AD News Bangla

AD News Bangla Bengali News & Bengali Podcast Channel.

🎊 পুজো কমিটিগুলির জন্য বড় সুখবর! 🎉📢 মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পুজো উপহার'!🙏 ৮৫ হাজার থেকে অনুদান বাড়িয়ে এবার ১ লাখ ১০ হাজা...
01/08/2025

🎊 পুজো কমিটিগুলির জন্য বড় সুখবর! 🎉
📢 মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পুজো উপহার'!

🙏 ৮৫ হাজার থেকে অনুদান বাড়িয়ে এবার ১ লাখ ১০ হাজার টাকা! 💰
⚡ বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে ৮০%! 😍

📅 মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী—
🗓️ ২, ৩, ৪ অক্টোবর: প্রতিমা বিসর্জন
🪔 ৫ অক্টোবর: জাঁকজমকপূর্ণ পুজো কার্নিভাল কলকাতায় 🎭

📌 আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
👮‍♂️ প্রশাসন, 🚒 দমকল, 💡 সিইএসসি, 🚍 পরিবহণ, 🏥 স্বাস্থ্য—সব দফতরের শীর্ষকর্তারাও ছিলেন উপস্থিত।

🌸 শারদোৎসবের আগে এমন ঘোষণা সত্যিই পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিল! ❤️
#শারদোৎসব

14/07/2025

Chakdaha News: জামা না পেয়ে চরম সিদ্ধান্ত যুবতীর !

11/07/2025

South 24 Parganas ভাঙড়ে তৃণমূল নেতার চরম পরিণতি

11/07/2025

Sagardighi News: জাতীয় সড়কে ট্রাফিক ওসি-র একি পরিণতি !

🚆❄️ কলকাতায় প্রথম এসি লোকাল ট্রেন! প্রস্তুতি সম্পূর্ণ শিয়ালদা ডিভিশনের ❄️🚆📍 কলকাতা, ১৯ জুন:কলকাতার গণপরিবহণে 📈 এক নতুন...
19/06/2025

🚆❄️ কলকাতায় প্রথম এসি লোকাল ট্রেন! প্রস্তুতি সম্পূর্ণ শিয়ালদা ডিভিশনের ❄️🚆
📍 কলকাতা, ১৯ জুন:
কলকাতার গণপরিবহণে 📈 এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে! শহরে এই প্রথম চালু হতে চলেছে 🆕 শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ইএমইউ লোকাল ট্রেন। সোমবার রানাঘাটে এসে পৌঁছেছে এই নতুন ট্রেন 🚉 এবং শুরু হয়েছে ট্রায়াল রান 🔄।
🔧 রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল ট্রেনগুলিতে থাকছে:
❄️ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ
🪑 স্টেইনলেস স্টিলের আরামদায়ক আসন
🎥 সিসিটিভি নজরদারি
🚪 স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা
👥 প্রায় ১১০০ যাত্রীর বসার সুবিধা
🚦 যদিও এখনো নির্ধারিত হয়নি কোন রুটে বা কোন লাইনে এই ট্রেন চলবে, তবে রেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঘোষণা হবে 🗺️ রুট ও ভাড়া 💰।
📝 রেল সূত্রে জানা গেছে, সাধারণ লোকাল ট্রেনের তুলনায় এর ভাড়া কিছুটা বেশি হবে 📊। তবে যাত্রীদের সাড়া ইতিবাচক হলে ভবিষ্যতে আরও এসি রেক চালু করার পরিকল্পনা রয়েছে 📅।
📊 পূর্ব রেলের মাধ্যমে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ মানুষ যাতায়াত করেন 🚶‍♂️🚶‍♀️। শুধু শিয়ালদহ ডিভিশনে চলে প্রায় ৯০০টি ট্রেন ও ১৮ লক্ষ যাত্রী 💼।
🎁 শহরতলির যাত্রীদের জন্য রেলের এই নতুন উপহার নিঃসন্দেহে আরামদায়ক ও আধুনিক যাত্রার অভিজ্ঞতা এনে দেবে 🌟।
🧊🚉 "এবার শীতল যাত্রা, লোকাল ট্রেনেই!"
কলকাতার ইতিহাসে নতুন পাতা যোগ হলো আজ 📖✨।



















