
22/07/2025
পড়াশোনায় মন বসলে সাফল্য ধরা দেবেই: নতুন নজির গড়ছে শিশুদের ব্রেইন ট্রেনিং"
সুজয় দাস , সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক , | ২২ জুলাই ২০২৫ : বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ—শিশুদের মনোযোগ ধরে রাখা। স্মার্টফোন আর ডিজিটাল আসক্তির যুগে বইয়ে মন বসানো যেন এক কঠিন যুদ্ধ। কিন্তু সেই চ্যালেঞ্জের মাঝেও আশার আলো দেখাচ্ছে নতুন এক উদ্যোগ—'ব্রেইন ট্রেনিং' বা ‘মাইন্ডফুল লার্নিং’ পদ্ধতি।
সম্প্রতি দেশের একাধিক প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে বিশেষ এক কর্মসূচি, যেখানে শিশুদের শেখানো হচ্ছে কীভাবে মনোযোগ ধরে রেখে, দৃষ্টিকে কেন্দ্রীভূত করে পড়াশোনায় আরও বেশি ফল পাওয়া যায়।
কীভাবে কাজ করে এই পদ্ধতি?
এই ‘ব্রেইন-ফোকাস মেথড’ শিশুদের শেখায়—
গভীর মনোযোগ কাকে বলে,
শুনে শেখা ও মনে রাখা কৌশল,
স্মৃতিশক্তি বাড়ানোর বিজ্ঞানসম্মত উপায়,
এবং আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরে শেখার পদ্ধতি।
শুধু বই মুখস্থ নয়, বরং প্রতিটি বিষয় যেন চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা ও মন দিয়ে বোঝার একটি একীভূত অভিজ্ঞতায় পরিণত হয়—সেই দিকেই লক্ষ্য এই বিশেষ পাঠদানের।
ফলাফল কী?
এই পদ্ধতিতে অংশ নেওয়া স্কুলগুলোতে শিক্ষকদের মতে,
> “শিশুরা এখন ক্লাসে বেশি মনোযোগী, প্রশ্ন বেশি করে, এবং লেখালেখির মান উন্নত হচ্ছে।”
অভিভাবকদের বক্তব্য:
> “আমার ছেলের বইয়ের প্রতি উৎসাহ দেখে আমি নিজেই অবাক!” — বললেন এক অভিভাবক।
বিশেষজ্ঞরা বলছেন, মনোযোগ বাড়ানোর এই উদ্যোগ শুধু একাডেমিক ফল নয়, শিশুদের সামগ্রিক মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।