The Conveyor

The Conveyor প্রতিদিনকার বিশেষ খবরের সঠিক উপস্থাপনা|

বর্তমানে উন্নত টেকনোলজির যুগে আমাদের বাসস্থান বলুন বা যে কোনও স্থাপত্য। বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্যে আমরা সেগুলো নির্...
16/07/2025

বর্তমানে উন্নত টেকনোলজির যুগে আমাদের বাসস্থান বলুন বা যে কোনও স্থাপত্য। বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্যে আমরা সেগুলো নির্মাণ করে থাকি। কিন্তু হলফ করে বলা যায়না, সেগুলি কতদিন টেকসই হবে। অথচ আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, দেখতে পাব কি ভীষণ অবাক করা সব স্থাপত্য নির্মিত হয়েছে একেবারে মানুষের মেধার ভিত্তিতে, বলা ভালো আজকের কথায় ম্যানুয়াল প্রসেসে। তেমনই বিষয় উপস্থাপিত হয়েছে একটি প্রদর্শনীতে। আমি তো রীতিমতো আপ্লুত হয়ে গেছি, এই বিষয়কেও কেন্দ্র করে প্রদর্শনী করা যায়, তা ভেবে।...

বর্তমানে উন্নত টেকনোলজির যুগে আমাদের বাসস্থান বলুন বা যে কোনও স্থাপত্য। বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্যে আমরা স.....

আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পেরিয়ে গেছে। বলা যেতেই পারে আমরা এখন যথেষ্ট স্বাবলম্বী একটি দেশ। কিন্তু এই স্বা...
16/06/2025

আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পেরিয়ে গেছে। বলা যেতেই পারে আমরা এখন যথেষ্ট স্বাবলম্বী একটি দেশ। কিন্তু এই স্বাধীনতা লাভের পেছনের ইতিহাস আমাদের সকলেরই কম- বেশি জানা। কিন্তু সেই সময়কার নথি, জিনিসপত্র সম্বন্ধে জানার অবকাশ আমাদের সচরাচর হয়না। রয়েছে মিউজিয়াম, কিন্তু সেগুলো বড্ড দুরের মনে হয়। আমাদের মধ্যেই এমন কিছু মানুষজন আছেন, যাঁরা বিভিন্ন দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসেন। তাঁদের মাধ্যমে এখনও বেঁচে আছে আমাদের ঐতিহ্যমন্ডিত দুষ্প্রাপ্য, অমূল্য জিনিস। যা আমাদের অবাক করে, বিহ্বল করে তোলে অতীতের গৌরবান্বিত সময়ের কথা স্মরণ করায়।...

আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পেরিয়ে গেছে। বলা যেতেই পারে আমরা এখন যথেষ্ট স্বাবলম্বী একটি দেশ। কিন্ত....

৯ মাসের ব্যোমযাত্রা শেষে অবশেষে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায়...
11/05/2025

৯ মাসের ব্যোমযাত্রা শেষে অবশেষে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশ যান। সুনীতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।ভারতীয় বংশোদ্ভূত সুনীতাদের ঘরে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। আলাদা উন্মাদনা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন জায়গাতেও। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কথা দিয়েছিলাম, কথা রাখলাম।’ নাসা জানিয়েছে, গত ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ে গবেষণা করা হয়েছে।...

৯ মাসের ব্যোমযাত্রা শেষে অবশেষে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ....

বর্তমানে আমাদের সমাজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। আগেও যে সমাজের অধঃপতন হয়নি তা নয়, যুগের সঙ্গে সঙ্গে সেই সংজ্...
11/05/2025

