“আমরা কলকাতাকে এখনও Calcutta বলি”
শহরের উষ্ণতম দিন হোক কিংবা কাকভেঁজা বিকেল, ফুটপাথের ধার ঘেঁষে বেলুন গাড়ী থাকুক চাই না থাকুক, গৌতম চট্টপাধ্যায় কিন্তু চিরোকালীন। ঠিক তেমনি ভাবে চিরকালীন জীবনান্দের বেহুলা বা সুরভিত anti septic ক্রিম বোরোলীন।
এমন সব অমলিন মানুষজন কিংবা ঐতিহ্যের সাক্ষী থাকা ঘটনা সমূহকে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ। তাই আমরা কলকাতাকে এখনও Calcutta বলি কিংবা লাইফবয় কে লাইটবয়।
তুলসী চক্রবর্তী থেকে বেনিমাধব শীল, নন্দ্লাল বসুর পুরনো বাড়িটা থেকে সোজা হেঁটে বাগবাজারের পটলার দোকানের তেলেভাজা, যাদের নিয়ে কথা বলার মতো সময় ঘন্টাখানেকের কোনোদিন কোনও সুমনের হয়না আমরা তাদের নিয়েই কথা বলি। সাথে থাকুন পাশে রাখুন দ্যা এক্সপ্লোরেচারকে, কারন রবীন্দ্রনাথের বাইরে গিয়ে এবার একটু অবন ঠাকুরকে explore করতে হবে তো, নাকি??