Calcutta Television Network

Calcutta Television Network We are pleased to welcome you at AKD Group's
Calcutta Television Network Pvt. Ltd (CTVN AKD Plus).

04/09/2025

On this special day, Calcutta Television Network – AKD Parivar extends heartfelt gratitude to all the teachers who dedicate their lives to spreading knowledge, values, and inspiration. 📚🌟

A teacher is not just an educator, but a mentor, guide, and friend who shapes our journey of life. 💐

🙏 Thank you for your wisdom, patience, and endless guidance.

💖 With love & respect,
– Calcutta Television Network | AKD Parivar

30/05/2025

সুরে সুরে আপনাদের মন মাতাতে আসছেন বাঁকুড়ার শিল্পী তনিমা নন্দী।
ভালো লাগার গান, অনুষ্ঠানটি দেখুন
১ জুন ২০২৫ রবিবার ঠিক দুপুর ৩:৩০ ঘটিকায়।

15/05/2025
09/05/2025
30/04/2025

শুভ অক্ষয় তৃতীয়া

অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনটার জন্য বহু পরিবার, পরিবারের মঙ্গলের জন্য পুজো করেন, প্রার্থনা করেন। অক্ষয় তৃতীয়ায় দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দেবার জন্য মানুষের ভীড় জমতে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানে শুভ হালখাতাও শুরু হয়। কথা হচ্ছে বেছে বেছে ঠিক এই দিনটাতে কেন মানুষ উদগ্রীব হয়ে থাকেন পুজো-দেবার জন্য। এবং শুভ কাজ করার জন্য। আসুন তার কারণ খুঁজে বার করি।

30/04/2025

AKD Parivar ও CTVN AKD PLUS এর পক্ষ থেকে সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা...🙏

22/04/2025

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা একদম জমজমাট। ১৮ তম আইপিএলের মরশুম মাঝপথে। আজ মঙ্গলবার মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তালিকায় লক্ষ্য করলে দেখা যাবে লখনউ এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে দিল্লি। এখনও অবধি ২ নম্বর স্থানে অক্ষরের দিল্লি বাহিনী এবং ৫ নম্বরে ঋষভের লখনউ । এদিনের ম্যাচ একদম হাড্ডাহাড্ডি লড়াই।

21/04/2025

কলকাতার দুর্গে দাপট দেখাতে মরিয়া গুজরাত

শুরু থেকেই ভালো ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। বর্তমানে পয়েন্ট টেবিলের তালিকায় একদম শীর্ষ স্থানে রয়েছে শুভমন গিলের গুজরাত। আজ সোমবারের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে ক্রিকেটের নন্দনকানন অর্থাৎ ইডেন গার্ডেন্সে। কলকাতার ঘরের মাঠে ম্যাচ। বাড়তি উত্তেজনা রয়েছে কেকেআর শিবিরকে নিয়ে। এখনও অবধি ৭ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় এসেছে কলকাতার। পয়েন্ট টেবিলের তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিনের ম্যাচে শুভমন গিলকে নিয়ে দর্শক তথা গোটা ক্রিকেট মহলের বাড়তি নজর রয়েছে। কারণ একটাই পুরোনো দল বনাম বর্তমান দল। একটা সময়ে গিল কেকেআরের হয়ে খেলেছে। তবে বর্তমানে তিনি গুজরাত টাইটান্স-র ক্যাপ্টেন। প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠবেন শুভমন গিল! সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

19/04/2025

ঘরের মাঠে দাপট দেখাবে রাজস্থান রয়্যালস?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। এদিনের ম্যাচ রাজস্থানের দুর্গে। চলতি আইপিএলে এখনও অবধি খুবই খারাপ অবস্থা পিঙ্ক আর্মির। ৭ ম্যাচ খেলে মাত্র ২ টিতে জয় এসেছে তাদের। পয়েন্ট টেবিলের তালিকায় ৮ নম্বরে রাজস্থান। অনেকটাই চাপের মুখে তারা। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৪ টিতে জয় এসেছে ঋষভ বাহিনীর। পয়েন্ট টেবিলের তালিকায় ৫ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শুরু থেকেই বেশ ভালো পারফর্ম্যান্স দিয়ে এসেছে লখনউ। চোট পেয়েছিল অধিনায়ক সঞ্জু স্যামসন। এদিনের ম্যাচ তিনি অধিনায়ক করবেন? উঠছে প্রশ্ন। স্যামসন না থাকলে ক্যাপ্টেন্সির দায়িত্ব রিয়ান পরাগের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Address

89, M. B. Road, Birati
Behala
700051

Alerts

Be the first to know and let us send you an email when Calcutta Television Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Calcutta Television Network:

Share