বর্তমানে আমাদের সমাজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। আগেও যে সমাজের অধঃপতন হয়নি তা নয়, যুগের সঙ্গে সঙ্গে সেই সংজ্ঞা যেন পাল্টে যাচ্ছে। বেশ অল্পকালের মধ্যেই এ বঙ্গদেশে সমাজ ব্যবস্থায়, সমাজভাবনায় আমূল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তাই কবিগুরুকে স্মরণ করতে তাঁর সমাজ ভাবনার কিছু দিক তুলে ধরতে চাইছি এই অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ভাবনা ছিল প্রগতিশীল, মানবতাবাদী ও আধুনিক চিন্তাধারায় সমৃদ্ধ। তিনি সমাজের অবক্ষয়, কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন বিষয়ে গভীরভাবে চিন্তা করেছেন। তাঁর সমাজভাবনা ছিল গভীর, মানবিক এবং বাস্তবধর্মী। তিনি জীবনের প্রতিটি স্তরে, বিশেষ করে শিক্ষা, নারী স্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা, গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক চেতনায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষে মানুষে ভেদাভেদ মুছে ফেলা উচিত। জাতপাত, ধর্ম, বর্ণভেদ তিনি কখনোই সমর্থন করেননি। তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ, যেখানে সকল মানুষ সমান মর্যাদায় বাঁচবে। কিন্তু বর্তমানে আমরা দেখছি, সেক্যুলারিজম নামে এক তকমা হচ্ছে। অদ্ভুত এক তাচ্ছিল্য নজরে পড়ছে সেকুলার মনোবৃত্তির মানুষদের সম্বন্ধে। যদিও তার যথেষ্ট কারণও রয়েছে বলে মনে হয়। গ্রামবাংলার দুর্দশা রবীন্দ্রনাথকে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেছিলেন, দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি গ্রামীণ সমাজ অবহেলিত থাকে। তাই তিনি 'পল্লিসংস্কার' কার্যক্রম শুরু করেন। কৃষি, হস্তশিল্প, স্বাস্থ্য ও শিক্ষা—এই চারটি স্তম্ভকে ভিত্তি করে তিনি গ্রামীণ সমাজকে সচল ও স্বনির্ভর করার প্রয়াস নেন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত শিক্ষা হওয়া উচিত জীবনমুখী ও সৃজনশীল। ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দে পাবনায় এক প্রাদেশিক সম্মেলনে কবি বলেন, "তোমরা যে পারো এবং যেখানে পারো, এক একটি গ্রামের ভার গ্রহণ করিয়া সেখানে গিয়ে আশ্রয় লও। গ্রামগুলিকে ব্যবস্থাবদ্ধ করো। শিক্ষা দাও, কৃষিশিল্প ও গ্রামের ব্যবহার সামগ্রী সম্বন্ধে নতুন চেষ্টা প্রবর্তিত করো। গ্রামবাসীদের বাসস্থান যাহাতে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর হয়, তাহাদের মধ্যে সেই উৎসাহ সঞ্চার করো। এবং যাহাতে তাহারা নিজেরা সমবেত হইয়া গ্রামের সমস্ত কর্তব্য সম্পন্ন করে, সেইরূপ বিধি উদ্ভাবিত করো। এ কর্মে খ্যাতির আশা করিও না। এমনকি, গ্রামবাসীদের নিকট হইতে কৃতজ্ঞতার পরিবর্তে বাধা ও অবিশ্বাস স্বীকার করিতে হইবে। ইহাতে কোনও উত্তেজনা নাই, কোনও ঘোষণা নাই, কেবল ধৈর্য এবং প্রেম, নিভৃতে তপস্যা- মনের মধ্যে কেবল এই একটিমাত্র পণ, যে, দেশের মধ্যে সকলের চেয়ে যাহারা দুঃখী, তাহাদের দুঃখের ভাগ লইয়া সেই দুঃখের মূলগত প্রতিকার সাধন করিতে সমস্ত জীবন সমর্পণ করিব......

বর্তমানে আমাদের সমাজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। আগেও যে সমাজের অধঃপতন হয়নি তা নয়, যুগের সঙ্গে সঙ্গে স....

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা
15/04/2025

সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা

22/03/2025

ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সে.....

20/02/2025

২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য হল "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন।"

26/01/2025
ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের কাছে বক্সা ফোর্ট অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৪৪ ফুট উচ্চতায় অব...
21/01/2025

ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের কাছে বক্সা ফোর্ট অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৪৪ ফুট উচ্চতায় অবস্থিত বক্সা ফোর্ট নতুন ট্রেকারদের জন্য যথেষ্ট রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। দুর্গটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে যে তিব্বতের সম্রাট সোং-সিন-গ্যাম্পো ৭ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্ব ভারতে তিব্বত আক্রমণের সময় বক্সা দুর্গ তৈরি করেছিলেন। আবার অন্য একটি মত অনুযায়ী কামতাপুর রাজবংশের প্রথম শাসক রাজা সংকল্প তিব্বতীয় সেনাবাহিনীর আক্রমণ ঠেকাতে দুর্গটি নির্মাণ করেছিলেন।...

ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের কাছে বক্সা ফোর্ট অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৪৪ ফুট উ...