🔴 Sutapa Chowdhury সুতপা চৌধুরী হ** ত্যা মামলায় ফাঁ** সির আদেশ রদ করল আদালত⚖️। আগেই এই মামলায় দো*** ষী হয় সুশান্ত চৌধুরী...
11/06/2025

🔴 Sutapa Chowdhury সুতপা চৌধুরী হ** ত্যা মামলায় ফাঁ** সির আদেশ রদ করল আদালত⚖️। আগেই এই মামলায় দো*** ষী হয় সুশান্ত চৌধুরী🔗। তার ফাঁ*** সির আদেশ দেয় আদালত⛓️। বুধবার ফাঁ****সি রদ করে আমৃ****ত্যু কারাদ****ণ্ডের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের 🧑‍⚖️ Debangsu Basak ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ৪০ বছরের আগে সা*** জা মাফ চেয়ে আবেদন করা যাবে না🛑। এছাড়া দো*** ষীর ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি💰।
🕯️ Sutapa Chowdhury ২০২২ সালের ২রা মে ভরসন্ধ্যায় ছাত্রী খু**** নে আঁ***তকে উঠেছিল শহর বহরমপুর 😨। সেই খু*** নের ১৫ মাস পর হয় অপ****রাধীর সা** জা ঘোষণা 📜। বহরমপুরে কলেজ ছাত্রী খু*** নে অপ*** রাধীর ফাঁ*** সির সা** জা ঘোষণা করে বহরমপুরের আদালত⚖️। ২০২৩ সালের ৩১ আগস্ট অবশেষে ফাঁ** সির সা** জা শোনালেন বহরমপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত ও জেলা দায়রা বিচারক Santosh Kumar Pathak 👨‍⚖️ সন্তোষ কুমার পাঠক। ফাঁ*** সির সা** জা ঘোষণার পরেও নিজেকে নির্দো*** ষ বলে দাবি করে সুশান্ত🙄। সা** জা কমানোর আর্জিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় দো*** ষী সুশান্ত⚖️। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়📄। বুধবার বিচারপতি ফাঁ*** সির সা*** জা র** দ করে নজিরবিহীন রায় দেন📢।

🌧️ মাছটির সাহসিকতা আপনাকেও ভাবাবে—জীবন মানেই সংগ্রাম 🐠✨রাস্তার পাশের নর্দমা—সেখানে যেখানে কেবল আর্বজনা, দূষণ আর কাদার স্...
22/05/2025

🌧️ মাছটির সাহসিকতা আপনাকেও ভাবাবে—জীবন মানেই সংগ্রাম 🐠✨

রাস্তার পাশের নর্দমা—সেখানে যেখানে কেবল আর্বজনা, দূষণ আর কাদার স্রোত বয়ে চলে 😔, ঠিক সেখানেই কিলবিল করে ঘুরে বেড়ায় কিছু ছোট ছোট মাছ 🐟। তাদের দেখে মনে হয়, ওরাই বুঝি এই নোংরা জগতের মাঝেই খুশি 😌। কিন্তু একদিন... সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বদলে দিল সেই চেনা দৃশ্যকে 🎥💫।

👁️ ভিডিওতে দেখা যায়—একটি কমলা রঙের খুদে মাছ 🧡, নর্দমার নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা—নর্দমার বাইরে কী আছে তা দেখার তীব্র ইচ্ছে 🌍❓।

❗ সে আর পাঁচটা মাছের মতো স্থির থাকেনি, বরং চেষ্টা করতে লাগল সরু জলের ধারা বেয়ে উপরে উঠতে। অপ্রতিরোধ্য সেই ইচ্ছে 💪, ক্ষুদ্র শরীর আর বিপদের তোয়াক্কা না করে মাছটি ধীরে ধীরে এগিয়ে চলল ⬆️।

