
06/07/2025
বড়ুয়া মোড়ে দুর্ঘটনায় মৃত মোবাইল এক্সপ্রেস দোকানের মালিক সামিউল ইসলাম(22)
ঘটনাটি ঘটেছে আজ ভোর ৩টে নাগাদ বড়ুয়ার মোড়ে। ওই সময়ে আওয়াজ হয়ে বিদ্যুৎ ফায়ার হয়ে তার কেটে গেছিল সেই অবস্থায় থতমতো খেয়ে পড়ে যায়, এমত অবস্থায় একটা বাস চলে আসে এবং পায়ের উপর দিয়ে চলে যায়। হাসপাতালের চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বেলডাঙ্গাবাসী।