
27/07/2025
। দিলীপ ঘোষকে নিয়ে অপপ্রচার করায় বাংলার কিছু ইউটিউবার ও নিউজ পর্টাল চ্যানেলের উপর ক্ষোভ বাড়ছে নেটিজনেদের। বড়ো পদক্ষেপ নিচ্ছে দিলীপ ঘোষ। জেলায় জেলায় এই ফেক ইউটিউবার ও নিউজ পর্টাল চ্যানেল বিরুদ্ধে FIR করা হবে জানাল নেটিজনেরা। ভাইরাল এই ভিডিও তে যে ব্যক্তিকে দেখা যায় সেটা দিলীপ ঘোষ নয়। লালবাজার থানাতে FIR করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের ফেক ভিডিও কে বা কারা ছড়িয়েছে এবং কারা জড়িত আছে তাদের তদন্ত করার জন্য আজ থানায় FIR করলেন দিলীপ ঘোষ।