
01/06/2025
পুঁজিবাদী ও ভোগসর্বস্ব ব্যবস্থার মধ্যে থাকতে থাকতে মানুষ যখন তার মনুষ্যত্বের চরিত্র হারিয়ে নিজেই পণ্যে পরিণত হয় এবং ক্রমাগত এই তন্ত্রের যাঁতাকলে শোষিত, নিষ্পেষিত হতে হতে নাম হারিয়ে হয়ে যায় কেবল সংখ্যা অথবা ভোক্তা তখন একটা লিটল ম্যাগাজিন এর চরিত্র ধরে রাখা আরও বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সেই সঙ্গে ‘লোভ’ নামক রিপুটিকে জয় করে ভাষাহীনের ভাষা ও হাতিয়ার হয়ে দাঁড়ানো লিটল ম্যাগাজিনের গুরুত্ব, প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ়ভাবে ও অবিসংবাদিত ভাবে স্পষ্ট ও প্রতিষ্ঠিত হতে থাকে। আর এই দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করেই আপনপাঠ পত্রিকার ‘গল্পসংখ্যা - এখনকার গল্প’-র এই লড়াই। আর তাকে সঙ্গী করেই অনেকগুলো বাধার পাহাড়কে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশিত হল আপনপাঠ পত্রিকা – গল্পসংখ্যা, এখনকার গল্প।
পত্রিকাটিতে রয়েছে ‘এখনকার গল্প’ যেখানে সমসাময়িক পটভূমিতে রচিত হয়েছে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক-ঐতিহাসিক-মানসিক জীবনের টুকরো টুকরো চিত্র। আর এইসব অতি-সাধারণ, গতানুগতিক মানুষের জীবনচরিত গল্পকারদের অক্ষরের বুননে পেয়েছে ভাষা ও প্রাণ। সমসাময়িকতার বৃত্ত পেরিয়ে হয়ে উঠেছে সর্বজনীন। পত্রিকাটিতে গল্পের সঙ্গে সঙ্গে রয়েছে আখ্যান-ভাবনা বিষয়ক প্রবন্ধ ও সাম্প্রতিক পাঠ।
★ পত্রিকাটির প্রচ্ছদ করেছেন রাকেশ কুমার দাস।
❤️ সঙ্গে রইল লেখক সূচি —
★ গল্প ★
• কাহ্ন - বনমালী মাল
• রাতমোহনা - অনুপম মুখোপাধ্যায়
• টাইম কলের দেশ - শুভ্র মৈত্র
• অগণিতের আত্মলিপ্সা - শরদিন্দু সাহা
• হিমাদ্রীর হাতি - শাক্যজিৎ ভট্টাচার্য
• বকুলতলা রাইফেল ক্যাম্প - শুভংকর গুহ
• এখন অস্ত্রবিরতি - শান্তনু ভট্টাচার্য
• চেয়ারম্যানের চিঠি - শুভ্র চট্টোপাধ্যায়
• রাষ্ট্রীয় ভগবান ও গরুর রচনা - সোমনাথ ঘোষাল
• হীরকের সংসার - শীর্ষেন্দু দত্ত
• ক্যাপ্টেন ডলফিন - রাজীব কুমার ঘোষ
• ভয় - অর্ণব সাহা
• বাল্মীকি - অভিষেক ঝা
• পেন্ডুলাম - শঙ্খদীপ ভট্টাচার্য
• কেমন আছেন - চিরঞ্জয় চক্রবর্তী
• ডুবো পাহাড় - জয়দীপ চট্টোপাধ্যায়
• টিউনিং - সৌগত ভট্টাচার্য
• পেয়ারাবাগান গলির ইতিহাসে পালবংশের সংক্ষিপ্ত বিবরণ - স্বপন পাণ্ডা
• মানুষের নিজস্ব পতাকা - শুভজিৎ ভাদুড়ী
• চতুর্বিশংতিতত্ত্ব - হিরণ্ময় গঙ্গোপাধ্যায়
• অশ্বিনী কুহক যদি ঘন বরষায় - কিন্নর রায়
★ আখ্যান ভাবনা ★
• ভারত-ইতিহাসের জীবাশ্ম : ফসিল — নির্মাল্য কুমার ঘোষ
• আখ্যানের ভিন্ন পরিসরে ‘কাপুরুষ’-এর কথকতা — কেশবচন্দ্র সাহা
★ পুরুষোত্তম সিংহ-র সাম্প্রতিক পাঠ ★
• পচা চালকুমড়োর ছাঁচে গড়া সমাজকে ভেঙে ফেলার পদকীর্তন
• দৃশ্য থেকে দৃশ্যান্তর - বৃত্ত থেকে ব্যাসার্ধ
• প্রান্তকে অভিনব কায়দায় ধরেছে যে গল্পগ্ৰন্থ
★ পত্রিকাটি সরাসরি আপনপাঠ থেকে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।
★এছাড়া কলেজস্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, প্ল্যাটফর্ম থেকেও সংগ্ৰহ করতে পারেন পত্রিকাটি।
#আপনপাঠ
#আপনপাঠবই #আপনপাঠপত্রিকা
#আপনপাঠগল্পসংখ্যা #এখনকারগল্প