Sp Gourango Roy

Sp Gourango Roy পাশে থাকলে পাশে পাবেন।
আশো সবাই মিলে একসাথে এগিয়ে যাই।

17/10/2024

যত তাড়াতাড়ি বিয়ে করবেন,তত তাড়াতাড়ি সুফল পাবেন,ভাবছেন কি করে..? তবেঁ শুনুন..বিয়ে করে কি কি পাবেন..!!

-বিয়ে করে আপনি সর্ব প্রথম একটা বউ পাবেন.!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারা দিনে যখন একটাও কল আসবেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়..? বলার মানুষ পাবেন..! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হবে।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পাবেন। একটা ওয়াসিং মেশিন পাবেন,পাঞ্জাবী টা ময়লা হয়েছে বললেই,মেশিন অটো চলবে.!

-একটা অটো টেপ-রেকর্ডার পাবেন,মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকবে.! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হবে,কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হবে.! কখনো 'হাইফাইভ'দেখালে অটো বন্ধ হয়ে যাবে,বড় বিচিত্র এই রেকর্ডার..!

-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার - সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পাবেন.!
-আপনার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আপনাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পাবেন..!

-ছোট একটা 'এলার্মক্লক' পাবেন..!

-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড় - শ্বাশুড়ি,শালা-শালী,সম্বন্ধী পাবেন। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষ কে নিকটাত্মীয় হিসেবে পাবেন।
- একদুই টা সন্তান পাবেন। তাঁরা যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরবে,তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশী মন টা শীতল হবে..!

-অতপর,মানিব্যাগ আর রিমোর্টের একচ্ছত্র অধিকার হারিয়ে ফেলবেন। মাঝে মাঝে মোবাইল টাও বেদখল হয়ে যাবে..!

সর্বশেষ সুখে- দুঃখে একটা কথা বলার সঙ্গী পাবেন..!❤️

মোরাল দ্য স্টোরি 💙
পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সন্তানেরা এক সময় দূরে চলে গেলেও স্বামী স্ত্রী সুখ দুঃখ সব সময় এক সাথে থাকে। তাই একে অপরকে সহযোগিতা,সহমর্মিতা,করে আগলে রাখুন। মনে রাখবেন বউ খারাপ হলে দোষ কিন্তু আপনারই,কেননা - আপনার বাম পাজঁরের হাড়ের কোয়ালিটি বলে দেয় বউ আপনার কেমন...!

17/10/2024

প্রধান শিক্ষক স্কুলে মিটিং এ বললেন ৪ জন All Subject ফেল , বাকি সবাই ফেল.!
এমন সময় সভাপতি রেগে বললেন , All Subject পড়ায় কোন শিক্ষক ? 🙂

27/09/2024

আমি এক ব্যক্তি যে মেয়ে দের দিকে তাকাই না🫣

06/08/2024

🙏দোয় করে আমার নাম দিয়ে যদি কেউ ফেক আইডি খুলে কেউ ফ্রেন্ড রিকুস্ট পাঠায় তাহলে কেউ এক্সেপ্ট করবেন না🙏
কারণ আমার আর নতুন করে আইডি খোলার কোনো ইচ্ছা নাই।

Address

Daud
Berhampore

Telephone

+8801706047752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sp Gourango Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share