We Love West Bengal

We Love West Bengal Welcome to the We Love West Bengal FB Page.We will create WB's LARGEST Secure & Reliable FB Community

বলুন তো সঠিক উত্তর কি হবে?🤔
27/08/2025

বলুন তো সঠিক উত্তর কি হবে?🤔

সবাই পড়বেন পসিটিভ দৃষ্টিশক্তি রাখবেন 🙏★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।🙂 Be positive, think posit...
27/08/2025

সবাই পড়বেন পসিটিভ দৃষ্টিশক্তি রাখবেন 🙏

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।
🙂 Be positive, think positive 😘

#মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপূর্ণ_তথ্যঃ ❤
টাটা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনুশীলন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জরায়ু ক্যান্সার বেড়ে যাওয়ার কারন সমর্পক এ তারা গবেষনা করে দেখেছে যে,যেসব নারীরা সঠিক পন্থা অবলম্বন করে না তাদের যোনি তে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। যাহাতে একাধিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিমেষের ভিতরে।
❌দয়া করে আপনার যোনি সাবান দিয়ে ধোবেন না।শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলুন, সাবানের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক আছে, সাধারণত এটা খুবই বিপজ্জনক এবং এটা থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে।
📢একটি সমিক্ষাতে হুয়িস্পার, স্টেফ্রি,
সোফি,সেনোরার মতো প্যাডগুলিকে ব্যবহার করার কারণে ৫৫৬ জন জরায়ু ক্যান্সার এ মেয়ে মারা গিয়েছে।
❌একটি প্যাডকে আপনি সারাদিন ব্যবহার করবেন না,আপনি সেটিকে ৫ঘন্টা ব্যবহার করুন।হুয়িস্পারের মত প্যাড গুলিতে আল্ট্রা ন্যাপকিন ব্যবহার করা হয়, যা তরল ন্যাপকিনে রূপান্তরিত করে,এটি ব্লাডার ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে । সুতরাং অনুগ্রহ করে কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি আপনি আল্ট্রা প্যাড ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে ৫ ঘন্টার মধ্যে এটি পরিবর্তন করুন। । সময় যদি দীর্ঘায়িত হয় রক্ত সবুজ হয়ে যায় এবং ছত্রাক গঠন জরায়ু ও শরীরের ভিতরে প্রবেশ করে।
#লক্ষণ সমূহ:
১.যোনি থেকে সাদাস্রাবের মতো তরল বের হওয়া।
২.যোনিরস বের হওয়া বন্ধ হওয়া।
#সতর্কতাঃ
1⃣ কালো প্যান্টি পরবেন না।
2⃣ ভেজা প্যান্টি পরবেন না।
3⃣ যোনিতে কোন ক্যামিকেল ব্যবহার করবেন না।
4⃣ ফরেন অবজেক্ট ঢুকাবেন না।
#স্তন ক্যান্সার কিভাবে বন্ধ করবেন?
1⃣প্রতিদিন আপনার ব্রা ধুয়ে নিন ।
2⃣গ্রীষ্মে কালো ব্রা এড়িয়ে চলুন।
3⃣ঘুমানোর সময় ব্রা পরবেন না ।
4⃣খুব ঘন ঘন ব্রা পরবেন না ।
5⃣আপনি যখন সূর্যের নিচে থাকবেন তখন সবসময় আপনার ওড়না দিয়ে আপনার বুক পুরোপুরি ঢেকে রাখুন ।
6⃣একটি ডিওডোরেন্ট ব্যবহার করুন, যেটি এন্টি antiperspirant নয় ।
সব মহিলাদের কাছে এটা পৌছান যাতে করে তারা এটি নিজে নিজেই যত্ন নিতে পারে।
এটি শেয়ার করতে লজ্জা করবেন না, সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমি প্রচারণা শুরু করলাম আপনিও শুরু করুন আপনার মা,বোন,স্ত্রীর কিংবা নিজের জন্য।

ধন্যবাদ সবাইকে।

#তথ্যঃ টাটা ক্যান্সার হাসপাতাল এর গবেষনা টিম।

একটু মন দিয়ে পড়ুন আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রো...
21/08/2025

একটু মন দিয়ে পড়ুন

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।

একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু
ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন
না। সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত
থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন
করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন। মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো,তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব,তাহলে হয়তো ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাই হয় বিছানায়,সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র কিছু সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,
তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত
পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে_চিনুন…

