23/06/2025
আবারো মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে হাতির সমস্যা নিরসনের দাবিতে সড়ক অবরোধ!!!
ঘটনা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর এর পুরান বাজার এলাকায় উত্তর কৃষ্ণপুর-তেলিয়ামুড়া সড়কে।।। উল্লেখ্য,,, কৃষ্ণপুর এবং মুঙ্গিয়াকামী এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় বন্য দাতাল হাতির তান্ডব রুখতে প্রায় একেবারেই ব্যার্থ বন দপ্তর এবং প্রশাসন। প্রায় প্রত্যেকদিন রাতে বন্য দাতাল হাতি আক্রমন চালিয়ে ওইসব এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। এই ঘটনা একের পর এক প্রশাসন,বন দপ্তর কিংবা এলাকার মন্ত্রী বিকাশ কে জানিয়েও ফল হল অশ্বডিম্ব। এই নিয়ে বহুবার এলাকাবাসীদের তরফ থেকে সড়ক অবরোধ করা হয়েছে কিন্তু আশ্বাস প্রদান করা হলেও হাতির সমস্যা নিরসনে কোনো স্থায়ী সমাধান করতে ব্যার্থ প্রশাসন। তাই আজ আবারো উত্তর কৃষ্ণপুর এলাকার সাধারণ মানুষ সড়ক অবরোধ করে। পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়,,,তেলিয়ামুড়া থানার পুলিশ এবং অবরোধ কারীদের সঙ্গে কথা বলছেন। কিন্তু শেষ সংবাদ লেখা পর্যন্ত পথ অবরোধ অব্যাহত রয়েছে।।।