⏳ কিছুক্ষণ পর, সবাইকে চমকে দিয়ে, সে পৌঁছে গেল উপরে! 🎯💥

সেই ছোট্ট মাছটি নর্দমা থেকে বেরিয়ে এল, ঝাঁপিয়ে পড়ল রাস্তার উপর 💦🛣️। তারপর শান্ত হয়ে কিছু সময় শুয়ে রইল… যেন নতুন পৃথিবীটিকে অনুভব করছে ❤️🌅।

📱 মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি 🔥।
৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি! ❤️‍🔥 প্রায় ৫,৫০০ নেটাগরিক লাইক, শেয়ার আর মন্তব্যে জানিয়েছেন তাঁদের মুগ্ধতা 🙌💬।

🎈 এই একটি খুদে মাছ আমাদের মনে করিয়ে দেয়—
চাইলেই কাদার মধ্য থেকেও আলো দেখা যায়,
চেষ্টায় অসম্ভবও সম্ভব হয়। 🌈✨

🐟💭 তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তবে একদিন তুমি ঠিকই উঠে আসবে উপরে।

#অনুপ্রেরণা #ছোটমাছবড়স্বপ্ন #ভাইরালভিডিও

🎥 ‘ট্রাভেল উইথ জো’ ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে  বি*স্ফো*রক  অভিযোগ!🧳 হরিয়ানার হিসার থেকে জ্যোতি মলহোত্রা নামের এক জনপ্রিয় ...
18/05/2025

🎥 ‘ট্রাভেল উইথ জো’ ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে বি*স্ফো*রক অভিযোগ!
🧳 হরিয়ানার হিসার থেকে জ্যোতি মলহোত্রা নামের এক জনপ্রিয় ইউটিউবারকে গ্রে*ফতার করেছে পুলিশ।
📸 তাঁর ইউটিউব চ্যানেল — ‘Travel With Jo’ — যেখানে তিনি পা* কিস্তান-সহ বিভিন্ন দেশে ভ্রমণের ভিডিও শেয়ার করতেন।
👥 অনুগামী সংখ্যা: ১,৩২,০০০-এর বেশি!

🧔‍🗣️ জ্যোতির বাবার প্রতিক্রিয়া
হরিশ মলহোত্রা, জ্যোতির বাবা সংবাদ সংস্থাকে বলেন—

“ইউটিউবের জন্য ভিডিও তুলতে গিয়েছিল ও পাকি* স্তানে। যদি ওর কিছু বন্ধু থাকে, তবে ফোন করতেই পারে। কিন্তু আমাদের ফোনগুলো ফেরত দেওয়া হোক।” 📞📵

🔍 তদন্তকারীদের দাবি কী?
📅 ২০২৩ সালেই পাকি* স্তানে যান জ্যোতি।
🏛️ নয়াদিল্লিতে পাক হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে হয় পরিচয়।
🚫 দানিশকে ইতিমধ্যেই ভারত সরকার ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে।

📲 হোয়াট্‌সঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটে পাকি* স্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন জ্যোতি।
📁 পাকি* স্তানি গুপ্তচরদের নম্বর ভিন্ন নামে মোবাইলে সেভ করতেন —
যেমন: ‘জাট রনধাওয়া’ ➡️ আসলে শাকির ওরফে রানা শাহবাজ়!

💔 তদন্তে উঠে এসেছে এক পাক গুপ্তচরের সঙ্গে ‘ঘনি* ষ্ঠতা’র ইঙ্গিত!

📹 জ্যোতির পাকি* স্তান সফর (ভিডিয়োতে ধরা পড়া)
📍 অটারী-ওয়াঘা সীমান্ত পার হওয়া
🏙️ লাহৌরের আনারকলি বাজার ঘোরা
🕌 পাক পঞ্জাবের কটাস রাজ মন্দির দর্শন
🍲 পাকি* স্তানি খাবার রিভিউ এবং ভারত-পাক সংস্কৃতির তুলনা!