সহজ তিনটি ধাপঃ- S T ও R…পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক
রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয় জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়।

সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথেসাথে একটি বাক্য বলতে বলুন।
উদাহরণঃআজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,
বা অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়,সেটাও স্ট্রোকের লক্ষণ।
তৎক্ষণাৎতাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই
এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি,তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।
শেয়ার কে সবাইকে সতর্ক করুন

We Love West Bengal

13/05/2025

আপনি প্রতিদিন মোটিভেশন খুঁজছেন?
কারণ আপনার self discipline নেই।

মোটিভেশন আসবে, যাবে।
কিন্তু Self Discipline থাকলে—
আপনি কাজ করে ফেলবেন, মন ভালো থাকুক, আর খারাপ।

Self Discipline মানে কী?

• ফোন খুলে YouTube না চালিয়ে To-do list দেখা
• ঘুম থেকে উঠে আগে কাজ শুরু করা, Instagram না চেক করা
• “আজ না, কাল করবো” mindset কে কাটিয়ে উঠা
• নিজের future version কে সাপোর্ট করা decisions নেওয়া

আপনি যদি নিজের উপর control না রাখতে পারেন,
তাহলে আপনার future, অন্য কেউ control করবে।

Self Discipline শেখা যায় কিভাবে?

১. একটা fix wake-up time রাখুন
২. প্রতিদিন একটা hard কাজ intentionally early করে ফেলুন
৩. যেটা distraction দেয়, সেটা থেকে দূরে থাকুন—even for 3 days
৪. একটা system বানান—না থাকলে habit হবে না
৫. reflect করুন—progress হচ্ছে কি না

Self discipline boring লাগে কারণ এটা flashy না।
কিন্তু boring জিনিসই আপনাকে exceptional বানায়।

আপনার success fancy inspiration না,
Daily boring ex*****on এর উপরে দাঁড়িয়ে আছে।

©️ Collected.

সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে ছুটিতে আসা সৈনিকেরা বিনা রিজার্ভেশন টিকিটেই তাঁদের হেড কোয়ার্টারের উদ্দেশ্যে ফ...
07/05/2025

সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে ছুটিতে আসা সৈনিকেরা বিনা রিজার্ভেশন টিকিটেই তাঁদের হেড কোয়ার্টারের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে!
ওনাদেরকে ট্রেনের দরজার বা টয়লেটের ধারে দাঁড়িয়ে থাকতে দেখলে নিজের রিজার্ভেশন জায়গা বা ট্রেনের সিট ছেড়ে দিয়ে ওনাদের বসতে দিন, ওনারাই আমাদের দেশের রক্ষক!
যদি কোনো সৈনিক কে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন তাহলে নিজের বাহনে বসিয়ে ওনাদেরকে গন্তব্যে পৌঁছে দিন!
দেশের সৈনিকদের তথা দেশ রক্ষকদের প্রতি ভালোবাসা এবং সন্মান বজায় রাখুন.... পারলে মেসেজ টি সবার কাছে ছড়িয়ে দিন🙏🙏

#জয়_হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳 #বন্দেমাতরম

05/05/2025

বোধহয় আপনিও এই ফাঁদে পড়ে অলরেডি ছটকাচ্ছেন ! "ভালো" স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করে এখন কী করবেন আর ভেবে পাচ্ছেন না । বোধহয় সমস্যাটা কোথায় সেটাই ধরতে পারছেন না ।

আমি বলছি কোথায় সমস্যা কোথায়। মিলিয়ে দেখুন..মিলে যেতে পারে ।

আজকের জেনারেশন এর যাঁরা "এডুকেটেড" বাবা মা , এদের অনেকেরই ছোটোবেলার স্কুল এডুকেশন কেটেছে মফস্বলের পাতি বাঙালি বোর্ডের স্কুলে ।

আমার নিজেরও ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলিং তারকেশ্বর হাই স্কুলে ...নিতান্ত সাদামাটা বাংলা বোর্ডের অতি সাধারণ একটা স্কুল। এই সাধারণ স্কুলেরই শতবার্ষিকী অনুষ্ঠান হলো এই বছর ... দেখলাম লিস্টে কয়েকশো ডাক্তার , কয়েকশো ইঞ্জিনিয়ার , কয়েকশো বিজ্ঞানী ....অজস্র সফল মানুষের নাম!

