The Cricket Crazy Bong

The Cricket Crazy Bong Your ultimate destination for Cricket Analysis

দক্ষিণ আফ্রিকার জার্সি তে যখন লালের ছোঁয়া । বলতে পারবেন কোন টুর্নামেন্টের জার্সি এটা ? ছবিতে হ্যান্সি ক্রনিয়ে ।
22/08/2025

দক্ষিণ আফ্রিকার জার্সি তে যখন লালের ছোঁয়া ।
বলতে পারবেন কোন টুর্নামেন্টের জার্সি এটা ?
ছবিতে হ্যান্সি ক্রনিয়ে ।

Indian Cricket Team  vs England Cricket Team , Durban, 2003 World Cup "Even Sachin did not play well despite his century...
20/08/2025

Indian Cricket Team vs England Cricket Team , Durban, 2003 World Cup

"Even Sachin did not play well despite his century. Sachin's just like another batsman in the Indian team, and there are a lot of others in the Indian side." - Andrew Caddick

Before the match Word has it, then, that Sachin Tendulkar walked out to bat with a quiet determination to settle a score of sorts with Caddick. Fans in the stands were on their feet. Caddick huffed, Caddick puffed, and Tendulkar blew his house down.

Seeing a short ball early, Tendulkar rocked back, shifted weight from one foot to the other perfectly, and essayed a pull shot that sent the ball soaring over midwicket, over the stands and straight out of the ground. There was something about the shot that appeared larger than life. There are enough and more good, clean hits in one-dayers, but the brutality of this particular stroke far surpassed willow hitting the cover off a leather ball.

It was more like a guillotine coming down unerringly on its mark. Caddick, in a nutshell, was summarily dismissed from Sachin Tendulkar's presence. By far the greatest pull shot played in the history of ICC Cricket World Cups.


19/08/2025

🚨 A look at 's squad for the 2025 🔽

19/08/2025

💯 on debut!

Prithvi Shaw struck a century in his first innings since switching allegiance from Mumbai to Maharashtra on the second day of the opening round of the 2025 in Chennai.

MORE ▶️ bit.ly/3HDRzJA

ম্যাচটা টাইটান কাপের । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা । ম্যাচটা শেষমেষ ভারত হেরে যায় । কিন্তু ম্যাচটার একটা বিশেষ বৈশিষ্ট্য আ...
18/08/2025

ম্যাচটা টাইটান কাপের । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা । ম্যাচটা শেষমেষ ভারত হেরে যায় । কিন্তু ম্যাচটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে । কি সেটা ? আর ম্যাচটা কোথায় হয়েছিল ?

18/08/2025

BCCI mourns the passing of Dr. Vece Paes

17/08/2025
আজ চন্দ্রপলের জন্মদিন । তরুণ চন্দ্রপল তখন ৮০ রানে অপরাজিত । আরেকটু সময় কাটাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ আবার একটা বিশ্বকাপে...
16/08/2025

আজ চন্দ্রপলের জন্মদিন । তরুণ চন্দ্রপল তখন ৮০ রানে অপরাজিত । আরেকটু সময় কাটাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ আবার একটা বিশ্বকাপের ফাইনালে । কিন্তু ঠিক এরপরের বলেই চন্দ্রপল আউট হন । তারপরের ঘটনা যারা ৯০ এর দশকে ক্রিকেট দেখে বড় হয়েছেন তারা অনেকেই জানেন , তার পরের জেনারেশন এর মধ্যেও হয়তো অনেকে জানেন ।
প্রশ্নটা হচ্ছে চন্দ্রপল কে আউট করেন কে ?