🗓️ এসব ভিডিও পহেলগাঁও হা* মলার আগেই তোলা হয়েছিল (যেখানে ২৬ জন নি* হ* ত হয়)।

🚨 এক নজরে ঘটনাপ্রবাহ
🔗 ২০২৩: পাকি* স্তানে সফর ও পাক হাই কমিশনের সংযোগ
📡 পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ
📲 সোশ্যাল অ্যাপে তথ্য আদান-প্রদান
👮‍♀️ গ্রে* ফ*তার এবং পুলিশি হেফা* জতে তদন্ত চলছে

💬 ভারতীয় তদন্তকারী সংস্থার সন্দেহ:
জ্যোতি একটি পাক গুপ্তচর চক্রের সদস্য, যারা পঞ্জাব ও হরিয়ানায় সক্রিয়।
🔍 ইউটিউব ভ্রমণচিত্রের আড়ালে চলছিল তথ্য পাচার?

🛑 একটি গুরুতর নিরাপত্তা ইঙ্গিত, যেখানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আড়ালে লুকিয়ে থাকতে পারে দেশ*দ্রো* হের ছায়া।

🇮🇳 #পাকগুপ্তচর #পাকিস্তানযোগ #গুপ্তচরচক্র #ন্যাশনালসিকিউরিটি 🚔

🎬 বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার জাভেদ আখতার, আবারও শিরোনামে — তাঁর সাহসী মন্তব্য এবং সমাজ-রাজনৈতিক বক্তব্য ঘিরে 💥🧠 কী ব...
18/05/2025

🎬 বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার জাভেদ আখতার, আবারও শিরোনামে — তাঁর সাহসী মন্তব্য এবং সমাজ-রাজনৈতিক বক্তব্য ঘিরে 💥
🧠 কী বললেন জাভেদ আখতার?
শনিবার শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ অনুষ্ঠানে (যেখানে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ার), জাভেদ আখতার বললেন—

🗣️ “এমন আ* ক্রমণ না হলেই ভয় পাই, মনে হয় কী জানি সব ঠিক করছি তো আমি!”

😠 এক পক্ষ বলে তিনি ‘কাফির’, তাঁর জাহা* ন্নমে যাওয়া উচিত।
😡 অন্য পক্ষ বলে তিনি ‘জি* হাদি’, তাঁর পাকি* স্তানে চলে যাওয়া উচিত।

👉 কিন্তু জাভেদের জবাব:

“যদি আমার কাছে যাওয়ার মতো এই দুটো জায়গাই থাকে, তা হলে আমি জাহা* ন্নমটাই বেছে নেব।” 🔥

🙌 তাঁর পাশে অনেক সাধারণ মানুষ
❤️ তিনি বলেন, “বহু মানুষ আমার প্রশংসাও করে, সমর্থন করে, অনুপ্রেরণা জোগায়।”
⚖️ তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন, “দু’পক্ষের চরমপন্থীরাই আমায় আ* ক্রমণ করেন।”

💣 পাকি* স্তান নিয়ে কঠোর বার্তা
🧨 পহেলগাঁও জ* ঙ্গি হা* মলার প্রেক্ষিতে জাভেদের মন্তব্য:
🗯️ “যথেষ্ট হয়েছে! আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়। সীমান্তে দু’চারটে বো* মা ফেলে কিছু হবে না।”
🎭 পাকি* স্তানি শিল্পীদের বিষয়ে তিনি বলেন—
🎤 “ভারতে পাকি* স্তানি শিল্পীরা যতটা সম্মান পান, ভারতীয় শিল্পীরা পাকি* স্তানে ততটা পান না।”

💡 জাভেদ আখতারের বার্তা —
সত্য বললে আ* ক্রমণ আসবেই, কিন্তু তবু সত্য বলতেই হবে।

✊ তাঁর প্রতিবাদী সত্তা, স্পষ্টভাষী মনোভাব এবং ভয়হীন মনোযোগ তাঁকে আজকের সময়ে এক শক্তিশালী নাগরিক কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে।