শুধু এই স্কুল না , আপনি একশো বছরের পুরানো যেকোনো স্কুলের এলুমনি লিস্ট দেখুন... একই গল্প ।

কিন্তু এইসব স্কুল থেকে বেরিয়ে জীবনে সফল হওয়ার পর কিছু মানুষের ধারণা হলো এই স্কুলে ছেলে মেয়েদের পড়ালে কোনো ভবিষ্যত নেই। কথাটা ঠিকই .....কারণ সময় বদলেছে , টেকনোলজি বদলেছে .... কিন্তু এই স্কুলগুলো বদলায়নি!

তারওপর এখন যা অবস্থা .... পশ্চিমবঙ্গের বাংলা বোর্ডের স্কুলগুলোর ওপর নিজের বাচ্চার এডুকেশন এর দায়িত্ত্ব ছেড়ে দেওয়া আর সাপের হাতে ব্যাঙ এর দায়িত্ত্ব দেওয়া একই ব্যাপার ... সিম্পলি গিলে নেবে!

গত দশ বছরে এই সরকার আর যাই করুক ... সরকারি স্কুল শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে । কেন করেছে সেটারও লজিক আছে । "এরা যতো শিখবে , এরা ততো প্রশ্ন করবে " ...সেই হীরক রাজার লজিক। স্কুল শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও গুঁড়িয়ে দাও .... যতো বেশি অশিক্ষিত বেকার ছেলেমেয়ে রাজ্যে থাকবে ততো বেশি পার্টির ঝান্ডা নিয়ে বেরোনোর লোক পাওয়া যাবে । তোলাবাজি , দূর্নীতি এসব করার জন্য ভালোই লোকবল লাগে ।

শিক্ষিত মানুষ হলেই তো নৈতিকতার প্রশ্ন তুলবে!

অযোগ্য শিক্ষক এর থেকে ক্ষতিকর জিনিস সমাজের জন্য আর কিছু হয় না । এরা পচা আপেলের মতো ...পাঁচটা ভালো শিক্ষককেও সঙ্গগুনে যোগ্য থেকে অযোগ্য করে তোলে ।

এরা পার্টি অফিস সময় কাটাবে , দেরি করে স্কুলে আসবে ...ক্লাসে দেরি করে যাবে , ছেলেমেয়েদের দিয়ে একটা লাইন করে রিডিং পড়িয়ে ঘণ্টা বাজলেই ক্লাস থেকে বেরিয়ে যাবে । কেউ প্রশ্ন করলে এমন ধমক দেবে যে বাকিরা প্রশ্ন করতেই ভয় পাবে।

এদের দেখাদেখি যাঁরা ভালো শিক্ষক , যোগ্য শিক্ষক তারাও পড়ানোর উৎসাহ হারিয়ে ফেলে । ভাববে একই মাইনে আমিও পাচ্ছি , ওও পাচ্ছে .... আমিই বা গলায় রক্ত তুলে পড়াবো কেনো...

একদিক থেকে সুপ্রিম কোর্টের অর্ডার জাস্টিফায়েড। আমি তো বলবো প্রতি পাঁচ বছর অন্তর স্কুল টিচারদের ম্যান্ডেটরি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। পাস করলে চাকরি থাকবে নাহলে টাটা বাই বাই করে দেওয়া হোক ...দেখবেন কুড়ি তিরিশ বছরে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই পাল্টে যাবে ।

আসলে মাথার ওপর চাপ একটু থাকা ভালো। সরকারি চাকরি পেতে মানুষ ঘোড়ার মতো ছোটে আর সরকারি চাকরি করার দু এক বছর পর ঘোড়া থেকে গাধা হয়ে যায়.... এটা যেকোনো সরকারি প্রতিষ্ঠানে গেলেই দেখতে পাবেন । বিরক্ত হয়ে যাবেন এটা দেখে যে এরা সারাদিন এতো ধীরগতিতে কাজ করে কীভাবে!

