভারতের প্রধানমন্ত্রী মোদি নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সরকারকে শূন্য নাম্বার দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, মোদি সরকারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা, মিথ্যা প্রচারণা এবং কৃষকদের আন্দোলন বিজেপি শাসনের আসল রূপ সকলের সামনে প্রকাশ করে দিয়েছে।

ভূস্বর্গ কাশ্মীরে ভূকম্পন অনুভূত হল
08/06/2025

ভূস্বর্গ কাশ্মীরে ভূকম্পন অনুভূত হল

বসিরহাটের পীরজাদা খোবাইব আমিন যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। দিল্লীর সদর দফতরে গিয়ে যোগ দিলেন পীরজাদা।আললামা রুহুল আমিন ফা...
31/05/2025

বসিরহাটের পীরজাদা খোবাইব আমিন যোগদান করলেন জাতীয় কংগ্রেসে।
দিল্লীর সদর দফতরে গিয়ে যোগ দিলেন পীরজাদা।
আললামা রুহুল আমিন ফাউন্ডেশনের সম্পাদক, পীরজাদা হজরত রুহুল আমিনের পৌত্র পীর খোবায়েব আমিন আজ নয়াদিল্লির সর্ব ভারতীয় কংগ্রেসের দফতরে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, সর্ব ভারতীয় কংগ্রেসের মিডিয়া আউটরিচ বিভাগের চেয়ারপারসন পবন খেরা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

কাশ্মীরের বারামুল্লায় আজকের মক ড্রিল
31/05/2025

কাশ্মীরের বারামুল্লায় আজকের মক ড্রিল

নিজস্ব প্রযুক্তির ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে ভারত
29/05/2025

নিজস্ব প্রযুক্তির ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে ভারত

দু দিনের বর্ষণে ভেসে গেলো ৩৫ কোটির তৈরি আত্রেয়ী নদীর ড্যাম! ৩৩ কোটি দিয়ে প্রথমে তৈরী হয়েছিল। এক বছরের মধ্যে ভেঙে পড়ায় ৮৭...
20/05/2025

দু দিনের বর্ষণে ভেসে গেলো ৩৫ কোটির তৈরি আত্রেয়ী নদীর ড্যাম! ৩৩ কোটি দিয়ে প্রথমে তৈরী হয়েছিল। এক বছরের মধ্যে ভেঙে পড়ায় ৮৭ লক্ষ টাকা দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছিল। প্রটেকশনের কাজের জন্য আরও ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এরপরও দ্বিতীয়বার ভেঙে গেল ড্যাম....এবার দেখার আর কত টাকা বরাদ্দ হয়!!?
"ভাঙা ড্যামে কোটি টাকার জল, তবু রক্ষা নেই—কে নেবে দায়?"

এখনও ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয়নি, এই আবহে থানাগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিলেন নগরপাল।
18/05/2025

এখনও ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয়নি, এই আবহে থানাগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিলেন নগরপাল।

পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার হরিয়ানার কলেজ পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করায় গ...
18/05/2025

পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার হরিয়ানার কলেজ পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে ভারতের গোপন ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন ওই তরুণ। বিনিময়ে তিনি মোটা টাকা পেয়েছিলেন বলেও দাবি তদন্তকারীদের। পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগে এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় গ্রেফতারির খবর সামনে এল। (India-Pakistan Tension)

হরিয়ানার কৈথল থেকে ২৫ বছর বয়সি কলেজ পড়ুয়া, দেবেন্দ্র সিংহ ঢিলোঁকে গ্রেফতার করা হয়েছে। পটিয়ালা খালসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পাঠরত ওই পড়ুয়া। সম্প্রতি ফেসবুকে তিনি পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করেছিলেন, যার জেরে গত ১২ মে তাঁকে গ্রেফতার পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (India-Pakistan Conflict)

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত বছর নভেম্বর মাসে কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তান গিয়েছিলেন ওই তরুণ। সেখানে পাকিস্তানের ISI এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ হয়। ISI এজেন্টদের হাতে গোপন ও স্পর্শকাতর তথ্য তুলে দেন তিনি। ঢিলোঁকে নিজেদের বাগে আনতে ISI প্রচুর টাকাও খরচ করে বলে জানা গিয়েছে। কৈথলের পুলিশ সুপার আস্থা মোদি জানিয়েছেন, স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র দেবেন্দ্র। ISI-কে তিনি পটিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবিও পাঠিয়েছিলেন।

দেবেন্দ্রর ফোনটি বাজেয়াপ্ত করে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তান থেকে ফিরে আসার পরও ISI এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল দেবেন্দ্রর। দেবেন্দ্র সেই কথা স্বীকারও করে নিয়েছেন বলে দাবি করেছেব তদন্তকারীরা।

এর আগে, ২৪ বছর বয়সি নৌমান ইলাহি নামের এক তরুণকে পানিপথ থেকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণ হরিয়ানায় নিরাপত্তারক্ষীর চাকরি করছিলেন। তদন্তকারীদের দাবি, পাকিস্তানকে গোপন তথ্য পাচার করে জামাইবাবু এবং এক গাড়ির চালকের অ্যাকাউন্টে টাকা নিতেন নৌমান। পঞ্জাব পুলিশও গত সপ্তাহে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করে। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক আধিকারিকের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, পাকিস্তানের হয়ে তাঁরা চরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। পর পর এমন ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা
18/05/2025

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা

Address

Basirhat

Telephone

+919614880617

Website

Alerts

Be the first to know and let us send you an email when BB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BB News:

Share