🔖 জাভেদ আখতার শুধু শিল্পী নন, তিনি প্রতিবাদের এক প্রভাবশালী মুখ।
💬 “বিচারহীন সমাজে নীরবতা অপরাধের সমান।” ✍️

🇮🇳 #জাভেদআখতার #প্রতিবাদ #সত্যেরকণ্ঠস্বর #পাকি*স্তান #অসহিষ্ণুতা #ভারত #সাহসীশিল্পী 🌟

⚠️ চাঞ্চল্যকর গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানায় গ্রে* ফতার  আরও এক যুবক!🔍 ২৬ বছরের আরমান নামে ওই যুবককে গ্রে* ফতার করা হয়ে...
18/05/2025

⚠️ চাঞ্চল্যকর গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানায় গ্রে* ফতার আরও এক যুবক!
🔍 ২৬ বছরের আরমান নামে ওই যুবককে গ্রে* ফতার করা হয়েছে হরিয়ানার নুহ্‌ জেলা থেকে।

📲 অভিযোগ:

ভারতীয় সেনার গোপন তথ্য, ছবি, ভিডিও পাকি*স্তানে পা*চার করতেন

সরাসরি দিল্লিতে পাক দূতাবাসের এক কর্মচারীর সঙ্গে যোগাযোগে ছিলেন

হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে তথ্য আদানপ্রদান করতেন

পাকি* স্তানের একাধিক নম্বরে চ্যাট মিলেছে

বহু গোপন নথি, সেনা গতিবিধির ছবি ও ভিডিও পাঠিয়েছেন তিনি

🔐 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে নুহ্‌ পুলিশ অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে।

🧾 মামলা রুজু:

ভারতীয় দ* ণ্ডবিধির একাধিক ধারায় মামলা

আপাতত ছ’দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে 🧑‍⚖️

📹 একই দিনে ধৃ* ত ইউটিউবার জ্যোতি মলহোত্র
🎥 অভিযোগ:

পাকি* স্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি

হরিয়ানা থেকেই তাঁকেও গ্রে* ফতার করা হয়

📌 তদন্তকারীদের সন্দেহ:

পাক গুপ্তচরদের সঙ্গে তথ্য পা* চারের একটি বড় চক্র গড়ে উঠেছে ভারতে, যা মূলত পঞ্জাব ও হরিয়ানায় সক্রিয়।
আরমান ও জ্যোতি সেই চক্রের সদস্য কিনা খতিয়ে দেখা হচ্ছে 🔎

🛡️ দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
🇮🇳 একের পর এক গোপন তথ্য পা* চার ও গুপ্তচরবৃত্তির ঘটনা দেশের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বাড়াচ্ছে।

💬 বিশেষজ্ঞদের মত:

ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হোয়াট্‌সঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে সেনার গোপন তথ্য পাচার ভারতের জন্য এক ভ* য়াবহ বিপদসঙ্কেত।

🛑 ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এখন আরও সতর্ক ও সক্রিয়, কারণ বাইরের শ* ত্রুর চেয়েও ভ* য়ঙ্কর হয়ে উঠছে দেশের ভিতরের গুপ্তচররা। 🕳️🕵️‍♀️

🔐 "তথ্যই অ* স্ত্র", আর তা যদি শ* ত্রুর হাতে পড়ে, বি* পর্যয় অনিবার্য!" 🇮🇳💣🇵🇰

🟢 পাকি* স্তানের পাল্টা কূটনৈতিক অভিযান 🛫🇵🇰 পাকি* স্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে...
18/05/2025