দূর্নীতি সব সরকার করে । Power corrupts people... কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মানে সমাজের মেরুদণ্ডটাকে কমজোর করে দেওয়া।

যাইহোক নিজের বাচ্চাকে আর যেখানেই দিন না কেনো সরকারি স্কুলে বাংলা বোর্ডে দেবেন না । অন্তত আমি তো দেবো না । গত দশ বছরে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষার মেরুদণ্ড যেভাবে ভেঙেছে, এটা ঠিক হতে অন্তত সামনের কুড়িটা বছর লাগবে যদি সরকার বদলায় ... আর যদি এই শ্রী ওই শ্রীর টাকা হাতে পেয়ে সঠিক জায়গায় ভোট দিতে ভুলে যান ....জেনে রাখুন সামনের একশো বছরেও এই হাল শোধরানোর কোনো জায়গা থাকবে না ।

তাহলে কোন স্কুলে দেবেন ? অবশ্যই ভালো ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে । প্রাইভেট স্কুলে আর যাই হোক ঘুষ দিয়ে টিচার রিক্রুট হয় না বা হলেও এরকম মাস স্কেলে হয় না।

কিন্তু এই "ভালো" বাছতে গিয়েই সব গড়বড় হয়ে যায় মানুষের।

প্রথম ভুল - বাড়ি থেকে বহুদূরে "ভালো" স্কুল খুঁজে বের করা। বাচ্চা বাসে করে স্কুল যায় এক ঘণ্টা , ফেরে এক ঘণ্টা । আপনার বাচ্চার দিনে দু ঘণ্টা বাস জার্নি মানে কিন্তু আপনার নিজের দিনে চারঘন্টা অফিস জার্নি!

যাঁরা দিনে চার ঘণ্টা বাস জার্নি করে অফিস যান , তাঁরা এবার ভেবে দেখুন অফিস থেকে ফিরে পড়তে বসতে বললে আপনি পড়াশোনায় মন দিতে পারবেন ?

ঠিক এই একই কারণে আপনার বাচ্চা যদি স্কুল যেতে আসতে দিনে দু ঘণ্টা বাস জার্নি করে তাহলে সেও বাড়ি ফিরে পড়াশোনায় মন লাগাতে পারবে না...সে আপনি তাকে যতই টর্চার করুন না কেনো।

আপনি বলবেন বাড়ির কাছে সেরকম ভালো প্রাইভেট স্কুল নেই তো .... সেক্ষেত্রে নিজের বাড়িটাকেই উঠিয়ে নিয়ে সেই ভালো স্কুলের কাছে নিয়ে চলে যান বা কাছাকাছি একটু কম "ভালো" স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করান । কিন্তু কোনোভাবেই বাচ্চাকে বাস জার্নি করাবেন না ....কারণ এক্ষেত্রে আপনার বাচ্চা এনার্জি পাবে না।

দ্বিতীয় ভুল - এই "ভালো" স্কুল গুলোর এক্সট্রা কারিকুলাম একটিভিটিগুলোতে নিজের বাচ্চাকে গলা পর্যন্ত ডুবিয়ে দেওয়া। বাচ্চা স্কুলে গেলো পড়লো , একটিভিটি করলো বাড়ি চলে এলো.... তাহলে বিসনেসটা হবে কোথা থেকে!

এই ভালো স্কুল গুলোর আপনাকে বোঝাবে অ্যাবাকাস করলে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে , অলিম্পিয়াড এ পার্টিসিপেট করালে আইকিউ বাড়বে...ইত্যাদি ইত্যাদি....

এদিকে এই অ্যাবাকাস কোম্পানিগুলো , অলিম্পিয়াড কোম্পানিগুলো স্কুলকে কী বোঝাচ্ছে জানেন ?? "আপনারা একশো জন স্টুডেন্ট আমাদের দিলে আমরা আপনাকে দশ লাখ টাকা দেবো....দুশো জনকে দিলে পনেরো লাখ ..."

বিজনেস হচ্ছে মশাই....আপনার বাচ্চাকে নিয়ে বিজনেস হচ্ছে ...পিওর বিজনেস! আপনার বাচ্চাকে নিয়ে আপনার মনে যে উদ্বিগ্নতা আছে, সফট কর্নার আছে ...সেটাকেই এরা এক্সপ্লইট করছে ।

আপনার বাচ্চা যতই গবেট হোক না কেনো , এই প্রাইভেট অলিম্পিয়াডগুলোতে পার্টিসিপেট করিয়ে দেখুন আপনার বাচ্চা একটা না একটা কিছু পাবেই ....মিলিয়ে নেবেন। এইটুকু না পেলে আপনার এই অহেতুক টাকা খরচকে জাস্টিফাই করবেন কীকরে!

