
24/08/2025
মিরাজুল সেখ – সংগ্রামী জীবনের এক অনন্য প্রেরণা
মিরাজুল সেখ একজন অস্থি-প্রতিবন্ধী হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনের প্রতিটি পদক্ষেপে সংগ্রামের নজির স্থাপন করেছেন। বাবা - মা হারা মিরাজুল তিনি আলিয়া ইউনিভার্সিটি থেকে B.A (কামিল) থিওলজি অনার্স বিভাগে ৬৪% নাম্বার অর্জন করেছেন, যা তার অধ্যবসায় ও দৃঢ় মনোবলের প্রতিফলন।
শিক্ষার পাশাপাশি তিনি সমাজসেবামূলক নানা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। করোনা মহামারির সময় অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, রক্তদান শিবির আয়োজন, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণসহ মানবকল্যাণমূলক অসংখ্য কাজে তার আন্তরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষত দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে সবসময় তাকে দেখা যায়।
বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, বেলডাঙ্গা-১ ব্লক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে প্রতিবন্ধী মানুষদের অধিকার ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যে কেউ প্রতিবন্ধী সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন।
তার কাজ দেখে সমাজের সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা মুগ্ধ ও আপ্লুত। আমরা বেলডাঙ্গাবাসী তার মনের জোর দেখে গর্বিত ও অনুপ্রাণিত।
ভবিষ্যতে তিনি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং নিজের জীবনে একটি সরকারি চাকরি পেয়ে আর্থিক ও সামাজিকভাবে আরও সুরক্ষিত হতে পারেন—এটাই আমাদের আন্তরিক কামনা। এজন্য তার শিক্ষাজীবনে আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা প্রত্যাশা করি, সকলে একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবেন।
বিশদ জানতে : 7029682344 (মিরাজুল) 9433770012 (বেলডাঙ্গা পোস্ট - Whatsapp)
#সাফল্য