ববি “সিমো” সিম্পসন (১৯৩৬–২০২৫) ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক কিংবদন্তি ব্যক্তিত্ব । অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রজন্মের ...
16/08/2025

ববি “সিমো” সিম্পসন (১৯৩৬–২০২৫) ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক কিংবদন্তি ব্যক্তিত্ব । অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এই দুর্ধর্ষ ব্যাটসম্যান , দুরন্ত স্লিপ ফিল্ডার,ঠিকঠাক লেগ স্পিনার , ট্যাকটিক্যাল অধিনায়ক এবং দূরদৃষ্টিসম্পন্ন কোচ । ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সিম্পসন ।

১৯৫৭ সালে টেস্ট অভিষেকের পর তিনি ৬২ ম্যাচে প্রায় ৪,৯০০ রান করেন (যার মধ্যে বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে ৩১১ রান অন্তর্ভুক্ত), ৭১ উইকেট নেন এবং ১১০টি ক্যাচ ধরেন—ইউটিলিটি ক্রিকেটারের উজ্জ্বল এক উদাহরণ। অধিনায়ক হিসেবে (১৯৬৩–৬৮, এবং ১৯৭৭ সালে ৪১ বছর বয়সে চমকপ্রদ প্রত্যাবর্তন) তিনি কঠিন সময়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন । ৪১ বছরে তাকে আবার টেস্ট অবসর থেকে ফেরানো হয় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কারণ বেশিরভাগ অস্ট্রেলিয়া ক্রিকেটার তখন কেরি প্যাকার এর সিরিজ এ নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছিলেন ।
১৯৮৬–৯৬ সময়কালে, অস্ট্রেলিয়ার প্রথম ফুল-টাইম কোচ হিসেবে তিনি দলে নতুন দিশা দেখা । তার কোচিং এবং অ্যালান বর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়া ১৯৮৭ বিশ্বকাপ জেতে, ১৯৮৯ সালে অ্যাশেজ পুনরুদ্ধার করে এবং ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যের অবসান ঘটায়—যা পরবর্তীতে ৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকে অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেটে আধিপত্যের ভিত্তি গড়ে দেয়।

ববি সিম্পসন এর সাথে আমার পরিচয় ৯৯ এর বিশ্বকাপে যখন তিনি ভারতীয় টিমের কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত হন । কুম্বলের বলে আজহার মেহুমুদের আউট হওয়ার পর ড্রেসিংরুমে বসে তার হাততালি দেওয়ার দৃশ্য এখনও চোখে ভাসে । তার এক দুইবছর গৌতম ভট্টাচার্য এর লেখা বডিলাইনের যুদ্ধে বইটি থেকে বব সিম্পসন সম্পর্কে আরও কিছু জানতে পারি । কালক্রমে ইন্টারনেট এর দৌলতে ও ওনার সম্পর্কে আরো পড়ি ।

হল অব ফেমে অন্তর্ভুক্তি ও অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কারে সম্মানিত সিম্পসন আইসিসি ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন এবং ক্রিকেটের আইন সংস্কারে অবদান রেখেছেন, খেলার উপর রেখে গেছেন এক অমোচনীয় ছাপ। ৮৯ বছর বয়সে সিডনিতে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, রেখে গেলেন অনেক স্মৃতি , অনেক ক্রিকেট উৎকর্ষতা । তারার দেশে ভালো থাকুন সিম্পসন ।

16/08/2025

“Joy in its purest form"

Sri Krishna, Balaram and his friends turning the playground of Vrindavan into a field of eternal play.”

Extending warm greetings to all CCH members on Janmashtami.

16/08/2025

Shivnarine Chanderpaul proved there is life beyond the coaching handbook

He played for over 20 years to become the only second West Indian to score 10,000 Test runs, and that too at an average of 51.37. Also scoring a cool 8778 ODI runs at 41.60!

The man who never gave up the fight. Happy birthday, Tiger 🎈

ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার নিজের দেশের হয়ে খুব বেশি সময় খেলেননি । ফাস্ট বোলার টির নাম কি ?
15/08/2025

ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার নিজের দেশের হয়ে খুব বেশি সময় খেলেননি । ফাস্ট বোলার টির নাম কি ?

Address

Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when The Cricket Crazy Bong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cricket Crazy Bong:

Share