পিলাক 365 নিউজ

পিলাক 365 নিউজ সত্যের সন্ধানে সারাক্ষণ

26/06/2025

দক্ষিন জেলার সারাসীমার রাহুল দেবনাথ প্রায় ৮০% দিব্যাঙ্গ। এবার উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৬৬% নম্বর নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সে বিপ্লব কুমার দেবের কাছে, তাঁর উচ্চ শিক্ষার জন্য একটি ল্যাপটপ দাবি করেছিল। আজ তিনি নিজে রাহুলের হাতে ল্যাপটপটি তুলে দিলেন। রাহুলের মা মানুষের বাসায় কাজ করে সংসারের খরচ বহন করেন।

২৮শে পতন নিশ্চিত বিজেপির বললেন জিতেন...
26/06/2025

২৮শে পতন নিশ্চিত বিজেপির বললেন জিতেন...

26/06/2025

সংবিধান নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য

অনুমান অনুসারে, প্রায় ৫০,০০০ ঘনমিটার মাটি এবং পাথর রেলওয়ে রিটেইনিং ওয়াল পর্যন্ত এসে পড়েছে। কমপক্ষে ৩০,০০০ ঘনমিটার মা...
25/06/2025

অনুমান অনুসারে, প্রায় ৫০,০০০ ঘনমিটার মাটি এবং পাথর রেলওয়ে রিটেইনিং ওয়াল পর্যন্ত এসে পড়েছে। কমপক্ষে ৩০,০০০ ঘনমিটার মাটি পরিষ্কার করতে হবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাকের কাজ শুরু করা যায়। রেলওয়ে দলগুলি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং লামডিং বিভাগ এবং সদর দপ্তরের ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা পুনরুদ্ধার প্রচেষ্টা পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য ঘটনাস্থলে ক্যাম্প করছেন।

24/06/2025

সামাজিক মাধ্যমে এক কপোত - কপোতির হু*ম*কি!

#পিলাক৩৬৫নিউজ

24/06/2025

প্রতাপগড় ঘোষপাড়ায় বঙ্গেশ্বর নদীতে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। আজ সকালে এলাকাবাসী দুর্গন্ধ পাওয়ায় নদীতে দেখতে পায় অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। তদন্ত করছে। তবে এই এ দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় এবং যে হারে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগেই। হাত পায়ের বিভিন্ন অংশ শরীর থেকে আলাদা অবস্থায়। এলাকাবাসী জানাই গতকাল রাতে ও গন্ধ পাওয়া যায় নি আজ গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে দেখা যায় এই মৃ*ত*দেহ।

23/06/2025

পুলিশের জালে জনপ্রিয় মেডিকেল হলের মালিক! সিজ করা হল মেডিকেল হলের একাধিক সামগ্রী! জনগণের ক্ষোভের মুখ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় থানায়! মৃত গৃহবধুর পরিবারের পাশে দাঁড়ালো তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়! জানা যায় প্রাইভেট চেম্বারে বসে জনৈক্য তাপস কুমার সরকার নামে এক ডক্টরের ভুল চিকিৎসা সহ জনপ্রিয় মেডিকেল হলের মালিকের গাফিলতিতে মৃ*ত* এক গৃহবধূ, অভিযোগ পরিবারের! ঘটনা তেলিয়ামুড়ায়!

23/06/2025

ধর্মনগরের জনতার হাতে আটক কুখ্যাত চোর ।

23/06/2025

আবারো মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে হাতির সমস্যা নিরসনের দাবিতে সড়ক অবরোধ!!!

ঘটনা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর এর পুরান বাজার এলাকায় উত্তর কৃষ্ণপুর-তেলিয়ামুড়া‌ সড়কে।।। উল্লেখ্য,,, কৃষ্ণপুর এবং মুঙ্গিয়াকামী এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় বন্য দাতাল হাতির তান্ডব রুখতে প্রায় একেবারেই ব্যার্থ বন দপ্তর এবং প্রশাসন। প্রায় প্রত্যেকদিন রাতে বন্য দাতাল হাতি আক্রমন চালিয়ে ওইসব এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। এই ঘটনা একের পর এক প্রশাসন,বন দপ্তর কিংবা এলাকার মন্ত্রী বিকাশ কে জানিয়েও ফল হল অশ্বডিম্ব। এই নিয়ে বহুবার এলাকাবাসীদের তরফ থেকে সড়ক অবরোধ করা হয়েছে কিন্তু আশ্বাস প্রদান করা হলেও হাতির সমস্যা নিরসনে কোনো স্থায়ী সমাধান করতে ব্যার্থ প্রশাসন। তাই আজ আবারো উত্তর কৃষ্ণপুর এলাকার সাধারণ মানুষ সড়ক অবরোধ করে। পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়,,,তেলিয়ামুড়া‌ থানার পুলিশ এবং অবরোধ কারীদের সঙ্গে কথা বলছেন। কিন্তু শেষ সংবাদ লেখা পর্যন্ত পথ অবরোধ অব্যাহত রয়েছে।।।

22/06/2025

আবারো ইতিহাস তৈরি করলেন জিবি হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের কর্মরত এক নার্স !!

রোগীর পরিজনদের অভিযোগ মূলে জানা গেছে, সকাল থেকে ওয়ার্ডের বাথরুমে তালা দিয়ে রেখেছেন ঐ কর্তব্যরত নার্স। ফলে দুর্ভোগের শিকার রোগী এবং তার পরিজনদের। এই সংবাদটি সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার সহ দেখে নেওয়ার হুমকিও দেন ঐ নার্স। রোগীর পরিজনদের অভিযোগ, ঐ নার্স কর্মস্থল বাদ দিয়ে রুমে গিয়ে নিজের মোবাইলে গল্পে মগ্ন থাকেন।

22/06/2025

BMW গাড়িতে আ*গুন লাগিয়ে দেয় দু*ষ্কৃ*তি*কা*রীরা !!!

শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর নয় নম্বর পাড়ায় বিদ্যুৎ নিগমের কর্তা উত্তম বর্মনের বাড়িতে এই ঘটনা।

20/06/2025

ত্রিপুরাতে আন্দোলন করার একটাই দল আছে সেটা হলো তিপ্রামথা । ত্রিপুরাতে ডেইলি অনুপ্রবেশ হচ্ছে।

#পিলাক৩৬৫নিউজ

Address

Belonia
799144

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিলাক 365 নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share