
10/07/2025
ঝন্টার একমাত্র ভালোবাসার মানুষ ছিল আহ্লাদি পিসি, যার একটাই নেশা – বৃষ্টিভেজা দুপুরে তাজা মাছের স্বাদ। পিসির সেই শখ পূরণ করতে ঝন্টা ছিপ হাতে নদীর ধারে ছুটে যেত। কিন্তু হঠাৎ করেই আহ্লাদি পিসির মৃত্যু হয়। এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা – রাতে ঝন্টা শুনতে পায় কার যেন অদৃশ্য ডাক, যা তাকে নদীর দিকে টেনে নিয়ে যায়। দিনে দুপুরে হঠাৎ তার যা দরকার হয়, অদৃশ্য হাত যেন ঠিক তখনই সেই জিনিস হাজির করে। চারপাশের মানুষরা তার থেকে দূরে সরে যায়, কারণ গ্রামের মানুষদের ধারণা – ঝন্টাকে, ছায়ার মত আগলে রেখেছে নিশি!
গ্রামে গুজব ছড়িয়ে পড়ে – ঝন্টাকে ঘিরে লুকিয়ে আছে অশরীরী রহস্য! নিশির এই আগলে রাখা ক কেবলই সাহায্য? নাকি এর আড়ালে আছে অন্য কোনো পিশাচী বাসনা? শেষ পর্যন্ত ঝন্টার পরিণতি কী? সে কি বেঁচে থাকবে, না অদৃশ্য সেই শক্তির কবলে চিরতরে হারিয়ে যাবে?
সব উত্তর জানতে হলে শুনতে হবে spine-chilling গল্প “নিশির ডাক”, শুধুমাত্র আমাদের চ্যানেলে!
ঝন্টার একমাত্র ভালোবাসার মানুষ ছিল আহ্লাদি পিসি, যার একটাই নেশা – বৃষ্টিভেজা দুপুরে তাজা মাছের স্বাদ। পিসির সেই .....