Today bengal news

Today bengal news 'Today Bengal news' is the only page where your news is not long, but short. State, politics, district, sports will get all the news in brief -

01/09/2024

Belakoba : খুটিঁ পুজোর মাধ্যমে সূচনা হল বেলাকোবা স্টেশন কলোনির দুর্গোৎসবের। এবছর ৭৩ তম বর্ষে পদার্পন করতে চলেছে এই পুজো। কি রয়েছে থিম জানুন বিস্তারিত

29/08/2024

অবসরের পর এককালীন ৫ লক্ষ টাকা পাবে সিভিক ভলেন্টিয়ার, ভাতা বাড়ল ভিলেজ পুলিশের, সিদ্ধান্ত রাজ‍্য সরকারের

27/08/2024

Belakoba : বনধ্ সমর্থনে মাইকিং বন্ধ করল পুলিশ। আটক বিজেপি কর্মী। গনতন্ত্র রোধের চেষ্টার অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে নবান্ন অভিযানে সফল না হওয়ায় রাজ‍্যের পরিবেশ অশান্ত করার চেষ্টার অভিযোগ তৃণমূলের।

Belakba : বেলাকোবা ডায়েট কলেজের জমি জট যেন কাটছেই না। মঙ্গলবার ফের মাপঝোক শুরু করল ভূমি রাজস্ব আধিকারিক। তবে এদিনও মিলল ...
27/08/2024

Belakba : বেলাকোবা ডায়েট কলেজের জমি জট যেন কাটছেই না। মঙ্গলবার ফের মাপঝোক শুরু করল ভূমি রাজস্ব আধিকারিক। তবে এদিনও মিলল না রফা সূত্র। তর্কাতর্কির মধ্যে ফের পিছু হাটল প্রশাসন আবারও কোথাও লিখিতভাবে জানানোর নির্দেশ।

Belakoba : স্কুলে স্কুলে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদাড়ি পুলিশের। সচেতনতার পাশাপাশি আতঙ্ক কাটাতে ছাত্রীদের দে...
27/08/2024

Belakoba : স্কুলে স্কুলে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদাড়ি পুলিশের। সচেতনতার পাশাপাশি আতঙ্ক কাটাতে ছাত্রীদের দেওয়া হল পুলিশের ফোন নম্বর।

22/08/2024

Belakoba : আরজি কর কান্ডে প্রতিবাদী জনতা, দোষীদের শাস্তি না হলে দেখবে তাদের ক্ষমতা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কার্যত গোটা মিছিল থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জনতার।

Belakoba : আরজি কর কান্ডের প্রতিবাদে রাজ‍্যের অনান‍্য জায়গায়র পাশাপাশি রাজগঞ্জ বিধানসভার বেলাকোবাতেও পথ অবরোধ করে বিক্ষো...
16/08/2024

Belakoba : আরজি কর কান্ডের প্রতিবাদে রাজ‍্যের অনান‍্য জায়গায়র পাশাপাশি রাজগঞ্জ বিধানসভার বেলাকোবাতেও পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

belakoba :  #আরজি কর কান্ডের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি বেলাকোবায় মোমবাতি মৌন মিছিল মহিলাদের। বেলাকোবা পুলিশ ফাড়ি থেকে এই...
14/08/2024

belakoba : #আরজি কর কান্ডের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি বেলাকোবায় মোমবাতি মৌন মিছিল মহিলাদের। বেলাকোবা পুলিশ ফাড়ি থেকে এই মৌন মিছিল বের হয় বাজার পরিক্রমা করে কলেজ মোড় হয়ে শেষ হয় স্টেশন কলোনিতে। শতাধিকের উপরে এদিন নারীদের এই মৌন মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। কার্যত গোটা মিছিলটি নিস্তব্ধ ছিল। এদিন মিছিলের শুরু থেকে শেষ পযর্ন্ত নিরাপত্তায় ছিল বেলাকোবা ফাড়িঁর পুলিশ।

Belakoba :  বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে বেলাকোবা ফাড়িরঁ পুলিশের কড়াকড়ি। মঙ্গলবারও লাগাতার এ...
13/08/2024

Belakoba : বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে বেলাকোবা ফাড়িরঁ পুলিশের কড়াকড়ি। মঙ্গলবারও লাগাতার এই নাকা চেকিং চলতে থাকে। এদিন সকালে কলেজ মোড় এবং পানিট‍্যাঙ্কি মোড়ে এই নাকা চেকিং চলে। নেতৃত্ব দিয়েছিলেন বেলাকোবা ফাড়ির ওসি কেসি লেপচা। যেখানে হেলমেট বিহীন বাইকও ধরেন পুলিশ কর্মীরা। জরিমানার পাশাপাশি অনেককে আবার সর্তক করে ছেড়ে দেয় পুলিশ। এই নাকা চেকিং এর সময় অবৈধভাবে বালি - মাটি পাচার একটি ট্রলিকে আটকের পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়।

Belakoba : বাইক চুরির ঘটনায় সাফল্য বেলাকোবা ফাড়িঁর পুলিশের। গ্রেফতার তিন। বেলাকোবার বিবেকানন্দ কলোনির বাসিন্দা অসীম সরকা...
10/08/2024

