19/10/2025
গত ১৭ তারিখ কবিরাজ টিলা জহর চন্দ্র নমো বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ দুই জন চোর এবং একজন জুয়েলারি ক্রেতাকে ধরতে সক্ষম হয় এডি নগর থানার পুলিশ এবং আজকে তাদেরকে কোর্ট প্রেরণ করা হবে এই চুরি
যাওয়া ঘটনা নিয়ে বিস্তারিত বলেন থানার ওসি সুশান্ত দেব।