🟢 পাকি* স্তানের পাল্টা কূটনৈতিক অভিযান 🛫
🇵🇰 পাকি* স্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে।
📌 এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পাকি* স্তান পিপল্‌স পার্টির নেতা ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি।
📞 এই বিষয়ে বিলাবল নিজেই জানিয়েছেন,
“প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ আজ আমাকে ফোন করে পাকি* স্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছেন। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। দেশের হয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”
🔥 সাম্প্রতিক ভারত-পাক সং* ঘর্ষের প্রেক্ষাপট 📆
📅 ২২ এপ্রিল: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভ* য়াবহ জ* ঙ্গি হা* মলায় নি*হ*ত ২৬ জন।
📢 ভারতের অভিযোগ: এই হা*মলার পিছনে পাকি* স্তানের মদত রয়েছে।
🧨 ৬ মে রাত: ভারতের প্র* ত্যাঘাত — ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে একাধিক পাকি* স্তানি জ* ঙ্গি ঘাঁটি ধ্বং* স।
🎯 ভারতের লক্ষ্য: সন্ত্রা* সবা*দের বিরুদ্ধে আন্তর্জাতিক বার্তা স্পষ্ট করা।
💣 পাকি* স্তানের পাল্টা জবাব: সীমান্তে টানা ৪ দিন সং* ঘর্ষ।
🤝 ১০ মে: দুই দেশ সং* ঘর্ষবিরতিতে সম্মত।
🌍 আন্তর্জাতিক স্তরে দুই দেশের বার্তা কৌশল
🇮🇳 ভারত:
সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল
নেতৃত্বে আছেন শশী তারুর, রবিশঙ্কর প্রসাদ, ইউসুফ পাঠান, প্রমুখ
৩২টি দেশ সফর, বার্তা: “সন্ত্রা* সের বিরুদ্ধে ভারত একজোট”
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলিতেও সফর 🛬
🇵🇰 পাকি* স্তান:
একটি প্রতিনিধিদল গঠিত
নেতৃত্বে: বিলাবল ভুট্টো জ়ারদারি
উদ্দেশ্য: পহেলগাঁও কাণ্ডে নিরপেক্ষ তদন্ত দাবি ও শান্তির বার্তা প্রচার 🌐
🔴 দুই দেশের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা শুধু সীমান্ত সং* ঘর্ষের জবাব নয়, বরং আন্তর্জাতিক জনমত গঠনের এক কৌশলও বটে। আগামী সপ্তাহগুলিতে ভারত-পাকি* স্তান কূটনীতির লড়াই চোখে পড়ার মতো হতে চলেছে। 👁️‍🗨️🌏💬
🇮🇳 vs 🇵🇰: এবার যু* দ্ধ মাঠে নয়, কূটনীতির মঞ্চে!

🗺️ ৭টি প্রতিনিধিদল ও গন্তব্য তালিকা1️⃣ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে 🇸🇦 সৌদি আরব, 🇰🇼 কুয়েত, 🇧🇭 বাহরিন ও 🇩🇿 আলজেরিয়া🧔‍♂️ বৈজয়...
18/05/2025