Belakoba : বাইক চুরির ঘটনায় সাফল্য বেলাকোবা ফাড়িঁর পুলিশের। গ্রেফতার তিন। বেলাকোবার বিবেকানন্দ কলোনির বাসিন্দা অসীম সরকারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ১ সাবালক হলে ২ জন নাবালক। পুলিশের সাফল্যে খুশি স্থানীরা।

Braking news : প্রয়াত হলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বার্ধক‍্য বয়সে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন...
08/08/2024

Braking news : প্রয়াত হলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বার্ধক‍্য বয়সে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন তিনি। আজ অবস্থার অবনতি হয়ে ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন।

Rajganj : কখনও স্কুল তো আবার কখনও বাজার। সরজমিনে পরিদর্শন জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের। জলপাইগুড়ির শহরের পাশাপাশি জলপাইগ...
01/08/2024

Rajganj : কখনও স্কুল তো আবার কখনও বাজার। সরজমিনে পরিদর্শন জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের।

জলপাইগুড়ির শহরের পাশাপাশি জলপাইগুড়ি মহকুমা অধীনস্থ এবার রাজগঞ্জ ব্লকের বাজার পরিদর্শনে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। বৃহস্পতিবার অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়েই রাজগঞ্জের একাধিক বাজারে পরিদর্শন করেন মহকুমা শাসক। একাধিক খাদ্যের দোকানে খাদ্যের গুণগত মানের যাচাইয়ের পাশাপাশি সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেই নিয়েও খোঁজ নেন তিনি।

01/08/2024

Belakoba : বেলাকোবা ডায়েট কলেজের জমি দখলমুক্ত শুরু। কোথাও বচসা আবার কোথাও উচ্ছেদের আশঙ্কা একাংশ স্থানীয়দের। জমি দখলকান্ডে নাম জড়িয়েছে বেলাকোবা নবদূত ক্লাবেরও। প্রশাসন যদি চায় ভেঙে নেবে মন্তব্য ক্লাব সম্পাদকের।

Rajganj : পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হতেই হতশ্রীর মতো অবস্থা। অভিযোগ, একমাস না যেতেই রাস্তার পিচ উপচে যাচ...
29/07/2024

Rajganj : পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হতেই হতশ্রীর মতো অবস্থা। অভিযোগ, একমাস না যেতেই রাস্তার পিচ উপচে যাচ্ছে। নিম্নমানের কাজের অভিযোগে সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসিদের। রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের গঠিয়া গঞ্জ এলাকার ঘটনায় চাঞ্চল্য।

28/07/2024

Jalpaiguri : সুকান্ত মজুমদারের উত্তর - পূর্ব উন্নয়ন মন্ত্রকের সাথে উত্তরবঙ্গের যোগের প্রস্তাবে সমর্থন জলপাইগুড়ির সাংসদের। কি বললেন তিনি দেখুন,

Jalpaiguri : কেন্দ্রীয়  সরকারের  উত্তর - পূর্ব উন্নয়ন  মন্ত্রকের সাথে উত্তরবঙ্গকে যোগ করা প্রস্তাব নিয়ে সুকান্ত মজুমদারে...
28/07/2024

Jalpaiguri : কেন্দ্রীয় সরকারের উত্তর - পূর্ব উন্নয়ন মন্ত্রকের সাথে উত্তরবঙ্গকে যোগ করা প্রস্তাব নিয়ে সুকান্ত মজুমদারের পাশে দাড়ালেন এবার জলপাইগুড়ির বিজেপি সাংসদ। তার মুখে উঠে আসল উত্তরবঙ্গের বঞ্চনার কথা।

Jalpaiguri : জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিত চক্রবর্তীর নেতৃত্বে এবার শহরের খাওয়ার দোকান জুড়ে অভিযান প্রশাসনের। শনিবার ...
27/07/2024

Jalpaiguri : জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিত চক্রবর্তীর নেতৃত্বে এবার শহরের খাওয়ার দোকান জুড়ে অভিযান প্রশাসনের। শনিবার সদর মহুকুমা শাসকের নেতৃত্বে পুলিশ, কৃষি দপ্তর, খাদ‍্য দপ্তরের আধিকারিক নিয়ে এই অভিযান চলে। একাধিক ফাস্ট ফুড়, মিস্টান্ন‍্য ব‍্যবসায়ীদের দোকানে হানা দেওয়া হয়।

Jalpaiguri & Dhupguri : অবৈধভাবে ট্রেনের টিকিটে কালোবাজারি অভিযোগে রেল পুলিশের হাতে গ্রেফতার এক।  সূত্রের খবর, পুলিশের হ...
26/07/2024

Jalpaiguri & Dhupguri : অবৈধভাবে ট্রেনের টিকিটে কালোবাজারি অভিযোগে রেল পুলিশের হাতে গ্রেফতার এক। সূত্রের খবর, পুলিশের হাতে ধরা পরা ব‍্যাক্তির নাম জিতিস পাল ( ৪৭ )। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বাসিন্দা তিনি। অভিযোগ, ধুপগুড়ির ঠাকুর পাঠ এলাকায় অনলাইনের দোকানে বসেই ট্রেনের টিকিট কালোবাজারি করত। ঘটনার খবর পায় রেল পুলিশ। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনের রেল পুলিশের আধিকারিকেরা তাকে পাকড়াও করে।

Address

Belakoba
735133

Telephone

+917679312132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today bengal news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share