18/05/2025
🗺️ ৭টি প্রতিনিধিদল ও গন্তব্য তালিকা
1️⃣ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে 🇸🇦 সৌদি আরব, 🇰🇼 কুয়েত, 🇧🇭 বাহরিন ও 🇩🇿 আলজেরিয়া
🧔♂️ বৈজয়ন্ত পাণ্ডা (নেতৃত্ব)
🗣️ আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM)
🧓 গুলাম নবি আজ়াদ
🌐 হর্ষবর্ধন শ্রীংলা (কূটনীতিক)
অন্যান্য: নিশিকান্ত দুবে, রেখা শর্মা, ফাঙ্গনোন কোন্যাক
2️⃣ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে 🇬🇧 ব্রিটেন, 🇫🇷 ফ্রান্স, 🇩🇪 জার্মানি, 🇮🇹 ইতালি, 🇩🇰 ডেনমার্ক ও 🇪🇺 ইউরোপীয় ইউনিয়ন
👤 রবিশঙ্কর প্রসাদ (নেতৃত্ব)
🌟 শমীক ভট্টাচার্য (বিজেপি, পশ্চিমবঙ্গ)
🧕 প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিবসেনা)
🗣️ এমজে আকবর
🌐 পঙ্কজ সরন (কূটনীতিক)
অন্যান্য: দগ্গুবতী পুরন্দেশ্বরী, গুলাম আলি খাটানা, অমর সিংহ
3️⃣ সঞ্জয়কুমার ঝার নেতৃত্বে 🇮🇩 ইন্দোনেশিয়া, 🇲🇾 মালয়েশিয়া, 🇰🇷 দক্ষিণ কোরিয়া, 🇯🇵 জাপান ও 🇸🇬 সিঙ্গাপুর
👤 সঞ্জয়কুমার ঝা (নেতৃত্ব)
🌟 ইউসুফ পাঠান (তৃণমূল, পশ্চিমবঙ্গ)
🧔 জন ব্রিট্টাস (CPIM)
🧓 সলমন খুরশিদ (কংগ্রেস)
🌐 মোহন কুমার (কূটনীতিক)
অন্যান্য: অপরাজিতা সারঙ্গি, ব্রিজ লাল, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি
4️⃣ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে 🇦🇪 UAE, 🇨🇬 কঙ্গো ও 🇸🇱 সিয়েরা লিওন
👤 শ্রীকান্ত শিন্ডে (নেতৃত্ব)
🧕 বাঁসুরি স্বরাজ
🧓 এস এস অহলুওয়ালিয়া
🌐 সুজন চিনয় (কূটনীতিক)
অন্যান্য: মহম্মদ বশির, অতুল গর্গ, মননকুমার মিশ্র, সস্মিত পাত্র
5️⃣ শশী তারুরের নেতৃত্বে 🇺🇸 আমেরিকা, 🇵🇦 পানামা, 🇬🇾 গুয়ানা, 🇧🇷 ব্রাজ়িল ও 🇨🇴 কলম্বিয়া
📚 শশী তারুর (নেতৃত্ব)
🧑🎓 তেজস্বী সূর্য
🌐 তরণজিৎ সিংহ সান্ধু (কূটনীতিক)
অন্যান্য: শাম্ভবী (LJP), সরফরাজ আহমেদ (JMM), হরিশ বালযোগী (TDP), শশাঙ্ক মানি ত্রিপাঠী, মিলিন্দ দেওরা
6️⃣ কানিমোঝির নেতৃত্বে 🇪🇸 স্পেন, 🇬🇷 গ্রিস, 🇸🇮 স্লোভেনিয়া, 🇱🇻 লাটভিয়া ও 🇷🇺 রাশিয়া
👩💼 কানিমোঝি (DMK)
🌐 মনজীব এস পুরি, জাভেদ আশরফ (কূটনীতিক)
অন্যান্য: রাজীব রাই (SP), মিলন আহমেদ (NC), ব্রিজেশ চৌটা (BJP), প্রেমচাঁদ গুপ্তা (RJD), অশোক মিত্তল (AAP)
7️⃣ সুপ্রিয়া সুলের নেতৃত্বে 🇪🇬 মিশর, 🇶🇦 কাতার, 🇪🇹 ইথিওপিয়া ও 🇿🇦 দক্ষিণ আফ্রিকা
👩⚖️ সুপ্রিয়া সুলে (NCP)
🧑🏫 রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর (BJP)
🧑🔬 আনন্দ শর্মা (Cong), মণীশ তিওয়ারি (Cong)
🌐 সইদ আকবরউদ্দিন (কূটনীতিক)
অন্যান্য: বিক্রমজিৎ সিংহ সাহনি (AAP), শ্রীকৃষ্ণ দেবরয়ালু (TDP), ভি মুরলীধরণ
📅 প্রতিনিধিদলগুলি যাত্রা শুরু করবে ২৩ মে থেকে। এই সফরের লক্ষ্য— সারা বিশ্বের কাছে ভারতের নিরাপত্তা, সামরিক সক্ষমতা ও সন্ত্রাসবিরোধী বার্তা পৌঁছে দেওয়া। 💬💪🇮🇳
🇮🇳 বাংলার মুখ হিসেবে শমীক ও ইউসুফ – এই দুই ভিন্ন মেরুর নেতার প্রতিনিধিত্ব এই সফরে নজর কাড়ছে বিশেষভাবে। 🌟💼