BARUA beldanga news

BARUA beldanga news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BARUA beldanga news, Media/News Company, barua, beldanga, murshidabad, Beldanga.

মিরাজুল সেখ – সংগ্রামী জীবনের এক অনন্য প্রেরণামিরাজুল সেখ একজন অস্থি-প্রতিবন্ধী হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনের...
24/08/2025

মিরাজুল সেখ – সংগ্রামী জীবনের এক অনন্য প্রেরণা

মিরাজুল সেখ একজন অস্থি-প্রতিবন্ধী হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনের প্রতিটি পদক্ষেপে সংগ্রামের নজির স্থাপন করেছেন। বাবা - মা হারা মিরাজুল তিনি আলিয়া ইউনিভার্সিটি থেকে B.A (কামিল) থিওলজি অনার্স বিভাগে ৬৪% নাম্বার অর্জন করেছেন, যা তার অধ্যবসায় ও দৃঢ় মনোবলের প্রতিফলন।

শিক্ষার পাশাপাশি তিনি সমাজসেবামূলক নানা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। করোনা মহামারির সময় অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, রক্তদান শিবির আয়োজন, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণসহ মানবকল্যাণমূলক অসংখ্য কাজে তার আন্তরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষত দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে সবসময় তাকে দেখা যায়।

বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, বেলডাঙ্গা-১ ব্লক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে প্রতিবন্ধী মানুষদের অধিকার ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যে কেউ প্রতিবন্ধী সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন।

তার কাজ দেখে সমাজের সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা মুগ্ধ ও আপ্লুত। আমরা বেলডাঙ্গাবাসী তার মনের জোর দেখে গর্বিত ও অনুপ্রাণিত।

ভবিষ্যতে তিনি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং নিজের জীবনে একটি সরকারি চাকরি পেয়ে আর্থিক ও সামাজিকভাবে আরও সুরক্ষিত হতে পারেন—এটাই আমাদের আন্তরিক কামনা। এজন্য তার শিক্ষাজীবনে আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা প্রত্যাশা করি, সকলে একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবেন।

বিশদ জানতে : 7029682344 (মিরাজুল) 9433770012 (বেলডাঙ্গা পোস্ট - Whatsapp)

#সাফল্য

আগামী 9 আগস্ট পাঁচরাহা 111 নম্বর রেলগেটের ফ্লাইওভারের দাবিতে আন্দোলন হবে আপনারা সবাই সামিল হোন
29/07/2025

আগামী 9 আগস্ট পাঁচরাহা 111 নম্বর রেলগেটের ফ্লাইওভারের দাবিতে আন্দোলন হবে আপনারা সবাই সামিল হোন

29/07/2025

পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে রাজ্য পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করুন।
9147727666

বড়ুয়া মোড়ে দুর্ঘটনায় মৃত মোবাইল এক্সপ্রেস দোকানের মালিক সামিউল ইসলাম(22)ঘটনাটি ঘটেছে আজ ভোর ৩টে নাগাদ বড়ুয়ার মোড়ে...
06/07/2025

বড়ুয়া মোড়ে দুর্ঘটনায় মৃত মোবাইল এক্সপ্রেস দোকানের মালিক সামিউল ইসলাম(22)
ঘটনাটি ঘটেছে আজ ভোর ৩টে নাগাদ বড়ুয়ার মোড়ে। ওই সময়ে আওয়াজ হয়ে বিদ্যুৎ ফায়ার হয়ে তার কেটে গেছিল সেই অবস্থায় থতমতো খেয়ে পড়ে যায়, এমত অবস্থায় একটা বাস চলে আসে এবং পায়ের উপর দিয়ে চলে যায়। হাসপাতালের চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বেলডাঙ্গাবাসী।

04/07/2025

বড়ুয়ার মোড় পুরো ফাঁকা করে দিয়েছে,, কোনো দোকান নেই রাস্তার দুই পাশে,, রাস্তার কাজ চালু হয়ে গেছে ।। এখন শেষ কবে হবে সেটার অপেক্ষা ।।🩷

17/06/2025
17/06/2025

বেলডাঙা সারগাছিতে চাকরি দেওয়ার নাম করে ১০০০০ টাকা ৮০০ জনের কাছ থেকে নিয়েছে চারজনকে বেলডাঙা থানার পুলিশ গ্রেপ্তার করেছে

যেখানে কিছু "জনপ্রতিনিধি" শুধু আশ্বাস দেন, সেখানে খড়গ্রাম থানার OC স্যারের কাজই উত্তর! একজন ক্যান্সার আক্রান্ত সাধারণ মা...
16/06/2025

যেখানে কিছু "জনপ্রতিনিধি" শুধু আশ্বাস দেন, সেখানে খড়গ্রাম থানার OC স্যারের কাজই উত্তর!

একজন ক্যান্সার আক্রান্ত সাধারণ মানুষ—জালালউদ্দিন মমিন, নিজের অসহায়তা জানিয়ে থানায় আসেন। না, টাকা চাইতে নয়... একটা সুযোগ চাইতে—যাতে তার সংসারটা বাঁচে, আর মর্যাদায় বাঁচে।

⚡ স্যালুট জানাতে হয় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার স্যারকে—
তিনি শুধু শুনলেন না, তৎক্ষণাৎ উদ্যোগ নিলেন। হাতে তুলে দিলেন চায়ের দোকান চালানোর যাবতীয় জিনিস—সম্মানের সাথে বাঁচার সাহস।✅

এটাই তো চাই—এই মানবতা, এই সহানুভূতি।
মানবিক সৈনিক!❤

স্যালুট OC স্যার সুরজিৎ হালদার 🙏

15/06/2025
14/06/2025

Address

Barua, Beldanga, Murshidabad
Beldanga
742189

Telephone

+919733657777

Website

Alerts

Be the first to know and let us send you an email when BARUA beldanga news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BARUA beldanga news:

Share