🗺️ ৭টি প্রতিনিধিদল ও গন্তব্য তালিকা
1️⃣ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে 🇸🇦 সৌদি আরব, 🇰🇼 কুয়েত, 🇧🇭 বাহরিন ও 🇩🇿 আলজেরিয়া
🧔‍♂️ বৈজয়ন্ত পাণ্ডা (নেতৃত্ব)
🗣️ আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM)
🧓 গুলাম নবি আজ়াদ
🌐 হর্ষবর্ধন শ্রীংলা (কূটনীতিক)
অন্যান্য: নিশিকান্ত দুবে, রেখা শর্মা, ফাঙ্গনোন কোন্যাক
2️⃣ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে 🇬🇧 ব্রিটেন, 🇫🇷 ফ্রান্স, 🇩🇪 জার্মানি, 🇮🇹 ইতালি, 🇩🇰 ডেনমার্ক ও 🇪🇺 ইউরোপীয় ইউনিয়ন
👤 রবিশঙ্কর প্রসাদ (নেতৃত্ব)
🌟 শমীক ভট্টাচার্য (বিজেপি, পশ্চিমবঙ্গ)
🧕 প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিবসেনা)
🗣️ এমজে আকবর
🌐 পঙ্কজ সরন (কূটনীতিক)
অন্যান্য: দগ্গুবতী পুরন্দেশ্বরী, গুলাম আলি খাটানা, অমর সিংহ
3️⃣ সঞ্জয়কুমার ঝার নেতৃত্বে 🇮🇩 ইন্দোনেশিয়া, 🇲🇾 মালয়েশিয়া, 🇰🇷 দক্ষিণ কোরিয়া, 🇯🇵 জাপান ও 🇸🇬 সিঙ্গাপুর
👤 সঞ্জয়কুমার ঝা (নেতৃত্ব)
🌟 ইউসুফ পাঠান (তৃণমূল, পশ্চিমবঙ্গ)
🧔 জন ব্রিট্টাস (CPIM)
🧓 সলমন খুরশিদ (কংগ্রেস)
🌐 মোহন কুমার (কূটনীতিক)
অন্যান্য: অপরাজিতা সারঙ্গি, ব্রিজ লাল, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি
4️⃣ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে 🇦🇪 UAE, 🇨🇬 কঙ্গো ও 🇸🇱 সিয়েরা লিওন
👤 শ্রীকান্ত শিন্ডে (নেতৃত্ব)
🧕 বাঁসুরি স্বরাজ
🧓 এস এস অহলুওয়ালিয়া
🌐 সুজন চিনয় (কূটনীতিক)
অন্যান্য: মহম্মদ বশির, অতুল গর্গ, মননকুমার মিশ্র, সস্মিত পাত্র
5️⃣ শশী তারুরের নেতৃত্বে 🇺🇸 আমেরিকা, 🇵🇦 পানামা, 🇬🇾 গুয়ানা, 🇧🇷 ব্রাজ়িল ও 🇨🇴 কলম্বিয়া
📚 শশী তারুর (নেতৃত্ব)
🧑‍🎓 তেজস্বী সূর্য
🌐 তরণজিৎ সিংহ সান্ধু (কূটনীতিক)
অন্যান্য: শাম্ভবী (LJP), সরফরাজ আহমেদ (JMM), হরিশ বালযোগী (TDP), শশাঙ্ক মানি ত্রিপাঠী, মিলিন্দ দেওরা
6️⃣ কানিমোঝির নেতৃত্বে 🇪🇸 স্পেন, 🇬🇷 গ্রিস, 🇸🇮 স্লোভেনিয়া, 🇱🇻 লাটভিয়া ও 🇷🇺 রাশিয়া
👩‍💼 কানিমোঝি (DMK)
🌐 মনজীব এস পুরি, জাভেদ আশরফ (কূটনীতিক)
অন্যান্য: রাজীব রাই (SP), মিলন আহমেদ (NC), ব্রিজেশ চৌটা (BJP), প্রেমচাঁদ গুপ্তা (RJD), অশোক মিত্তল (AAP)
7️⃣ সুপ্রিয়া সুলের নেতৃত্বে 🇪🇬 মিশর, 🇶🇦 কাতার, 🇪🇹 ইথিওপিয়া ও 🇿🇦 দক্ষিণ আফ্রিকা
👩‍⚖️ সুপ্রিয়া সুলে (NCP)
🧑‍🏫 রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর (BJP)
🧑‍🔬 আনন্দ শর্মা (Cong), মণীশ তিওয়ারি (Cong)
🌐 সইদ আকবরউদ্দিন (কূটনীতিক)
অন্যান্য: বিক্রমজিৎ সিংহ সাহনি (AAP), শ্রীকৃষ্ণ দেবরয়ালু (TDP), ভি মুরলীধরণ
📅 প্রতিনিধিদলগুলি যাত্রা শুরু করবে ২৩ মে থেকে। এই সফরের লক্ষ্য— সারা বিশ্বের কাছে ভারতের নিরাপত্তা, সামরিক সক্ষমতা ও সন্ত্রাসবিরোধী বার্তা পৌঁছে দেওয়া। 💬💪🇮🇳
🇮🇳 বাংলার মুখ হিসেবে শমীক ও ইউসুফ – এই দুই ভিন্ন মেরুর নেতার প্রতিনিধিত্ব এই সফরে নজর কাড়ছে বিশেষভাবে। 🌟💼

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when AD News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AD News Bangla:

Share