গাদা গাদা টাকা খরচ করলেন অথচ আপনার বাচ্চাটা কিছুই পেলো না আপনি যাবেন নেক্সট ইয়ার আবার ওই প্রাইভেট অলিম্পিয়াডগুলোতে ?? যাবেন না তাই তো? সেকারনেই আপনার বাচ্চাকে ওরা কিছু না একটা কিছু দেবে।

ফলটা সুদুরপ্রসারী। কষ্ট না করেও কিছু পাওয়া যায় এটা একবার আপনার বাচ্চাটা বুঝে গেলে খুব খুব মুস্কিল । এই মাইন্ডসেটটাই আপনার বাচ্চাকে ভিতর থেকে শেষ করে দেবে....আর এর বীজটা পুতছে এই প্রাইভেট কম্পিটিশন গুলো ....যেগুলোতে পার্টিসিপেট করলেই প্রাইজ পাওয়া যায়।

অনেক বাবা মা কে এগুলো নিয়ে গর্ব করতে দেখি। ফেসবুকে পোস্ট দেখি আমার ছেলে এই অলিম্পিয়াডে এই মেডেল পেয়েছে ...মানে শুধু বাচ্চাদের না এরা বাবা মা কেও ভিতর থেকে শেষ করে দিচ্ছে!

ভালো করে লক্ষ্য করলে দেখবেন এগুলো সবই প্রাইভেট অলিম্পিয়াড! যেগুলো আসল ভালো অলিম্পিয়াড ওগুলোতে আপনার বাচ্চাকে পার্টিসিপেট করিয়ে দেখুন...শুধু কোয়ালিফাই করতেই আপনার , আপনার বাচ্চা সবার ঘাম ছুটে যাবে , প্রাইজ তো অনেক দূরের গল্প।

তাহলে কী করবেন ?

প্রথম কথা আপনি দেখুন যে সাবজেক্টে অলিম্পিয়াড সেই সাবজেক্টে আপনার বাচ্চার জেনুইন ইন্টারেস্ট আছে কিনা । আম গাছে আম হয় , কাঁঠাল গাছে কাঁঠাল ..... আপনি যদি আম গাছের গোড়ায় সার জল দিয়ে বলেন লে গাছ এবার কাঁঠাল ফলা ...ফলবে না ।

আপনার বাচ্চাটা আম গাছ নাকি কাঁঠাল গাছ সেটা আগে জানার চেষ্টা করুন । সেই হিসেবে অলিম্পিয়াড বেছে নিন। স্কুল যে অলিম্পিয়াডকে রেকমেন্ড করবে সেটাকে প্রথমেই কিছু না দেখে বাদ দিয়ে দেবেন...ওগুলো বোগাস ... মোস্টলি মার্কেটিং গিমিক।এরপর আপনাদের কতোগুলো অলিম্পিয়াড এর নাম বলে দিচ্ছি , এগুলোর জন্য আপনার বাচ্চাকে প্রিপারেশন নিতে বলুন

Indian National Mathematical Olympiad (INMO)
National Science Olympiad (NSO)
Indian National Mathematical Olympiad (INMO)
National Cyber Olympiad (NCO)

প্রসঙ্গত বলে রাখি এই অলিম্পিয়াড গুলোতে মেডেল পেলে নিঃসঙ্কোচে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন , কারণ এগুলো সত্যিকারের আচিভমেন্ট!

"ভালো" স্কুলে বাচ্চাকে ভর্তি করুন খুব ভালো কথা...বাচ্চা চাইলে এক্সট্রা একটিভিটিতেও দিন সেটাও ঠিক আছে .....কিন্তু জোর করবেন না । বাচ্চার ইন্টারেস্ট আগে বুঝুন , ইন্টারেস্টেড হলে তবেই এগোন নাহলে নয়।

তৃতীয় ভুল : বাচ্চাকে গাদা গাদা টিউশন দেওয়া । রেডিমেড খাবার হাতের কাছে পেলে কেউ রান্না করতে শিখবে না...এটাই চিরকালের সত্য ।

আজকের দিনে কোনো বাচ্চা নিজে থেকে এক লাইন পড়তে পারে না ...সবটাই এই গাদা গাদা টিউশন এর সাইড এফেক্ট। টিউটর সব কিছু বুঝিয়ে দিচ্ছে .... সরি একটু বলতে ভুল হয়ে গেলো ...বুঝিয়ে দিচ্ছে না , হা করে গিলিয়ে দিচ্ছে। বাচ্চারা সেটা গিলছে আর এক্সাম হলে উগরে দিচ্ছে .... একদম ক্লিয়ার !