১৯ নভেম্বর। দিনটি সংগীত প্রেমিক মানুষ মানেই বিশেষ দিন হিসেবে মনে রাখবেন। কিংবদন্তি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন শুরু হ...
21/01/2025

১৯ নভেম্বর। দিনটি সংগীত প্রেমিক মানুষ মানেই বিশেষ দিন হিসেবে মনে রাখবেন। কিংবদন্তি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন শুরু হয়েছে এ বছর থেকেই। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর অঞ্চলের গাজিপুরে ছোট্ট ছেলেটি যখন বড় হয়ে উঠছে, তখন থেকেই তাঁর বিস্ময় প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল। ছোটবেলা থেকেই তিনি তার পিতার সংগ্রহে থাকা পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীত শুনতেন। তাঁর শৈশবের বেশির ভাগ সময় কেটেছে আসামের চা বাগানে, পিতার সান্নিধ্যে। মেধাবী সলিল ১৯৪৪ সালে যখন স্নাতক পড়াশোনার জন্য কলকাতায় আসেন, তখনই ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দল ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-এ (Indian Peoples Theater Association) যোগ দেন।...

১৯ নভেম্বর। দিনটি সংগীত প্রেমিক মানুষ মানেই বিশেষ দিন হিসেবে মনে রাখবেন। কিংবদন্তি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদয.....

প্রাচীনকালে রাঁচি জেলা এবং পার্শ্ববর্তী পরগণার সাথে সামঞ্জস্যপূর্ণ ট্র্যাক্টটি মুন্ডা এবং ওরাওঁ উপজাতিদের অবিচ্ছিন্ন অধি...
21/01/2025

প্রাচীনকালে রাঁচি জেলা এবং পার্শ্ববর্তী পরগণার সাথে সামঞ্জস্যপূর্ণ ট্র্যাক্টটি মুন্ডা এবং ওরাওঁ উপজাতিদের অবিচ্ছিন্ন অধিকারে ছিল এবং আর্যদের কাছে ঝাড়খণ্ড বা 'বনাঞ্চল' নামে পরিচিত ছিল। সমগ্র ট্র্যাক্ট সম্ভবত প্রাচীন ভারতে প্রত্যক্ষ হিন্দু প্রভাবের ফ্যাকাশে ছিল। যাইহোক, মহাভারত যুগে রাজগৃহের পরাক্রমশালী সম্রাট জরাসন্ধ এই অঞ্চলের উপর এক প্রকার শিথিল তদারকি করতেন। একইভাবে, মগধের মহাপদ্মানন্দ অগ্রসেন, যিনি উড়িষ্যা পর্যন্ত সমগ্র দেশকে বশীভূত করেছিলেন, ঝাড়খণ্ডের উপরও কিছুটা নিয়ন্ত্রণ লাভ করতে পারেন।...

প্রাচীনকালে রাঁচি জেলা এবং পার্শ্ববর্তী পরগণার সাথে সামঞ্জস্যপূর্ণ ট্র্যাক্টটি মুন্ডা এবং ওরাওঁ উপজাতিদের অব.....

আমাদের দেশে ঐতিহ্যমন্ডিত জায়গা বলতে যে জায়গাগুলির নাম একবাক্যে উঁকি দেয়, তার মধ্যে অন্যতম হল খাজুরাহের মন্দির। ছোট থেকেই...
21/01/2025

আমাদের দেশে ঐতিহ্যমন্ডিত জায়গা বলতে যে জায়গাগুলির নাম একবাক্যে উঁকি দেয়, তার মধ্যে অন্যতম হল খাজুরাহের মন্দির। ছোট থেকেই বিভিন্ন বইতে বা ছবিতে দেখে আমরা আকৃষ্ট হই সেই মন্দির গাত্রের অপরূপ শৈলী প্রত্যক্ষ করার জন্য। তবে মন্দির গাত্রের শৈলীগুলি নিয়ে সাধারনের মনে যে চটক উদ্দীপনার বিষয় আলোচনার কেন্দ্রে চলে আসে, খাজুরাহোর মন্দির শৈলীকে তেমন অতি সাধারণ একটা ম্যান দিয়ে ফেলা বোধহয় উচিত নয়। খাজুরাহোর মন্দিরে বিভিন্ন ধরনের শিল্পকর্মের মধ্যে মন্দিরের বাইরে এবং ভিতরে মিলিয়ে মাত্র ১০% হল যৌন বা কামুক শিল্প। গোটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই সময়ের কারুশিল্পীরা কি পরিমান শিল্পের নিদর্শন রেখে গেছেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায়না। অথচ আমরা এই মন্দির স্থাপত্যগুলির কি ভীষণ নঞর্থক একটা বিষয় প্রতিপন্ন করার বিষয়ে উৎসাহী।...

আমাদের দেশে ঐতিহ্যমন্ডিত জায়গা বলতে যে জায়গাগুলির নাম একবাক্যে উঁকি দেয়, তার মধ্যে অন্যতম হল খাজুরাহের মন্দির। ছ...

Address

Behala

Alerts

Be the first to know and let us send you an email when The Conveyor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Conveyor:

Share