আপনার বাচ্চা ক্লাস সেভেনে পড়লে যে বইটা ক্লাস সিক্সে অলরেডি পড়ে এসেছে সেই বই থেকে দশটা প্রশ্ন ধরে দেখুন... একশো জনের মধ্যে নিরানব্বই জন দশটার মধ্যে পাঁচটা প্রশ্নও ঠিকঠাক বলতে পারবে না। এতোটাই বাজে অবস্থা। বিশ্বাস না হয় নিজের বাচ্চাটির সাথে এই এক্সপেরিমেন্ট করে দেখুন।

রেডিমেড নোটস, প্রশ্ন উত্তর শীট... বাচ্চাদের শেষ করে দিচ্ছে। কোনো একটা বিষয় অন্য কারো হেল্প না নিয়ে নিজে পড়তে পড়তে নোটস নেওয়াটা যে পড়াশোনায় কতোটা হেল্প করে সেটা আজকের বাবা মা বুঝতেই পারছে না।

বাচ্চা যখন নিজে পড়ে কোনো একটা জিনিস বুঝতে চেষ্টা করে সেটা একটা হোলসাম প্রসেস ... কিছুটা বুঝলো , কিছুটা বুঝলো না ....যেটা বুঝলো না সেটা কিছুটা কল্পনা করে নিলো ....বাদে আপনাকে জিজ্ঞেস করলো আপনি উত্তরটা দিলেন...সেটার সাথে নিজের কল্পনার জিনিসগুলো মিলিয়ে দেখলো ...যেগুলো মিললো সেগুলো মেমোরিতে রাখলো বাকিটা সময়ের সাথে মুছে গেলো.........

বাচ্চাকে সব কিছু গিলিয়ে দিলে এই পুরো প্রসেসটাই মিসিং! এটার গুরুত্বটা ভালো করে বুঝুন....যেকোনো ফান্ডামেন্টাল রিসার্চ এই পদ্ধতিতেই হয় ! পৃথিবীতে যেখানে যতো রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড সিন টাই এটা !

ঋত্বিক ঘটকের একটা বিখ্যাত উক্তি আছে "ভাবো, ভাবো ...ভাবা প্র্যাকটিস করো " । শুধু ভাবতে বললেই তো কাজ মিটে যেতো তাই না ....কিন্তু না ..."প্র্যাকটিস" করতে বলছেন ।

কারন এটা প্র্যাকটিস করার মতোই জিনিস। আপনার বাচ্চাকে ভাবা প্র্যাকটিস না করালে বড়ো হয়ে সুন্দর চাকর তৈরি হবে , যে ভাবতে জানে না ....শুধু অর্ডার ফলো করতে জানে।

যেহেতু মেশিন আপনার বাচ্চার থেকে ভালো অর্ডার ফলো করতে পারে তাই AI সেইসব কাজ খেয়ে নিচ্ছে আর খেয়ে নেবে। আজ থেকে কুড়ি বছর বাদের পৃথিবীতে শুধু তাদের কদর থাকবে যাঁরা ভাবতে পারবে।

এই ভাবার ট্রেনিংটাই আপনার বাচ্চাকে আজ থেকে দিতে হবে।

প্রাইভেট টিউশন খারাপ জিনিস বলছি না , কিন্তু যে পদ্ধতিতে আজ প্রাইভেট টিউশন হচ্ছে সেটা মারাত্মক ভুল ...প্রাইভেট টিউশন দিন কিন্তু স্ট্রিক্টলি বলে রাখুন যেনো বাচ্চাকে স্পুন ফিডিং না করে ।

অধিকাংশ সেনসিবল প্রাইভেট টিউটর কিন্তু এটাই চান ...বাবা মা রাই বাধ্য করেন বাচ্চাকে স্পুন ফিডিং করাতে । আসলে নাম্বারের চাপ ! স্পুন ফিডিং না করালে অবশ্যই নাম্বার কম আসবে ... তখন তো আবার প্রাইভেট টিউটর বদলে ফেলবেন।

ক্লাস এইট পর্যন্ত প্লীজ প্লীজ সাব্জেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিউটর দেবেননা। সব সাব্জেক্ট এর জন্য একটাই টিউটর রাখুন। এতে আপনার বাচ্চার অনেকটা সময় বাঁচবে । হাজার জায়গায় হাজারটা টিউশন ...সত্যি ওরা নিতে পারে না । পড়ার ইচ্ছাটাই ওদের নষ্ট হয়ে যায়....পড়া জিনিস টাকেই টর্চার হিসাবে ধরে নেয়।

ভালো না বাসলে কোনো জিনিস সত্যি শেখা যায় না। আপনার বাচ্চা পড়াশোনাটাকে একবার টর্চার হিসাবে ধরে নিলেই ব্যাস....করুন ধস্তাধস্তি...সারা বছর ধরে।

আর বাচ্চাদের জন্য ফ্রী টাইমটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফ্রী টাইম পেলে বোর হবে ...বোর হলেই কিছু একটা জিনিস নিয়ে ভাববে.....মাইন্ড বোর না হলে ক্রিটিকাল থিংকিং আসে না ।

ফ্রী টাইম মানেই যে ওয়েস্টেড টাইম না , বরং এটা বাচ্চাদের জন্য লাইভ সেভিং মেডিসিন ....এটা যেদিন বুঝবেন সেই দিন থেকেই আপনার বাচ্চার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন।

ফর গড সেক....বাচ্চাদের খেলতে দিন। খেলা মানে সময় নষ্ট না ...এটা মাথার মধ্যে গেঁথে নিন। খেলতে খেলতেই ওরা শেখে ...খেলাটাই ওদের শেখার মাধ্যম। খেলা বন্ধ করে পড়ানো মানে নিজের হাতে নিজের বাচ্চার ভবিষ্যত গলা টিপে মেরে ফেলা।

বাচ্চাকে নানা রকম খেলনা কিনে দিন.... একটু বড়ো হলে টুল কিট কিনে দিন ....নিজেকে খেলনা বানাতে বলুন । আজ খেলনা বানাবে ... কাল বড়ো হয়ে রকেটের ইঞ্জিন বানাবে.....পৃথিবীর সব বড়ো বড়ো রকেট সায়েন্টিস্ট দের ছোটবেলাটা এভাবেই শুরু হয়েছিলো। বীজটা আপনাকেই পুঁতে দিতে হবে । বাকিটা সময়ের অপেক্ষা।

প্রথম তিনটে ভুল আপনাদের জানালাম ...আমার অবজার্ভেশনে এরকম টোটাল দশটা ফান্ডামেন্টাল ভুল আছে যেগুলো অনেক বাবা মা করে চলেছে । বাকিগুলো পরের পোস্টে জানাবো....যে যাই বলুক আমি আমার নিজের স্টাইলেই বাচ্চা মানুষ করবো...নিজের মতো করে ... ভালো করে পড়াশোনা করে ।

সংগৃহীত

12/04/2025
Best way to manage your Time.👍
02/04/2025

Best way to manage your Time.👍

100 Free AI tools there's boost your productivity 💥👍🤝
02/04/2025

100 Free AI tools there's boost your productivity 💥👍🤝

28/03/2025

Again India is not for Beginners 😂🙏😂

জানিনা এই ভদ্রলোক কোন মেয়ের স্বামী, কোন ভাইয়ের বাবা, কোন বোনের বাবা, তবে পৃথিবীর সকল ভাই-বোন এবং স্ত্রীদের কে উদ্দেশ্য ...
24/03/2025

জানিনা এই ভদ্রলোক কোন মেয়ের স্বামী, কোন ভাইয়ের বাবা, কোন বোনের বাবা, তবে পৃথিবীর সকল ভাই-বোন এবং স্ত্রীদের কে উদ্দেশ্য করে বলছি, বাবার সামর্থ্যের বাহিরে স্বামীর সামর্থ্যের বাহিরে তার কাছে কিছু চেয়ে তাকে ল'জ্জা দিবেন না, কারন যাহার কাছে আপনি বার বার চেয়ে ল''জ্জা দিচ্ছেন,
সে ও চায় তার স্ত্রী, ছেলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু সে যখন এই পাথরের শহরে বাসা ভাড়া দিয়ে সংসারের সকল খরচ মিটিয়ে আর পারেন না,
তখন সে নিজেকে এভাবেই রাখে!🙂
i love u..baba❤️❤️

Address

Berhampore
742101

Website

https://t.me/WeLoveWestBengal, https://t.me/We_Love_West_Bengal

Alerts

Be the first to know and let us send you an email when We Love West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Love West Bengal:

Share